মধুপুরের রাবার বাগান ।। 10% for shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

◾️ ৫ জুন
▪️ রবিবার


আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো ও সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।

গতকাল আপনাদের সাথে আমার করোনার বোস্টার ডোস দেয়ার গল্প শেয়ার করেছিলাম। বলেছিলাম আজকে রাবার বাগানে ঘুরার গল্প শেয়ার করবো। ল্যাপটপ নিয়ে বসে পড়লাম সেই ব্লগ লিখতে। আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন। তো চলুন শুরু করি।

1.jpg

মাঝেমধ্যে ইচ্ছে করে প্রকৃতির মাঝে হারিয়ে যাই। আমাদের সবারই হয়তো এই ইচ্ছেটি রয়েছে। ইট পাথরের দেয়াল থেকে বের হয়ে মাঝে মধ্যে রিফ্রশমেন্ট এর জন্য প্রকৃতির মাঝে গিয়ে বুক ভরে নিশ্বাস নেয়ার প্রয়োজন আছে। আর এজন্যই গতকাল গিয়েছিলাম প্রকৃতির বুকে হারিয়ে যেতে রাবার বাগানে। আমাদের ধনবাড়ি থেকে রাবার বাগান খুব বেশি একটা দূরে নয়। বাইকে যেতে বড়জোর ৩০/৪০ মিনিটের মতো লাগে। তিন বন্ধু বোস্টার ডোস নিয়ে বের হয়ে গিয়েছিলাম প্রকৃতির হাওয়া খেতে।

2.jpg

আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাই আমাদের ডেসটিনেশনে। উচু উচু রাবার গাছগুলো যেন স্বাগত জানাচ্ছিল আমাদের। তার আগে বলে নেই এখানে আমাদের প্রায়ই আসা হয়। সুন্দর একটি জায়গা। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ভাল লাগবে আপনাদের। যাইহোক রাবার গাছগুলো সারিবদ্ধভাবে এক সমান্তরালে লাগানো হয়েছে। ১৯৮৬ সালে মধুপুরের পীরগাছায় তিন হাজার একর জায়গা জুড়ে প্রায় ১ লাখ ৫৪ হাজার রাবার গাছ লাগিয়ে এই বাগান তৈরি করা হয়েছিল। এক এক ঋতুতে এই বাগান এক এক সৌন্দর্য ধারন করে। যখন শীতকাল আসে তখন সব গাছের পাতে ঝরে যায়। আবার বর্ষাকালে সবুজ পাতাগুলো যেন সজীব হয়ে উঠে। রোদেলা দুপুরে সুউচ্চ গাছের ফাক দিয়ে সূর্যি মামা উকি দেয়।

3.jpg

5.jpg

বাইক দিয়ে বাগানের ভিতর দিয়ে যাওয়ার সময় শট একটি ভিডিও ধারন করেছি আপনাদের জন্য। ক্লিক করে দেখতে পারেন।

রাবার গাছের কষ কালেক্ট করার জন্য এভাবে গাছের বাকল কেটে রাখা হয়। অনেক ভাল লাগছিল নিরিবিলি এই পরিবেশটা। মানুষজন একদম ছিল না ঐদিন। অনেক মজা করছিলাম আমরা তিনজন মিলে। আমার বন্ধু পারভেজকে বলছিলাম আয় আমরা ব্রিকম বেতাল খেলি। হাহাহা। প্রথমে রাজি হচ্ছিল না। আমি ওর থেকে একটু চিকন। তাই বেতাল সেজে ওর পিঠের উপর উঠে পড়লাম। হাহাহা।

4.jpg

6.jpg

বাগানের ভিতরে অনেক্ষন সময় কাটানোর পরে চলে গেলাম রাবার বাগানের অভ্যন্তরীন রাবার কারখানায়। এখানে গাছ থেকে সাদা কাচা রাবার সংগ্রহ করে প্রক্রিয়াজাত করে রাবারের শীট বানানো হয়।

7.jpg

8.jpg

ভিতরে ঢুকেই দেখলাম বাশ দিয়ে সুন্দর করে মাচা বানানো সেখানে রোদে কাচা রাবার থেকে প্রক্রিয়াজাত করে রাবারের শীটগুলো রোদে শুকানো হচ্ছে।

9.jpg

10.jpg

11.jpg

12.jpg

রাবারের এই শীটগুলো তৈরীর মেশিনঘরের কিছু ছবি শেয়ার করছি আপনাদের সাথে। এইখান রাবারের কাচামাল এই শীটগুলো দিয়ে রাবারের নানান রকম জিনিস বানানোর জন্য পাঠানো হয়।

