আমার বাংলা ব্লগ। ফুল ও ফল গাছের রেন্ডম ফটোগ্রাফি। ১০% পে-আউট লাজুক খ্যাক এর জন্য।
চলুন দেরী না করেই যাওয়া যাক মূলপর্বে।
ফটোগ্রাফি - ১
ফুল ভালোবাসা না এরকম কোন মানুষ আছে বলে আমার মনে হয় না, আমরা সবাই জানি এবং ফুল ভালবাসার একটা প্রতীক। ফুল দেখতে গিয়ে দেখতে পাই মৌমাছির মধু সংগ্রহ করছে। তাই দেখে আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি নেওয়ার চেষ্টা করলাম। যতবারই আমি ফটোগ্রাফ করেছি ততোবারই আমি ব্যর্থ হয়েছি। মনের মত ফটোগ্রাফি আমি নিতে পারেনি, তবুও যেটুকু করতে পেরেছিস সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি।
ফুলের মধু সংগ্রহ করে মৌমাছি এই মধু মানুষ যখন সেবন করে এটা মেডিসিন এর মত কাজ করে। আল্লাহর অপরূপ সৃষ্টি যা কিছু সৃষ্টি করেছে সব মানুষের ভোগ-বিলাসের জন্যই। আর মধু এমন একটা বস্তু যা মানুষের দেহের জন্য খুবই উপকারী।
ফটোগ্রাফি - ২
এই মধু পোকা টি দেখে আমার বিশ্বাসই হচ্ছে না যে লেবু ফুলে মধু পাওয়া যায়, আশ্চর্য হয়ে গেলাম। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মধু সংগ্রহের ভাবভঙ্গি গুলো দেখছিলাম।
ফটোগ্রাফি - ৩
পিঁপড়া এবং মাছি ও আহার খুঁজে লেবু ফুলের মাঝে।
ফটোগ্রাফি - ৪
এটা একটা জাম গাছের ফুল। জাম আমাদের খুবই পছন্দের একটা ফল। এটাকে কালোজাম বলে, ফুলগুলো দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। একটা কলমের গাছে এত ফুল।
ফটোগ্রাফি - ৫
ফুলগুলো এখনো মুকুলেই রয়ে গেছে, এখনো ফোটেনি দেখতে বেশ দারুন লাগছিল তাই ফটোগ্রাফি গুলো নেওয়া। আর এই কালো জামের গাছ টা হচ্ছে বাহিরের কোন একটা রাষ্ট্রের, আমার নাম মনে পড়ছেনা এই মুহূর্তে।
ফটোগ্রাফি - ৬
ঘুরেফিরে মৌমাছিটা উড়ে আসছে বসছে আবার উড়ে যাচ্ছে দেখতে বেশ দারুন লাগছিল।
ফটোগ্রাফি - ৭
এটা হচ্ছে একটা লেবু গাছ, লেবু গাছে প্রচুর পরিমাণে লেবু ধরে আছে। এবং অনেকগুলো ফুল ফুটে আছে দেখতে খুব সুন্দর লাগছিল।
ফটোগ্রাফি - ৮
এটা হচ্ছে একটা মরিচ গাছ। আর এটাকে বল মরিচ বলে। মরিচগুলো বলের মতো একেবারে গোল যা দেখতে খুবই আকর্ষনীয় ছিল। এবং এক ঝাঁক মরিচ ধরে আছে।
ফটোগ্রাফি - ৯
আমের মুকুল গুলো দেখতে খুব সুন্দর লাগছিল। প্রতিটি মুকুলে রয়েছে প্রচুর পরিমাণে আমের বইল, দেখতে দারুণ লাগছিল।
ফটোগ্রাফি - ১০
আমের মুকুলে আকাশের বুকে একটা মানচিত্র দেখা যাচ্ছে, তাই ফটোগ্রাফি টা নিয়েছি। আমার কাছে দেখতে বেশ দারুন লাগছিল।
ফটোগ্রাফি - ১১
লাল আমরুজ, দেখতে বেশ দারুন লাগছে, একেবারেই টকটকে লাল। পানি জাতীয় একটি ফল।
ফটোগ্রাফি - ১২
এটা একটি সফেদা ফল, সফেদা ফল খেতে খুবই মজাদার, পুষ্টিগুণে ভরপুর। আর এই ফলটি মূলত চায়না সফেদা, এর আকৃতি টা একটু লম্বা।
ফটোগ্রাফি - ১৩
এটা আমরা সবাই চিনি কিনা জানিনা, তবে এটা দেখতে অনেকটা ডুমুরের মত, কিন্তু এটা ডুমুর ফল নয়। এটা হচ্ছে তিন ফল।
বন্ধুরা কেমন লেগেছে আমার ফটোগ্রাফি গুলো। ভালো মন্দ কমেন্টে জানাবেন, সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। আজকের মত বিদায় নিচ্ছি, সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
