টার্গেট ডিসেম্বর সিজন-২ || পাওয়ার আপ প্রতিযোগিতা- ৩০ || 10% for shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

◾️ ০৬ আগস্ট
▪️ শনিবার


আসসালামু-আলাইকুম বন্ধুগণ
কেমন আছেন সবাই। আশা করছি সকলে সুস্থ ও ভালো আছেন। টার্গেট ডিসেম্বর সিজন- ২ তে আমি ২০০০ স্টিম টার্গেট নিয়ে নিয়মিত পাওয়ার আপ করে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকে সামান্য কিছু স্টিম পাওয়ার আপ করার মাধ্যমে এই সপ্তাহের চলমান প্রতিযোগিতায় আমার অংশগ্রহন নিশ্চিত করছি। অথর রিওয়াড হিসেবে যত এস বি ডি পাই তার পুরোটা দিয়েই পাওয়ার আপ করার চেষ্টা করি। ইতিমধ্যে আমার টার্গেট এর অর্ধেক পূর্ণ করতে পেরেছি। আমার জন্য সকলে দোয়া রাখবেন যাতে ডিসেম্বর মাস আসার আগেই আমি আমার টার্গেট পুরন করতে পারি।

banner (2).png

ক্যানভা দিয়ে বানানো

আজকে আমি ৩৭ স্টিম পাওয়ার আপ করতে যাচ্ছি।

এখন আমি আমার পাওয়ার আপ করার প্রসেস গুলো ধাপে ধাপে দেখাবো।
এখানে আমার লিকুইড স্টিম ছিল - ৩৭.৬০৪
এখানে আমার স্টিম পাওয়ার ছিল - ১৩৯৫.০৪৭

1.PNG

এবার আমি পাওয়ার আপ করার জন্য প্রথমে আমার ওয়ালেটে এক্টীভ কী দিয়ে লগইন করে নিচ্ছি।

2.PNG


এবার আমি স্টিম ব্যালেন্স এর পাশে ড্রপ ডাউন মেনু তে ক্লিক করে সেখান থেকে পাওয়ার আপ অপশনটি বেছে নেব এবং সেখানে ক্লিক করবো। এবার আমরা এমাউন্টের ঘরে আমরা কত পরিমান স্টিম পাওয়ার আপ করবো তার পরিমান লিখে দিব। আমি যেহেতু ৩৭.৬০৪ স্টিম পাওয়ার আপ করছি তাই সেখানে ৩৭.৬০৪ লিখে দিব এবং পাওয়ার আপ এ ক্লিক করে দিব।

2.PNG


এবার ওকে তে ক্লিক করে দিব।

3.PNG


এবার একটিভ কী দিয়ে সাইন ইন করে নিব। আমার ৩৭ স্টিম পাওয়ার আপ করা হয়ে গেছে। পাওয়ার আপ করার পরে আমার লিকুইড স্টিম দেখাচ্ছে এখন- ০.০০ এবং স্টিম পাওয়ার দেখাচ্ছে - ১৪৩২.৬৫২

4.PNG


সবশেষে কনফার্ম হওয়ার জন্য আমরা হিস্টোরি চেক করে নিব।

5.PNG


আজ এ পর্যন্তই। সবার প্রতি একটাই আহ্বান থাকবে সবাই প্রতিনিয়ত পাওয়ার আপ করে নিজের একাউন্টের শক্তি বৃদ্ধি করুন। আমরা সকলেই জানি এই প্লাটফর্মে দীর্ঘ মেয়েদী কাজ করতে চাইলে পাওয়ার আপ করাটা খুবই গুরুত্বপূর্ণ। এতে করে নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি পাবে। ভোটিং ভ্যালু বাড়বে। নিজের একটি শক্ত অবস্থান তৈরী হবে। তাই সকলে বেশি বেশি পাওয়ার আপ করবেন। এতক্ষন ধরে যারা পোস্টটি পড়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।

