//"রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি"// (10% Beneficiary To @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago

১৫-০১-২০২২

০২ মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ

প্রসঙ্গঃ"রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি"



IMG_20220115_181707.jpg

হ্যালো বন্ধুরা,

আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে রঙ্গিন কাগজ দিয়ে একটি ওয়ালমেট তৈরি করে আপনাদের দেখাবো। আশা করি আপনাদের ভাল লাগবে। চলুন তাহলে বন্ধুরা শুরু করা যাক।


প্রয়োজনীয় উপকরণঃ

★ লাল রঙ্গিন কাগজ

★ আটা

★ কাঁচি

★ রুল পেন্সিল

★ প্যাকেজিং পেপার

★ সাদা কাগজ

IMG_20220115_174423.jpg



👉ধাপঃ-১

IMG_20220115_174353.jpg

IMG_20220115_174451.jpg

প্রথমে আমি একটা রঙিন কাগজ নিয়ে চিকোন করে ভাঁজ করি।


👉ধাপঃ-২

IMG_20220115_174522.jpg

IMG_20220115_175009.jpg

তারপর কাগজটা মোড়ায় নিয়ে মাঝ খানে একটা ভাঁজ দিলাম।


👉ধাপঃ-৩

IMG_20220115_175039.jpg

IMG_20220115_175240.jpg

কাগজের দুই সাইটে মাথাগুলো কাঁচি দিয়ে কেটে দিলাম। তারপর আটা লাগায় দিলাম।


👉ধাপঃ-৪

IMG_20220115_175338.jpg

তারপর একত্রিত করে জোড়া দিয়ে দিলাম।


👉ধাপঃ-৫

IMG_20220115_175428.jpg

IMG_20220115_175506.jpg

তারপর একটা প্যাকেজিং পেপারে নিয়ে, কাঁচি দিয়ে কেটে ছোট্ট করলাম।


👉ধাপঃ-৬

IMG_20220115_175741.jpg

IMG_20220115_175948.jpg

তারপর চারটা সুতো নিলাম। সুতো গুলো আটা দিয়ে প্যাকেজিং পেপার এর উপর বসায় দিলাম।


👉ধাপঃ-৭

IMG_20220115_180025.jpg

রঙ্গিন ও সাদা কাগজ থেকে কাঁচি দিয়ে ছোট্ট করে বৃত্ত কেটে নিলাম।


👉ধাপঃ-৮

IMG_20220115_180147.jpg

IMG_20220115_180235.jpg


তারপর আটা দিয়ে ছোট কাগজ বৃত্ত গুলো সুতোর উপর বসায় দিলাম।


👉ধাপঃ-৯

IMG_20220115_180309.jpg

IMG_20220115_180342.jpg

ছোট্ট একটা রঙ্গিন কাগজ দিয়ে কয়েকটি লাভ তৈরি করে নেই।


👉ধাপঃ-১০

IMG_20220115_180606.jpg

তারপর সুতো উপর আটা দিয়ে লাভ কাগজ গুলো বসায় দিলাম।


👉ধাপঃ-১১

IMG_20220115_180643.jpg

তারপর আমি প্যাকেজিং পেপার উপর আটা দিয়ে দিলাম।


👉ধাপঃ-১২

IMG_20220115_180747.jpg

তারপর আমি রঙ্গিন কাগজ টি বসায় দিলাম।


👉ধাপঃ-১৩

IMG_20220115_180835.jpg

IMG_20220115_180935.jpg

তারপর একটা সাদা পেজ থেকে ৪ সেন্টিমিটার কাগজ কেটে নিয়ে ছোট্ট করে ভাঁজ দিলাম।


👉ধাপঃ-১৪

IMG_20220115_181446.jpg

IMG_20220115_181525.jpg

তারপর ছোট্ট কাগজটি কাচি দিয়ে মাথা গুলো কেটে দিলাম। তারপর আমি কাগজ টি ধীরে খুললাম।


