ফুলের ফটোগ্রাফি ।। 10% for shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

◾️ ২২ জুন
▪️ বুধবার


শুভ সন্ধ্যা বন্ধুগণ,
আশা করছি সবাই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। গতকালের আগের দিন কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছিলাম আপনাদের সাথে। কিছু ছবি শেয়ার করা বাদ ছিল। ভাবলাম আজকে সেই ছবিগুলো আপনাদের সাথে ভাগ করে নেব। আশা করছি ছবিগুলো দেখে আপনাদের ভাল লাগবে। আর ভাল লাগারই কথা। কারন ফুল ভাল লাগে না এমন মানুষ দুনিয়ায় খুব কমই আছে। কথা না বাড়িয়ে চলুন ছবিগুলো দেখা যাক।

1.jpg

এই ফুলটির নাম আল্লামান্ডা। পাঁচ পাপড়ি বিশিষ্ট এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর । তবে এই ফুলের তেমন কোন গন্ধ নেই। ছবিটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাবেন।

◼️ বৈজ্ঞানিক নাম : Allamanda blanchetii
◼️ বাংলা উচ্চারন : আল্লামান্ডা ব্লাঞ্চেটিই
◼️ ছবি তোলার স্থান : ধানমন্ডি আবাহনী মাঠ সংলগ্ন ফুটপাত

2.jpg

এটিকে আসলে কোন ফুল গাছ বলে কিনা আমার জানা নেই। এর নাম সোলিরোলিয়া। এই গাছগুলো সাধারনত বাগান সাজানোর জন্য বা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হয়। এই গাছগুলো লতালো টাইপের হয়ে হয়ে থাকে। এর তিনটি ভিন্ন প্রজাতি আছে বলে দোকানদারের কাছ থেকে আমি জানতে পারি। এটি খুব অল্প জায়গা জুড়ে বেড়ে উঠে ও আকারে বেশ ছোট হয়। দেখতে অনেক চমৎকার লাগছিল আমার কাছে।

◼️ বৈজ্ঞানিক নাম : Soleirolia soleirolii
◼️ বাংলা উচ্চারন : সোলেইরোলিয়া সোলেইরোলি
◼️ ছবি তোলার স্থান : ধানমন্ডি আবাহনী মাঠ সংলগ্ন ফুটপাত

3.jpg

এই ফুলকে তো আমরা সকলেই চিনি। হ্যা বন্ধুরা এটি জবা ফুল। এটি পাঁচটি পাপড়িযুক্ত ফুল। জবা গাছের উচ্চতা আট থেকে ষোল ফিটের মতো হয়ে থাকে। দেখতে চমৎকার এই ফুলটি আমার ভীষণ পছন্দের। তবে জবা ফুলের মধ্যে অনেক ভেরিয়েন্ট আছে। গত পরশু দিন আপনাদের থাই জবা ফুলের একটি ছবি দেখিয়েছিলাম। ওটা ছিল অন্য জাতের। যাইহোক, কার কার জবা ফুল ভাল লাগে তা কমেন্ট করে জানাবেন।

◼️ বৈজ্ঞানিক নাম : Hibiscus rosa-sinensis
◼️ বাংলা উচ্চারন : হিবিস্কাস রোজা-সিনেনসিস
◼️ ছবি তোলার স্থান : ধানমন্ডি আবাহনী মাঠ সংলগ্ন ফুটপাত

4.jpg

এই ফুলটির নাম আল্লামান্ডা ক্যাথারটিকা। সর্ব প্রথমে যে ফুলটি দেখেছেন তার সাথে নামের বেশ মিল রয়েছে। হলুদ ফুলগুলো সবুজ পাতার ফাকে ফাকে যখন ফুটে থাকে তখন কি যে ভাল লাগে দেখতে তা আসলে না দেখলে বুঝা সম্ভব নয়।

◼️ বৈজ্ঞানিক নাম : Allamanda cathartica
◼️ বাংলা উচ্চারন : আল্লামান্ডা ক্যাথারটিকা
◼️ ছবি তোলার স্থান : ধানমন্ডি আবাহনী মাঠ সংলগ্ন ফুটপাত

5.jpg

এই ফুলটির নাম প্লামেরিয়া পুডিকা/ কাঠগোলাপ। এটিকে আমরা কাঠগোলাপ হিসেবে চিনি। সাদা সাদা ফুলগুলো দেখতে ভীষণ কিউট। এর পাপড়িগুলো বেশি মোটা হয়না। প্রিয়তমার চুলের খোপায় এই ফুল গুজে দিতে পারেন।

◼️ বৈজ্ঞানিক নাম : Plumeria pudica
◼️ বাংলা উচ্চারন : প্লামেরিয়া পুডিকা
◼️ ছবি তোলার স্থান : ধানমন্ডি আবাহনী মাঠ সংলগ্ন ফুটপাত

6.jpg

এটি আসলে কোন ফুল গাছ নয়। তবে আনকমন এই গাছটি আমার কাছে বেশ ভাল লেগেছে। এর নাম ড্রাসিনা । এটি এক ধরনের ঘরোয়া উদ্ভিদ। এই উদ্ভিদের পাঁচ ধরনের জাত রয়েছে।

◼️ বৈজ্ঞানিক নাম : Dracaena trifasciata
◼️ বাংলা উচ্চারন : ড্রাসিনা ট্রিফাসসিয়াটা
◼️ ছবি তোলার স্থান : ধানমন্ডি আবাহনী মাঠ সংলগ্ন ফুটপাত

7.jpg

খুব পরিচিত একটি ফুল এটি। নাম রঙ্গন। ঝুপরি টাইপের ফুলগুলো দেখতে অনেক ভাল লাগে। টুক করে ক্লিক করে ক্যামেরাবন্দি করে নিয়েছি আপনাদের দেখাবো বলে।

◼️ বৈজ্ঞানিক নাম : Ixora coccinea
◼️ বাংলা উচ্চারন : আইজোরা কসেনিয়া
◼️ ছবি তোলার স্থান : ধানমন্ডি আবাহনী মাঠ সংলগ্ন ফুটপাত

8.jpg

এটি কোন ফুলের গাছ নয়। এর নাম অ্যাসপারাগাস সেটাসিয়াস। আমি প্রথমে দেখে ধনে পাতা গাছ মনে করেছিলাম। হাহা। এই গাছের পাতাগুলো দেখতে খুবই সুন্দর।

◼️ বৈজ্ঞানিক নাম : Asparagus setaceus
◼️ বাংলা উচ্চারন : অ্যাসপারাগাস সেটাসিয়াস
◼️ ছবি তোলার স্থান : ধানমন্ডি আবাহনী মাঠ সংলগ্ন ফুটপাত

9.jpg

এই ফুল গাছটির নাম মুসায়েন্দা। এর ফুলগুলো পাতা পাতা টাইপের হয়। গাছের অধিকাংশ ফুল সাদা ছিল কিন্তু মাঝে মাঝে আবার লাল রঙের ও কিছু পাতা ফুল ছিল। দেখতে এক কথায় অসাধারন লাগে।

◼️ বৈজ্ঞানিক নাম : Mussaenda
◼️ বাংলা উচ্চারন : মুসায়েন্দা
◼️ ছবি তোলার স্থান : ধানমন্ডি আবাহনী মাঠ সংলগ্ন ফুটপাত

11.jpg

এখন যে ফুলটিকে দেখতে পাচ্ছেন তার নাম রকিবুল শান্ত। 😜 এই ফুলটি সচারাচর দেখতে পাওয়া যায়না। খুব রেয়ার। মেয়েরা দেখলেই তাদের চুলের খোঁপায় গুজে রাখতে চায় 😎🤭। দেখতে কি সুন্দর না!? ফুলটি ভাল লাগলে কমেন্ট বক্সে জানাবেন। হিহি

◼️ বাবা মায়ের দেয়া নাম : Rokibul shanto
◼️ বাংলা উচ্চারন : রকিবুল শান্ত
◼️ ছবি তোলার স্থান : ধানমন্ডি আবাহনী মাঠ সংলগ্ন ফুটপাত

divider.png

আজ তবে এখানেই শেষ করছি। দেখা হবে আগামিকাল অন্য কোনো লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ্য থাকবেন। আল্লাহ্‌ হাফেজ।

📱ডিভাইসের নাম : রেডমি নোট ৭ প্রো


📸 ফটোগ্রাফার: @rokibulsanto


📈 লোকেশন :what3words Location


📈 ছবি তোলার স্থান : ধানমন্ডি আবাহনী মাঠ সংলগ্ন ফুটপাত


divider.png

আমার পরিচয়

santo.jpg

আমি রকিবুল শান্ত। বর্তমানে ঢাকা সিটি কলেজে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে অনার্স ৩য় বর্ষে লেখাপড়া করছি । আমি পজেটিভ চিন্তাধারার একজন মানুষ । সব সময় সিম্পল থাকার চেষ্টা করি। কোডিং করতে, মিউজিক করতে , বিভিন্ন বিষয় এর উপরে আর্টিকেল লিখতে বেশি পছন্দ করি। নিজের স্কিল বাড়ানোর জন্য প্রতিনিয়ত নতুন কিছু শিখার চেষ্টা করি। ভালোবাসা পেলে ভালোবাসা দিতে কার্পণ্য করি না ।

শুভেচ্ছান্তে
@rokibulsanto


tnq.png

Mybanner.png


blogPng.gif

Sort:  
 2 years ago 

ফুল গুলো সুন্দর দেখতে তবে বৈজ্ঞানিক নাম উচ্চারন করতে গিয়ে বেশ কষ্ট হচ্ছিল। বেশ কিছু নতুন নাম জানতে পারলাম। আমার কাছে প্রকৃতি প্রদত্ত ফুল দেখতে বেশী ভাল লাগে। তবে ঢাকা শহরের ফুল ফোটে তো পাথরের উপর। হি হি। অনেক ফুল প্রেমী আছে যারা ফুলের উপর মোটামুটি একটা বেশ ধারনা রাখে। ফটোগ্রাফি সুন্দর হয়েছে।

