অসুস্থ বন্ধুকে হাসপাতালে দেখতে গেলাম ।। 10% for shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

◾️ ১৮ জুন
▪️ শনিবার


আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো ও সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।

সুস্থতা হচ্ছে আল্লাহ্‌ তা'আলার পক্ষ থেকে অনেক বড় একটা নেয়ামত । মানুষ যখন অসুস্থ হয়ে যায় , তখন বুঝতে পারে , সুস্থতা কত বড় একটা উপহার সৃষ্টিকর্তার পক্ষ থেকে । সুস্থতাকে টাকার সাথে তুলনা করা যেতে পারে। এ নিয়ে জোস বিলিংস এর একটি উক্তি আছে- " সুস্থতা হলো টাকার মতোই, আমরা ততক্ষণ পর্যন্ত এর গুরুত্ব বুঝি না যতক্ষণ না এটি আমাদের কাছে থেকে হারিয়ে যায় " ।

banner.jpg

গতকাল আমার খুব কাছের একজন বন্ধুকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। সে অনেক আগে থেকেই অ্যাপেন্ডিসাইটিস এর সমস্যায় ভুগছিল। বেশ কয়েকদিন ধরে নাকি পেটের ব্যাথা মারাত্মক মাত্রায় হচ্ছিল। তাই আর দেরি না করে লং লাইফ হসপিটালে এডমিট হয়ে যায়। ডাক্তার চেক আপ করে জানায় অবস্থা বেশি ভাল না। যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে হবে। তাই লেট না করে গত পরশুদিন রাত নয়টার দিকে তার অ্যাপেন্ডিসাইটিস এর অপারেশন করা হয়। আল্লাহর অশেষ রহমতে অপারেশন সাক্সেস্ফুল হয়েছে।

অ্যাপেন্ডিসাইটিস কি এবং এর উপসর্গ ও লক্ষন নিয়ে কিছু লেখা আমি কোট করছি এবং সাইটের লিংক আমি নিচে দিয়ে দিচ্ছি।

অ্যাপেন্ডিক্স নামক ক্ষুদ্র উপাঙ্গের প্রদাহকে এপেন্ডিসাইটিস বলে। যখন অ্যাপেন্ডিক্সে সংক্রমণ হয়, জ্বলন হয় বা কোন কারণে অবরুদ্ধ হয়ে যায় তখন অ্যাপেন্ডিসাইটিস হয়েছে বলা হয়। প্রাথমিকভাবে শনাক্তকরণের পর কিছু ঘরোয়া উপায়ে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা ও ফোলা কমানো যায়। তবে খুব বেশিদিন অ্যাপেনন্ডিসাইটিসের ব্যথা নিয়ে অপেক্ষা করা ঠিক নয় কারণ এতে অ্যাপেন্ডিক্স ফেটে যাবার সম্ভাবনা তৈরি হয়। মানবদেহের বৃহদান্ত্রের সাথে যুক্ত আঙ্গুলের ন্যায় ক্ষুদ্র উপাঙ্গটি উদরের ডানপাশে থাকে। যখন অ্যাপেন্ডিক্সে সংক্রমণ হয়, জ্বলন হয় বা কোন কারণে অবরুদ্ধ হয়ে যায় তখন অ্যাপেন্ডিসাইটিস হয়েছে বলা হয়। অ্যাপেন্ডিসাইটিস তীব্র ও দীর্ঘমেয়াদী একটি রোগ যা পুরুষ ও মহিলা উভয়েরই হতে পারে। সাধারণত অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হঠাৎ করেই শুরু হয়। পেটের মধ্য থেকে ব্যথা শুরু হয়ে আস্তে আস্তে ডান পাশে গিয়ে স্থায়ী হয়।

সোর্স

সন্ধার দিকে আমি আমার বন্ধু পারভেজ ও রাব্বি মিলে বাসা থেকে বের হয়ে ধানমন্ডি-১৫ তে চলে যাই। অসুস্থ রোগীকে দেখতে যাচ্ছি এই কারনে কিছু ফলমূল কিনে নেই।

