ফোটোগ্রাফি 📸 || আমার তোলা কয়েকটি রেনডম ফটোগ্রাফি || [10% Beneficiary To @shy-fox ]

in আমার বাংলা ব্লগ3 years ago

১৩-০১-২০২২

২৯ পৌষ, ১৪২৮ বঙ্গাব্দ



আসসালামু আলাইকুম


আমি @robiul02 বাংলাদেশ থেকে 🇧🇩🇧🇩


হ্যালো বন্ধুরা,

আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কিছু রেনডম ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। সব মানুষের কিছু নাহ কিছু শখ রয়েছে। তেমনি আমার ফোটোগ্রাফি করার শখ রয়েছে। আজকে আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রথম রেনডম ফোটোগ্রাফি পোষ্ট করতেছি৷ কিন্তু জানি নাহ বন্ধুরা আমার ফটোগ্রাফি গুলো আপনাদের কেমন লাগবে। কিন্তু আশা করতেছি আপনাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা আর দেরি নাহ করে দেখে নেয়া যাক আমার ফোটোগ্রাফি গুলো ৷


👉ফটোগ্রাফি📸নং-০১❤

IMG_20220113_144711.jpg

উপরের যে ছবিটি দেখা যাচ্ছে, একটি সরিষা ফুল থেকে একটি মৌমাছি মধু সংগ্রহ করতেছে ৷


👉ফটোগ্রাফি📸নং-০২❤

IMG_20220113_144546.jpg

উপরে যে ছবিটি দেখা যাচ্ছে, এটি একটি ধুঁনিয়া পাতার ফুল। ফুলটি আমার কাছে খুব ভালো লাগছে। তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। ধুঁনিয়া পাতা আমরা সাধারণত রান্নাতে ব্যবহার করি স্বাদের জন্য।


👉ফটোগ্রাফি📸নং-০৩❤

IMG_20220113_144451.jpg

উপরে যে ছবিটি দেখা যাচ্ছে, এটি একটি বেগুন কাছে ফুল। একটি বেগুন গাছে অনেক ফুল ধরে ৷ ফুল গুলো দেখতে খুবই আকর্ষণীয় ও উজ্জ্বল হয়। আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের মাঝে শেয়ার করলাম।


👉ফটোগ্রাফি📸নং-০৪❤

IMG_20220113_144215.jpg

উপরে যে ছবিটি দেখা যাচ্ছে, এটি একটি ছিম গাছে ফুল৷ ফুলটি অনেক সুন্দর। আমার কাছে ভালো লাগছে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম।


👉ফটোগ্রাফি📸নং-০৫❤

IMG_20220113_143944.jpg

উপরে যে ছবিটি দেখা যাচ্ছে, আধুনিক পদ্ধতিতে পানি বাহির হচ্ছে। মডার দিয়ে মাটির গভীর নিচ থাকে পানি তুলে জমি চেষ দেওয়া হচ্ছে।


👉ফটোগ্রাফি📸নং-০৬❤

IMG_20220113_143908.jpg

উপরে যে ছবিটি দেখা যাচ্ছে, আধুনিক পদ্ধতিতে পানি বাহির হচ্ছে। মডার দিয়ে মাটির গভীর নিচ থাকে পানি তুলে জমি চেষ দেওয়া হচ্ছে।


👉ফটোগ্রাফি📸নং-০৭❤

IMG_20220113_144146.jpg

উপরে যে ছবিটি দেখা যাচ্ছে, এটি মূলত পেঁপে। এটি একটি পুষ্টিকর ফল। এই পেঁপে গাছটি আমি নিজের রোপণ করছি আমার বাসায়। এই গাছটিতে প্রচুর পরিমাণ পেঁপে ধরে।

ফটোগ্রাফার@robiul02
মোবাইলOppo A31
স্থান লোকেশনপার্বতীপুর
WW3W location(https://w3w.co/pits.brightest.colloquia)


আশা করি আপনাদের ভালো লাগবে আমার রেনডম ফটোগ্রাফি গুলো দেখে। কোন রকম ভুল-ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও নিজের প্রতি খেয়াল রাখবেন।


ধন্যবাদ জানাই "আমার বাংলা ব্লগ" সকল সদস্যদের।

Sort:  
 3 years ago 

প্রতিটি ছবিই অনেক সুন্দর হয়েছে ভাই।পানি পড়ার দৃশ্যের ছবিটি অসাধারণ হয়েছে।ফুলগুলোর ছবিও অনেক সুন্দর হয়েছে ভাই।এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আমাকে উৎসাহিত করে আমার পাশে থাকার জন্য।

অনেক যত্ন করে ছবি তুলেছেন ভাই সুন্দর ছিল।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

ধন্যবাদ

 3 years ago 
  • প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে সরিষা ফুলের উপর মৌমাছি মধু সংগ্রহ করার দৃশ্যটা সবচেয়ে বেশী ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে সকল ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করলেন। আপনার জন্য রইল শুভকামনা।
 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আমাকে উৎসাহিত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63651.41
ETH 2679.55
USDT 1.00
SBD 2.80