মিষ্টি সফ্ট মালাই রেসিপি ।। ১০% প্রিয় লাজুক খ্যাঁকের জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

◾️ ১৫ জানুয়ারি, ২০২২
▪️ শনিবার


শুভ সন্ধ্যা বন্ধুগণ,
আশা করি সকলে সুস্থ ও ভালো আছেন । আমিও আল্লাহর রহমতে ভালো আছি । গত কয়েকদিন ধরে আমি আর্ট পোস্ট করতেছিলাম । এক ঘেয়েমি দূর করতে আজ আমি আপনাদের সাথে একটি নতুন কাজ শেয়ার করতে যাচ্ছি । টাইটেল দেখেই হয়তো সবাই বুঝে গেছেন 😊 । হ্যা বন্ধুরা আপনারা ঠিকই ধরেছেন আজ আমি আপনাদের সাথে মিষ্টি নরম মালাই এর একটি রেসিপি শেয়ার করবো । এখনও ব্যাচেলর হওয়াতে রান্নাবান্না করে খাওয়া লাগে মাঝে মাঝে । বাসায় বুয়া না আসলে মাঝে মাঝে রান্না করি । রান্না হয়তো অতটা মজা হয় না তবে জীবন বাঁচানোর জন্য মুখে নেয়া যায় 😎।

তো চলুন কথা না বাড়িয়ে আপনাদের মিষ্টি মুখ করাই

IMG_20220115_174627.jpg

মিষ্টি নরম মালাই তৈরী করার জন্য যা যা লাগবে তা আমি আগে বলে নিচ্ছি


প্রয়োজনীয় উপকরন


দ্রব্য পরিমান
ডানো গুড়া দুধ ১০০ গ্রাম
কন্ডেন্স মিল্ক ৩ টেবিল চামচ
ঘি ২ টেবিল চামচ
বেকিং পাউডার ১/২ টেবিল চামচ
ডিম ১ টি

IMG_20220115_155646.jpg

IMG_20220115_155715.jpg

IMG_20220115_155758.jpg

IMG_20220115_155827.jpg

IMG_20220115_155845.jpg

IMG_20220115_160059.jpg

প্রয়োজনীয় উপকরন এর ছবি

ধাপ-১
প্রথমে আমরা ছোট একটি বাটির মধ্যে ডিমটি ভেঙ্গে নিব । তারপর একটি চামচ এর সাহায্যে ডিম-কে ফেটিয়ে নিব ।

IMG_20220115_160459.jpg

ধাপ-২
এবার আমরা ডানো গুড়া দুধের প্যাকেটটি একটি কেঁচির সাহায্যে কেটে এর থেকে ৫০ গ্রাম দুধ একটি বড় বাটিতে ঢেলে নিব । বাকি ৫০ গ্রাম প্যাকেটেই রেখে দিব যা পরের ধাপে আমাদের লাগবে ।

IMG_20220115_161212.jpg

ধাপ-৩
এই ধাপে আমরা গুড়া দুধের মধ্যে ১\২ চামচ বেকিং পাউডার দিব ।

IMG_20220115_161628.jpg

ধাপ-৪
এখন আমরা গুড়া দুধের উপর ২ চামিচ ঘি ব্যবহার করবো । আমি বাজার থেকে ঘরোয়া নূরানী ঘি কিনে এনেছি ।

IMG_20220115_161802.jpg

ধাপ-৫
এবার গুড়া দুধ, বেকিং পাউডার এবং ঘি এর মিশ্রণটি আমরা ভালভাবে হাত দিয়ে মেশাবো । মেশানোর আগে অবশ্যই ২ হাত হ্যান্ড ওয়াশ দিয়ে ২ বার ধুয়ে নিবেন।

IMG_20220115_162030.jpg

ধাপ-৬
মিশ্রনটি ভালভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমরা আগে থেকে ফেটিয়ে রাখা ডিম এর কিছুটা দিয়ে দিব । এখানে খেয়াল রাখতে হবে ডিম এর পুরোটাই একবারে ঢেলে দেয়া যাবে না । এতে করে মিশ্রনটির একবারে পানি পানি হয়ে যেতে পারে । অল্প অল্প করে ডিম দিব আর মেশাবো । মিশ্রনটি একেবারে নরম করা যাবে না ।

IMG_20220115_162302.jpg

IMG_20220115_163035.jpg

ধাপ-৭
এবার আমাদের ছোট ছোট মিষ্টি বানানোর পালা । মিশ্রনটি থেকে অল্প পরিমান নিয়ে ২ হাতের তালুতে রেখে ছোট ছোট লম্বা টাইপের মিষ্টি বানাতে হবে ।

