আমার বাংলা ব্লগ। টেকনিকেল কাজের খুঁটিনাটি। ১০% পে-আউট লাজুক খ্যাক এর জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago
আমার বাংলা ব্লগের সকল সহযোগী এবং সহযোদ্ধাদের জানাই আসসালামু। আশা করি এই কঠিন পরিস্থিতিতে আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভাল আছি। আজকে আমি আপনাদেরকে আমার কাজের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করবো কিভাবে একটা পার্স তৈরি করতে হয়। আশা করি সকলের ভাল লাগবে।

আর দেরি না করে চলুন যাওয়া যাক মূল পর্ব।

ধাপ - ১

20220215_150020.jpg

এটা হচ্ছে একটি এস এস সেপ্ট, আর এইসব থেকেই আমি বানাবো দুইটি রোলার, বা রিল। আর দুটো রিলকে আমরা একজোড়া রিল বলি। আর একটা রোলার বক্সে দুটোরই প্রয়োজন হয়। আমি আজকে শুধু রোল তৈরি টা আপনাদের সাথে শেয়ার করবো। আর এই রিল কিভাবে কখন কোথায় ব্যবহার করতে হয় পর্যায় ক্রমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো।


FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png


কিছু কথা।

আমি রি-রোলিং মিলস এ জব করি এটা কম বেশি আমার বাংলা ব্লগের বন্ধুরা জানেন। আর আমার কাজটা হচ্ছে টেকনিক্যাল কাজ, আর আমি যেহেতু ডিপার্টমেন্টে একজন সিনিয়র, সে মোতাবেক আমি যেভাবে নির্দেশ করি সেভাবে মেশিনারি পার্টস গুলো তৈরি করা হয়। এবং যার কারণে আমি আপনাদের মাঝে শেয়ার করছি।


FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png


গতকালকে আমাদের মডারেটর সাইফুল ভাইয়ের একটা টিউটোরিয়াল থেকে অনেক কিছু জানতে পারলাম। এবং বুঝলাম আমার বাংলা ব্লগে দৈনন্দিন জীবন থেকে শুরু করে আমার বাংলা ব্লগ কমিউনিটি এর নিয়ম কানুন মেনে সবকিছু শেয়ার করা যাবে। অবশ্যই পদক্ষেপটা আমাদের ভালোর জন্যই নিয়েছে। কারণ আমরা মাত্র কয়েকটা কন্টেনের উপরে নির্ভরশীল হয়ে পড়েছিলাম, যেমন, ডাই, রেসিপি, পাওয়ার আপ, অরগেমি, ফটোগ্রাফি, কিছু সংখ্যক কবিতা একটা আমাদের মধ্যে কমন হয়ে গেছে।

FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png


তাই আমিও চেষ্টা করছি আমার পোষ্টের ভেরিয়েশন আনার জন্য। তাই আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে অন্তত ১টি পোস্ট আমার টেকনিকেল জগতের খুঁটিনাটি কিছু না কিছু নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। তাই আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম রোলার বক্সের রোলার তৈরি কিভাবে করতে হয়। আশা করি আপনাদের সকলের ভাল লাগবে। চলুন দেখে নেই আমার রোলার তৈরীর প্রক্রিয়া টি।


FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png


ধাপ - ২

20220215_150029.jpg

এখানে আপনারা দেখতে পাচ্ছেন এসএস সেভটি লেদ মেশিনের বাধা হয়েছে এবং টুলবক্স একটু লাগানো হয়েছে রিল বানানোর কাজ শুরু হয়ে গেছে।


FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png


ধাপ - ৩

20220215_145950.jpg

এটা কে আমরা বলি ম্যান্ডেল।আমাকে এই রিলটি তৈরি করতে গেলে প্রথমে আমার এই ম্যান্ডেল টা খুবই প্রয়োজন। আমাকে আগেই মেন্ডেল তৈরি করতে হবে। ম্যান্ডেল তৈরি করার আগে দেখতে হবে যে আমার রিলের বোরিং কত, সে অনুযায়ী মেন্ডেলের ডায়া রাখতে হবে।


FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png


ধাপ - ৪

20220215_150050.jpg

আমার এই রিল ডায়া হচ্ছে ৬২ মিলি এবং এই রিলের বেয়ারিং সাইজ হচ্ছে যাই ৬২২00, এর মধ্যে এখন বেয়ারিং সাইজ এবং মাঝখানে পিন সেটা হয়ে গেল।


FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png


ধাপ - ৫

20220215_150331.jpg

এখানে একটা পিন তৈরি করে নিলাম এবং পিনের ডায়া হচ্ছে বেয়ারিং এর বোরিং এর ডায়া অনুযায়ী। অর্থৎ পিনেরডায়া হচ্ছে ১৬মিলি, আর বেয়ারিং এর ইন ডায়া হচ্ছে ১৬ মিলি।


FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png


ধাপ - ৬

20220215_150259.jpg

রিলে বেয়ারিং টা সেটিং করে চেক করে নিলাম পিনটা ঠিক আছে কিনা।


FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png


ধাপ - ৭

20220215_150140.jpg

এখানে মূলত আপনাদেরকে বেয়ারিং এর সাইজ টা দেখানোর জন্য আমি এই ছবিটা নিলাম। আপনারা ছবিটা জুম করলে দেখতে পারবেন ৬২২০০ বেয়ারিং এর সাইজ।


FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png


ধাপ - ৮

20220215_150150.jpg

বেয়ারিং সাইজ টা ফিনিশিং হয়ে গেল। আমি এখন লাগিয়ে চেক করে নিচ্ছি। বেয়ারিং সাইজ টা জাম করা যাবে না এবং লুজ হতে পারবে না অর্থাৎ একেবারে আঠা আঠা থাকতে হবে জামটা।


FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png


ধাপ - ৯

20220215_150343.jpg

আমি পিনটা লাগিয়ে এখন চেক করছি, তবে আমি যেখানে পিনটা ধরেছি ওইখানে পাটিং করে ফেলব অর্থাৎ দুই ভাগ করে ফেলব ঐ জায়গাটায়, তাহলে আমার দুইটা পিন হয়ে যাবে।


FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png


ধাপ - ১০

20220215_151742.jpg

আমার এক জোড়া রিল সম্পূর্ণ হয়ে গেল এবং বেয়ারিং সাইজ কমপ্লিট হয়ে গেল। একজোড়া রিলে চার টি বেয়ারিং ইউজ করতে হয় এবং দুটি পিন ইউজ করতে হয়।


FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png


রোলার বক্স।

20220215_182909.jpg

এটা হচ্ছে রোলার বক্সা, রিল গুলো যেভাবে দেখছেন এভাবে চ্যাট করতে হবে। আর আপনাদেরকে এ রোলার বক্স কিভাবে ফিটিং করতে হয় এবং এর রোলার বক্সের কয়টা অংশ আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করবো ইনশা-আল্লাহ।


FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png


বন্ধুরা কেমন লেগেছে আমার রোলার তৈরি। আশা করি নতুন একটা কন্টেন আপনাদের মাঝে নিয়ে আসলাম এবং আপনাদের ভালোলাগা এবং মন্দ লাগার মাঝে ডিপেন্ড করবে যে আসলে আমার টেকনিকেল জগত সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করতে পারব কিনা। আশাকরি সকলে উৎসাহ দিয়ে পাশে থাকবেন এবং সাপোর্ট করে যাবেন। আজকের মত বিদায় নিচ্ছি, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন
আল্লাহ হাফেজ।

Sort:  
 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া, সাইফুল ভাইয়া অনেক সুন্দর একটি পোস্ট করেছেন। যার থেকেই অনেক কিছুই শিখতে পেরেছি। আপনি আপনার কাজ নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন। আমরাও দেখতে পারলাম আপনি কিভাবে কাজ গুলোও নির্দেশ দেন এবং কিভাবে করেন। আমাদের মাঝে এরকম সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ আপনি ঠিক বলেছেন এটা আমাদের জন্য অনেক সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। আমার বাংলা ব্লগের প্রতিটা কন্টেনের এখন নিজস্ব ভেরিয়েশন তৈরি করতে পারবে। আর এত সুন্দর প্রশংসা করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।

 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনার পোস্ট দেখে অনেক ভালো লাগলো। ১০০℅ ইউনিক পোস্ট করেছেন। আপনার পোস্টের মাধ্যমে নতুন একটা বিষয় সম্পর্কে জানতে পারলাম। যদিও এই বিষয়ে অভিজ্ঞতা ছাড়া আমি কিছুই করতে পারবো না। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটা টেকনিক্যাল বিষয় সম্পর্কে ধারণা দেওয়ার জন্য।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

চেষ্টা করব আপনাদের মাঝে আরো নতুন নতুন অনেক কিছু নিয়ে আসার জন্য। আর সুন্দর মন্তব্য করার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা।

 2 years ago 

এই কাজ গুলো খুবই কষ্টকর ও ভীষণ সাবধান থাকতে হয় । কারণ একটু এদিক ওদিক হলেই যে কোন একটা দুর্ঘটনা ঘটতে পারে । কারণ বড় বড় মেশিনের সাহায্যে কাজ করতে হয় , শুভেচ্ছা রইল আপনার জন্য ।

 2 years ago 

ভাইয়া আপনার মন্তব্যটি পড়ে এত বেশি আনন্দ অনুভব করছি যা ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনার মোটামুটি হলেও মেশিন সম্পর্কে ধারণা আছে সেটা বুঝতে পেরেছি। আপনার অপারেশন থিয়েটারের মেশিন বলেন আর টেকনিকেল জগতের মেশিন বলেন পার্থক্য তেমন একটা নেই। হয়তো আপনি ছোট মেশিনের দ্বারা কাটাছেঁড়া করেন, আর আমি বড় মেশিনের দ্বারা লোহা কাটা ছেঁড়া করি কাজের ধরন ভিন্ন। এত সুন্দর মন্তব্য করে এবং উৎসাহ দিয়ে পাশে থাকার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।

 2 years ago 

আপনার পোষ্টটি দেখে আমার খুবই ভালো লাগলো। আপনার পোস্টের ভিতরে নতুন বিষয় সম্পর্কে জানতে পারলাম। সত্যি আপনার পোস্টটা একটি ইউনিক পোস্ট হয়েছে। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

এত সুন্দর মন্তব্য করে এবং উৎসাহ দিয়ে পাশে থাকার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। এবং প্রতিনিয়ত নিত্য নতুন কিছু পরিবর্তন আনার চেষ্টা করব। এবং আপনাদেরকে নতুন টেকনিক্যাল কাজ সম্পর্কে ধারণা দেয়ার চেষ্টা করব আবারো জানাই আন্তরিক অভিনন্দন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.029
BTC 65647.77
ETH 3166.18
USDT 1.00
SBD 2.60