ফ্লাওয়ার ফটোগ্রাফি ।। 10% for shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

◾️ ২০ জুন
▪️ সোমবার


শুভ সন্ধ্যা বন্ধুগণ,
আশা করছি সবাই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। অনেক দিন হয়ে গেল কোন ফটোগ্রাফি পোস্ট করা হচ্ছে না। আমাদের এই কমিউনিটিতে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের ফটোগ্রাফি পোস্ট দেখি। আমি আবার বেশি ভাল ছবি তুলতে পারিনা। তবে চেষ্টা করছি যাতে কিছুটা ইমপ্রোভ করতে পারি এই স্কিলের।

আসর নামায আদায় করার পর ধানমন্ডির আবাহনী মাঠের ওইদিকে গিয়েছিলাম কিছু ফুলের ফটোগ্রাফি করার জন্য। বিকেলের দিকে ঢাকাতে হালকা বৃষ্টি হয়েছে। পরিবেশ বেশ ঠান্ডা ছিল। আবাহনী মাঠ বাসার কাছেই হওয়াতে মাঝে মাঝে বিকেলের দিকে যাই সময় কাটাতে। আজ যাওয়ার প্রধান উদ্দেশ্যই ছিল কিছু ফুলের ফটোগ্রাফি করার জন্য। তো চলুন কিছু ফুল উপহার দেই আপনাদের।

1.jpg

এই ফুলটির নাম থাই জবা। ফুলটি দেখতে আমার কাছে খুব ভালো লেগেছে । আসলে সব ফুলই দেখতে অনেক সুন্দর হয়ে থাকে। বিক্রেতার কাছে ফুলটির সম্পর্কে জানতে চাইলে সে জানায় গাছটির নাম থাই জবা ফুল গাছ । এটি চীনা গোলাপ নামেও পরিচিত।

◼️ বৈজ্ঞানিক নাম : Hibiscus rosa-sinensis
◼️ বাংলা উচ্চারন : হিবিস্কাস রোজা-সিনেনসিস
◼️ ছবি তোলার স্থান : ধানমন্ডি আবাহনী মাঠ সংলগ্ন ফুটপাত

2.jpg

এটি ক্যামেলিয়া ফুল গাছ । ক্যমেলিয়া ফুলের অনেক প্রজাতি আছে। এটি লাল রঙের ও হয়ে থাকে। দেখতে খুবই সুন্দর। ফুল বিক্রেতার কাছে জানতে পারি এই ফুলের গাছ নাকি বিশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে।

◼️ বৈজ্ঞানিক নাম : Camellia japonica
◼️ বাংলা উচ্চারন : ক্যামেলিয়া জাপোনিকা
◼️ ছবি তোলার স্থান : ধানমন্ডি আবাহনী মাঠ সংলগ্ন ফুটপাত

3.jpg

এটি গোলাপ ফুল গাছ । গোলাপ ফুলের কয়েক হাজার জাত আছে। গোলাপ ফুলকে ফুলের রানী বলা হয়ে থাকে তা তো আমরা সকলেই জানি। গোলালের স্মেল আমার কাছে খুবই ভাল লাগে।

◼️ বৈজ্ঞানিক নাম : Rosa chinensis
◼️ বাংলা উচ্চারন : রোজা চিনেনসিস
◼️ ছবি তোলার স্থান : ধানমন্ডি আবাহনী মাঠ সংলগ্ন ফুটপাত

4.jpg

এটি ভুঁই অর্কিড বা ফিলিপাইন অর্কিড ফুল গাছ । এই ফুলটি দেখতে অনেক চমৎকার। এই ফুল গাছটির ফুলগুলো বিভিন্ন রঙ্গের আছে। ছোট ছোট ফুলগুলো দেখতে অনেক ভাল লাগে।

◼️ বৈজ্ঞানিক নাম : Spathoglottis plicata
◼️ বাংলা উচ্চারন : স্পাথোগ্লোটিস প্লিকাটা
◼️ ছবি তোলার স্থান : ধানমন্ডি আবাহনী মাঠ সংলগ্ন ফুটপাত

5.jpg

এটি নয়নতারা ফুল গাছ । এই ফুলটি কমবেশি আমরা সকলেই চিনি। এই ফুলগুলো সাধারণত পাঁচ পাপড়ি বিশিষ্ট হয়ে থাকে। দেখতে অসাধারন।

◼️ বৈজ্ঞানিক নাম : Catharanthus roseus
◼️ বাংলা উচ্চারন : ক্যাথারান্থাস রোজাস
◼️ ছবি তোলার স্থান : ধানমন্ডি আবাহনী মাঠ সংলগ্ন ফুটপাত

6.jpg

এটি কয়েন প্লান্ট ফুল গাছ । এই গাছে ফুল ধরার জন্য গাছটিকে পরিণত একটা বয়সে যেতে হয়। গাছ পরিণত হওয়ার পর বছরের একটি নির্দিষ্ট সময়ে এসে এতে ছোট ছোট সুগন্ধি ফুল ধরে।

