আমার বাংলা ব্লগ। এসো নিজে করি। সিংহ মামার ছবি অংকন। ১০% পে-আউট লাজুক থেকে জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

ইষ্টিমেটের সকল বন্ধুবান্ধব সহযোদ্ধা সবাইকে জানাই আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন।নিশ্চয়ই আল্লাহর রহমতে ভাল আছেন। আমিও ভাল আছি আপনাদের দোয়ার বরকতে। আজকের এই ইভেন্টে আমি আপনাদেরকে একটা নতুন অংকন উপহার দিতে যাচ্ছি। এতদিন আমি সময়ের জন্য কোন অংকণ করতে পারেনি। গত কালকে একটু সময় পেয়েছি ওই একটু সময় আপনাদেরকে একটা অংকণ উপহার দিতে যাচ্ছে।

ধাপ ১/

IMG_20211005_050154_338.jpg

আমার আজকের এই প্রথম অংকণে আমি কোন রং পেন্সিল ব্যবহার করিনি। শুধু কাঠপেন্সিলের সাহায্য আমার অংকণ টি সম্পন্ন করলাম।

আমি আপনাদের সামনে কাঠ পেন্সিল দিয়ে সিংহ মামার ছবি অঙ্কন করে দেখানোর চেষ্টা করছি। এবং আমার অঙ্কন করা সিংহ মামাকে দিয়ে একটা ছবি দিলাম এটি সম্পূর্ণ আমার নিজের হাতে অংকন।

ধাপ ২/

IMG_20211004_230322_401.jpg

অনেকদিন পর আপনাদের সামনে একটা অংকণ উপহার দেয়ার করার চেষ্টা করলাম। চলুন তাহলে আমরা ধাপে ধাপে দেখে নিই এবং শিখে নেই আমার সিংহ মামা অংকটি।

ধাপ ৩/

IMG_20211004_212343_989.jpg

১/ কাঠপেন্সিল

২/ রাবার

৩/পেড / খাতা বই

৪/রং পেন্সিল বক্স

৫/ পেন্সিল কাটার

আমি অংকণ টিতে রং পেন্সিল ব্যবহার করিনি বক্স আছে বিধায় নাম উল্লেখ করলাম।

ধাপ ৪/

IMG_20211004_221139_543.jpg

আমি এখানে সিংহের মুখ অংকণ করলাম।

ধাপ ৫/

IMG_20211004_221409_623.jpg

এখানে আমি সিংহ মামার চোখ ও মুখের কিছু অংশ অংকণ করলাম।

ধাপ ৬/

IMG_20211004_222109_872.jpg

এখানে আমি সিংহ মামার মাথার বড় বড় চুল এবং মাথার পুরো অংশের কিছুটা অংকন করলাম।

ধাপ ৭/

IMG_20211004_222455_178.jpg

এখানে আমি সিংহ মামার পিঠ ও পিছনের পায়ের কিছু অংশ গ্রহণ করলাম।

ধাপ ৮/

IMG_20211004_222846_925.jpg

এখানে আমি সিংহ মামার দাড়ি গুলা একটু গাড় করে ফুটালাম।

ধাপ ৯/

IMG_20211004_223059_413.jpg

এখানে আমি সিংহ মামার পিছনের আরো একটি পা ও সামনের একটি পায়ের কিছু অংশ অংকণ করলাম।

ধাপ ১০/

IMG_20211004_223402_059.jpg

এখানে আমি সিংহ মামার সামনের দুইটা পা অংকণ করলাম।

ধাপ ১১/

IMG_20211004_223535_206.jpg

এখানে আমি সিংহ মামার লেজের কিছু অংশ অংকণ করলাম।

##ধাপ ১২/

IMG_20211004_224046_208.jpg

এখানে আমি সিংহ মামার লেজ ও দাড়ি কিছুটা গাড় করলাম কাঠ পেন্সিল দিয়ে।

ধাপ ১৩/

IMG_20211004_224157_734.jpg

ধাপ ১৪/

এখানে আমি সিংহ মামার পিঠ, লেজ, ও পিছনের একটি পা কাঠ পেন্সিল দিয়ে আরো একটু গাড় করে নিলাম।

ধাপ ১৫/

IMG_20211004_224306_907.jpg

এখানে আমি সিংহ মামার সামনের পা দুটো সহ পুরো টাকে কাঠ পেন্সিলের সাহায্য আমার অংকণ টি ফুটিয়ে তোলার চেষ্টা করছি।

ধাপ ১৬/

IMG_20211005_050154_338.jpg

আমি আমার সিংহ মামার অংকণ টি শেষ করলাম। এবং আপনাদের সাথে শেয়ার করলাম। আমার বাংলা ব্লগে আমার এই প্রথম অংকন। আমার বাংলা ব্লগের সকল বন্ধুদের কাছে মতামত জানার চেষ্টা করছি আমার প্রথম অংশটি কেমন হলো। আপনাদের মতামত আমার উৎসাহ বাড়াতে সাহায্য করবে। আমি আরো ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করব।

আজকের মত আমার অংকটি শেষ করে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি।
আল্লাহ হাফেজ।

আমি মোঃ রবিউল হোসাইন, ইউজার নাম @robiull.আমি এক জন বাঙালী। আমি বাংলায় কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার বাংলা ব্লগিংয়ের মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমি ভ্রমন করতে ভালোবাসি, ফটোগ্রাফ করতে ভালোবাসি, ভালোবাসি রান্নাবান্না ভালোবাসি, ভালোবাসি আরো অনেক কিছু। সময় স্বল্পতার কারণে আমার বাংলা ব্লগ কে আমি তেমন কিছু উপহার দিতে পারছি না এজন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত>>>

Sort:  
 3 years ago 

আপনি অনেক সুন্দর এঁকেছেন ভাই।কিন্তু আমার কাছে লাজুক খ্যাক থেকে কিছুটা ভিন্ন লাগছে।আপনার আকা খ্যাকটি সিংহের মতো দেখতে। শুভকামনা রইল আপনার জন্য ভাই।

 3 years ago 

হাহাহা, সিংহ যদি খ্যাক হয়ে যায় তাহলে তো আরো নতুনত্ব ফিরে ফিরে এলো। ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

সিংহ মামার ছবি অংকন অনেক সুন্দর হয়েছে তবে এতো দিন শুনে আসলাম বাঘ মামা এখন দেখি সিংহ মামার। অনেক সুন্দর হয়েছে ভাই আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

আপনি অনেক মূল্যবান একটা বক্তব্য দিয়েছেন। সবকিছু সব সময় একই রকম ভালো লাগে না। তাই ভিন্ন তারা চেষ্টা করলাম। আপনার প্রশংসায় আমার সার্থকতা। ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

বাঘ মামা শুনেছি, কিন্তু আজ সিংহ মামা শুনলাম।দারুণ অঙ্কন করেছেন।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার জন্য শুভকামনা রইল আপু। আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য।

 3 years ago 

বাহ!! খুব সুন্দর এঁকেছেন সিংহ মামার ছবি। খুব সুন্দর হয়েছে শুভকামনা আপনার জন্য♥

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

 3 years ago 

সিংহের চিত্র আপনি দারুণভাবে অঙ্কন করেছেন। আপনার অঙ্কিত সিংহ মামাকে দেখতে খুব সুন্দর লাগছে। আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে সিংহ মামার চিত্র অংকন করার জন্য।

 3 years ago 

ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Hi, @robiull,

Thank you for your contribution to the Steem ecosystem.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

 3 years ago 

thank you so much

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59231.42
ETH 2599.06
USDT 1.00
SBD 2.45