আমার বাংলা ব্লগ। বাংলাদেশের ইষ্টিল এবং রি-রোলিং মিলের খুঁটিনাটি।পর্ব ৬

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আমার বাংলা ব্লগ। @robiull আমার পরিচিতি দিয়ে শুরু করলাম আজকের পর্ব।
সকল ইস্টিমিয়ান বন্ধুদের জানাই আসসালামু আলাইকুম,আদাব, নমস্কার।
জানিনা আমার পোস্ট গুলো আপনাদের কাছে কেমন লাগে। আমি যেহেতু রোলিং মিলে জব করি তাই আপনাদের সাথে রোলিং মিলের খুঁটিনাটির শেয়ার করার চেষ্টা করছি। আর দেরী না করে চলে যাচ্ছি মূল পর্ব।

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটা পরিপূর্ণ টুইষ্টার বানানো হয়।

IMG_20210831_185159.jpg

প্রথমে আমি দুই টি ১০০ মিলি মিটার মোটা থিকনেছের প্লেট গেস কাটার দিয়ে কেটে নি। এগুলো ঠান্ডা হওয়ার পর শেপার মেশিনের নিয়ে যাবো।

IMG_20210828_95423.jpg

এই দুই টি প্লেটের টুকরো কে শেপার করে মিল- ফিমেল গুরুপ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন দুটো প্লেটের মিল এবং ফিমেল গুরুপ করা হয়েছে। এই দুটো প্লেটে গ্রুপ করতে প্রায় তিন দিন সময় লাগলো। এক প্লেট গুলো এখনো আমি লেদ মেশিনে নিয়ে যাব।

IMG_20210829_94808.jpg

মেশিনের নেওয়ার আগে এই দুটো প্লেটকে এক সাথে মিলিয়ে ওয়েলডিং করে নিবো।

IMG_20210830_152338.jpg

লেদ মেশিনে নেয়ার পর এটাকে টানিং করা হবে। এই প্লেট দুটি কে টার্নিং করতে প্রায় চার দিন সময় লাগলো। চার দিন পর এটাকে টানিং করে গোল আকৃতি করা হলো। এটা অনেক সুন্দর করে এবং সময় নিয়ে লেদ মেশিনে কাটতে হয়। এটা এখন রাউন্ড করা হলো ১০০ মিলি মিটার।

IMG_20210831_162114.jpg

এটাকে এখন ডিল করে বোরিং করতে হবে। প্রথমে ৫ " মিলে মিটার ডিল চালাতে হবে। তার পর ১২" মিলি মিটার ডিল চালাতে হবে। তার পর '১" ইঞ্চি ডিল চালাতে হবে। এর পর এটাকে বোরিং টুল দিয়ে আস্তে আস্তে বোরিং করতে হবে।

IMG_20210831_162049.jpg

বোরিং করার পর টুইষ্টারের মাথায় নিপেলের সাইজ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন মাথায় নিপেলের সাইজ করা হয়েছে। আমি আপনাদের বলেছিলাম নিফেলের কথা। টুইষ্টারের মাথায় নিপেলের সাইজ সম্পুর্ন হওয়ার পর এটাকে নিচে নামিয়ে দুটো পাটের ওয়েলডিং কাটতে হবে।

IMG_20210831_175825.jpg

IMG_20210831_175860.jpg

এখানে আমি আপনাদেরকে নিফেলটি কিভাবে ফিটিং করতে হবে কোথায় করতে হবে তা চিত্রের মাধ্যমে দেখানো হলো। এর পরে এর দুটো পাট আলাদা করে দেখাবো।

IMG_20210831_180408.jpg

এখানে আপনার দেখতে পাচ্ছেন দুটো প্লেটের মিল ফিমেল। লেদ মেশিনের সাহায্যে এই টুইষ্টারের অর্ধেক কাজ হলো। আমি আপনাদেরকে দেখাবো লেদ মেশিন এবং এই টুইষ্টার বানাতে সাহায্য করেছে।

IMG_20210831_175603.jpg

এটা হল মোঃ জসিম । সেই মেস্তি যে আমার টুইষ্ট বানাতে সাহায্য করেছে। এই মেশিনে যাবোতিয় মেশিনারিজ পাস্চ ত্রৈরি হয়।

IMG_20210901_191529.jpg

এখন আবার টুইষ্ট টা সেফার মেশিনে নিয়ে আসলাম। এর মাঝ খানে গুরুপ করতে হবে। গুরুপের মাপ অনুযায়ী কাটতে হবে। তার মাপ হচ্ছে ১৯ মিলি মিটার বাই ৬০ মিলি মিটার।

IMG_20210901_192121.jpg

এখানে দুটি পাটের গুরুপ সম্পুর্ন হলো। এই টুইষ্টার টা রেডি করতে প্রায় ১০ দান সময় লাগলো।

IMG_20210909_053155_645.jpg

IMG_20210909_053324_490.jpg

IMG_20210909_053352_818.jpg

আমি আপনাদেরকে সম্পূর্ণ টুইস্ট দেখালাম। এই টুইস্টের সামনে এবং পিছনে দু'রকম মাপ হয়। এই টুইস্টার সামনের দিকে এন্ট্রি হয় পিছন দিকে ডেলিভারি হয়।
আজ এ পর্যন্তই, আগামী পর্বে স্টিল এবং রি রোলিং মিলের খুঁটিনাটি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব।
আপনাদের মতামত পেলে উৎসাহ পাবো আরো ভালো কিছু আপনাদের উপহার দেওয়ার জন্য।
আল্লাহ হাফেজ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 62678.63
ETH 3015.27
USDT 1.00
SBD 2.49