◼️ ছবি তোলার স্থান : ধানমন্ডি আবাহনী মাঠ সংলগ্ন ফুটপাত


7.jpg

এটি ক্যাকটাস গাছ । কাটাযুক্ত এই গাছগুলো অনেক ছোট হয়ে থাকে। এগুলো সাধারণত ঘরের শোভাবর্ধন করে। বিভিন্ন রঙের এই ছোট রঙ্গিন ক্যাকটাস গুলো দেখতে একদম আনকমন লাগে ও দেখতে অনেক ভাল লাগে।


◼️ বৈজ্ঞানিক নাম : Cactus
◼️ বাংলা উচ্চারন : ক্যাকটাস
◼️ ছবি তোলার স্থান : ধানমন্ডি আবাহনী মাঠ সংলগ্ন ফুটপাত

8.jpg

এটি কচু পাতা গাছ । তবে সবুজ রঙের যে কচুর পাতা আমরা সচরাচর দেখে থাকি তার থেকে একটু ভিন্ন রঙের হয়ে থাকে এগুলো। দেখতে বেশ ভাল লাগে।


◼️ ছবি তোলার স্থান : ধানমন্ডি আবাহনী মাঠ সংলগ্ন ফুটপাত


9.jpg

এটি জুই ফুল গাছ । সাদা সাদা ফুলগুলো দেখতে অনেক ভাল লাগে। এই ফুলের স্মেলও অনেক সুন্দর। যে কোন জায়গায় এই ফুল বেড়ে উঠতে পারে। এটি খুবই সুগন্ধি জাতীয় একটি ফুল।

◼️ বৈজ্ঞানিক নাম : Jasminum
◼️ বাংলা উচ্চারন : জেসমিনিয়াম
◼️ ছবি তোলার স্থান : ধানমন্ডি আবাহনী মাঠ সংলগ্ন ফুটপাত

10.jpg

divider.png

আজ তবে এখানেই শেষ করছি। দেখা হবে আগামিকাল অন্য কোনো লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ্য থাকবেন। আল্লাহ্‌ হাফেজ।

📱ডিভাইসের নাম : রেডমি নোট ৭ প্রো


📸 ফটোগ্রাফার: @rokibulsanto


📈 লোকেশন :what3words Location


📈 ছবি তোলার স্থান : ধানমন্ডি আবাহনী মাঠ সংলগ্ন ফুটপাত


divider.png

আমার পরিচয়

santo.jpg

আমি রকিবুল শান্ত। বর্তমানে ঢাকা সিটি কলেজে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে অনার্স ৩য় বর্ষে লেখাপড়া করছি । আমি পজেটিভ চিন্তাধারার একজন মানুষ । সব সময় সিম্পল থাকার চেষ্টা করি। কোডিং করতে, মিউজিক করতে , বিভিন্ন বিষয় এর উপরে আর্টিকেল লিখতে বেশি পছন্দ করি। নিজের স্কিল বাড়ানোর জন্য প্রতিনিয়ত নতুন কিছু শিখার চেষ্টা করি। ভালোবাসা পেলে ভালোবাসা দিতে কার্পণ্য করি না ।

শুভেচ্ছান্তে
@rokibulsanto


tnq.png

Mybanner.png


blogPng.gif

Sort:  
 2 years ago 

ভাইয়া আপনি অনেক সুন্দর সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। খুবই ভালো লেগেছে আপনার ফটোগ্রাফি গুলো।ফুল গুলো সম্পর্কে আপনার ধারণা আছে।এবং ফুলগুলোর বৈজ্ঞানিক নাম আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ।আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এগুলো আমাদের মাঝে শেয়ার করার জ।ন্য আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

আপনার মন্তব্য পেয়ে আমারও ভাল লাগছে। আপনাদের জন্যই ছবি তুলি। দেখবেন মাঝে মাঝে যদি সময় হয় আরকি। ভাল থাকবেন।

 2 years ago 

আমি মনে করি প্রকৃতিতে সবাই ফুল প্রেমিক। ভালো লাগে ফুল আমার খুব। আমিও আপনার মতন ফুলের ছবি তুলতে অনেক ভালোবাসি। সব কিছু মিলিয়ে দারুণ কিছু ফুলের ছবি উপহার দিলেন আমাদের। সব গুলো ফুলই সুন্দর ছিলো।

 2 years ago 

আমিও তাই মনে করি। ফুল ভালবাসে না এমন মানুষ নাই। অনেক ভাল লাগল আপনার কমেন্ট পেয়ে। ধন্যবাদ ভাই