1.jpg

2.jpg

ফল কেনার পর একটা রিকশা করে ধানমন্ডি কলাবাগানে অবস্থিত লং লাইফ হসপিটাল এর উদ্দেশ্যে রওনা করি। আবাহনী মাঠের পাশের রাস্তাতে কোন জ্যাম থাকে না। তাই মেইন রাস্তা দিয়ে না গিয়ে আমরা ভিতর দিয়েই যাওয়ার সিদ্ধান্ত নেই। যাওয়ার সময় কিছু ছবি ক্যামেরাবন্দি করে রেখেছিলাম। এখন শেয়ার করছি আপনাদের সাথে।

3.jpg

4.jpg

5.jpg

6.jpg

৩২ নাম্বার মেট্রো শপিং মলের সামনের ফুট ওভার ব্রিজ পার হয়ে রাস্তার ওপারে গিয়ে মিনিট পাঁচেকের মতো হেটে হসপিটালের সামনে গিয়ে পৌছি। প্রাইভেট হসপিটাল হওয়াতে বেশ ক্লিন ছিল সবকিছু। আমার বন্ধু তিন তলায় ৩০৯ নং রোমে ছিল। লিফটে করে উঠে পড়ি তিন তলায়।

7.jpg

8.jpg

13.jpg

9.jpg

রোমে ঢুকে দেখি বন্ধু আমার বেড এ সুয়ে আছে। আমাদের দেখে মিষ্টি একটা হাসি দিল। এরপর অনেক কথা বার্তা বলি আমরা সকলে মিলে। একটা মজার কাহিনী বলি। ওকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে অপারশন করার জন্য ইঞ্জেকশন দেয়া হয়, এরপরে নাকি ও সজাগ-ই ছিল। খালি বুক থেকে নিচের অংশের কোন ফিল ছিল না। হাই পাওয়ারের ইঞ্জেকশন দেয়াতে নাকি একটু নেশার মতো ভাব হয়েছিল। তখন ডাক্তারের সাথে ওর প্রেম কাহিনী নিয়ে নাকি সব কিছু বলেছে। হাহাহা। ডাক্তারও কথার প্যাঁচে প্যাঁচে তার থেকে সব কিছু শুনেছে। বিষয়টি শুনে অনেক হাসছিলাম আমরা। যাইহোক ঘন্টাখানেকের মতো আমরা ওর সাথে গল্প করি। এরপর বাসায় চলে আসি।

10.jpg

11.jpg

12.jpg

আমার বন্ধুর জন্য সকলে দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আগের লাইফে ফিরে আসতে পারে। আজ তবে এখানেই শেষ করছি। দেখা হবে আগামিকাল অন্য কোনো লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ্য থাকবেন। আল্লাহ্‌ হাফেজ।

divider.png

বিভাগ তথ্য
ডিভাইস রেডমি নোট ৭ প্রো
লোকেশন what3words Location

divider.png

আমার পরিচয়

santo.jpg

আমি রকিবুল শান্ত। বর্তমানে ঢাকা সিটি কলেজে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে অনার্স ৩য় বর্ষে লেখাপড়া করছি । আমি পজেটিভ চিন্তাধারার একজন মানুষ । সব সময় সিম্পল থাকার চেষ্টা করি। কোডিং করতে, মিউজিক করতে , বিভিন্ন বিষয় এর উপরে আর্টিকেল লিখতে বেশি পছন্দ করি। নিজের স্কিল বাড়ানোর জন্য প্রতিনিয়ত নতুন কিছু শিখার চেষ্টা করি। ভালোবাসা পেলে ভালোবাসা দিতে কার্পণ্য করি না ।

শুভেচ্ছান্তে
@rokibulsanto


tnq.png

Mybanner.png


blogPng.gif

Sort:  
 2 years ago 

দোয়া করি আপনার বন্ধু যেনো দ্রুতো সুস্থ হয়ে যায়। ওনার সুস্থতা কামনা করছি। আসলে বন্ধু অসুস্থ থাকলে খুবই খারাপ লাগে। ওনার জন্য ফল নিয়ে গেছেন ব্যপার টা ভালো লেগেছে খুব।

 2 years ago 

হ্যা ভাই । কাছের মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন অনেক খারাপ লাগে। আমার বন্ধুর জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে। অনেক ধন্যবাদ আপনাকে

আপনার বন্ধুকে আপনি বিভিন্ন ফল নিয়ে বন্ধুদের সাথে করে নিয়ে দেখতে গিয়েছেন বিষয়টি অনেক ভালো। পজেটিভ দিক। আপনার বন্ধুর সুস্থতা কামনা করি।

 2 years ago 

আপনি ও নিজের খেয়াল রাখবেন ভাই। অনেক শুকিয়ে গেছেন আপনি। ঠিক মতো খাওয়া দাওয়া করবেন। বাসায় থাকলে তো মা ঘ্যান ঘ্যান করে খাওয়ায় দেয়। এখন বাইরে থাকেন নিজে থেকেই খাওয়া লাগবে। নিজের শরীরের যত্ন নিবেন। দোয়া থাকবে সব সময়।

 2 years ago 

সুস্থতা উপর ওয়ালার কত বড় নিয়ামত তা অসুস্থ হলে বোঝা যায়। আর আমরা আসলে নিয়মতান্ত্রিক জীবন যাপন করতে চাইনা।
যাক আপনার বন্ধুকে আল্লাহ পাক তাড়াতাড়ি সুস্থ করে দিন, দোয়া করছি।
আর আপনিও সুস্থ থাকুন দোয়া রইল 🥀

 2 years ago 

জি ভাই। সুস্থতা অনেক বড় একটি নিয়ামত আল্লাহ ত'আলার পক্ষ হতে। দোয়া করবেন যাতে আমার বন্ধু সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারে।

 2 years ago 

ঠিকই বলেছেন সুস্থতা আসলেই আল্লাহর একটি বড় নিয়ামত অসুস্থ না হলে সুস্থ থাকার গুরুত্বটা আমরা বুঝতেই পারতাম না। অ্যাপেন্ডিক্স হলে তাড়াতাড়ি অপারেশন করে ফেলাই ভাল কারণ বেশি ব্যথা হলে তখন আর সহ্য করা যায় না অপারেশন করতেই হয় তাই বেশি খারাপ হওয়ার থেকে আগে ভাগে করাই ভালো। ঠিকই বলেছেন বন্ধুকে দেখতে যাবেন তাও আবার অসুস্থ বন্ধুকে খালি হাতে কি যাওয়া যায়। ঢাকা শহরের রাস্তাঘাটের সব জায়গায় জ্যাম থাকে একটু অলিগলি দিয়ে যদি যাওয়া যায় তাহলে একটু শান্তিতে কিছুটা পথ যাওয়া যায়। ভালোই লাগলো আপনার পোস্টটি পড়ে।

 2 years ago 

জি ঠিক বলেছেন আপু। এপেন্ডিক্স হলে তাড়াতাড়ি এর চিকিৎসা শুরু করা উচিত । তা হা হলে এটি ফেটে যেতে পারে। আর এটি ফেটে গেলে মানুষ মারা যায়। অনেক ভাল লাগল আপনার সুন্দর মন্তব্য পেয়ে। ধন্যবাদ

