লেভেল ৪ হতে আমার অর্জন by @rokibulsanto || 10% for @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

◾️ ১৬ ফেব্রুয়ারি
▪️ বুধবার


আসসালামু-আলাইকুম বন্ধুগণ
কেমন আছেন সবাই। আশা করছি সকলে সুস্থ ও ভালো আছেন। গত বেশ কয়েক সপ্তাহ আগে আমি লেভেল-৩ এর ভাইবা ও লিখিত পরীক্ষা দিয়ে লেভেল-৪ এ উন্নীত হই। লেভেল-৪ এর ক্লাস ও ভাইবা দেয়ার জন্য অনেক দিন ওয়েট করে ছিলাম। দীর্ঘ প্রতীক্ষার প্রহর শেষ করে আমি লেভেল-৪ এর ভাইবাতে উত্তীর্ণ হই। আজকে আমার লেভেল-৪ এর লিখিত পরীক্ষা দিব আপনাদের মাঝে।

পরীক্ষা শুরুর আগে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রফেসর আরিফ ভাইকে এবং সম্মানিত মডারেটর নওরিন আপুকে। তাদের কাছ থেকে স্টিমিট এর এক্সচেঞ্জ রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পেরেছি। আমি মনে করি যারা স্টিমিট এ দীর্ঘমেয়াদে কাজ করতে আগ্রহী তাদের এইসব বিষয়গুলো জানা খুবই জরুরি।

তো চলুন কথা না বাড়িয়ে পরীক্ষা শুরু করি...

selfie4.jpg


লেভেল-৪ এ আমাদের যে বিষয়গুলো নিয়ে আলোকপাত করা হয়েছে তা হলোঃ
🔘 ১. p2p এর মাধ্যমে Steem/Sbd/Trx Transfer.
🔘 ২. Internal Market এ SBD থেকে Steem এ Convert করা।
🔘 ৩. poloniex এ Account খোলা।
🔘 ৪. External Market এ Steem এবং TRX Exchange করা।

উপরের সব বিষয়গুলো আমি প্রশ্নউত্তর পর্বের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করছি।

🔘 p2p কি?

⇢ p2p বলতে বুঝায় Person to person Transfer. আমরা যখন (Steem, Sbd, Trx) Buy Sell করার উদ্দেশ্যে কোন Exchange Site ব্যবহার না করে Person to Person Transfer করি তখন সেটাকে বলে Person to Person Transfer.


আমার বাংলা বল্গ -এ Person to Person (p2p) Transfer না করার জন্য বলা হয়ে থাকে। তবে কেউ যদি কাউকে গিফট হিসেবে অল্প পরিমান ক্রিপ্টো ট্রান্সফার করে তবে সেটা এলাও করা হয়ে থাকে।


🔘P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

ধাপে ধাপে প্রসেসগুলো বর্ণনা করছি।

⇢ p2p SBD Transfer করার জন্য প্রথমে আমার স্টিমিট ওয়ালেটে লগ-ইন করে নিচ্ছি।

waletss.PNG

⇢ এবার Steem Dolar এর পাশে যে ড্রপ-ডাউন মেনু আছে সেখানে ক্লিক করে Transfer এ ক্লিক করবো।

2.PNG

⇢ To এর ঘরে যাকে আমি SBD পাঠাবো তার ইউজার নেম বসাবো। Amount এর ঘরে কত SBD পাঠাবো তার পরিমান এবং সবশেষে মেমো ফিল্ড এ কি উদ্দেশ্যে পাঠাচ্ছি তা লিখে দিব। তারপর নেক্সট এ ক্লিক করবো।

3.PNG

⇢ এরপর আমরা Ok তে ক্লিক করবো।

4.PNG

⇢ এর মাধ্যমে আমাদের SBD Transfer করা হয়ে যাবে। Confirm হওয়ার জন্য History চেক করে নিব।

5.PNG


🔘P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
⇢ p2p Steem Transfer করার জন্য প্রথমে আমার স্টিমিট ওয়ালেটে লগ-ইন করে নিচ্ছি।

waletss.PNG

⇢ এবার Steem এর পাশে যে ড্রপ-ডাউন মেনু আছে সেখানে ক্লিক করে Transfer এ ক্লিক করবো।

1.PNG

⇢ To এর ঘরে যাকে আমি Steem পাঠাবো তার ইউজার নেম বসাবো। Amount এর ঘরে কত Steem পাঠাবো তার পরিমান এবং সবশেষে মেমো ফিল্ড এ কি উদ্দেশ্যে পাঠাচ্ছি তা লিখে দিব। তারপর নেক্সট এ ক্লিক করবো।

2.PNG

⇢ এরপর আমরা Ok তে ক্লিক করবো।

3.PNG

⇢ এর মাধ্যমে আমাদের Steem Transfer করা হয়ে যাবে। Confirm হওয়ার জন্য History চেক করে নিব।

4.PNG


🔘P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
⇢ p2p Trx Transfer করার জন্য প্রথমে আমার স্টিমিট ওয়ালেটে লগ-ইন করে নিচ্ছি।

waletss.PNG

⇢ এবার Trx এর পাশে যে ড্রপ-ডাউন মেনু আছে সেখানে ক্লিক করে Transfer এ ক্লিক করবো।

1.PNG

⇢ To এর ঘরে আমরা যাকে Trx পাঠাবো তার স্টিমিট ইউজার নেম বসাবো। এক্ষেত্রে আমরা Switch to Steem Account এ ক্লিক করবো তাতে @ দিয়ে আসবে। এখানে ইউজার নেম লিখে দিলেই যাকে Trx পাঠাবো তার Tron Address Automatic চলে আসবে। আর যদি Tron Address জানা থাকে তবে Switch to Tron Account এ ক্লিক করবো সেক্ষেত্রে @ আর থাকবে না। এরপর Amount এর ঘরে Trx এর পরিমান আর মেমো ফিল্ড এ কি উদ্দেশ্যে পাঠাচ্ছি তা লিখে নেক্সট এ ক্লিক করবো।

2.PNG

⇢ এরপর আমরা Ok তে ক্লিক করবো।

3.PNG

⇢ এরপর Tron Private Key দিয়ে Transfer a click করবো।

4.PNG

⇢ এর মাধ্যমে আমাদের Trx Transfer করা হয়ে যাবে। Confirm হওয়ার জন্য Tron Account Transaction History তে
ক্লিক করে History চেক করে নিব।

5.PNG


🔘Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
⇢ প্রথমে আমরা ওয়ালেটে লগইন করে নিচ্ছি

waletss.PNG

⇢ এরপর 3 Dot এ ক্লিক করে Currency Market এ ক্লিক করবো।

1.PNG

⇢ এরপর Buy Steem সেকশন এর নিচে Price এর ঘরে আমরা পছন্দমতো price সিলেক্ট করবো। Total এর ঘরে কত SBD পরিমান স্টিম কিনবো তা দিয়ে দিব। SBD পরিমান দেয়ার সাথে কত স্টিম আমরা পাচ্ছি তা Amount এ শো করবে। এরপর Buy order এ ক্লিক করবো।

2.PNG

⇢ এরপর Ok তে ক্লিক করবো।

3.PNG

⇢ Buy না হওয়ার আগ পর্যন্ত তা Open Order সেকশন এ দেখতে পাবো।

4.PNG


🔘Poloniex Exchange site এ একটি Account Create করুন।
⇢ প্রথমে আমরা Poloniex ওয়েব সাইটে ঢুকে সাইন আপ এ ক্লিক করবো।

1.PNG

⇢ এরপর একটি ভেলিড Gmail দিয়ে, মিনিমাম ৮ ক্যারেক্টার এর একটি পাসওয়ার্ড দিয়ে ,কনফার্ম পাসওয়ার্ড দিয়ে, কেপচা ফিলাপ করে, প্রাইভেসি পলিসি তে টিক মার্ক দিয়ে সাইন আপ এ ক্লিক করবো।

2.PNG

⇢ যে মেইল দিয়ে সাইন আপ করা হয়েছে তাতে একটি ভেরিফিকেশন মেইল যাবে তাতে ক্লিক করে একাউন্ট ভেরিফাই করে নিব।

3.PNG

4.PNG


🔘আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।
⇢ polonix একাউন্টে লগইন করে নিব।

1.PNG

⇢ এরপর wallet এ ক্লিক করে Deposit এ ক্লিক করবো।

2.PNG

3.PNG

⇢ এরপর সার্চ বারে Steem লিখে সার্চ দিব।

4.PNG

⇢ এরপর একে একে Address আর Memo কপি করে এনে আমাদের স্টিমিট ওয়ালেটের স্টিম ট্রান্সফার সিলেক্ট করে তাতে To এর ঘরে এড্রেস আর মেমোর ঘরে মেমো পেস্ট করে দিব। এমাউন্ট এর ঘরে স্টিম এর পরিমান দিয়ে নেক্সট এ ক্লিক করবো।

5.PNG

6.PNG

⇢ এরপর ওকে তে ক্লিক করবো।

7.PNG

⇢ আমাদের পলোনিক্স এর Activity পেইজ এ স্টিমগুলো প্রথমে Depositing হিসেবে দেখাবে । ৫০ কনফারমেশন সেকেন্ড পর তা Depositied হয়ে আমাদের ব্যালেন্স এ এড হয়ে যাবে।

