উকুলেলেতে টিউনিং কিভাবে করবেন?।। ১০% প্রিয় লাজুক খ্যাঁকের জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

◾️ ২৩ জানুয়ারি
▪️ রবিবার


আসসালামু-আলাইকুম বন্ধুরা
কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের ইউকেলেলেতে টিউনিং কিভাবে করবেন সে বিষয়ে বুঝানোর চেষ্টা করবো। টিউনিং করার আগে আমাদের বুঝতে হবে টিউনিং বিষয়টি আসলে কি। তো চলুন সবকিছুর বিস্তারিত আলোচনা করা যাক।

টিউনিং কি?


🔘 সহজ কথায় বলতে গেলে টিউনিং হচ্ছে যে কোন মিউজিক্যাল যন্ত্রের সুর তৈরীর প্রান। আপনার যন্ত্রটি যদি প্রপার টিউনিং এ না থাকে তবে তা থেকে প্রপার সাউন্ড টি বের হবে না । এতে করে সুর শুনতে বাজে লাগবে। এজন্য যন্ত্র প্রপার টিউন এ আছে কিনা তা চেক করা অত্যন্ত জরুরী একটি বিষয়।

ইউকেলেলে টিউন করবো কিভাবে?

🔘 ইউকেলেলে টিউন করার জন্য অনেক ধরনের অ্যাপস আছে। প্লে স্টোর এ ইউকেলেলে টিউনার লিখে সার্চ দিলে অনেক ধরনের অ্যাপস আপনি পেয়ে যাবেন। সেখান থেকে আপনার মন মতো একটা অ্যাপস আপনি ইন্সটল করে নিবেন। আমি একটি অ্যাপস সাজেস্ট করে দিচ্ছি। Ukulele Tuner নামে একটি অ্যাপস আছে সেটি ইউজ করতে পারেন। আমি ব্যাক্তিগতভাবে এটি ইউজ করি। খুবই ভালো অ্যাপস।আপনি যখন প্রোফেশনাল হয়ে যাবেন তখন আপনি নিজে নিজেই অ্যাপস এর সাহায্য ছাড়াই কান দিয়ে শুনেই টিউন করে নিতে পারবেন। নিচে বর্ণিত যে স্কেলেই টিউন করুন না কেন ছবিতে প্রদর্শিত কাঁটা দাগটি শূন্য (০) বরাবর আসবে এবং তার ঠিক উপরে টিউন এর স্কেল দেখাবে অর্থাৎ আপনি যদি ডি তে টিউন করেন তবে সেখানে ডি দেখাবে এবং কাঁটা তারটি শূন্য(০) বরাবর টিউনিং কী ঘুরিয়ে ঘুরিয়ে আনতে হবে।

tuner1.jpg

tuner2.jpg


ইউকেলেলে স্ট্যান্ডার্ড টিউনিং কোনটি?

🔘 ইউকেলেলের স্ট্যান্ডার্ড টিউনিং হচ্ছে - (G-C-E-A) অর্থাৎ উপর থেকে ৪ নাম্বার স্ট্রিং টি হবে G, ৩ নাম্বার স্ট্রিং হবে C , ২ নাম্বার স্ট্রিং হবে E , ১ নাম্বার স্ট্রিং হবে A

2.png


ইউকেলেলে দোতারা স্টাইল টিউনিং কোনটি?

🔘 ইউকেলেলে দোতারা স্টাইলে যদি আপনি লীড প্লে করতে চান তাহলে আপনাকে ইউকেলেলেটি দোতারা টিউনিং এ করে নিতে হবে। দোতারা টিউনিং বিভিন্ন স্কেলে করা যায়। ভোকাল এর গলার আওয়াচ কেমন হবে তার উপর নির্ভর করে মূলত দোতারা টিউনিং করা হয়। অর্থাৎ ভোকাল যদি উচু গলায় গান করে তবে E তে টিউনিং করতে হবে । আরো উচু গলায় গান গাইলে F, F# স্কেলে টিউন করতে হবে। যদি একটু নিচু গলার আওয়াচ হয় তবে পর্যায়ক্রমে D#, D, C#,C তে টিউন করতে হবে। নিচে এগুলোর বিস্তারিত আলোচনা করা হয়েছে।

দোতারা E স্কেলে টিউনিং

🔘দোতারা E স্কেলে টিউনিং হচ্ছে - (E-B-E-A) অর্থাৎ উপর থেকে ৪ নাম্বার স্ট্রিং টি হবে E, ৩ নাম্বার স্ট্রিং হবে B , ২ নাম্বার স্ট্রিং হবে E , ১ নাম্বার স্ট্রিং হবে A