অসম্ভব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আমের মুকুলের ছবিটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।
ভাইয়া আপনার এই ভালো লাগাটাই আমার ফটোগ্রাফি করার সার্থকতা। এত সুন্দর মন্তব্য করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।
ফুল ও ফল গাছের রেনডম ফটোগ্রাফি অসাধারণ হয়েছে ভাইয়া। প্রতিটি ফটোগ্রাফি ভীষণ সুন্দর। বিশেষ করে বল মরিচ গাছের ফটোগ্রাফিটি আমার কাছে বেশি ভালো লেগেছে। বল মরিচ আমি কখনো দেখিনি। আপনার ফটোগ্রাফির মাধ্যমে বল মরিচ গাছের সাথে পরিচিত হয়ে গেলাম। ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল। শুভকামনা রইল আপনার জন্য।
ভাইয়া এটা আমিও কখনো দেখিনি, আমি দেখে নিজেই অবাক হয়ে গিয়েছিলাম এত সুন্দর লাগছিল যা বলার বাইরে। অসাধারণ মন্তব্য করেছেন, শুভেচ্ছা রইল আপনার প্রতি।
বসন্তকালের ফুল গুলো দেখে অনেক ভালো লাগলো। অনেকগুলো ফুল আর ফলের ছবি গুলো আপনারা সুন্দরভাবে তুলেছেন। অনেক সুন্দর হবে সেগুলোর ব্যাখ্যা করেছেন। যেটি অনেক সুন্দর হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আমার সাথে শেয়ার করার জন্য।
সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।
আসলেই বেশ ভালো লাগছে ফুল ও ফুল গাছের ফটোগ্রাফি তুলে ধরেছেন। আসলে ফুল কি.মি. ভালবাসে এমন মানুষ খুবই কমই আছে। ফুল দেখলে আমার ফটোগ্রাফি করতে মন বলে। আপনি লেবু গাছ এবং লেবু গাছের ফুলের ফটোগ্রাফি সুন্দর করে ফুটিয়ে তুলেছেন এবং মরিচ গাছ তো গ্রাম অঞ্চলে সকলেরই খুব পরিচিত একটি মুখ। আমের মৌলের পিকচার দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। আসলেই অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে। লালা আমরুজ অনেকদিন পর দেখলাম। দেখে বেশ ভালো লাগছে সর্বোপরি সফেদা ফল খুবই একটি মজাদার পুষ্টিগুণে ভরপুর। আমি খেয়েছি অনেকবার। আপনার জন্য শুভকামনা রইল
আপনি বরাবরই খুব সুন্দর মন্তব্য করেন। আর আপনার মন্তব্য পেয়ে আমি অনুপ্রাণিত হই। ভাইয়া আজকে আপনার কমেন্টের মনে হয় কিছু ভুল আছে, ভাই হিসেবে বললাম একটু দেখে নেবেন। আর এত সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।
ওটা সম্ভবত জামরুল হবে। যদিও আমাদের দেশে মন্ডল নামে পরিচিত। আমার খুব পছন্দের। আপনার তোলা প্রতিটা ছবি অনেক সুন্দর হয়েছে । আমার কাছে অসাধারন লেগেছে ছবি গুলো। আসলে খুব সুন্দর করে ছবি উঠাইতে পারেন আপনি। প্রতিটি ছবির খুব সুন্দর করে বর্ণনা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এরকম সুন্দর সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
ভাইয়া আমি কতটা সুন্দর করে ফটোগ্রাফি করতে পারি তা জানি না। তবে আপনার মন্তব্য পেয়ে সত্যিই এতোটাই আনন্দিত হয়েছি যা ভাষায় প্রকাশ করতে পারছি না। এত সুন্দর উৎসাহ দেওয়ার জন্য আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন।
ওয়াও ভাই অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ফটোগ্রাফি দেখতে খুবই সুন্দর লাগছে।বিশেষ করে সবেদা গুলো দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে বেশ ভালোই লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের মাঝে এতো সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
