ও মোর রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ গানের লিড প্লেইং ।। ১০% প্রিয় লাজুক খ্যাঁকের জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

◾️ ১ মে
▪️ রবিবার


আসসালামু-আলাইকুম বন্ধুরা
কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আমিও আল্লহর রহমতে ভাল আছি। দীর্ঘ একমাস রোজা রাখার পরে মুসলিম উম্মাহ পবিত্র ঈদুল ফিতর পালন করে থাকে। রমজান মাস প্রায় শেষের দিকে। আর মাত্র একদিন পরেই আমরা ঈদ পালন করবো। মনে খুশির আমেজ লেগে গেছে। ছোটবেলায় বি টি ভি তে চাঁদ রাতে একটি গান দেখানো হত ও মোর রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ। এখনও দেখানো হয় বিভিন্ন টেলিভিশনে। যখন গানটি/গজল টি শুনি মনে অন্য রকম ভাল লাগা কাজ করে। আজ দুপুরে ইউকেলেলে নিয়ে টুং টাং করছিলাম হঠাত মনে হলো গানটি একটু প্লে করি। বাজানোর সাথে ভিডিও রেকর্ড ও করে ফেললাম। আপনাদের সাথে শেয়ার করছি এর ইউকেলেলে লিড।


গান/ গজল ও মোর রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
লিরিক্স এন্ড টিউন কবি কাজী নজরুল ইসলাম

গানটি দাদরা তালের একটি গান । দাদরা তালটি হচ্ছে ( পা-সা-সা-পা-সা-সা)। এই গানের জন্য দাদরা তালের এই ফরমেশন (পা- সা-পা -পা -সা ) তালটি বাজাতে হবে। আমি আমার ইউকেলেলেটি দোতারা টিউনিং এর ডি# তে টিউনিং করে নিয়েছি অর্থাৎ ( ডি#-এ#-ডি#-জি#)। ইউকেলেলে তে যেহেতু ৪ টি স্ট্রিং থাকে তাই এক্ষেত্রে উপর থেকে আমরা কাউন্ট করবো । ৪ নাম্বার তারটি হবে ডি# । ৩ নাম্বার তারটি হবে এ# । ২ নাম্বার তারটি হবে ডি# এবং সবার নিচের তারটি হবে জি# তে । ইউকেলেলে টিউনার দিয়ে আমরা প্রথমে টিউনিং করে নিব । এখানে ২ নাম্বার তারটি হবে সা এবং ৩ নাম্বার তারটি হবে পা।

ও মোর রমজানের ঐ রোজার শেষে লিড বাই @rokibulsanto


2️⃣ ৩-২-০-২-২-৩-২-৩-০-০- 3️⃣ ০-2️⃣ ০-3️⃣ ০- 2️⃣ ০-০-২-২-০-২-1️⃣ ২-০-২-০-2️⃣ -৩
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ।

2️⃣ ৩-২-০-২-২-৩-২-৩-০-০- 3️⃣ ০-2️⃣ ০-3️⃣ ০- 2️⃣ ০-০-২-২-০-২-1️⃣ ২-০-২-০-2️⃣ -৩
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন্‌ আসমানী তাগিদ।।

2️⃣ ৩-২-০-২-২-৩-২-৩-০-০- 3️⃣ ০-2️⃣ ০-3️⃣ ০- 2️⃣ ০-০-২-২-০-২-1️⃣ ২-০-২-০-2️⃣ -৩
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ।

2️⃣ ৩-২-০-২-২-৩-২-৩-০-০- 3️⃣ ০-2️⃣ ০-3️⃣ ০- 2️⃣ ০-০-২-২-০-২-1️⃣ ২-০-২-০-2️⃣ -৩
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন্‌ আসমানী তাগিদ।।

2️⃣ ০-২-৫-৩-৫-৫-1️⃣-২-২-০-২-2️⃣ -৩-1️⃣-০-2️⃣-৩-1️⃣-৩-৫-২-০- 2️⃣-৩
তোর সোনা-দানা বালাখানা সব রাহেলিল্লাহ্‌।

