আমার বাংলা ব্লগ। কাজের চাপ। ১০% পে-আউট লাজুক খ্যাক এর জন্য।
চলুন যাওয়া যাক মূল পর্বে।
কাজের চাপ
এটা হচ্ছে এ রানিং রোলিং মিলের একটা চিত্র। আমার বাংলা ব্লগের সকল মডারেটর এবং এডমিন আর,এমন,ই দাদার প্রতি রইলো আমার অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক অভিনন্দন। আর আমার এই চিত্রটি আমি আমার একজন মডারেটর @kingporosh দাদার এর সাথে শেয়ার করেছিলাম। দাদা দেখতে চেয়েছিলেন কেমন হতে পারে আমার ডিউটি।
অসময় টা যেন আমার পিছু ছাড়ছে না। অনেক চেষ্টা করেও কোনো কাজ হচ্ছেনা। আমি প্রতিনিয়ত তো ঝামেলা শুধু বেড়েই চলেছে। হুট করে যদি আমার মিলের রুল ভেঙে যায় তখন ব্যাপারটা কি দাঁড়ায়। খুবই অসহনীয় একটা ব্যাপার।
আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা লোহার টুকরা। আর এই লোহাগুলো রুলিং করে রড তৈরি হয়। আর এই লোহার রোলিং করার সময় আমার মিলের রোশ ভেঙে যায়।
এটাই হচ্ছে আমার মিলের কাঁচামাল। শীপ কাটা প্লেট।
আমি চেয়েছিলাম ব্যাপার গুলো গুছিয়ে লেখার জন্য কিন্তু পারছিনা। মাথায় কাজ করছে না, মনে হয় যেন কোন রকম কাজ করতে ইচ্ছে করছেনা, সবকিছু এই নিস্তব্ধ হয়ে গেছে।
এটা হচ্ছে পুরো রুলটা, শুধু মাথাটা ভেঙে পড়ে আছে। যে যার যেমন কাজ নিয়ে ব্যস্ত খোলার কাজে। কারণ এই রোল্টা খুলে ফেলে দিয়ে আরেকটা রুল লাগাতে হবে। কারণ আমার মিলতো ছালাতে হবে।
এটা হচ্ছে ভেঙ্গে পড়া রুলের মাথার সাইট,টা এটাকে আমরা বাবলার বলি।
আপনারা এই ছবিটা জুম করলে বুঝতে পারবেন যে দুটি রুলের গেপে লোহাগুলো রুলিং হয়। তবে এই পাচ ডিজাইন গুলো করতে হাজারো হিসেব-নিকেশ আছে।
এখানে রুল গুলা খোলার কাজে ব্যস্ত আমার সহকর্মীরা।
রুগুলো খোলার পরে দেখি আরো বড় ঝামেলা। আমার মেইলের হাউজিংয়ের ভোল্ট ভেঙে গেছে। আরে ভোল্ট তৈরি করে লাগানো অনেক সময়ের ব্যাপার।
এই ঘটনাগুলো ঘটেছে আমার সাথে বৃহস্পতিবার। আর শুক্রবারে এসে আমাকে ভোল্টু টা লাগাতে হবে। কিন্তু শুক্রবারে ওয়ার্কশপে কেউ তেমন একটা আসেনা। আরে ভোল্ট তৈরি করে তারপরে আমাকে মেইল টা আবার পিটিং করতে হবে। তবে এর জন্য আমাকে খুব প্যারা নিতে হয়েছে।
আমার হাতে যে এটা দেখতে পাচ্ছি না এটা হচ্ছে বোল্টের হেগ। নিচের অংশটা এটার ভিতর ঢুকিয়ে তারপর ওয়ারিং করে তারপর লাগাতে হবে।
হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা আমাকে দেখতে পাচ্ছেন,হ্যা এটাই আমি। তবে আমি জামা-কাপড়সহ কোন পুকুর থেকে যাপ দিয়ে আসেনি। কাজ করা অবস্থায় ঘামে পুরো শরীর ভিজে একাকার। যা দেখে বুঝা যাচ্ছে আমি পুকুর থেকে ঢুভদিয়ে এসেছি।
