সুস্বাদু ডিমের ইউনিক রেসিপি (ডিম বড়া ) ।। ১০% প্রিয় লাজুক খ্যাঁকের জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

◾️ ১৬ জানুয়ারি
▪️ রবিবার


আসসালামু আলাইকুম বন্ধুরা । আশা রাখছি সকলে সুস্থ ও ভালো আছেন । আজ পোস্ট লিখতে বসতে একটু লেট হয়ে গেলো । যাই হোক আজ আমি আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করবো । রেসিপিটি আমি ডিম দিয়ে বানানোর চেষ্টা করেছি । আশা করছি সবার ভালো লাগবে । চলুন শুরু করি -

IMG_20220116_215915.jpg

ডিম বড়া রেসিপি

প্রয়োজনীয় উপকরন বড়া তৈরীর জন্য


দ্রব্য পরিমান
ডিম সিদ্ধ ৮ টি
গোল আলু সিদ্ধ ৫ টি
পিঁয়াজকুচি বড় ২ টি
কাচামরিচ ৮ টি
মরিচগুড়া দেড় টেবিল চামিচ
ময়দা ৪ টেবিল চামিচ
কনফ্লাউয়ার ২ টেবিল চামিচ
চিনি ১ টেবিল চামিচ
লবণ পরিমাণমতো

ধাপ-১
প্রথমে আমরা ডিম আর আলু গুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে একটি বাটিতে নিয়ে নিব । আলুগুলো তুলনামুলক একটু কম সিদ্ধ করতে হবে তাতে কুচি করতে সুবিধা হবে ।

269797249_614813866297103_5869649948355585783_n.jpg


ধাপ-২
এবার ডিমগুলো আমরা আস্তে আস্তে কুচি করে নিব ।

IMG_20220116_194152.jpg

IMG_20220116_195517.jpg


ধাপ-৩
ডিমগুলো কুচি করে নেয়া শেষ হলে একইভাবে আমরা আলুগুলো কুচি করে নিব ।

IMG_20220116_200351.jpg


ধাপ-৪
এবার আমরা ডিম ও আলু কুচির মধ্যে আগে থেকে মিডিয়াম সাইজের ২ টি পিঁয়াজ কুচি করে রাখা অংশটুকু দিব । এর পর এতে কাচামরিচ কুচি, মরিচ-গুড়া, ময়দা, কনফ্লাউয়ার, চিনি, লবণ (উপরে উল্লেখিত পরিমান) দিয়ে দিব ।

IMG_20220116_202140.jpg


ধাপ-৫
এই ধাপে আমরা ২ টি চামিচ এর সাহায্যে সবগুলো ভালভাবে মিশাবো ।

IMG_20220116_202157.jpg

IMG_20220116_202614.jpg


ধাপ-৬
এখন আমরা হাত দিয়ে ছোট ছোট বল বানাবো ছবিতে যেমনটি দেখতে পাচ্ছেন ।

IMG_20220116_202934.jpg

IMG_20220116_204028.jpg


এবার আমরা গ্রেভী তৈরীর জন্য প্রয়োজনীয় উপকরন নিব ।

গ্রেভী তৈরীর জন্য প্রয়োজনীয় উপকরন


দ্রব্য পরিমান
কিউব করে কাটা পিঁয়াজ ৫ টি
রসুন ২ টেবিল চামিচ
আদা ১ টেবিল চামিচ
গুড়ামরিচ ২ টেবিল চামিচ
সয়াবিন তেল পরিমানমতো
সয়া সচ ২ টেবিল চামিচ
টমেটো সচ ২ টেবিল চামিচ
লবণ পরিমানমতো
ধাপ-৭
একটি কড়াই-এ পরিমানমতো সয়াবিন তেল দিয়ে চুলার আচ কম রেখে আমরা বড়াগুলো একে একে দিয়ে দিব ।

IMG_20220116_204913.jpg


ধাপ-৮
৪/৫ মিনিট রান্না করার পরে বড়াগুলো যখন হালকা লাল লাল হয়ে আসবে তখন আমরা তা তুলে নিব ।

IMG_20220116_210512.jpg

IMG_20220116_213109.jpg


ধাপ-৯
বড়াগুলো তুলে নেয়ার পর কড়াই-এ যে তেল থাকবে তাতে আমরা গ্রেভী তৈরীর জন্য উপরে যে উপাদান গুলো রয়েছে তা আমাদের দিতে হবে । প্রথমে আমরা কিউব করে রাখা পিয়াজগুলো দিব । পিয়াজগুলো ২/৩ মিনিট মিডিয়াম জালে রান্না করার পর তাতে আমরে আদা রসুন কুচি দিয়ে দিব । এর পর গুড়া মরিচের গুড়ো, সয়া সচ, ট্মেটো সচ দিয়ে হালকা কশিয়ে হাফ কাপ পানি দিয়ে দিব । তারপর পরিমানমতো লবন ও স্বাদ বেলেন্স করার জন্য ১ টেবিল চামিচ চিনি মিশিয়ে হালকা বলক আনবো ।