13.jpg

14.jpg

15.jpg

কারখানা থেকে বের হয়েই গেস্ট হাউজ এর ভিতরের দিকে সুন্দর কিছু গাছ দেখতে পাই। ক্যামেরা বন্দি করে রেখেছি আপনাদের দেখাবো বলে। জায়গাটি অনেক শান্ত। কোহাহল মুক্ত। ভাল লাগছিল অনেক। ছবিগুলো দেখেন। কি পরিবেশটা সুন্দর না? 😁

16.jpg

17.jpg

18.jpg

ঘুরতে ঘুরতে বিকেল ৪ টার মত বেজে গিয়েছিল। এদিকে আমরা কেউ দুপুরের খাবার খাইনি। ক্ষুধাও লেগেছে বেশ ভারী। তাই আর বেশিক্ষন দেরি না করে বাসার দিকে রওনা হয়ে যাই। এই ছিল আমার রাবার বাগান ঘুরার গল্প। আশা করছি আপনাদের ভাল লেগেছে। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য পড়ার অপেক্ষায় থাকলাম। ভাল থাকবেন সবাই। আল্লাহ্‌ হাফেজ।

divider.png

বিভাগ তথ্য
ডিভাইস রেডমি নোট ১০ প্রো
লোকেশন what3words Location

divider.png

আমার পরিচয়

santo.jpg

আমি রকিবুল শান্ত। বর্তমানে ঢাকা সিটি কলেজে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে অনার্স ৩য় বর্ষে লেখাপড়া করছি । আমি পজেটিভ চিন্তাধারার একজন মানুষ । সব সময় সিম্পল থাকার চেষ্টা করি। কোডিং করতে, মিউজিক করতে , বিভিন্ন বিষয় এর উপরে আর্টিকেল লিখতে বেশি পছন্দ করি। নিজের স্কিল বাড়ানোর জন্য প্রতিনিয়ত নতুন কিছু শিখার চেষ্টা করি। ভালোবাসা পেলে ভালোবাসা দিতে কার্পণ্য করি না ।

শুভেচ্ছান্তে
@rokibulsanto


tnq.png

Mybanner.png


blogPng.gif

Sort:  
 2 years ago 

প্রকৃতির মাঝে ঘুরতে আসলে খুব ভালো লাগে। আর প্রকৃতিতে থাকতে আমার তো বেশ পছন্দের। এরকম দৃশ্য দেখলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। আপনি আপনার বন্ধুদের সাথে মধুপুর রাবার বাগানে খুব সুন্দর সময় কাটিয়েছেন। আসলে বন্ধুদের সাথে ঘুরতে অনেক বেশি ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার। করার জন্য।

 2 years ago 

জি ভাই। প্রকৃতির কাছে মাঝে মাঝে গিয়ে নিজেকে ফ্রেশ করে আনতে হয়। বুক ভরে শ্বাস নিলে কি যে ভাল লাগে তা অবশ্য আপনি জানেন। অনেক ধন্যবাদ আপনাকে ভাই

 2 years ago 

মধুপুরের রাবার বাগান দেখতে অসাধারণ। এধরনের জায়গায় ঘুরতে ভীষণ ভালো লাগে। চমৎকার সময় উপভোগ করেছেন।
দেখে অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

এরকম জায়গায় অনেক ভাল লাগে। চমৎকার একটি সময় অতিবাহিত করেছি আমরা। আপনাদের সাথে শেয়ার করে ভাল লেগেছে। ধন্যবাদ ভাই

 2 years ago 

অনেক ভালো সময় উপভোগ করেছেন দেখছি। তবে এই রাবার গাছ আগে কখনো দেখিনি কিভাবে রাবার তৈরি হয় সেই বিষয়েও আমি আগে থেকে তেমন কিছু জানতাম না। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোষ্ট করার জন্য।।

 2 years ago 

হ্যা আপু। অনেক ভাল লেগেছে আমাদের। অনেক সুন্দর একটি সময় পার করেছি রাবার বাগানে। রাবার গাছের কষ আপনাকে দেখাতে পেরে ভাল লাগছে। অনেক ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপনি মধুপুরের রাবার বাগানের বেশ কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছিল বিশেষ করে আপনার সুপারি গাছের পাশ দিয়ে হেটে যাওয়ার ফটোগ্রাফি টা ভালো ছিল। মধুপুর রাবার বাগান কখন আমার দেখা হয়নি। আপনার ফটোগ্রফি গুলো শেয়ার করার মাধ্যমে মনে হচ্ছে পুরোটাই দেখে নিলাম। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার ছবিগুলো আপনার ভাল লেগেছে শুনে আমারও অনেক ভাল লাগছে। অনে ধন্যবাদ আপনাকে ভাই। পাশে থাকবেন সবসময় এই রকম করে।