2️⃣ ৩-২-০-২-২-৩-২-৩-০-০- 3️⃣ ০-2️⃣ ০-3️⃣ ০- 2️⃣ ০-০-২-২-০-২-1️⃣ ২-০-২-০-2️⃣ -৩
দে জাকাত মুর্দ্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ্‌।।

2️⃣ ৩-২-০-২-২-৩-২-৩-০-০- 3️⃣ ০-2️⃣ ০-3️⃣ ০- 2️⃣ ০-০-২-২-০-২-1️⃣ ২-০-২-০-2️⃣ -৩
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ।

2️⃣ ৩-২-০-২-২-৩-২-৩-০-০- 3️⃣ ০-2️⃣ ০-3️⃣ ০- 2️⃣ ০-০-২-২-০-২-1️⃣ ২-০-২-০-2️⃣ -৩
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন্‌ আসমানী তাগিদ।।

1️⃣ ২-২-২-৫-৫-০-২-৪-৪-০-০-২-২-০-২-২-2️⃣ ৩- 1️⃣ ০- 2️⃣ ৩- 1️⃣ ৩-২-০-৩
আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদ গাহে।

2️⃣ ৩-২-০-২-২-৩-২-৩-০-০- 3️⃣ ০-2️⃣ ০-3️⃣ ০- 2️⃣ ০-০-২-২-০-২-1️⃣ ২-০-২-০-2️⃣ -৩
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।।

2️⃣ ৩-২-০-২-২-৩-২-৩-০-০- 3️⃣ ০-2️⃣ ০-3️⃣ ০- 2️⃣ ০-০-২-২-০-২-1️⃣ ২-০-২-০-2️⃣ -৩
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ।

2️⃣ ৩-২-০-২-২-৩-২-৩-০-০- 3️⃣ ০-2️⃣ ০-3️⃣ ০- 2️⃣ ০-০-২-২-০-২-1️⃣ ২-০-২-০-2️⃣ -৩
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন্‌ আসমানী তাগিদ।।

1️⃣ ২-২-২-৫-৫-০-২-৪-৪-০-০-২-২-০-২-২-2️⃣ ৩- 1️⃣ ০- 2️⃣ ৩- 1️⃣ ৩-২-০-৩
আজ ভুলে যা তোর দোস্ত ও দুশমন হাত মিলাও হাতে।

2️⃣ ৩-২-০-২-২-৩-২-৩-০-০- 3️⃣ ০-2️⃣ ০-3️⃣ ০- 2️⃣ ০-০-২-২-০-২-1️⃣ ২-০-২-০-2️⃣ -৩
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরীদ।।

2️⃣ ৩-২-০-২-২-৩-২-৩-০-০- 3️⃣ ০-2️⃣ ০-3️⃣ ০- 2️⃣ ০-০-২-২-০-২-1️⃣ ২-০-২-০-2️⃣ -৩
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ।

2️⃣ ৩-২-০-২-২-৩-২-৩-০-০- 3️⃣ ০-2️⃣ ০-3️⃣ ০- 2️⃣ ০-০-২-২-০-২-1️⃣ ২-০-২-০-2️⃣ -৩
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন্‌ আসমানী তাগিদ।।

1️⃣ ২-২-২-৫-৫-০-২-৪-৪-০-০-২-২-০-২-২-2️⃣ ৩- 1️⃣ ০- 2️⃣ ৩- 1️⃣ ৩-২-০-৩
যারা জীবন ভরে রাখছে রোজা নিত্য উপবাসী।

2️⃣ ৩-২-০-২-২-৩-২-৩-০-০- 3️⃣ ০-2️⃣ ০-3️⃣ ০- 2️⃣ ০-০-২-২-০-২-1️⃣ ২-০-২-০-2️⃣ -৩
সেই গরীব ইয়াতিম মিস্কিনে দে যা কিছু মুফিদ।।