IMG_20220116_213459.jpg

IMG_20220116_214509.jpg


ধাপ-১০
বলক এসে গেলে তাতে আমরা ডিমের বড়াগুলো একে একে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ২/৩ মিনিট রান্না করবো ।

IMG_20220116_215029.jpg

রান্না হয়ে গেলে কড়াই থেকে তুলে নিয়ে বাটিতে পরিবেশন করবো ।

IMG_20220116_215840.jpg


সেলফি স্টেপ
রেসিপিটি খেতে দারুন হয়েছিলো । বাসায় ট্রাই করে দেখতে পারেন ।

IMG_20220116_215744.jpg


আজ এ পর্যন্তই । দেখা হবে আগামিকাল । ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ ।
বিভাগ তথ্য
ডিভাইস শাওমি রেডমি নোট 10 প্রো
লোকেশন ধানমন্ডি-১৯

শুভেচ্ছান্তে
@rokibulsanto

Adnewd a heading (1).png

blogPng.gif

Sort:  
 3 years ago 

আসলেই ভাই ডিমের রেসিপি টা খুব ইউনিক লেগেছে আমার কাছে। এভাবে ডিমের রেসিপি কখনোই খাওয়া হয়নি, আপনি অনেক সৃষ্টিশীল মনোভাব নিয়ে এই রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য

 3 years ago 

আপনার রেসিপিটি অত্যান্ত অসাধারণ হয়েছে । খুব চমৎকারভাবে ধাপগুলো দক্ষতার সাথে উপস্থাপন করেছেন। ছবি দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। নিশ্চয় অনেক মজাদার এবং সুস্বাদু হয়েছে। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি।

 3 years ago 

হ্যা ভাই অনেক মজাই লেগেছে খেতে । বাসায় ট্রাই করে দেখতে পারেন একদিন । ধন্যবাদ আপনাকে

 3 years ago 

অনেক সুন্দর রেসিপি শেয়ার করেছেন আমাদের সাথে। রেসিপিটি আসলেই অনেক ইউনিক ছিল। এভাবে কখনো ডিমের রেসিপি খাওয়া হয়নি। দেখে মনে হচ্ছে সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু এবং লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপু । আপনার প্রতিও ভালোবাসা রইলো । ভালো থাকবেন ❤

 3 years ago 

একদম ইউনিক একটা রেসিপি শেয়ার করেছেন। এর আগে কখনো ডিমের বড়া রেসিপি দেখি নাই। অসাধারণ ভাবে উপস্থাপন ও বর্ণনা করেছেন যা বোঝার ক্ষেত্রে সহজ হয়ে গেছে ।এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

রাজু ভাই ভালোবাসা ও শুভ কামনা আপনার প্রতি । আশা রাখছি পাশে থাকবেন 💕

 3 years ago 

ডিম দিয়ে অসাধারন একটি রেসিপি তৈরি করলেন তো। আসলে ডিমের যেকোনো রেসিপি আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আর আপনার আজকের ডিমের বড়া রেসিপি তো একেবারে ইউনিক মনে হচ্ছে। আপনার রেসিপিটা ফলো করে একদিন তৈরি করে দেখব। রেসিপি টা দেখতে যেমন ভাল লাগছে খেতেও নিশ্চয়ই অসম্ভব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

খেতে মজা ছিলো রান্নাটি । বাসায় একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন আপু । ভালোবাসা রইলো আপনার প্রতি ❤

 3 years ago 

ডিমের অসাধারণ একটা রেসিপি তৈরি করলেন। ডিমের বড়া খেতে আমার খুবই ভালো লাগে। তেমনি ডিমের বড়া তৈরি করে আপনি অনেক সুন্দর একটা রেসিপি তৈরি করলেন। আসলেই এই রেসিপিটা যে খেয়েছে সেই বুঝতে পারবে কতটা সুস্বাদু এই রেসিপিটা। আমার তো খুবই ভালো লাগে খেতে। সত্যিই আপনি অসাধারণ সুন্দর একটা রেসিপি তৈরি করলেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

জি আপু রেসিপিটি অনেক মজার । সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনার প্রতি রইলো অনেক অনেক শুভ কামনা ❤

 3 years ago 

ডিম যেকোনো ভাবে রান্না করলেই আমি খেতে পারি। কারণ ডিম আমার খুব পছন্দের। বিশেষ করে সকালে ডিম ভাজি আলু ভাজি আর রুটি হলেতো কথাই থাকে না। আপনি ডিমের খুব সুন্দর একটি রেসিপি প্রস্তুত করেছেন ।দেখেই লোভ হচ্ছে খাওয়ার জন্য ।মনে হচ্ছে খেতে ভারি মজা হবে ।ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

@litonali ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য । ডিমের এই রেসিপিটি বাসায় করে খাবেন । আশা করি ভালো লাগবে । শুভ কামনা রইলো আপনার জন্য 💕

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65355.38
ETH 2656.67
USDT 1.00
SBD 2.87