IMG_20220115_163710.jpg

IMG_20220115_163744.jpg

IMG_20220115_163826.jpg

IMG_20220115_165203.jpg

ধাপ-৮
আমাদের মিষ্টি গুলো বানানো শেষ হলে আমরা রান্না ঘরে চলে যাব । একটি পাতিল এ ৪ কাপ পরিমান পানি দিয়ে তাতে প্যাকেটে রেখে দেয়া বাকি ৫০ গ্রাম এর মতো দুধ আস্তে আস্তে ঢালবো আর চামিচ দিয়ে নাড়তে থাকবো । একবারে ঢেলে দিলে দুধ জমা ধরে যেতে পারে তাই আস্তে আস্তে ঢালবো ।

IMG_20220115_170353.jpg

IMG_20220115_170746.jpg

ধাপ-৯
দুধ যখন একটু একটু বলক এসে যাবে তখন আমরা মিষ্টি গুলো আস্তে আস্তে দুধের মধ্যে দিয়ে দিব । খেয়াল রাখতে হবে বেশি বলক আনা যাবে না দুধে তাতে করে মিষ্টি গুলো ছেড়ে ছেড়ে যাবে । অল্প বলক আসলেই মিষ্টি গুলো দিয়ে দিব । চুলার আচ খুবই অল্প রাখতে হবে ।

IMG_20220115_171412.jpg

ধাপ-১০
২-৩ মিনিট চুলার অল্প আচে রান্না করার পর এতে আমরা কন্ডেন্স মিল্ক দিয়ে দিব ৩ চামচ । আমি এখানে গোয়ালিনী প্লাস এর মিল্ক ব্যবহার করেছি । কন্ডেন্স মিল্ক দিয়ে হালকা করে দুধের সাথে মিশিয়ে দিব । খেয়াল রাখতে হবে যাতে মিষ্টি মালাই গুলো ভেঙ্গে না যায় ।

IMG_20220115_172022.jpg

ধাপ-১১
অল্প আচে আর ২ মিনিট রান্না করার পর চুলা বন্ধ দিব এবং একটা বাটিতে একটা একটা করে মিষ্টি মালাইগুলো তুলে নিব ।

IMG_20220115_174749.jpg

সেলফি
প্রিপেয়ার্ড ডিশের সাথে আমার সেলফি

IMG_20220115_182219.jpg

আজ এ পর্যন্তই । দেখা হবে আগামিকাল । শেয়ার করবো নতুন কোন কিছু ইনশাল্লাহ । এতক্ষন ধরে আমার পোস্টটি যারা পড়েছেন তাদের জানাচ্ছি মনের অন্তস্থল থেকে অসংখ্য ধন্যবাদ এবং অফুরন্ত ভালোবাসা । ভালো থাকবেন সবাই ।

বিভাগ তথ্য
ডিভাইস শাওমি রেডমি নোট 10 প্রো
লোকেশন ধানমন্ডি-১৯

শুভেচ্ছান্তে
@rokibulsanto

Adnewd a heading (1).png

I made it with canva


blogPng.gif

Sort:  

আপনি কি দারুন একটি রেসিপি তৈরি করেছেন। এটি দেখে তো আমি লোভ সামলাতে পারছিনা ভীষণ খেতে ইচ্ছে করতেছে। অনেক লোভনীয় একটি রেসিপি আপনি বানিয়েছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

@alomgirkabir50 ভাই বাসায় দাওয়াত রইলো আপনার । 😊 ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য

অসাধারণ রেসিপি শেয়ার করেছেন। দেখেই তো খেতে ইচ্ছে করতেছে। আপনি রেসিপির সবগুলো ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন।শুভকামনা আপনার জন্য

 3 years ago 

@selimreza1 ভাই বাসায় আসেন বানিয়ে খাওয়াবো ইনশাল্লাহ । ধন্যবাদ ও শুভ কামনা আপনার জন্য

 3 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png
ভাই আপনার মিষ্টি মালাই রেসিপিটি আমার কাছে এক কথায় দারুণ লেগেছে৷ আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ উল্লেখ করেছেন। আপনার উপস্থাপনার বিষয়টি খুব ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি বিষয় উপস্থাপন করেছেন। আশা করি এই রকম ইউনিক রেসিপি আপনার কাছ থেকে আরো উপহার পাবো আমরা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 3 years ago 

@sikakon ভাই আমাকে অভিনন্দন ও উৎসাহ দেয়ার জন্য আপনার প্রতি রইলো আমার শীতল ভালোবাসা 🥰

 3 years ago 

খুব চমৎকার রেসিপি।যেভাবে পরম যত্নে বানিয়েছেন তাতে নিশ্চয়ই মজাদার স্বাদ হয়েছিলো।তবে নিচের ধাপের কিছু ছবি দেখতে পারছিলাম না।ধন্যবাদ, সুন্দর একটি রেসিপি উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

@kamrul8217 ধন্যবাদ ভাই। আপনার হয়তো নেট প্রব্লেম ছিল তাই ছবি দেখতে পাননি। পোস্ট এ সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

হতে পারে নেট সমস্যা।তবে ভালো লেগেছে আপনার পোস্টটি।ধন্যবাদ, আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.031
BTC 58861.70
ETH 2499.51
USDT 1.00
SBD 2.48