লেভেল ২ হতে আমার অর্জন - By @rokibulsanto || ১০% প্রিয় লাজুক খ্যাঁকের জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago
শুভ অপরাহ্ন বন্ধুগণ , আশা করছি সকলে সুস্থ আছেন। শীতের এই পরন্ত বিকেলে আপনাদের জানাচ্ছি শীতল শুভেচ্ছা ।

আমি @rokibulsanto আপনাদের নতুন বন্ধু এবং আমার বাংলা বল্গ এর লেভেল-২ এর একজন পরীক্ষার্থী। আমি গতকাল লেভেল-২ এর ভাইবা দিয়ে উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষা দেয়ার জন্য অনুমতি পাই। আজ আমি আপনাদের মাঝে লেভেল-২ থেকে যেসব বিষয় সম্পর্কে জানতে পেরেছি তা আমার লিখিত পরীক্ষার মাধ্যমে উপস্থাপন করবো । পরীক্ষা শুরু করার আগে আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাদের লেভেল-২ এর প্রফেসর সুমন ভাই, কিং পরশ ভাই এবং উংক্লেস ভাইকে যারা আমাদের খুব আন্তরিকভাবে সব বিষয় বুঝিয়ে দিয়েছেন ।




level-2.jpg


লেভেল-২ তে আমাদের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় সম্পর্কে শিক্ষা দেয়া হয় যা প্রতিটি স্টিমিট ইউজার এর জন্য জানা খুবই জরুরী। স্টিমিট এ দীর্ঘ মেয়াদী কাজ করতে চাইলে এইসব বিষয় এ পুরোপুরি ধারনা থাকা আবশ্যক । বিষয়গুলো হলো -
☛কী সিকিউরিটি
☛পাওয়ার আপ
☛ডেলিগেশন
☛ওয়ালেট সংক্রান্ত বিষয়

আমি এখন আমার প্রশ্নউত্তর পর্বের মাধ্যমে নিজের মতো করে উপরের বিষয় গুলো ব্যাখ্যা দেয়ার চেষ্টা করছি

✤প্রশ্নঃ Posting key এর কাজ কি ?

✔️উত্তরঃ কী গুলো মূলত ২ ধরনের হয়ে থাকে । একটি হচ্ছে পাবলিক কী অন্যটি হচ্ছে প্রাইভেট কী । পাবলিক কী গুলো তুলনামুলকভাবে কম গুরুত্বপূর্ণ । প্রাইভেট কী গুলোর মধ্যে একটি হচ্ছে পোস্টিং কী । পোস্টিং কী ব্যবহার করা হয় মূলত স্টিমিট এর সকল প্রকার সোশ্যাল একটিভিটির জন্য । কী গুলোর মধ্যে সবচেয়ে কম সেনসিটিভ কী হচ্ছে এই পোস্টিং কী । পোস্টিং কী দিয়ে স্টিমিট এ পোস্ট করা হয় , কমেন্ট করা হয়, আপভোট দেয়া হয়, ডাউনভোট দেয়া হয় , পোস্ট রিস্টিম করা হয় , কাউকে ফলো আনফলো করা হয় , কাউকে মিউট করা হয় ।

✤প্রশ্নঃ Active key এর কাজ কি ?

✔️উত্তরঃ এক্টিভ কী দিয়ে এককথায় বলতে গেলে ওয়ালেট রিলেটেড কাজগুলো অর্থাৎ আর্থিক লেনদেনের কাজ গুলো করা হয়ে থাকে । এই কী হচ্ছে প্রাইভেট কী । কোন ট্রাস্টেড সাইট ছাড়া এই কী ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে । এই কী দিয়ে মূলত ট্রান্সফার এর কাজগুলো, পাওয়ার আপ করার কাজ , পাওয়ার ডাউন দেয়ার কাজ, উইটনেস ভোট দেয়ার কাজ , কোন এক্সচেঞ্জে ক্রয়-বিক্রয় করার কাজ গুলো করা হয়ে থাকে ।

✤প্রশ্নঃ Owner key এর কাজ কি ?

✔️উত্তরঃ ওনার কী হচ্ছে একধরনের মালিকানা সংক্রান্ত কী । অর্থাৎ ব্লক-চেইনে কেউ যদি তার মালিকানা দাবি করতে চায় সেক্ষেত্রে তার এই কীর প্রয়োজন হবে । উদাহরণ স্বরূপ বলা যায় কেউ যদি কোন জমির মালিকানা দাবি করে বসে , ঐ ক্ষেত্রে যেমন তার জমির দলিল দেখাতে হয় ঠিক তেমনি আপনি যদি কোন একাউন্টের মালিক দাবি করতে চান তাহলে আপনাকে এই ওনার কীর প্রয়োজন হবে। ওনার কী দিয়ে একাউন্ট রিকোভারি করা হয় অর্থাৎ একাউন্ট যদি হ্যাক হয়ে যায় তবে রিকোভারির সময় এই ওনার কী এর প্রয়োজন হবে । তাছাড়া এই ওনার কী দিয়ে এক্টীভ কী , পোস্টিং কী এবং ওনার কী সহ রিসেট করা যাবে এবং ভোটিং অধিকার প্রত্যাখ্যান করা যাবে ।

✤প্রশ্নঃ Memo key এর কাজ কি ?

✔️উত্তরঃ মেমো কী হচ্ছে একধরনের প্রাইভেট কী । এই কী ব্যবহার করা হয় কোন প্রাইভেট মেসেজ পাঠাতে বা দেখতে । কোন এনক্রিপ্ট করা মেসেজ পাঠাতে বা দেখতে এই কী ব্যবহার করা হয় ।

✤প্রশ্নঃ Master password এর কাজ কি ?

✔️উত্তরঃ মাস্টার পাসওয়ার্ড হচ্ছে কোন স্টিমিট একাউন্টের প্রাণ । সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং খুবই সেনসিটিভ কী এটি । আসলে এটাকে কী বলা চলে না । এই মাস্টার পাসওয়ার্ড থেকেই সকল কী গুলো তৈরি হয় । সকল কী এর মাথা হচ্ছে এই মাস্টার পাসওয়ার্ড । প্রাইভেট কী গুলোর কাজ এক এক পর্যায়ে লেয়ারিং করা আছে অর্থাৎ এক একটি কী এর কাজের সীমাবদ্ধতা রয়েছে কিন্ত মাস্টার পাসওয়ার্ড এর কোন সীমাবদ্ধতা নেই । সব ধরনের কাজ এই মাস্টার পাসওয়ার্ড দিয়ে করা যাবে ।

✤প্রশ্নঃ Master password নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?

✔️উত্তরঃ মাস্টার পাসওয়ার্ড নিরাপদে সংরক্ষণ করাটা খুবই জরুরি । এগুলোকে ফোন এর গ্যালারি অথবা ল্যাপটপ এ রাখা যাবে না । ফোন , ল্যাপটপ যদি হারিয়ে যায় তাহলে ঐ স্টিমিট একাউন্টের এক্সেস আর পাওয়া যাবে না । তাই খুব যত্নের সাথে এই কী এবং পাসওয়ার্ড সংরক্ষন করতে হবে । এগুলোকে প্রিন্ট-আউট করে এবং ডায়রিতে লিখে আমি আমার বাসার আলমারিতে রেখে দিয়েছি এবং আমার গোগল ড্রাইভে আপলোড করে রেখেছি । এই পাসওয়ার্ড গুলোকে এনক্রিপ্ট করে পেন ড্রাইভে রেখে দিলে আরো বেশি নিরাপদে থাকবে ।

✤প্রশ্নঃ পাওয়ার আপ কেন জরুরী?

✔️উত্তরঃ পাওয়ার আপ বলতে বোঝায় স্টিম কে পাওয়ার আপ করে স্টিম পাওয়ার এ কনভার্ট করা । পাওয়ার আপ করার সুবিধা হচ্ছে ওয়ালেট এর বেশি পরিমান এস পি থাকলে কোয়ালিটিফুল পোস্ট এ ভোট দিয়ে সেখান থেকে বেশি পরিমান কিউরেশন রিওয়াড পাওয়া যায় । পাওয়ার আপ করলে একাউন্টের শক্তি বেড়ে যায় ।

✤প্রশ্নঃ পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?

