You are viewing a single comment's thread from:
RE: বর্ষ পূর্তির বিশেষ প্রতিযোগিতা || আমার তৈরি ছোট একটি কার্ড উপহার দিলাম ( ভিডিও সম্বলিত)
আপনি এত সুন্দর একটি উপহার দিয়েছেন বর্ষপূর্তি উপলক্ষে সত্যিই আমি অবাক হয়ে গেলাম। এবং কি দারুণ অনুভূতি শেয়ার করেছেন। আর আপনি ঠিকই বলেছেন মনের ভিতর যেন একটা গুঞ্জন সৃষ্টি হয়ে গেছে বর্ষপূর্তি উপলক্ষে। গান-বাজনা হৈ চৈ আর আমাদের শুভ ভাইয়া মাতিয়ে রাখবেন পুরোটা হ্যাঙ্গআউট। মনে হয় যেন গানের বাদ্য গুলো এখনই হৃদয়ে বর্ষ উদযাপন আমার প্রাণের বাংলা ব্লগ নিয়ে আসবে। অসাধারণ একটি গিফট কার্ড তৈরি করেছেন এবং খুব সুন্দর করে প্রত্যেকটা ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন। এবং সেখানে লিখা ছিল আলাদা মেসেজ, সত্যি আমাকে আকর্ষিত করেছে আপনার অনুভূতি গুলো। সৃজনশীলতার মাধ্যমে এত সুন্দর করে উপস্থাপন করার জন্য, আপনার প্রতি রইল প্রাণঢালা অভিনন্দন।
ধন্যবাদ আমার তৈরি গিফট কার্ড নিয়ে চমৎকার অনুভূতি লিখার জন্য। সত্যি বলতে ভীষণ কষ্টসাধ্য ছিল সবকিছু। কিন্তু আমি পেরেছি এটাই বড় ব্যাপার। ধন্যবাদ ভাই ভালো থাকবেন 💚