You are viewing a single comment's thread from:

RE: প্রাসঙ্গিক প্রসঙ্গঃ পর্ব ১৬ || ইন্টারনেট আসক্তি ও এর সুফল কুফল (অভিজ্ঞতার আলোকে) Internet Addiction [10% @shy-fox]

in আমার বাংলা ব্লগ3 years ago

ভাইয়া আপনি অনেক সুন্দর একটা বিষয় উপস্থাপন করেছেন। আপনার মনের অনুভূতি গুলো আমাদের সাথে ভাগাভাগি করে নিয়েছেন ইন্টারনেটের বিষয় নিয়ে। একটা সময় আমি দেখেছি যে আমার পাড়াতেই আত্মীয়-স্বজনের মধ্যে পড়ে ৩২ বছর আগে ইন্টারনেট তেমন একটা সচারাচর ছিল না খুবই কম ছিল। যদিও দুই একজনে ব্যবহার করত। বিদেশে লোকটা মারা যাওয়ার প্রায় এক বছর পরে তার লাশ বাড়িতে আসলো। এই একটা বছরে তাঁর পরিবারের আহাজারি সবাই কান পেতে শুনেছি দেখেছে কিছু করার ছিল না। তখন উপলব্ধি করতে পারলাম যদি ভালো একটা ওয়ে থাকতো খুব সহজে দিনে দিনে বা এক সপ্তাহ বা এক মাসের মধ্যে নিয়ে আসা যেত। আবার নিজের অভিজ্ঞতা থেকে এটাও দেখেছি ভড় ভাইয়া চাকরি করতো বান্দরবান, এখনো আছে, বাড়িতে কোনো সমস্যা হলে একটা চিঠি পোস্ট করলে প্রায় ১৫ দিন, দশ দিন, লেগে যেত ওই চিঠি গন্তব্যে পৌঁছতে। আবার ওই চিঠির উত্তর আসতে লেগে যেত আরো ১৫ দিন প্রায় এক মাস। অপেক্ষা করতে হতো একটা চিঠির উত্তরের জন্য। এই এক মাসে কত অনাকাঙ্খিত ঘটনা ঘটে যেত যা বলা বাহুল্য। সময়ের সাথে তাল মিলিয়ে সবকিছু পরিবর্তন হতে লাগলো। দেশে ইন্টারনেট আসলো, ওয়াইফাই আসলো, আমাদের এভেলেবেল হ্যান্ডসেট হয়ে গেল। অনেকটা সহজ হয়ে গিয়েছে চলাফেরা থেকে দৈনন্দিন কাজকর্ম। বর্তমানে আমরা ইন্টারনেটের প্রতি নির্ভরশীল হয়ে পড়েছি। ইন্টারনেট ছাড়া এখন আমাদের চলাফেরা থেকে শুরু করে অফিশিয়াল কাজকর্ম ব্যাংক-বীমা সবকিছু অচল। এই দুইদিন নেটের সমস্যা থাকার কারণে কমবেশি আমরা সবাই উপলব্ধি করতে পেরেছি যে বর্তমানে ইন্টারনেট আমাদের জন্য কতটা প্রয়োজনীয় এবং জরুরী।

আর খারাপ দিক বলতে গেলে বর্তমান সময়টা আসলে খুবই খারাপ। যেটা বাচ্চাদের জন্য হোক আর যারা পড়াশুনা করছে উচ্চমাধ্যমিক এবং কি কলেজে যে শিক্ষার্থীরা মোবাইল ব্যবহার করছে তাদের জন্য খুবই খারাপ একটা জিনিস। ঠিকমতো পড়াশোনা করে না। সারাদিন গেমস নিয়ে ব্যস্ত থাকে। এবং কি আরও অনেক সমস্যার সম্মুখীন হয় এই মোবাইলের কারণে এবং ইন্টারনেটের কারনে। অতএব আমাদের সবদিক থেকে সতর্ক থাকতে হবে। ভাইয়া আপনি অনেক সুন্দর করে গুছিয়ে লিখেছেন। এবং কি আপনার পোস্টে যথাযথ বেক্ষা করা আমার পক্ষে সম্ভব না। তবুও নিজের মনের ভাব যতটুকু সম্ভব প্রকাশ করেছি। এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার প্রতি শুভেচ্ছা রইল ভাই

Sort:  
 3 years ago 

ঠিক বলেছেন। উপকার যেমন আছে তেমনি খারাপ দিক আছে বিশেষ করে বর্তমান সময়ে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62647.29
ETH 2439.61
USDT 1.00
SBD 2.66