আমার বাংলা ব্লগ। কাজী নজরুল ইসলাম এর চিত্র অংকন। ১০% সে আউট লাজুক খ্যাক এর জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার বাংলা ব্লগের সহযোদ্ধাদের জানাই আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 'জাতীয় কবি কাজী নজরুল ইসলাম" এর চিত্র অংকন। "আমার বাংলা ব্লগে" আমার মনের ভাব প্রকাশ করতে পেরে আমি খুবই আনন্দিত। এবং যাদের কৃতিত্বে আমার বাংলা ব্লগে মনের ভাব প্রকাশ করতে পারছি তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানাই।

আর দেরি না করে চলুন যাওয়া যাক মূল পর্বে।

কবি কাজী নজরুল ইসলাম।

IMG_20211021_135608_098.jpg

কাজী নজরুল ইসলামের ছবি অংকন এর পর আমি একটা সেলফি নিলাম।

চিত্র অংকন এর উপকরণ।

১/ কাঠপেন্সিল দুইটি।

২/ এস্কেল।

৩/ রাবার।

৪/ কাঠপেন্সিল কাটার।

IMG_20211019_214632_022.jpg

ধাপ ১/

IMG_20211019_202031_436.jpg

এখানে আমি কাঠ পেন্সিল দিয়ে স্কেল এর মাধ্যমে মার্কিন করে নিলাম।

ধাপ ২/

IMG_20211019_202846_155.jpg

এখানে আমি প্রথমে মাথার টুপিটা একে নিলাম।

ধাপ ৩/

IMG_20211019_203515_577.jpg

এখানে আমি চক্ষু এবং কি চশমার প্রেমটা দুটো একসাথে কিছুটা একে নিলাম।

ধাপ ৪/

IMG_20211019_203848_209.jpg

এখানে আমি নাক ও মুখ এর কিছু অংশ অংকণ করলাম।

ধাপ ৫/

IMG_20211019_204334_671.jpg

এখানে আমি মুখের এক পাস টা কিছুটা একে নিলাম।

ধাপ ৬/

IMG_20211019_204723_066.jpg

এখানে আমি কিছু পিছনের চুল এবং কি মুখের আরেক সাইট একটু টেনে নিলাম।

ধাপ ৭/

IMG_20211019_205112_144.jpg

এখানে আমি সাইডে আরো কিছু চুল আকলাম এবং টুপি টা একটু ছোট করে নিলাম।

ধাপ ৮/

IMG_20211019_211049_714.jpg

এখানে আমি চোখ এবং চশমাটা একটু গারো করে কালার করে নিলাম। এবং গায়ের জামা এবং চাদরের কিছু অংশ হালকা করে একে নিলাম।

ধাপ ৯/

IMG_20211019_211846_423.jpg

এখানে আমি মুখের কিছু কিছু অংশে আরেকটু কালো করে কালার করে নিলাম। জামি বা থুতনি নিয়েছে একটু কালো করে নিলাম মোটামুটি ন্যাচারাল একটা কালার ফোটানোর চেষ্টা করছি।

ধাপ ১০/

IMG_20211019_213034_931.jpg

এখানে আমি দুপাশে চুলগুলো কালো করে নিলাম। এবং জামি বা থুতনি এবং গলার ভাঝটা ফোটানো চেষ্টা করলাম।

ধাপ ১১/

IMG_20211019_214549_541.jpg

এখানে আমি গলা এবং জামা পেন্সিল এর সাহায্যে ফুটিয়ে তুললাম। এবং আমার অংকন টি সম্পন্ন করলাম।

আমার ইস্টিমেট বন্ধুরা কাজী নজরুল ইসলাম এর চিত্র অংকন টি আপনাদের কাছে কেমন লেগেছে। আমাকে কমেন্টের মধ্যে জানালে খুশি হতাম। এবং আপনাদের কাছে উৎসাহ পেলে আরো ভালো অংকন উপহার দেওয়ার চেষ্টা করব। ভুল ত্রুটি মানুষেই করে, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

আমি মোহাম্মদ রবিউল হোসাইন। ইউজারনেম @robiull.আমি আগে কখনো এতো কিছু নিয়ে ভাবতাম না। যা 'আমার বাংলা ব্লগে" এসে আমি ভাবছি বা করছি। আমার বাংলা ব্লগ এমন একটা প্ল্যাটফর্ম যেখানে চিন্তাশক্তি বিকশিত করার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।আমি আমার বাংলা ব্লগে এডমিন প্যানেলের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ফটোগ্রাফি, জার্নি, রান্নাবান্না, খেলাধুলা, গল্প, এবং নিত্য নতুন কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি>>>

Sort:  
 3 years ago 

কাজী নজরুল ইসলাম এর চিত্র অংকন অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনি খুব দক্ষতার সাথে চিত্রটি অঙ্কন করেছেন। এত সুন্দর একটি চিত্র আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

আপু আপনার এত সুন্দর মন্তব্যের আমি অনুপ্রাণিত হয়েছি। আশা করি আপনাদের জন্য আরো ভালো কিছু নিয়ে আসবো। শুভেচ্ছা নিবেন আপু।

 3 years ago 

আপনার আঁকা কাজী নজরুল ইসলাম এর চিত্র অংকন টি অনেক বেশি সুন্দর হয়েছে। এভাবে আমাদের সাথে সুন্দর সুন্দর কাজ শেয়ার করে যান। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার এত সুন্দর গন্তব্যে আমি অনুপ্রাণিত হয়েছি। আশা করি আপনাদের জন্য আরো ভালো কিছু উপহার নিয়ে আসব। শুভেচ্ছা রইল আপনার জন্য আপু

কাজী নজরুল ইসলাম এর চিত্র অংকনটি অসাধারন হয়েছে।আপনার জন্য অনেক শুভ কামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 63656.97
ETH 2473.22
USDT 1.00
SBD 2.66