হ্যাঁ ভাইয়া এই সফেদা হচ্ছে চায়না সফেদা। সফেদা গুলো দেখতে অনেকটা লম্বা আকৃতির। আমার কাছে বেশ দারুন লাগছিল তাই ফটোগ্রাফিতে নিয়েছি। আপনার এত সুন্দর মন্তব্য পেয়ে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনার জন্য শুভেচ্ছা রইল।
বাহ, আপনি খুব সুন্দর করে ফটোগ্রাফি করেছেন।👌অনেক ফলের নতুন ছবি দেখলাম।প্রত্যেক ফুলের মধু হয় তাছাড়া আমি এই প্রথম বল মরিচ দেখলাম।যেটি আমার কাছে কিছুটা আপেলের মতো মনে হয়েছিল।
আমরা এই ফলটিকে লাল জামরুল বলি এবং একদম নিচের ছবিটি ডুমুর ফল হিসেবেই জানি।তবে অঞ্চলভেদে আলাদা নাম হতে পারে।ধন্যবাদ ভাইয়া।
আপনি জামরুল ফল টি ঠিকই চিনেছেন। তবে নিচের ফলটি অঞ্চলভেদে কোন নাম রাখা হয়না। এই ফলটির নাম হচ্ছে তিন ফল। এত সুন্দর উৎসাহমূলক মন্তব্য করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন।
ঠিকই বলেছেন ফুল ভালোবাসে না এমন লোক খুবই কম আছে। প্রথম ফুলের ছবিটি দারুণ ছিল। মৌমাছি মধু সংগ্রহ করছে সেই সময়ে আপনি ছবিটি ক্যাপচার করেছেন। দারুণ টাইমিং ছিল। এবং সফেদা ফলের ফটোগ্রাফি টাও ভালো ছিল। বেশ ভালো উপস্থাপন করেছেন।
আপনি অসাধারণ মন্তব্য করেছেন। তবে আমি অনেক চেষ্টা করেও আমার মনের মত ফটোগ্রাফি করতে পারেনি। অনেক চেষ্টা করেছি মৌমাছিটা মনমতো ফটোগ্রাফি নেওয়ার জন্য। তবুও আপনার মুখে প্রশংসা শুনে ফটোগ্রাফি করাটা সার্থক মনে হচ্ছে। আপনার জন্য রইল আন্তরিক অভিনন্দন।
ঠিক বলেছেন ভাই আপনি ফুল পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া বড় মুশকিল। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। আর সাথে বেশ কিছু পরিচিত ফলের ফটোগ্রাফিও দেখে নিলাম। লাল আমরুজ অনেকদিন পর দেখলাম। লাল আমরুজ গুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু বেশ ভালো লাগে।
ভাইয়া আপনার প্রশংসায় আমি এতটাই মুগ্ধ হয়েছি যা আপনাকে ভাষায় প্রকাশ করতে পারছি না। তবে আপনি লাল আমরুজ পছন্দ করেছেন। এটি আমার কাছেও বেশ দারুন লাগছিল তাই ফটোগ্রাফি টা নিয়েছি। আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন।
আপনার ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে ভাইয়া খুবই নিখুঁতভাবে আপনি প্রত্যেকটা ফটোগ্রাফি ধারণ করেছেন। বিশেষ করে আমার কাছে দুইনাম্বার ছবিটি বেশি ভালো লেগেছে, ছবিটি দেখে আমি কিছুটা অবাক হয়েছি কারণ আমি আগে জানতাম না যে লেবু ফুলেও মধু থাকে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আপনার ক্যামেরা ডিভাইসের নাম জানতে খুব ইচ্ছে হচ্ছে ভাইয়া ক্যামেরা ডিভাইসের নাম টা যোগ করে দিলে খুবই ভাল লাগত। যাইহোক অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য
ভাইয়া প্রত্যেকটা ফটোগ্রাফির উপর এই ডিভাইসের নাম দেওয়া আছে এটা হচ্ছে স্যামসাং a222। আপনি এতটাই প্রশংসা করেছেন যা আমাকে মুগ্ধ করেছে। আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন।