DIY আমার বাংলা ব্লগ। মান্ডালা আর্ট, ১০% পে-আউট লাজুক খ্যাক এর জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago
আমার বাংলা ব্লগের আমার সহপাঠী এবং সহ-যোদ্ধাদের জানাই আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে আমার নতুন একটি আর্ট নিয়ে আসছি। আর্টটি হলো মান্ডালা, আশা করি আপনাদের ভালো লাগবে।

আমার বাংলা ব্লগের জন্য আজকে আমার এই
মান্ডালা আর্ট টি প্রথম। এবং কি আমি মনে করি আমার বাংলা ব্লগ বন্ধুদের জন্য আমার থেকে একটা উপহার সরুপ আপনাদের সামনে উপস্থাপন করছি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। আর আপনাদের সার্পোট একান্ত কাম্য। যাতে করে সামনের দিকে আমি আরো ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসতে পারি।

চলুন পর্যায়ক্রমে দেখিনি আজকের মান্ডালা আর্টটি।

মান্ডালা আর্ট।

IMG_20211104_214016_175.jpg

এখানে আমি মান্ডালা অংকটি শেষ করে একটা ছবি নিলাম।

মান্ডালা আর্ট এর উপকরণ।

IMG_20211104_214415_765.jpg
  • কম্পাস এবং কাঠপেন্সিল।
  • মার্কার পেন।
  • কলম।
  • সবুজ কালারের রংপেন্সিল।
  • খয়রি কালারের রং পেন্সিল।
  • কালো রং পেন্সিল।
  • প্রিংক কালার রং পেন্সিল।
  • অফসেট পেপারের খাতা বই।

১ম ধাপ।

IMG_20211029_211910_494.jpg

প্রথমে আমি চারটি সরলরেখা একে নিলাম।আমি কম্পাসের সাহায্যে অর্ধ গোলাকৃতি করে আঁট শুরু করলাম।

২য় ধাপ।

IMG_20211029_212934_018.jpg

এখানে আমি নিচের সরলরেখায় এবং কি উপরের সরলরেখায় আমার অর্ধ গোলাকৃতি অংকন করলাম।

৩য় ধাপ।

IMG_20211029_215917_095.jpg

এখানে আমি মাঝে খানে গোল বৃত্ত এঁকে নিলাম।

৪র্থ ধাপ।

IMG_20211029_221600_664.jpg

এখানে আমি আমার মান্ডালা আর্ট টি শুরু করলাম।

৫ম ধাপ।

IMG_20211029_224436_934.jpg

এখানে আমি মান্ডালা আর্ট টি আরো কিছুটা করলাম।

৬ষ্ঠ ধাপ।

IMG_20211102_223858_123.jpg

এখানে আমার আর্ট অর্ধাংশ সম্পন্ন হয়ে গেল।

৭ম ধাপ।

IMG_20211104_195722_504.jpg

এখানে আমি অফর অর্ধবৃত্তের কিছু অংশ আর্ট করলাম।

৮ম ধাপ।

IMG_20211104_210445_591.jpg

এখানে আমার অর্ধ বৃত্তের দুটি অংশ আর্ট সম্পন্ন হয়ে গেল। এখন আমি মাঝখানের যে ভিত্তি ছিল ওইখানে একটা প্রজাপতির চিত্র অঙ্কন করলাম কাঠ পেন্সিল দিয়ে।

৯বম ধাপ।

IMG_20211104_212126_720.jpg

এখানে আমি প্রজাপতি চিত্রটি কালো কলম দিয়ে ভালো করে একে নিলাম এবং কাঠপেন্সিলের যে বৃত আঁকা ছিল সেগুলো আমি উঠিয়ে ফেলছি।

১০ম ধাপ।

IMG_20211104_213043_754.jpg

এখানে আমি এই প্রজাপতিটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। প্রথমে নীল কালার ব্যবহার করলাম। পরে হালকা পিংক কালার দিয়ে পাখা গুলোর মধ্যে ছোট ছোট বৃত্ত আঁকলাম।

১১তম ধাপ।

IMG_20211104_214016_174.jpg

এখানে আমার নিজের মতো করে প্রজাপতিটাকে কালার করলাম।

১২তম ধাপ।

IMG_20211104_214249_012.jpg

আমার মান্ডালার মাঝে প্রজাপতি অংকটি পর্যায়ক্রমে শেষ করলাম।

বাংলাদেশ থেকে

মান্ডালা চিত্র অংকন এর মাঝে প্রজাপতি এই আটটি সম্পূর্ণ আমার নিজের হাতের @robiull.। এবং "আমার বাংলা ব্লগের" এই প্রথম আমার মান্ডালা আর্ট। আশা করি সবার ভালো লাগবে সবাই আমাকে সাপোর্ট করবেন। এবং আপনাদের মাঝে আরো ভালো কিছু আর্ট নিয়ে আসব।

Sort:  
 3 years ago 

মান্ডালা আর্ট আমার কাছে বরাবরই অনেক ভালো লাগে। মান্ডালা আর্ট করতে যদিও প্রচুর সময় লাগে। সেই সাথে ধৈর্যের প্রয়োজন হয়। আপনি ধৈর্যের পরিক্ষায় সফল হয়েছেন। আপনার আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। শুভকামনা রইলো আপনার জন্য

 3 years ago 

আপনার এত সুন্দর মন্তব্য আমি অনুপ্রাণিত হয়েছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

খুবই ভালো লেগেছে আপনার মান্ডালা আর্ট। দেখতে সত্যি অসাধারণ।
প্রজাপতিটটি আমার কাছে খুবই ভালো লেগেছে।
শুভকামনা রইল।

 3 years ago 

আপনার গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

চমৎকার লাগছে আপনার মান্ডালা আর্টটি।প্রজাপতিটা আমার কাছে খুব ভালো লেগেছে। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আপনার মান্ডালা আর্টটি খুবই সুন্দর হয়েছে।মান্ডালা আর্ট করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয় । আপনি সেটা খুব সফল ভাবে করেছেন। প্রতিটি ধাপ আপনি সুন্দর করে উপস্থাপন করেছেন। যেটি আমার কাছে খুবই ভাল লেগেছে ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনার এত সুন্দর মন্তব্যের আমি অনুপ্রাণিত হয়েছি, আপনার অনুপ্রেরণা আমার সামনে থেকে এগিয়ে যেতে সাহায্য করবে, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।

 3 years ago 

নিজের খুব প্রিয় এই মান্ডালা আর্ট।আমি জানি এক একটি মান্ডালা আর্ট করতে কতটা সময় লাগে। আর এই মান্ডালা আর্টটি আপনি বেশ গর্জিয়াস করে করেছেন যা দেখতে বেশ দারুণ লাগছে। আর মান্ডালা আর্টটি অনেক বড় করেই করেছেন।

 3 years ago 

আপনি মান্ডালা আর্ট পছন্দ করেন জেনে খুশি হলাম এবং আপনি অনেক সুন্দর করে গঠনমূলক মন্তব্য করেছেন। আপনার মন্তব্যে আমি অনুপ্রাণিত হয়েছি। আর আপনাদের অনুপ্রেরণায় সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। শুভেচ্ছা রইল আপু।

 3 years ago 

প্রজাপতির সাথে মান্ডালা আর্ট টি দারুণ লাগছে ভাইয়া। অনেক সুন্দর হয়েছে ছবি অংকন টি। প্রতিটি ধাপ পরিস্কার ভাবে লিখেছেন। অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 61414.81
ETH 2984.62
USDT 1.00
SBD 2.46