2️⃣ ৩-২-০-২-২-৩-২-৩-০-০- 3️⃣ ০-2️⃣ ০-3️⃣ ০- 2️⃣ ০-০-২-২-০-২-1️⃣ ২-০-২-০-2️⃣ -৩
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ।

2️⃣ ৩-২-০-২-২-৩-২-৩-০-০- 3️⃣ ০-2️⃣ ০-3️⃣ ০- 2️⃣ ০-০-২-২-০-২-1️⃣ ২-০-২-০-2️⃣ -৩
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন্‌ আসমানী তাগিদ।।

divider.png

গানের লিরিক্স এর উপরের যে নাম্বারগুলো দেয়া আছে তা হচ্ছে ইউকেলেলের ফ্রেট এর নাম্বার। নাম্বারগুলোর এক এক সংখ্যা আলাদা আলাদা সংখ্যা ধরবেন। অর্থাৎ ( ২ ৪ ) এইটা চব্বিশ উচ্চারন না করে ( দুই চার ) হিসেবে ধরবেন। আর এই গানটা যেহেতু ৩ টি স্টিং এ প্লে হয় তাই নীল কালার করা ( 1️⃣ 2️⃣ 3️⃣ ) স্টিং ইনডিকেট করছে। সব লাইনে স্ট্রিং উল্লেখ করে দেইনি।পরের স্টিং না আসা পর্যন্ত বুঝতে হবে যে চলমান স্টিং এই লিড প্লে হবে। শুন্য (০) হচ্ছে ওপেন স্ট্রোক । অর্থাৎ ফ্রেট না ধরে স্ট্রোক করতে হব।
বিভাগ তথ্য
ভিডিও ডিভাইস রেডমি নোট ১০ প্রো

আমার পরিচয়

santo.jpg

আমি রকিবুল শান্ত। বর্তমানে ঢাকা সিটি কলেজে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে অনার্স ৩য় বর্ষে লেখাপড়া করছি । আমি পজেটিভ চিন্তাধারার একজন মানুষ । সব সময় সিম্পল থাকার চেষ্টা করি। কোডিং করতে, মিউজিক করতে , বিভিন্ন বিষয় এর উপরে আর্টিকেল লিখতে বেশি পছন্দ করি। নিজের স্কিল বাড়ানোর জন্য প্রতিনিয়ত নতুন কিছু শিখার চেষ্টা করি। ভালোবাসা পেলে ভালোবাসা দিতে কার্পণ্য করি না ।

শুভেচ্ছান্তে
@rokibulsanto


tnq.png

Mybanner.png


blogPng.gif

Sort:  
 2 years ago 

এক কথায় অসাধারন। একেই বলে প্রতিভা। চেষ্টা অব্যাহত রাখবেন এটা বলছি মন থেকে। মনটা খুবি ভাল হয়ে গেল। আমি গান বাজনা পছন্দ করি ছোট বেলা থেকে। আপনার কাছ থেকে এটি বাজানো শিখে নিতে হবে। ভিডিও টি ১৬ঃ৯ রেসিও তে করবেন । তাহলে দেখতে আরো ভাল লাগবে। ধন্যবাদ ভাই।

 2 years ago 

অনেক ধন্যবাদ দাদা। চেষ্টা করবো এরপরে ১৬ঃ৯ রেশিও তে ভিভিও বানাতে। অনেক ধন্যবাদ আপনাকে দাদা

 2 years ago 

বাহ! অনেক দিন এই গানটা শুনলাম। আসলে কিছু কিছু গান কোন উৎসবকে কেন্দ্র করে বানানো হয় ঠিক এই গানটাও তেমন।আপনিও খুব ভালো গাইছেন, শুনে ভালো লাগিল।ধন্যবাদ আমাদের গেয়ে শুনানোর জন্য।শুভ কামনা রইল