 2 years ago 

আসলে আমরা যখন অসুস্থ থাকি তখন আসলেই সে তার মর্মার্থ বুঝি না। আর আপনি ঠিক বলেছেন সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা নেয়ামত। আসলে মানুষ তা বুঝতে পারেনা। তবে আপনি আপনার বন্ধু অসুস্থতা হাসপাতালে গিয়ে খুবই ভালো করেছেন কেননা অসুস্থ রোগীকে দেখতে যাওয়া এটাও কিন্তু সওয়াবের কাজ। ধন্যবাদ আপনাকে সেই মুহূর্তগুলো শেয়ার করার জন্য। আপনার বন্ধুর জন্য দোয়া রইল

 2 years ago 

জি ভাই। দোয়া করবেন যাতে সে তাড়াতাড়ি আগের লাইফে ফিরে আসত পারে। অনেক অনেক ধন্যবাদ আপনার মুল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য

 2 years ago 

আশেপাশের বন্ধু-বান্ধব অসুস্থ হইলে আসলেই খুব খারাপ লাগে। দোয়া করি আপনার বন্ধু যেন দ্রুত সুস্থ হয়ে যায় ভাই। এপেন্ডিস আমার কাছে খুব ভয় লাগে। আশাকরছি অতি দ্রুত সুস্থ হয়ে যাবে আপনার বন্ধু।আমার বন্ধু সুস্থতা কামনা করছি ভাই।

 2 years ago 

আমারও ভয় লাগে ভাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে পোস্টটি পড়ার জন্য। ভালবাসা নিবেন।

 2 years ago 

মানুষ মানুষের জন্য, তাই বিপদে বন্ধুর প্রকৃত বন্ধু। আপনি আপনার বন্ধুর অসুস্থতা কারণ গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন এবং হাসপাতলে ভর্তি রত অবস্থায় বন্ধুকে দেখতে গিয়েছেন। আপনার এই মানবিক দিক গুলো আমাকে মুগ্ধ করেছে। আমাদের সকলের উচিত মানবতার খাতিরে বিপদগ্রস্ত মানুষের সহায়তা প্রদান করা।

 2 years ago 

বন্ধু ছাড়া লাইফ ইমপোসিবল। কাছের বন্ধু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। আর তাকে দেখতে যাব না তা কি হয়! ঠিক বলেছেন আপনি। বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। অনেক ভাল লাগল আপনার মন্তব্য পেয়ে।

 2 years ago 

খুব ভাল কিছু কথা বলেছেন ভাই। আসলেই সুস্থ্ থাকা টা যে ভগবানের কত বড় আশীর্বাদ এটা বলে বোঝানো যাবে না। যাই হোক বন্ধুদের পেয়ে আপনার বন্ধুর সময়টাও যে ভালো কেটেছে এটা একদম জানা কথা। আর অপারেশনের সময় ডক্টর দেখি ভালই ট্রিকস খাটিয়ে কাজ সেরেছে হিহিহিহি 😊। দ্রুত সুস্থতা কামনা করছি ভাই এর জন্য।

 2 years ago 

হাহা। হ্যা ভাই। অনেক মজার একটি কাহিনী করছে ডাক্তারের সাথে। ডাক্তারকে নাকি অনেক জ্ঞেনমূলক কথাও বলেছে। হাহা। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

এপেনডিক্স খুবি ক্ষুদ্র একটি অপারেশন তবে এর থেকে অনেক সমস্যা হয়ে যেতে পারে। তাই অবহেলা না করে দ্রুত চিকিৎসা নেওয়াই ভাল। আপনার বন্ধু সুস্থ হয়ে যাবে দু চোর দিনের মধ্যে। তবে হ্যা সরকারী হাসপাতালে গেছে টের পাওয়া যায় মানুষের কত কষ্ট। যা হোক বন্ধুর পাশে থাকবেন। ধন্যবাদ।

 2 years ago 

এপেন্ডিক্স ফেটে গেলে মানুষ মারাও যায়। তাই এটিকে হেলা না করে দ্রুত চিকিৎসা করা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে দাদা। আপনার কমেন্ট পেয়ে ভাল লাগল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67706.36
ETH 2616.68
USDT 1.00
SBD 2.72