আমার পরিচয়

santo.jpg

আমি রকিবুল শান্ত। বর্তমানে ঢাকা সিটি কলেজে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে অনার্স ৩য় বর্ষে লেখাপড়া করছি । আমি পজেটিভ চিন্তাধারার একজন মানুষ । সব সময় সিম্পল থাকার চেষ্টা করি। কোডিং করতে, মিউজিক করতে , বিভিন্ন বিষয় এর উপরে আর্টিকেল লিখতে বেশি পছন্দ করি। নিজের স্কিল বাড়ানোর জন্য প্রতিনিয়ত নতুন কিছু শিখার চেষ্টা করি। ভালোবাসা পেলে ভালোবাসা দিতে কার্পণ্য করি না ।

শুভেচ্ছান্তে
@rokibulsanto


tnq.png

Mybanner.png


blogPng.gif

Sort:  
 2 years ago 

টার্গেট ডিসেম্বরকে সামনে রেখে আপনি নিয়মিত পাওয়ার আপ করে যাচ্ছেন। আপনার পাওয়ার আপ দেখে অনেক ভালো লাগলো, শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

পাওয়ার আপ এর কোনো বিকল্প নেই। আশাকরি আপনার 2000 পাওয়ার এর লক্ষ্য খুব দ্রুতই পূরণ হয়ে যাবে। এভাবেই এগিয়ে যান। আপনার জন্য শুভকামনা।।

 2 years ago 

যত বেশি পাওয়ার বৃদ্ধি তত বেশি ক্ষমতার জন্য আপনি সপ্তাহে ৩০ ইস্টিম পাওয়ার বৃদ্ধি করেছেন খুবই ভালো লাগলো আসলে পাওয়ার বৃদ্ধি আমাদের জন্য খুবই জরুরী

 2 years ago 

পাওয়ার বৃদ্ধি মানে নিজের সক্ষমতার জানান দেওয়া ।আপনি সেই কাজটি করলেন এভাবেই ধারাবাহিকভাবে পাওয়ার বৃদ্ধি করে থাকেন এক সময় অনেক বড় একটি অ্যামাউন্ট এর মালিক হন।

 2 years ago 

আপনি আজ পাওয়ার বৃদ্ধি করে খুবই ভালো একটি কাজ করেছেন। আমাদের সবার উচিত প্রতিনিয়ত পাওয়ার বৃদ্ধি করে যাওয়া। পাওয়ার বৃদ্ধি করলে আমরা আমাদের অ্যাকাউন্টের সক্ষমতা ও বৃদ্ধি করতে পারব ধন্যবাদ।

 2 years ago 

পাওয়ার আপ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে যত বেশি পাওয়ার আপ করব আমাদের শক্তি ততো বেশি বৃদ্ধি পাবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

প্রথমে আপনাকে সাধুবাদ জানাই পাওয়ার বৃদ্ধি করার জন্য আমরা সকলেই পাওয়ার বৃদ্ধির গুরুত্ব জানি এবং বুঝি। এভাবেই প্রতিনিয়ত পাওয়ার বৃদ্ধির মাধ্যমে আপনি আপনার অবস্থান আরো বেশি শক্ত করবেন। শুভকামনা রইল।

 2 years ago 

৩৭ স্টিম পাওয়ার আপ করার মাধ্যমে আপনার সক্ষমতা আপনি আরও বৃদ্ধি করে নিবেন ভাইয়া। দীর্ঘমেয়াদীভাবে এষস্টিমেট প্ল্যাটফর্মে টিকে থাকা দেয়ার জন্য আমাদের সবারই উচিত নিজেদের সক্ষমতা বৃদ্ধি করা। এরই মধ্য দিয়ে আপনি ১৪৩২ স্টিম পাওয়ারে পৌছে গেলেন।

 2 years ago 

আপনার পাওয়ার আপ পোস্ট দেখে খুবই ভালো লাগলো। আমাদের সবার উচিত প্রতিনিয়ত এভাবে পাওয়ার আপ করা। আপনার উপস্থাপনা দারুন ছিল। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

একাউন্টঃ @rokibulsanto
পাওয়ার বৃদ্ধিঃ =2.65233%

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.028
BTC 73442.21
ETH 2602.53
USDT 1.00
SBD 2.39