বন্ধুরা আমি যে ভাবে লিখতে চেয়েছিলাম সে ভাবে লিখতে পারেনি। তবুও আমার কাজের চাপ অনুভূতি গুলো কেমন লেগেছে। আশা করি সকলের ভাল লাগবে, ভালো-মন্দ কমেন্টে জানাবেন। সাপোর্ট দিয়ে পাশে থাকবেন, আজকের মত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।
মাথা না কাজ করলে মনে হচ্ছে মাথায় দুইটা বাড়ি দিলে ঠিক হয়ে যাবে,😜😜।মজা করলাম।যাই হোক মনে হচ্ছে খুবই কষ্টের কাজ।তবে অনেক কিছু দেখতে পারলাম।ধন্যবাদ আপনাকে।
আপনি ঠিকই বলেছেন এসে দুইটা বাড়ি দিয়ে যান তাহলে হয়তো ঠিক হয়ে যাবে।
আমি আগেও আপনার একটি পোষ্টে আপনার কাজ সম্পর্কে পড়েছিলাম ভাইয়া।সত্যিই এটি বেশ ঝুঁকিপূর্ণ ও কঠিন কাজ।তবুও আশা করি দ্রুত আপনার সমস্যার সমাধান হবে,শুভকামনা রইলো আপনার জন্য।
আমার প্রিয় বোনটি হ্যাঁ আমি আপনার অনেক কমেন্টে পেয়েছি এবং খুব ভালো পরামর্শ দিয়ে থাকেন। অনেক আনন্দময় উৎসাহ দিয়ে থাকেন সব সময় পাশে থাকার জন্য আপনার প্রতি রইল শ্রদ্ধা এবং ভালোবাসা।
মানুষের জীবনটা বড় সংগ্রামী ময়, এই দুনিয়াতে টিকে থাকতে হলে প্রতিনিয়ত সংগ্রাম করে চলতে হয়। তা শুধু আপনার এই ব্যস্ততা নয়, সকল মানুষ তার নিজের কর্মে ব্যস্ত প্রতিনিয়ত।
সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ
ভাই আপনার কাজগুলো মনে হচ্ছে খুবই কষ্টের কাজ। তবে বিপদে ধৈর্যধারণ করতে হবে। আপনি ধৈর্যের সাথে আপনার কাজগুলো করার চেষ্টা করেন তাহলে অবশ্যই এই কাজগুলো আপনি খুবই সুন্দরভাবে সমাধান করতে পারবেন। শুভকামনা আপনার জন্য আরও অনেক অনেক দোয়া রইল যেন আপনি খুবই তাড়াতাড়ি এগুলো সমস্যা সমাধান করতে পারেন।
জ্বী ভাইয়া আপনি ঠিকই বলেছেন সবুরে মেওয়া ফলে এবং ধৈর্য ধরলে সফলতা অবশ্যই পাব। আপনার জন্য শুভেচ্ছা রইল।
আপনার কাজ গুলো দেখে মনে হচ্ছে আপনি কঠোর পরিশ্রম করেন। এবং আপনার কাজগুলো অনেক রিক্সের। আমি আপনাকে সাহায্য করুক, এবং এসকল আগুনের কাজের কোন বিপদ-আপদ থেকে আপনাকে রক্ষা করুক। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনার এতো সুন্দর মমতা ময়ি দোয়া করার জন্য আপনার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা অবিরাম।
আপনি অনেক কঠিন কাজ প্রতিনিয়ত করে যাচ্ছেন ভাই। ঘেমে পুরো ভিজে গেছেন দেখলাম। আমরা সবাই যার যার জায়গা থেকে এভাবে পরশ্রম করে যাচ্ছি জীবন যুদ্ধে টিকে থাকার জন্য। আপনার পোস্টটি পড়ে অনেক কিছু জানলাম আপনার সম্পর্কে। আপনার জন্য অনেক অনেক দোয়া রইল
হ্যাঁ ভাই কাজ করলে ঘামানো এটা স্বাভাবিক ব্যাপার। তবে আপনি খুব সুন্দর করে আপনার মন্তব্য প্রকাশ করেছেন, আপনার জন্য শুভেচ্ছা রইল।