 2 years ago 

আপনি যে লাস্টের ফুলের ব্যাপারে বলেছেন সে পর্যন্ত কেউ দেখে নাই। হাহাহা, এটাই কমেন্ট এর নিয়ম। সব ফুলের মাঝে আমার কাছে লাস্ট ফুলটি বেশি ভালো লেগেছে। আপনার বৈজ্ঞানিক নাম কি?.

 2 years ago 

হ্যা দাদা। অনেক ফুল গাছ আছে সেগুলোর নামই জানি না। ঢাক শহরে ফুল গাছ বারান্দায় ও ছাদের শোভা বর্ধন করে। তার জন্য মানুষ কিনে নিয়ে যায়। অনেক ধন্যবাদ আপনাকে মুল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য

 2 years ago 

আপনি অনেক সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফির ছবিগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ফুলের নাম ও বর্ণনা খুব সুন্দর ভাবে দিয়েছেন। আমাদের কারো অজানা থাকলে আমরা খুব সহজেই তা বুঝে এবং শিখে নিতে পারব। অনেক ধন্যবাদ ভাই ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

জি আপু। বৈজ্ঞানিক নামসহ দেয়ার চেস্টা করেছি। অনেক ধন্যবাদ আপনাকে

 2 years ago 

অসাধারণ কিছু ফুলের ফোটোগ্রাফি শেয়ার করেছেন ভাই। সবগুলো ফোটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে।সেই সাথে আপনার উপস্থাপনা অনেক ভালো ছিল।ধন্যবাদ ভাই আপনাকে এইরকম কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার তোলা ছবিগুলো আপানার ভাল লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই। শুভ কামনা রইল

 2 years ago 

আমার মনে হয় গতকাল আমি আপনার সুন্দর সুন্দর শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখতে পারিনি। আজ আপনার ফটোগ্রাফি গুলো দেখে বুঝতে পারছি অনেক কিছুই মিস করেছি। প্রতিটি ছবি দুর্দান্ত হয়েছে ভাইয়া ‌। আরো সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিন। ধন্যবাদ

 2 years ago 

আগের পোস্টে গিয়ে ঘুর আসতে পারেন যদি সময় পান আরকি। অনেক ধন্যবাদ এই পোস্ট ভিজিট করার জন্য

 2 years ago 

আপনার ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর করে ক্যাপচার করেছেন। আল্লামান্ডা এই ফুলের নাম আমার কাছে একবারে নতুন , এবং এই প্রথম দেখলাম। ফুলের ছবি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

আমার কাছেও অনেক ফুল নতুন লেগেছে। বিদেশী অনেক ফুল গাছ আছে সেখানে। নাম বড় কঠিন। যাইহোক অনেক ধন্যবাদ আপনাকে

 2 years ago 

বাহ অসাধারণ ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। এরকম পোস্ট দেখলে ও খুবই ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আমারও ভাল লাগে আপনাদের কমেন্ট পেলে। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপনার করা ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল। খুব সুন্দর করে আপনি কিছু করুন ফটোগ্রাফি করেছেন সত্যি বলতে অসাধারন লাগছে অনেক শুভকামনা আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ কাওসার ভাই। ভাল থাকবেন। দোয়া রইল আপনার জন্য

 2 years ago 

আপনার ফটোগ্রাফি মাশাআল্লাহ খুবই চমৎকার, বিশেষ করে প্রথম ছবিটা থেকে তো চোখ ফেরানোই যাচ্ছে না বেশ চমৎকার ছিল শুভকামনা রইল ভাই।

 2 years ago 

প্রথম ছবিটি আমারও বেশ ভাল লেগেছে। তাই প্রথমে দিয়েছি। ধন্যবাদ সোহান ভাই

 2 years ago 

আপনি খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখতে অসম্ভব সুন্দর লাগছে। প্রত্যেকটি ফুলের ছবি খুব সুন্দর হয়েছে। আমার কাছে দারুন লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ফুল দেখতে সবারই ভাল লাগে। আর তাই ফুলের ফটোগ্রাফি করেছি আপনাদের জন্য। অনেক ধন্যবাদ আপনাকে আপু

ভা ই আপনার প্রতিটি ফুলের ফটোগ্রাফি দেখতে সেই লাগছে।তার সাথে আপনি অনেক দারুন করে উপস্থাপনা করছেন।তবে আমার কম বেশি বিদেশি ফুলের ফটোগ্রাফি দেখলাম।অনেক শুভ কামনা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60164.54
ETH 2420.67
USDT 1.00
SBD 2.43