👉ধাপঃ-১৫

IMG_20220115_181601.jpg

তারপর ছোট্ট ফুলটি মাঝ খানে কাচি দিয়ে কেটে দিলাম। একইভাবে আরেকটি লাল রঙ্গিন কাগজ দিয়ে ফুল তৈরি করে নিলাম। তারপর দুইটাই আঠা দিয়ে জোড়া দিয়ে দিলাম।

👉ধাপঃ-১৬

IMG_20220115_181707.jpg

তারপর ফুলটি আটা দিয়ে বসায়ে দিলাম ওয়ালমেট টি এর উপরে। অবশেষে তৈরি হয়ে গেল সুন্দর একটি ওয়ালমেট। ওয়ালমেট ঘরের সৌন্দর্য আকর্ষণীয় করে তোলে।

👉ধাপঃ-১৭

IMG_20220115_181752.jpg

ওয়ালমেট টি এর সাথে নিজের একটি ছবি শেয়ার করলাম।



আশা করি আপনাদের ভালো লাগবে আমার ওয়ালমেট টি দেখে। আমার পোস্টটিতে কোন রকম ভুল-ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও নিজের প্রতি খেয়াল রাখবেন।

ধন্যবাদ জানাই "আমার বাংলা ব্লগ" সকল সদস্যদের।

Sort:  

অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপনাকে অনেক ধন্যবাদ ধাপে ধাপে বুঝিয়ে দেওয়ার জন্য।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ।

রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি অনেক সুন্দর হয়েছে। ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যা আমাদের বুঝতে অনেক সুবিধা হয়েছে ধন্যবাদ ভাই

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া৷ আমাকে উৎসাহিত করার জন্য।

আপনি রঙ্গিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার প্রতিটি ধাপ আপনি খুবই ভালো ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। আপনার আগামীর জন্য শুভকামনা রইল আশা করি সামনের দিনগুলোতে আরো ভালো কিছু করবেন।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আশা করি আপনাদের ভালো লাগবে আমার ওয়ালমেট টি দেখে

ভাই আপনি এত কষ্ট করে বানিয়েছেন অবশ্যই ভালো লেগেছে। আর এই কাজ গুলি চাইলেই হয়ে যায় না বলে আমি মনে করি। যথেষ্ট পরিশ্রম করেই করতে হয়। অনেক অনেক দোয়া রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া। সুন্দর একটি মমন্তব্য করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুবই চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন। বিশেষ করে লাল কালারের কাগজ ব্যবহার করার কারণে আপনার ওয়ালমেটটি আরও বেশি আকর্ষণীয় হয়েছে। তাছাড়া আপনি ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ ও খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যা দেখে খুবই ভালো লাগলো।

 3 years ago 

ধন্যবাদ আপু। শুভকামনা রইল আপু।

 3 years ago (edited)

কাগজের ওয়ালমেটটি খুব সুন্দর হয়েছে।বিশেষ করে লাল কালারের কাগজের বৃত্ত এটিকে আরো ফুটিয়ে তুলেছে।তবে সাদা,লালের পাশাপাশি নীল কালারের বৃত্ত দিলে হয়তো আরো চমৎকার দেখাতো।খুবই ভালো লেগেছে ধাপে ধাপে উপস্থাপন, যা আমাদের শিখতে দারুনভাবে সহায়তা করবে।ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

শুভকামনা ও ভালবাসা রইলো।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন ।যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে ।আপনার কাগজের কালারটিও অনেক বেশি আকর্ষণীয় হয়েছে। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করেছেন ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপু আমাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপনার তৈরি ওয়ালমেটটি অসাধারণ হয়েছে। আমার তৈরি ওয়ালমেটের কালার আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি ধাপে ধাপে সুন্দর ভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর প্রশংসা করার জন্য।

 3 years ago 

রঙিন পেপার দিয়ে খুব সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন।। কালার কম্বিনেশন টা দারুণ ভাবে ফুটেছে।।
ধাপগুলি সুন্দর করে উপস্থাপন করেছেন।।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58171.46
ETH 2472.55
USDT 1.00
SBD 2.42