আমার বাংলা ব্লগ। বন্ধু যখন প্রজাপতি। ১০% পে- আউট লাজুক খ্যাক এর জন্য।
"আমার বাংলা ব্লগ" এবং স্টিম ব্লকচেইন এর সকল সহকর্মী থেকে শুরু করে আমাদের সকল মডারেটরগণকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। "@amarbanglablog" এমন একটি প্লাটফর্ম যেখানে নিজের মনের ভাব প্রকাশ করার গুরুত্বপূর্ণ একটি জায়গা আমি মনে করি। এখন প্রতিনিয়ত ও কিছু না কিছু ভাবছি। কিন্তু "আমার বাংলা ব্লগে" আসার আগে চিন্তাভাবনা ভাল- মন্দ যাচাই এই জিনিসগুলো মনের ভিতরে ছিল না। "আমার বাংলা ব্লগ" মেধা বিকাশের সুন্দরতম একটি প্ল্যাটফর্ম আমি মনে করি।@rme.দাদাকে হাজারো সালাম জানাই এমন একটা প্লাটফর্ম আমাদের উপহার দেওয়ার জন্য।
চলুন তাহলে যাওয়া যাক আজকের মূলপর্বে। "আমার বাংলা ব্লগের" আমার সকল বন্ধুরা কিছু না কিছু নিয়ে চিন্তাভাবনা করে। আমিও এর ব্যতিক্রম নই। আমিও আজকে আপনাদের সাথে প্রজাপতি নিয়ে কিছু কথা শেয়ার করব।
বন্ধু যখন প্রজাপতি।
আজকে দুপুর বেলায় আমি লাঞ্চটা সেরে বাসা থেকে বের হলাম দুইটার দিকে। বাসা থেকে বের হতে হতে চিন্তা করছি যে আজকে আমি একটা পোস্ট করব। এবং কি নিয়ে করব সে বিষয়ে একটু বেশি চিন্তিত। আমি সিঁড়ি দিয়ে নামতে ছি এমন সময় একটা প্রজাপতি এসে আমার সামনে উড়ছে। আমি হাত বাড়াতেই প্রজাপতিটা আমার হাতের উপরে এসে বসলো। আমি আর দেরি না করে পকেট থেকে মোবাইলটা বের করে ছবি তুলে নিলাম। আমি আপনাদের সাথে আমার বন্ধু প্রজাপতির কিছু ফটোগ্রাফি শেয়ার করছি।
ফটোগ্রাফি ১//
প্রজাপতিটা এখান থেকে এখানে উড়ছে এরপরে আমার গায়ের সার্টে গিয়ে বসলো।
ফটোগ্রাফি ২//
প্রজাপতিটা নিজের মনের আনন্দে উড়ছে খেলছে আমার সাথে।
ফটোগ্রাফি ৩//
প্রজাপতিটা এরপর আমার হাত থেকে উড়ে গিয়ে সিড়ির টাইলস এর মধ্যে বসলো। আমি হাত দিয়ে ধরার চেষ্টা করছি যাতে উড়ে না যায়।
ফটোগ্রাফি ৪//
আবার উড়ে এসে আমার শার্টের এক কোনায় বসলো। আমিও রীতিমতো প্রজাপতির সাথে খেলছি। কি যে ভালো লাগছে ভাষায় প্রকাশ করার মতো না।
ফটোগ্রাফি ৫//
প্রজাপতির পাখার যে ফুলগুলো দেখে মানুষ বিমোহিত হয়। অথবা আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে সেগুলো দেখার জন্য। আমি একটা সময় প্রজাপতিটাকে ধরলাম ধরে কয়েকটা ফটোগ্রাফি নিলাম। খুবই সুন্দর লাগছিল মন চাইছে না প্রজাপতিটাকে ছেড়ে দেওয়ার জন্য। প্রজাপতিটাকে আমি ছেড়ে দিলাম বাহিরে নিয়ে গাছের উপরে।
আমার এই অল্প সময়ের আনন্দ অনুভূতিটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। জানিনা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো-মন্দ লাগতে পারে। যদি খারাপ লেগে থাকে তাহলে কমেন্ট এর মধ্যে অবশ্যই জানাবেন। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ।
আমি রবিউল হোসাইন। আমার ইউজারনেম @robiull. আমি "আমার বাংলা ব্লগে" আসার পর প্রতিনিয়ত খুশি থাকার চেষ্টা করি। এবং আমার বাংলা ব্লগ আমাকে মেধা বিকাশের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। "আমার বাংলা ব্লগে" আসার আগে আমি কখনো কোন জিনিস নিয়ে তেমন কিছু ভাবতাম না। এখন প্রতিনিয়ত কিছু না কিছু নিয়ে ভাবছি। আমি জারনিং, ফটোগ্রাফি, খেলাধুলা, রান্নাবান্না, পাখি পালন এবং নিত্য নতুন জিনিস তৈরি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি>>>
প্রিয় ভাই আমার অসাধারন ফটোগ্রাফি করেছেন আসলে প্রজাপতি পছন্দ করে না এমন মানুষ পাওয়া কষ্টের হবে।
ভাই দাদার নাম টা ম্যানশন না করাই উওম নিষেধ করেছিলেন।
ভাইয়া গঠনমূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং সাথে উপদেশ দেওয়ার জন্য আবারো ধন্যবাদ ভাই।
🙏🙏🙏❤️❤️❤️
ধন্যবাদ প্রিয় ভাই
ভালোবাসা রইলো ভাইয়া আপনি প্রজাপতির সাথে খুবই সুন্দর মুহূর্ত কাটিয়েছেন আর টাইটেল দিয়েছেন বন্ধু যখন প্রজাপতি বাহ অসাধারণ চিন্তাধারা ভাইয়া। সুন্দর ফটোগ্রাফি করেছেন এবং বর্ণনা দিয়েছেন খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল
আপনার গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
ভাইয়া আপনার প্রজাপতির ফটোগ্রাফিটি অনেক সুন্দর হয়েছে আর উপস্থাপনা অনেক দারুন হয়েছে।সব মিলে অসাধারন ।আপনার জন্য শুভ কামনা রইল।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া
প্রজাপতিটি খুব সুন্দর দেখতে।ফটোগ্রাফিগুলিও খুবই সুন্দর।আমার ঘরের ভিতর ও প্রজাপতি মাঝে মাঝে আসে।আমি লক্ষ্য করে দেখেছি প্রজাপতিরা বেশি ঘরের ভিতরে জল স্থানে বসে।কারণ কখনো জল খাওয়ার জন্য, কখনো বা থালার পাশে লেগে থাকা এটো খাওয়ার জন্য।এটি আমাকে বিস্মিত করেছিল!কিন্তু ওদের ও তো ক্ষুধা পাই।ধন্যবাদ ভাইয়া।
আপনি পুরো পোস্ট পড়ে অনেক সুন্দর করে গঠনমূলক ১ টি মন্তব্য করেছেন। আপনার এই মন্তব্য থেকে আমি অনুপ্রাণিত হয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।