চেচুয়া ভ্রমন ।। 10% for shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

◾️ ০১ মার্চ
▪️ মঙ্গলবার


আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো ও সুস্থ আছেন। বেশ কিছুদিন আগে বন্ধুরা মিলে প্ল্যান করছিলাম এলাকা থেকে একটু দূরে বনের ভিতর দিয়ে বাইক রাইড করে ঘুরবো। সেই প্ল্যান মোতাবেক আমরা একটি প্লেস ঠিক করি। জায়গাটির নাম চেচুয়া। আমাদের এলাকা থেকে বেশি দূরে নয়। প্রায় ৬০ কিলোর মতো।

চেচুয়া জায়গাটি মুক্তাগাছা শহরের একটু ভিতর দিকে অবস্থিত। বনের ভিতর দিয়ে যেতে হয়। আমরা সবাই খুব এক্সসাইটেড ছিলাম। বনের ভিতর দিয়ে বাইক রাইড করার মজাই আলাদা। তো জায়গা ঠিক হওয়ার পরে আমরা পরেরদিন সকাল ১১ টার দিকে বের হওয়ার জন্য সবাইকে বলে দেই। কিন্তু দুঃখের বিষয় হল পরেরদিন সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি ছিল। বের হতে হতে আমাদের দুপুর ১ টা বেজে যায়।

1.jpg

2.jpg

what3words Location

মধুপুর জাতীয় উদ্যান দিয়ে যখন যাচ্চিলাম তখন চোখে পড়ে একদল বানর সেনার। দুই পাশের ঘন বন থেকে তারা রাস্তায় নেমে আসে খাবারের জন্য। অনেকে এইখানে গাড়ি থামিয়ে তাদের বিস্কিট, কলা, পাউরুটি খাওয়ায়।

3.jpg

4+.jpg

4.jpg

what3words Location

divider.png

দুই পাশে ঘন বন মাঝখান দিয়ে পাকা রাস্তা। খুব ভাল লাগছিলো বিকেলের মিষ্টি রোদের সাথে।

5.jpg


এই দৃশ্যটি আমার খুব ভালো লেগেছে। একটি মা বানর তার ছানাকে বুকের দুধ খাওয়াচ্ছে আর আদর করছে।

6.jpg

6+.jpg

what3words Location

divider.png


অনেক সময় ধরে রাইড করার পর একটু ব্রেক নেয়ার জন্য সবাই একপাশে দাঁড়িয়ে একটি সেলফি নিয়ে নেই।

7.jpg


মধুপুর আনারসের জন্য সারা বাংলাদেশে বিখ্যাত। মধুপুরের একটু পরেই জলছত্র বাজারে একরকম হাজার হাজার আনারস ট্রাকে লোড হচ্ছে বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে যাওয়ার জন্য। বাজারে আমরা যাত্রা বিরতি দিয়ে সবাই মিলে আনারস খেয়েছিলাম।

8.jpg

9.jpg

what3words Location

divider.png

মুক্তাগাছা চলে আসার পর আমরা ভিতর দিকে ঢুকি চেচুয়া বাজারের উদ্দেশ্যে। বনের ভিতরে রাস্তা কাচা হওয়াতে একটু অসুবিধায় পড়তে হয়।

10 (2).jpg

what3words Location

বনের ভিতরে খুব সুন্দর একটি বাংলো বাড়ি রয়েছে। সেখানে গিয়ে দেখলাম অনেক বড় একটি দিঘি। সেখানে মাছের চাষ করা হচ্ছে। বাড়িটি খুব সুন্দর করে সাজানো। কয়েকটি পিক তুলেছিলাম সবাই মিলে।

12.jpg

11 (2).jpg

what3words Location

divider.png

ঘুরাফেরা শেষ করে বিকেল সাড়ে পাঁচটার দিকে আমরা বাসার উদ্দেশ্যে ব্যাক করি। বাসায় আসতে রাত ৮ টার মতো বেজেছিল। এই ছিলো আমার চেচুয়া ভ্রমনের অভিজ্ঞতা।

আজ এ পর্যন্তই। দেখা হবে আগামিকাল নতুন কোন লেখা নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ

📱ডিভাইসের নাম : রেডমি নোট ১০ প্রো
📸ক্যামেরা: ৬৪ মেগাপিক্সেল
📸 ফটোগ্রাফার: @rokibulsanto
📈 লোকেশন : what3words Location

divider.png

শুভেচ্ছান্তে
@rokibulsanto

tnq.png

Mybanner.png


blogPng.gif

Sort:  
 3 years ago 

আপনার ভ্রমণের জায়গাটা দেখতে খুবই সুন্দর ।আমার কাছে রাস্তার দুই পাশে সবুজ প্রকৃতির দৃশ্য পটভূমি খুবই ভালো লেগেছে। খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার ভ্রমণের জায়গা টির এত সুন্দর করে উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

জায়গাটি সত্যিই অনেক সুন্দর। আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম। মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই

চেচুয়া ভ্রমন এ খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন দেখছি। জায়গাটা অনেক সুন্দর লাগছে প্রতিটি ফটোগ্রাফি তার প্রমাণিত। বাইক নিয়ে ঘুরতে অনেক ভালো লাগে।আপনার সুন্দর অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য

 3 years ago 

চেচুয়া তে আমি আজও কখনো যাইনি। আপনার ভ্রমণ পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো কেননা আপনার এই পোষ্টের মাধ্যমে আমি অনেক কিছু উপলব্ধি করতে পারলাম। রাস্তায় বানর টি দেখতে অনেক চমৎকার লাগছিলো। সব মিলিয়ে পোস্টটি আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62630.85
ETH 2463.74
USDT 1.00
SBD 2.61