 2 years ago 

ভাই অনেক দিন হলো আপনাদের সাথে রাবার বাগান যাওয়া হয়না। আপনি ভালোই একা একা এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। এলাকার এই ছবিগুলো দেখলে গ্রামে যেতে ইচ্ছে করে। শুভকামনা রইলো।

 2 years ago 

সময় বের করে সবাই একদিন যেতে হবে চিল করতে। বড় ঈদের টাইমে আবার যাব ইনশাল্লাহ। দেখা হবে ভাই। ভাল থাকবেন।

 2 years ago 

আপনার রাবার বাগানের গল্প শুনতে শুনতে এতটাই মুগ্ধ হয়ে গেছি পরিবেশটা ছিল হৃদয় ছোঁয়ার মতো। নির্জন একটা পরিবেশ আর এত বড় বিশাল বাগান আমি হয়তো ইতিমধ্যে আর দেখিনি। রাবার বাগান দেখেছি অনেক দূর থেকে কাছ থেকে দেখা হয়নি। আপনার মাধ্যমে ঘুরে এলাম রাবার বাগান থেকে এবং ভিডিও ফুটেজটি ছিল দারুণ। আর রাবার দিয়ে খুব সুন্দর করে সিট তৈরি করা হয় সেটা আজকে আপনার পোষ্ট থেকে দেখতে পারলাম। আমাদের সাথে শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ রবিউল ভাই। রাবার বাগানে ঘুরতে আসতে পারেন। আশা করছি ভাল লাগবে। ভাল থাকবেন।

 2 years ago 

দারুন সময় উপভোগ করেছেন দেখলাম।
বিশেষ করে বন্ধুর পিঠে ওঠার সময়টা বেশ দারুন ছিল। আমি ধনবাড়ি চিনি দুবার গিয়েছি‌ ওখানে আমার এক বন্ধু ছিল। ওখানে একটা নবাব বাড়ির মতো আছে ওখানে ঘুরতে গিয়েছিলাম। আর রাবার বাগান সম্পর্কে চমৎকার লিখেছেন বেশ দারুন উপভোগ করলাম। দোয়া রইল ভাই।

 2 years ago 

হাহা। বিক্রম বেতাল সেজেছিলাম আমরা । অনেক মজা হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে ইমরান ভাই। ভাল লাগল আপনার কমেন্ট পড়ে।

 2 years ago 

রাবার গাছের কষ কালেক্ট করার জন্য এভাবে গাছের বাকল কেটে রাখা হয় আমি তা আগে দেখেছি। কেন জানি আমার কাছে খুবই খারাপ লাগে রাবার গাছের কষ কালেকশন এর জন্য গাছ কাটা দেখলে। খুবই সুন্দর একটি সময় কাটিয়েছেন বুঝা যাচ্ছে।

 2 years ago 

গাছ থেকে কষ বের করার জন্য এটি করা হয়ে থাকে ভাই। আপনার ফিলিংস টা বুঝতে পারছি না। তবে অযথা এখানে গাছ কাঁটা হয় না। গাছের যত্ন নেয়া হয়।

 2 years ago 

মধুপুরের রাবার বাগান ঘুরে আপনি খুব সুন্দর ফটোগ্রাফি সাথে সুন্দর তথ্যবহুল আলোচনা করেছেন খুবই ভালো লাগলো পোস্টটি পড়ে।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ মুল্যবান মন্তব্য করে পাশে থাকার জন্য

 2 years ago 

রাবার বাগান দেখতে তো ভালোই লাগছে সারি সারি গাছের দৃশ্য গুলো অনেক সুন্দর ভাবে ক্যামেরাবন্দি করে আমাদের সাথে শেয়ার করেছেন। জায়গাটা ঘুরে দেখার ইচ্ছে হয়েছে তাছাড়া আপনার কাটানো সুন্দর মুহূর্ত গুলো আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

এসে ঘুরে দেখে যেতেন ভাই। আশা করছি ভাল লাগবে। ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62555.95
ETH 2435.55
USDT 1.00
SBD 2.64