"টাকা" বাংলা নাটক রিভিউ 🎥 || 10% for shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ2 years ago

◾️ ০১ জুন
▪️ বুধবার


আসসালামু-আলাইকুম বন্ধুগণ
কেমন আছেন সবাই। আশা করছি সকলে সুস্থ ও ভালো আছেন। আজকে আমি একটি নাটকের রিভিও দিবো আপনাদের। মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল অভিনীত নাটকটি বেশ মজার মনে হয়েছে আমার কাছে। নাটকটির নাম টাকা। নাটকটির সংক্ষিপ্ত রিভিও দেয়ার চেষ্টা করবো আজকের পোস্টে।

banner.PNG

ইউটিউব থেকে স্কিনশর্ট দেয়া নাটকের থাম্বনেইল


নাটক
টাকা
পরিচালক
মেহেদী হাসান হৃদয়
সহকারি পরিচালক
নাইম হোসাইন সংগ্রাম, নাসির উদ্দিন পল্টন, মাহবুব
অভিনয়
মুশফিক আর ফারহান, কেয়া পায়েল সহ প্রমুখ
ভাষা
বাংলা
সময়
৪৬ মিনিট
দেশ
বাংলাদেশ

মূল-কাহিনী


1.PNG

2.PNG

ছবিটি ইউটিউব থেকে স্কিনশর্ট নেয়া

নাটকটি শুরু হয় একটি মেডিটেশন সেন্টার থেকে। প্রথমে দেখা যায় মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল একটি মেডিটেশন সেন্টার এ গিয়ে এডমিশন নেয়। মেডিটেশন এর ক্লাস যখন শুরু হয় তখন মেডিটেশন এর গুরু সবাইকে চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে বলেন। সবাই চোখ বন্ধ করে মেডিটেশন শুরু করে। ঠিক সেই মুহূর্তে ফারহান ও কেয়া পায়েল সবার মানিব্যাগ, মোবাইল নিয়ে সেখান থেকে ভেগে যায়।


3.PNG

4.PNG

ছবিটি ইউটিউব থেকে স্কিনশর্ট নেয়া

মুশফিক ও কেয়া দুই জনই প্রফেশনাল বাটপার এর ভূমিকায় অভিনয় করেছে এই নাটকে। তারা এঁকে অপরের বয়ফ্রেন্ড গার্ল ফ্রেন্ড। এরপরের সিনে দেখানো হয় একটি ব্যান্ডের কাপড়ের শো রোমে গিয়ে তারা অফিসের বস এর সাথে দেখা করতে চায়। অফিসের এক কলিক বসকে এসে জানায় একটি মেয়ে ও একটি ছেলে এসেছে তার সাথে দেখা করতে। বস মেয়ের কথা শুনে দেরি না করিয়ে তাদের ডেকে পাঠায়। এরপরে শুরু হয় আরেক বাটপারির ঘটনা। মুশফিক ও কেয়া এবার ভাই বোন সেজে এসেছে। সে বসকে জানায় কেয়া তার একমাত্র ছোট বোন। এবারি সবে মাত্র সে ফ্যাশন ডিজাইন থেকে পাস করে বের হয়েছে। সে খুব কোয়ালিটিফুল একটি পলো টিশার্ট বানিয়েছে। বস যদি তার শো রোমে এই প্রডাক্টটি রাখে তবে তাদের জন্য অনেক উপকার হবে। বস প্রথমে ডিরেক্ট না করে দিলেও কেয়াকে দেখে সে কিছু প্রডাক্ট রেখে দেয় ও তার শো রোমে ডিস্প্লে দিতে বলে।

এর ত্রিশ মিনিটের মধ্যেই তাদের দেয়া টিশার্ট গুলো কেনার জন্য কাস্টমারের ভিড় লেগে যায়। এরপরে অফিসের বস তাদের আবার ফোন করে ডেকে এনে পঞ্চাশ হাজার পিস প্রডাক্ট এর অর্ডার দিয়ে চেক সই করে দেয়। এখানে তাদের শো রোমে প্রথমে কাস্টমারের ভিড় তারা দুইজনেই প্ল্যান করে লাগিয়েছিল। চেক পাওয়ার পরে তারা সেইখান থেকে ভেগে যায়।