 2 years ago 

আমি তো গান গাইনি ভাই। আপনি হয়তো না দেখেই কমেন্ট করেছেন। যাইহোক অনেক ধন্যবাদ আপনাকে

 2 years ago 

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ গজল এর দারুন টিউন বাজিয়েছেন আপনি। আপনার সৃজনশীলতা দেখে আমি মুগ্ধ হয়েছি। আপনি এত সুন্দর ভাবে টিউনটি আমাদের মাঝে বাজে শুনিয়েছেন যা আমাকে মুগ্ধ করেছে। এত সুন্দর একটি গজল এর এত সুন্দর একটি টিউন আপনি আমাদের মাঝে বাজিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল।

 2 years ago 

চেষ্টা করেছি আপু। আপনার ভাল লেগেছে শুনে আমারও ভাল লাগছে। অনেক ধন্যবাদ আপনাকে

 2 years ago (edited)

ভাইয়া আপনিও খুব সুন্দর ভাবেই এই গানটির টিউন শেয়ার করেছেন। আরেকটু আগেই সাথি আপুর গানটি দেখলাম। খুব ভালো লেগেছে। টিউনটি জাস্ট মনোমুগ্ধকর । এই গানটি যত শুনি ততই ভালো লাগে ও মুগ্ধ হই। আপনার গিটার বাজানো এতো সুন্দর যে সুরের মধ্যে আমি হারিয়ে গেছি। ধন্যবাদ ভাইয়া সুন্দরভাবে গানটি আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ নাইমু আপু। ভাল লাগলো আপনার কমেন্ট পেয়ে। অনেক ভালবাসা ও শুভ কামনা আপনার জন্য। ভাল থাকবেন।

 2 years ago 

অসাধারন ছিল ভাইয়া। আপনি তো সত্যি চমকে দিলেন। বেশ ভালো লাগে আপনার ইউকেলেলে বাজানো। সত্যিই আপনার প্রতিভা দেখে আমি মুগ্ধ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভেচ্ছা রইল। আপনার কাজের জন্য আপনি প্রতিনিয়ত ভালো সাপোর্ট পেয়ে যাবেন আশা করি। আবারও আপনার জন্য শুভেচ্ছা রইল

 2 years ago 

ঈদ আসলে চারপাশে এই গানের ব্যাপক সাড়া পড়ে যায় সকলেরই অনেক পছন্দ।ইউকেলে সুন্দরভাবে গানটি বাজিয়ে সুর তুলেছেন। শুনে খুবই ভালো লাগলো ভাই।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এই গানটির অপেক্ষায় থাকি রমজান এর শেষ এ। এই গানটি শুনলেই একটা ঈদ ঈদ আমেজ আসে।
ইউকেলেলের মাধ্যমে চমৎকার টিউন তুলেছেন। মনটা ভালো হয়ে গেলো এই টিউন শুনে।
ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাই ঈদের আনন্দ আপনার তৈরি টিউন থেকেই শুরু হয়ে গেলো। আসলে রমজান মাস শেষ হলেই এই গানটি টিভিতে শুরু হয়ে যায়। আমার খুবই ভালো এই গানটি। আপনি পারফেক্ট ভাবে সুর তুলেছেন। শুভকামনা রইলো ভাই। ❣️❣️❣️

 2 years ago 

আপনি খুব দারুণ গিটার বাজাতে পারেন ভাই। আপনার গিটারের বাজানো অভিজ্ঞতা খুবই ভালো। আমার কাছে এত বেশি ভালো লেগেছে আপনাকে প্রশংসা না করে থাকতে পারলাম না। শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

 2 years ago 

বাহ,দারুণ গানের বাজনা দিয়েছেন ভাইয়া।আপনি লেখার মাধ্যমে ও খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন।অবশ্য যাদের গান সম্পর্কে ধারণা আছে তারা সহজেই বুঝতে পারবেন।এই গানটি খুবই জনপ্রিয় ঈদের সময়।ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 56922.13
ETH 2347.73
USDT 1.00
SBD 2.43