✔️উত্তরঃ
🟢 ধাপ-১
পাওয়ার আপ করতে চাইলে প্রথমে www.steemit.com এই ওয়েভ সাইটে পোস্টিং কীর মাধ্যমে লগ-ইন করে ঢুকতে হবে । তারপর ওয়ালেটে ক্লিক করে একটিভ কী দিয়ে লগ-ইন করতে হবে

11.PNG


🟢 ধাপ-২

লগ-ইন করার পর স্টিম ব্যালেন্স এর পাশে ড্রপ-ডাউন মেনুতে ক্লিক করে পাওয়ার আপ সিলেক্ট করতে হবে ।

12.PNG


🟢 ধাপ-৩

এবার এমাউন্ট এর ঘরে কত স্টিম পাওয়ার আপ করা হবে তার পরিমান উল্লেখ করে পাওয়ার আপ বাটনে ক্লিক করতে হবে । তারপর ওকে তে ক্লিক করতে হবে ।

13.PNG


🟢 ধাপ-৪

কনফার্ম হওয়ার জন্য হিস্টোরি চেক করতে হবে

14.PNG


✤প্রশ্নঃ সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয় ?

✔️উত্তরঃ সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার ৩ দিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়

✤প্রশ্নঃ মেমো ফিল্ড এর কাজ কি?

✔️উত্তরঃ মেমো ফিল্ড এর কাজ হচ্ছে কোন কিছুর মেসেজ দেয়া , গিফট করা এবং ট্রান্সফার যদি করতে চাই তাহলে এই ফিল্ড ব্যবহার করা হয় ।

✤প্রশ্নঃ ডেলিগেশন কী?

✔️উত্তরঃ ডেলিগেশন বলতে বোঝায় নিজের পাওয়ার অন্য কাউকে ব্যবহার করতে দেয়া যাতে করে সে ভাল ভাল কন্টেন-এ ভোট দিয়ে কিউরেশন রিওয়াড অর্জন করতে পারে । ডেলিগেশন করা হয় সাধারনত ওয়ালেটে খুব কম পরিমান স্টিম পাওয়ার থাকলে , হাতে যথেষ্ট সময় না থাকলে , কোন ভোটিং সার্ভিস বা কিউরেটর এর পাওয়ার বাড়াতে চাইলে , স্টীম পাওয়ার এর সর্বচ্চো প্রফিট পেতে চাইলে ।

✤প্রশ্নঃ ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?

✔️উত্তরঃ ডেলিগেশন ক্যানসেল করার ৫ দিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে

✤প্রশ্নঃ ধরুন, আপনি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?

✔️উত্তরঃ ৩০০ এস পি লিখতে হবে ।


লেভেল-২ এর লিখিত পরীক্ষা এখানেই শেষ করছি । ধন্যবাদ সবাইকে ।

শুভেচ্ছান্তে
@rokibulsanto

amarbanglblog.png

blogPng.gif

Sort:  
 3 years ago 

খুব সুন্দর বর্ণনা করেছেন আপনি। প্রতিটি বিষয় ধাপে ধাপে বিশ্লেষণ করেছেন। লেভেল -২ থেকে অনেক কিছু অর্জন করেছেন। এগুলো সামনে কাজে লাগবে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য

 3 years ago 

@samin1 ভাই আপনাকে ধন্যবাদ মন্তব্য করার জন্য । ভালোবাসা রইলো আপনার প্রতি ❤

 3 years ago 

অনেক সুন্দর করে লেভেল ২ এর বর্ণনা দিয়েছেন।খুব ভালো লাগলো।দেখে বোঝা যাচ্ছে যে ক্লাস গুলো ভালো করে করেছেন।শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

@rabiul365 ভাই ধন্যবাদ । ভালোবাসা রইলো আপনার প্রতি । আশা করি পাশে থাকবেন সব সময় 😍

Loading...

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 61472.96
ETH 2381.86
USDT 1.00
SBD 2.56