5.PNG

6.PNG

ছবিটি ইউটিউব থেকে স্কিনশর্ট নেয়া

এই সিনে দুইজনে একটু রোমান্টিক সিন ও রাগ অভিমান দেখানো হয়। তারা একটি ডোবার ধারে গিয়ে সিদ্ধান্ত নেয় এই ডোবাটি তারা কিনবে। পায়েল প্রথমে আপত্তি জানালেও ফারহানের রোমান্টিক কথায় সে রাজি হয়ে যায়। ডোবার মালিক সে সময় ঐ ডোবাতেই গোসল করতেছিল। ডোবাটি ফারহান দাম করে দুই লক্ষ টাকা। ডোবার মালিক জানায় এই পানির দামই আছে দুই লক্ষ টাকা। এরপরে পানি বাদে সে শুধু জমি কিনে তিন লক্ষ টাকা দিয়ে।


7.PNG

8.PNG

ছবিটি ইউটিউব থেকে স্কিনশর্ট নেয়া

জমি কেনার পর ফারহান যায় একটি ডেভোলপার কোম্পির কাছে। সে সেখানে গিয়ে জানায় সে একটি বাংলো বাড়ি বানাতে চায়। বাজেট এক কোটি টাকা। সে ঐ কোম্পানির মেনেজারকে নিয়ে তার ঐ জমি দেখাতে নিয়ে যায়। মেনেজার প্রথমে ঐ ডোবার থেকে ভাল জমির সন্ধান দিতে চায় কিন্তু ঐ ডোবার জন্য তার বাজেট ৪০ লক্ষ টাকা শুনে মেনেজার ধান্দা করতে চায় ও রাজি হয়ে যায়।


9.PNG

10.PNG

11.PNG

ছবিটি ইউটিউব থেকে স্কিনশর্ট নেয়া

এর পর মেনেজার তার শ্যলককে দায়িত্ব দেয় এই জমির মালিককে খুজে বের করে তার থেকে কম দামে জমিটি কিনে নেয়ার জন্য। ঠিক ঐ মুহূর্তে ঐ ডোবার পানির মালিক এর সাথে তাদের দেখা হয় ও জমির মালিক এর নাম্বার নেয়। জমিটি পায়েল এর নামে আগেই কিনে রেখেছিল ফারহান। মেনেজার খুজে খুজে পায়েল এর ঠিকানায় চলে যায়।


12.PNG

13.PNG

ছবিটি ইউটিউব থেকে স্কিনশর্ট নেয়া

পায়েল এর ঠিকানায় চলে গিয়ে সেই ডোবাটি তারা কেনার প্রস্তাব দেয়। পায়লে প্রথমে বিক্রি না করার মত দিলে তাদের জোরাজোরিতে রাজি হয় ৩৫ লক্ষ টাকার বিনিময়ে। তিন লক্ষ টাকার জমি তারা ৩৫ লক্ষ টাকা নগদ বিক্রি করে দেয় সেই ডেভোলপার কোম্পানির কাছে।


15.PNG

16.PNG

17.PNG

18.PNG

ছবিটি ইউটিউব থেকে স্কিনশর্ট নেয়া

নাটকের শেষের দিকে দেখানো হয় ফারহার ও পায়েল এবার একটি বিল্ডিং কেনার প্ল্যান করে। ঠিক সেই সময় পুলিশ নিয়ে শো রোমের বস, মেডিটেশন এর গুরু ও ডেভ্লপার কোম্পানির মেনেজার তাদের ধরে ফেলে। এরপরে ফারহান ও পায়েল একটি এতিমখানার কাছে তাদের সকলকে নিয়ে যায় ও আবেগ দিয়ে অনেক কথা বলে। সে বলে বাটপারি করে তারা সে টাকা মেরেছে তাদের কাছ থেকে তা দিয়ে সে একটি এতিম খানা করেছে। তারা দুই জনেই এতিম। তাই এতিমদের জন্য সে একটি এতিমখানা করেছে তাদের টাকা দিয়ে। এই কথাগুলো শুনে সবাই আবেগ প্রবন হয়ে পড়ে। অবশেষে পুলিশ এর কাছ থেকে তাদের সকল কমপ্লেন তারা তুলে নেয়।


