Diy- এসো নিজে করি ( মগ ) // 10% Beneficiary To @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

IMG_20211126_223819.jpg

হ্যালো বন্ধুরা,

আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে একটি কাগজ দিয়ে " মগ" তৈরী করে আপনাদের দেখাবো। আশা করি আপনাদের ভাল লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।

প্রয়োজনীয় উপকরণঃ

১. রঙ্গিন কাগজ
২. গাম বা আটা
৩. কাছি ও কলম

IMG_20211126_230147.jpg

ধাপঃ১

IMG_20211126_222426.jpg

প্রথম একটি 20cm রঙ্গিন কাগজ নিলাম

ধাপঃ ২

IMG_20211126_222532.jpg

কাগজ টিকে মাঝ খানে তিন ভাজ দিলাম

ধাপঃ ৩

IMG_20211126_222654.jpg

তারপর তিন ভাজের মাঝ খানে আবার ভাজ দিয়ে নিলাম

ধাপঃ ৪

IMG_20211126_223015.jpg

আবার ওপর দিকে তিন ভাজ দিলাম

ধাপঃ ৫

IMG_20211126_223036.jpg

একটি কোনা কাছি দিয়ে কেটে ফেলে দিলাম

ধাপঃ৬

IMG_20211126_223102.jpg

ছোট্ট ছোট্ট ভাজ গুলো কাছি দিয়ে কেটে নিলাম

ধাপঃ ৭


IMG_20211126_223138.jpg

IMG_20211126_223214.jpg

আটা লাগিয়ে জোড়া দিলাম

ধাপঃ ৮

IMG_20211126_223239.jpg

সোজা করে নিয়ে কাঁটা কাগজ গুলো ফাঁক করে নিলাম

ধাপঃ ৯

IMG_20211126_223301.jpg

IMG_20211126_223359.jpg

আটা লাগিয়ে প্রতিটাই মুরিয়ে নিলাম

ধাপঃ ১০

IMG_20211126_223429.jpg

তৈরী হয়ে গেল মগ

ধাপঃ ১১

IMG_20211126_223508.jpg

মগেটি ধরার জন্য বা একটি হেন্ডেল তৈরী করা জন্য 10cm/ 4.5cm একটা রঙ্গিন কাগজ নিলাম

ধাপঃ১২

IMG_20211126_223554.jpg

কাগজটি চিকন করে ভাজ দিলাম

ধাপঃ১৩

IMG_20211126_223626.jpg

IMG_20211126_223657.jpg

তারপর আটা লাগিয়ে জোড়া দিলাম

ধাপঃ১৪

IMG_20211126_223819.jpg

দুই পাশের মাথা গুলো একটু ভাজ করে আটা লাগিয়ে বসায় দিলাম মগে

ধাপঃ১৫

IMG_20211126_223851.jpg

সর্বশেষ তৈরী হয়ে গেল একটি সুন্দর মগ।

আশা করি আপনাদের ভালো লাগবে আমার পোষ্টটি পড়ে। কোন রকম ভুল-ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও নিজের প্রতি খেয়াল রাখবেন।

ধন্যবাদ জানাই "আমার বাংলা ব্লগ" সকল সদস্যদের।

Sort:  
Loading...
 3 years ago 

কাগজ দিয়ে বানানো এমন মগ গুলো দেখতে আসলেই অনেক ভালো লাগে। এর আগে আমিও বানিয়েছিলাম। আমারটা অবশ্য ছোট ছিল আমি এবার একটু ডিজাইন করে দিয়েছিলাম দেখতে অনেক বেশী ভাল লেগেছিল। আপনারটাও অনেক ভালো হয়েছে।বানানোর পদ্ধতি একই রকম দেখে ভালো লাগলো।

 3 years ago 

ধন্যবাদ আপু,,, আমি একটু ডিজাইন ছাড়া দিছি।

 3 years ago 

আপনার কাগজ দিয়ে বানানো মগটি খুবই দারুন হয়েছে।আর ধাপ গুলো বেশ গুছিয়ে করেছেন।

ফটোগুলোর ডেটাইলস দিতে চেষ্টা করবেন ধন্যবাদ।

 3 years ago 

অবশ্যই চেষ্টা করব ভাইয়া। ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

সত্যি ভাইয়া অনেক ভালো লাগছে। আপনি নিজের মেধা খাটিয়ে দক্ষতা কাজে লাগিয়ে কাগজ দিয়ে মগ তৈরি করেছেন। আসলে হলুদ কাগজ দিয়ে মগ খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনার বর্ণনা অনেক সুন্দর ছিল। আপনার জন্য শুভকামনা রইল। দারুন ভাবে ফুটে উঠেছে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া,,, নিজের মেধা ঘাটিয়ে যতো টুকু পারছি আপনাদের মাঝে উপস্থাপন করছি।

 3 years ago 

আপনার মগ তৈরিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। খুব সহজভাবে এটি আমাদের মাঝে তুলে ধরেছেন।শুভকামনা রইলো আপনার জন্য ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ ভাই ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে মগ তৈরি অসাধারণ হয়েছে। আপনার দারুন প্রতিভা রয়েছে তা বুঝা যাচ্ছে। এক কথায় আমার খুব অসাধারণ লেগেছে। ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন‌। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

আপনার কাগজের তৈরি মগটি চমৎকার হয়েছে। দেখে মনে হচ্ছে যে এখনই নিয়ে গরম গরম চা খাই মগটিতে। কালার খুব সুন্দর পছন্দ করেছেন যার ফলে মগটি দেখতে আরো বেশি চমৎকার লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মগ বানানো আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু। এক দিন ঘুরতে আসিয়েন গরম চা খাওয়াবো।

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক সুন্দর একটি মগ তৈরি করেছেন ভাইয়া আসলে রঙিন কাগজ ব্যবহার করে অনেক কিছু তৈরি করা যায় যা বলে শেষ করা যাবে না তবে আপনি রঙিন কাগজ ব্যবহার করে যে মগ টি তৈরি করেছেন সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনি আপনার এই কাজের মাধ্যমে সৃজনশীলতার পরিচয় ফুটিয়ে তুলেছেন আপনার এই কাজ কে আমি সাধুবাদ জানাই শুভ কামনা রইল আপনার জন্য

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 68857.19
ETH 2715.71
USDT 1.00
SBD 2.72