অপূর্ব লাগলো ভাই পোস্টটা। বেশ কয়েকটা নতুন ফুল গাছের সাথে পরিচিত হলাম। সবচেয়ে বেশি ভালো লেগেছে কয়েন প্লান্ট এবং ক্যাকটাস ফুলের গাছ গুলো। সবচেয়ে বেশি ভালো লাগলো প্রতিটা ফুলের বৈজ্ঞানিক নাম যুক্ত করে দিয়েছেন। সুযোগ পেলে আমিও একদিন ঘুরে আসবো আবাহনী মাঠ থেকে। শুভেচ্ছা রইলো।

 2 years ago 

আমারও কাছে কয়েন্ট প্লাস গাছ ভাল লেগেছে। বিদেশী জাতের এই গাছগুলোর দামও বেশ চড়া। আপনাকে অনেক ধন্যবাদ

 2 years ago 

চমৎকার কিছু ফুলের অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন ভাইয়া। যা দেখে মনটা একদম ভালো হয়ে গেল। এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

আপ্নাকেও অনেক ধন্যবাদ ভাই

সৌন্দর্যের পাশাপাশি অনেক শিক্ষণীয় বিষয় তুলে ধরেছেন। এত সুন্দর সুন্দর ফুল আপনার ফটোগ্রাফি তে যেন দ্বিগুণ সুন্দর হিয়ে উঠেছে। অনেক নতুন ফুল্গুলোর সাথে আমাদের পরিচয় করানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপিনার জন্য দোয়া ও শুভকামনা রইলো।

 2 years ago 

তোরেও অনেক ধন্যবাদ ভাই। ভালোবাসা থাকবে সব সময় তোর জন্য। ভাল থাকিস

 2 years ago 

ফটোগ্রাফি আমার ভীষণ ভালো লাগে। আমি নিজেও মাঝে মাঝে সময় পেলে ফটোগ্রাফি করে থাকি। আপনার ক্যামেলিয়ার ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। আমার কাছে সবগুলো ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। ধন্যবাদ ভাই এরকম সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি আমি দেখি। বেশ ভাল ছবি তোলেন আপনি। আপনাদের থেকে অনুপ্রেরনা পেয়েই ছবি তুলছি । ভালবাসা নিবেন ভাই।

 2 years ago 

আপনার বাসা আবাহনী মাঠের আশেপাশে হওয়ার কারণে ভাল হয়েছে আপনি মাঝে মাঝে একটু ঘুরতে যেতে পারবেন তা না হলে মানুষের ঢাকা শহরে ঘোরার কোন জায়গায় নেই। আর ছবি তোলার উদ্দেশ্যে হলেও তো যাওয়া হয়। খুব সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন সাথে বিজ্ঞানিক নাম উচ্চারণ সহ দিয়েছেন সত্যি ভালো লাগলো আপনার পোস্টটি। ক্যাকটাস গাছের ফুলগুলো অপূর্ব লাগছে দেখতে।

 2 years ago 

হ্যা আপু। বিকেল বেলা ঘুরতে যাই প্রায়ই। এই শহরে রেস্টূরেন্ট ছাড়া ঘুরার মত খোলা কোন জায়গা তেমন নেই। আপনার কমেন্ট পেয়ে অনেক ভাল লাগল

 2 years ago 

বাহ্ দারুন!! অসম্ভব কিছু সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। আমার কাছে কয়েন প্লান্ট এবং ক্যাকটাস গাছের ফটোগ্রাফি গুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে। একদম ইউনিক ফটোগ্রাফি করছেন ভাইয়া। ধন্যবাদ এত সুন্দর উপস্থাপনার মাধ্যমে সুন্দর একটি ফটোগ্রাফিক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। এভাবেই এগিয়ে যান ভাইয়া অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

আমারও কাছেও ওই দুইটি গাছ ভাল লেগেছে। তবে দাম তুলনামুলক বেশি নিচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপনি ছবি উঠাতে পারেন না এটা একদমই ভুল। বলতে পারেন আপনি আপনার ছবি উঠানোর দক্ষতা আরো বৃদ্ধি করছেন।
প্রতিটি ছবিই চমৎকার। আপনি প্রত্যেকটি ফুলের বৈজ্ঞানিক নাম উচ্চারণ সহ উল্লেখ করেছেন এটা দেখে খুব ভালো লাগলো।
সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

হিহি। ধন্যবাদ ম্যডাম। আপনার কমেন্ট পেয়ে ধন্য হলাম। ভাল থাকবেন। ভালবাসা রইল।

 2 years ago 

ক্যামেলিয়া ফুল গুলো। দেখতে অসাধারণ হয়েছে। সাদা ফুল আমার ভীষণ ভালো লাগে। আপনার ফটোগ্রাফি চমৎকার হয়েছে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকবেন।

 2 years ago 

জি ভাই। ক্যামেলিয়া ফুল দেখতে অনেক সুন্দর হয়। আসলে সব ফুলই সুন্দর। অনেক ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60202.34
ETH 2423.33
USDT 1.00
SBD 2.43