3.png


দোতারা D# স্কেলে টিউনিং

🔘দোতারা D# স্কেলে টিউনিং হচ্ছে - (D#-A#-D#-G#) অর্থাৎ উপর থেকে ৪ নাম্বার স্ট্রিং টি হবে D#, ৩ নাম্বার স্ট্রিং হবে A# , ২ নাম্বার স্ট্রিং হবে D#, ১ নাম্বার স্ট্রিং হবে G#

4.png


দোতারা D স্কেলে টিউনিং

🔘দোতারা D স্কেলে টিউনিং হচ্ছে - (D -A -D -G) অর্থাৎ উপর থেকে ৪ নাম্বার স্ট্রিং টি হবে D, ৩ নাম্বার স্ট্রিং হবে A , ২ নাম্বার স্ট্রিং হবে D, ১ নাম্বার স্ট্রিং হবে G

5.png


দোতারা C# স্কেলে টিউনিং

🔘দোতারা C# স্কেলে টিউনিং হচ্ছে - (C# -G# -C# -F#) অর্থাৎ উপর থেকে ৪ নাম্বার স্ট্রিং টি হবে C# , ৩ নাম্বার স্ট্রিং হবে G#, ২ নাম্বার স্ট্রিং হবে C# , ১ নাম্বার স্ট্রিং হবে F#

7.png


দোতারা C স্কেলে টিউনিং

🔘দোতারা C স্কেলে টিউনিং হচ্ছে - (C -G -C -F) অর্থাৎ উপর থেকে ৪ নাম্বার স্ট্রিং টি হবে C , ৩ নাম্বার স্ট্রিং হবে G, ২ নাম্বার স্ট্রিং হবে C , ১ নাম্বার স্ট্রিং হবে F

6.png


নোড নিয়ে কিছু কথা

🔘নোড হচ্ছে মোট ১২ টি। A, A#, B, C, C#, D, D#, E, F, F#, G, G#
# চিহ্নটি দিয়ে শার্প বোঝায়। b চিহ্নটি আপনারা মাঝে মাঝে দেখতে পাবেন। এটির মানে হচ্ছে ফ্লাট। # বোঝানো হয় ইন্সট্যান্ট পরের নোডটিকে। এবং b বোঝানো হয় ইন্সট্যান্ট আগের নোডকে। এটি নিয়ে বিস্তারিত আরেকদিন আলোচনা করবো। মোট ১২ টি নোড ঘুরে ঘুরে একই যায়গায় এসে শেষ হবে। এটি রাউন্ড সার্কেল এর মতো ঘুরবে। একটি ছবি আমি নিচে দিয়ে দিচ্ছি তাতে ধারনা আরো ক্লিয়ার হবে।

roundnodes.png

I made it with Canva

ইউকেলেলে তে ৪ টি স্ট্রিং থাকে। আপনার ইউকেলেলেটি যদি স্ট্যান্ডার্ড টিউনিং এ থাকে তবে উপরের ৪ নাম্বার স্ট্রিং টির ওপেন স্ট্রোক হবে G এবং তারপরের ফ্রেটগুলো একে একে G#, A, A#, B, C, C#, D, D#, E, F, F#, G তে এসে শেষ হবে। অরুরুপভাবে পরেরগুলাও একই নিয়ম ফলো করবে। এখানে একটি বিষয় মনে রাখতে হবে B এর কোন # নেই এবং E এর কোন # এবং b নেই।

NODES.PNG

I made it Microsoft Word 2013


আজ এখানেই ইতি টানছি। আর্টিকেলটি পড়ে যদি আপনি বিন্দুমাত্র উপকৃত হোন তাতেই আমার লেখা সার্থক। এতক্ষন ধরে পোস্টটি যারা পড়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।

বিভাগ তথ্য
ভিডিও ডিভাইস রেডমি নোট ১০ প্রো

শুভেচ্ছান্তে
@rokibulsanto

Adnewd a heading (1).png


blogPng.gif

Sort:  
 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

ভাই খুবই উপকারি একটি টিউটোরিয়াল আপনি শেয়ার করেছেন। আমার কাছে আপনার পোস্টটি এক কথায় অসাধারণ লেগেছে একদম আনকমন কনটেন্ট। ভাই আপনি চালিয়ে যান। আশা করি ভালো কিছুই হবে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি টিউটোরিয়াল আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করার জন্য। ভালোবাসা রইলো আপনার প্রতি 😍

Hello, I love your talent, steemit has great musical values. I invite you to join this a cappella singing contest. I'll wait for you
A Capella Contest week-1

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.029
BTC 60808.77
ETH 3368.54
USDT 1.00
SBD 2.47