19.PNG

ছবিটি ইউটিউব থেকে স্কিনশর্ট নেয়া

পরের দিন যাদের কাছ থেকে ফারহান ও পায়েল টাকা মেরেছে তারা এতিমদের জন্য নানা রকম গিফট নিয়ে দেখতে যায়। গিয়ে দেখে সেটি আসলে এতিম খানা না । সেটি একটি ছাগলের ঘর। এতিম কিছু পোলাপান ধরে তাদের টাকা দিয়ে সে এই অভিনয়টি করিয়ে নিয়েছে। এর মধ্য দিয়েই নাটকটি শেষ হয়ে যায়।


ব্যক্তিগত মতামত

নাটকটি অনেক মজার লেগেছে আমার কাছে। প্রফেশনাল বাটপারদের কিছু কার্যকলাপ দেখানো হয়েছে নাটকটিতে। আশা করছি নাটকটি দেখে আপনারা মজা পাবেন।

ব্যক্তিগত রেটিং

পরিচালনা
কাহিনী
অভিনয়

নাটকটির লিংক



আমার পরিচয়

santo.jpg

আমি রকিবুল শান্ত। বর্তমানে ঢাকা সিটি কলেজে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে অনার্স ৩য় বর্ষে লেখাপড়া করছি । আমি পজেটিভ চিন্তাধারার একজন মানুষ । সব সময় সিম্পল থাকার চেষ্টা করি। কোডিং করতে, মিউজিক করতে , বিভিন্ন বিষয় এর উপরে আর্টিকেল লিখতে বেশি পছন্দ করি। নিজের স্কিল বাড়ানোর জন্য প্রতিনিয়ত নতুন কিছু শিখার চেষ্টা করি। ভালোবাসা পেলে ভালোবাসা দিতে কার্পণ্য করি না ।

শুভেচ্ছান্তে
@rokibulsanto


tnq.png

Mybanner.png


blogPng.gif

Sort:  
 2 years ago 

ভাইয়া আপনার নাটকের রিভিউ পোস্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। এই নাটক আমি এর আগে দেখিনি আজ আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেলাম। আপনার পুরো পোস্ট পড়ে নাটকের বিস্তারিত কিছু জানতে পেলাম। আমি অবশ্যই এই নাটকটি দেখার চেষ্টা করব। ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

চমৎকার একটি নাটক শেয়ার করেছেন ফারহান ও কেয়া পায়েলের। কেয়া পায়েলের নাটক কম দেখে ও ফারহানের নাটক অনেকগুলোই দেখেছি। তবে আজ আপনি যে নাটকটি শেয়ার করেছেন এটি এখনো দেখা হয়নি। সময় করে দেখে নেব কারণ কাহিনী টা ভালো লেগেছে।

 2 years ago 

অনেক দিন বাংলা নাটক দেখিনি । এত চমৎকার ভাবে লিখেছেন যেন পুরো নাটক টাই চোখের সামনে ভেসে উঠছে। মুশফিকের নাটক গুলো বেশ ভালোই লাগে আমার। বেশ পপুলার হয়ে গেছে। যাই হোক, নাটক টা আরেক বার দেখব ভাই। অনেক ভালো লেগেছে সত্যি।

 2 years ago 

টাকা নাটকটি আমার দেখা হয়নি তবে আপনার রিভিউ পোস্টের মাধ্যমে মোটামুটি গল্পটা বুঝতে পারলাম।
দেখে নেবো পুরোটা খুব তাড়াতাড়ি।🤗

 2 years ago 

সুন্দর একটি নাটকের রিভিউ করেছেন আপনি। এই নাটকটি মনে হয় আমি দেখিনি কিন্তু আপনার উপস্থাপনা দেখে মনে হচ্ছে খুবই সুন্দর একটি নাটক। চমৎকার একটি নাটকের রিভিউ করার জন্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

হাহাহা ভাই ভেলকি এরকম একটি নাটক ছিল। মেহু আপু আর নিশো দুজনই বাটপারের অভিনয় করেছিল। আপনার নাটকের কাহিনীটা পড়ে ভালো লাগলো ভাই। আশা করি নাটকটি দেখবো। গল্পটা মজার ছিল 😄

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62299.15
ETH 2428.96
USDT 1.00
SBD 2.65