8.PNG

9.PNG


🔘আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন।
⇢ polonix একাউন্টে লগইন করে নিব।

1.PNG

⇢ এরপর wallet এ ক্লিক করে Deposit এ ক্লিক করে Search Bar এ Trx লিখে সার্চ দিব।

2.PNG

3.PNG

4.PNG

⇢ এবার Deposit On Tron (TRC20) তে ক্লিক করে Address কপি করে এনে আমাদের স্টিমিট ওয়ালেটের Trx এর পাশে ড্রপ-ডাউন মেনুতে ক্লিক করে ট্রান্সফার এ ক্লিক করে Switch to Tron Account এ ক্লিক করে কপি করা এড্রেস পেস্ট করে দিয়ে এমাউন্টের ঘরে Trx এর পরিমান লিখে নেক্সট এ ক্লিক করে দিব।

5.PNG

6.PNG

7.PNG

⇢ এবার ওকে তে ক্লিক করে Trx er প্রাইভেট কী দিয়ে ট্রান্সফার এ ক্লিক করে দিব। Trx গুলো প্রথমে Polonix এর Activity page এ Depositing অবস্থায় থাকবে । 50s পর Deposited হয়ে ব্যালেন্স এ এড হয়ে যাবে।

8.PNG

9.PNG

10.PNG

11.PNG


🔘Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
⇢ প্রথমে পলোনিক্স এর Trade section এ ক্লিক করে Spot এ ক্লিক করবো।

1.PNG

⇢ বামপাশের ছোট ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে সার্চ বারে স্টিম লিখে সার্চ দিয়ে Steem/Usdt pair সেলেক্ট করে নিব।

2.PNG

⇢ তারপর Sell Steem অপশন এ ক্লিক করে পছন্দমতো প্রাইস সিলেক্ট করে এমাউন্টের ঘরে স্টিম এর পরিমান দিয়ে Sell Steem এ ক্লিক করে দিব। Order fillup হওয়ার আগ পর্যন্ত তা Open Order section এ দেখতে পাব।

3.PNG

4.PNG



🔘একই প্রসেস এ আমরা Trx Sell করে USDT বানাতে পারবো।

1.PNG

2.PNG

3.PNG

4.PNG




আমি যতটুকু বুঝেছি ততোটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যদি আমার জানার কোন ভুল থাকে তবে অবশ্যই কমেন্ট সেকশন এ আমাকে সংশোধন করবেন। এতক্ষন যদি আমার পোস্টটি আপনি পড়ে থাকেন তবে আপনাকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।
cc: @nusuranur , @moh.arif

শুভেচ্ছান্তে

@rokibulsanto

Mybanner.png


blogPng.gif

Sort:  
 2 years ago (edited)

খুব ভালো লাগলো ভাইয়া দেখে যে আপনি সবগুলো লেভেল পার করে 4 এর জন্য পরীক্ষা দিচ্ছেন। আপনি খুব সুন্দর ভাবে লেভেল 4 এর অর্জনগুলো উপস্থাপন করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য আপনি যেন লেভেল 4 খুব দ্রুত উত্তীর্ণ হয়ে যেতে পারেন।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

 2 years ago 

আপনি লেভেল 3 এর পরীক্ষাটা খুব ভালোভাবে দিয়েছেন দেখছি। মনে হচ্ছে এখান থেকে আপনি অনেক কিছুই শিখতে পেরেছেন। সবগুলো ক্লাস করে তাড়াতাড়ি ভেরিফাইড মেম্বার হয়ে যান। এভাবেই এগিয়ে যান, আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

জি আপু। অনেক বিষয় শিখতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য

 2 years ago 

লেভেল 4 এর লিখিত পরীক্ষায় অনেক সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপনা করলেন আপনি। দেখে তো মনে হচ্ছে অনেক কিছু শিখতে এবং বুঝতে পেরেছেন। আশা করব ভাইবা পরীক্ষা দিয়ে তাড়াতাড়ি ভেরিফাইড মেম্বার হয়ে যেতে পারবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

অনেক অনেক ভালোবাসা আপনার জন্য। ভালো থাকবেন আপু 🥰

 2 years ago 

আপনি মোটামোটি বেশ ভালো ভাবেই এক্সাম দিয়েছেন।আপনার এক্সাম দেখে বুঝা যাচ্ছে যে আপনি সব ভালোভাবে বুঝেছেন।

আশা করছি আপনি কমিউনিটির সকল নিয়ম মেনে চলবেন।
 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু। জি অবশ্যই সকল নিময় মেনে লেখালেখি করার চেষ্টা করবো। ভালো থাকবেন। 💛

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57171.31
ETH 3134.47
USDT 1.00
SBD 2.26