"রেসিপিঃ- ডিম দিয়ে আলুর ডাল বেশ মজাদার একটি রেসিপি " [ ১০% লাজুক খ্যাঁক-কে ]

in আমার বাংলা ব্লগ3 years ago

  • আসসালামু আলাইকুম


  • প্রসঙ্গঃ ডিম দিয়ে আলুর ডাল


    IMG_20220207_175659.jpg

    হ্যালো বন্ধুরা,

    আশা করি সবাই ভাল আছেন এপার ওপার দুই বাংলার মানুষ। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আমার বাংলা ব্লগে কমিউনিটিতে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। আজ আমি আপনাদের মাঝে "ডিম দয়ে আলুর ডাল" তৈরি করে আপনাদের দেখাবো। আমার কাছে খুবেই ভালো লাগে এই রেসিপিটি। আজকে আমার খাইতে ইচ্ছা করতে তাই হঠাৎ করে রেসিপিটি তৈরি করলাম। আম মনে করি এই রেসিপিটি অনেম মজাদার একটি রেসিপি। এর টেস্ট হবে অন্য রকম। তাহলে আর দেরি নাহ করে আমার রেসিপিটি সম্পর্কে জেনে নেওয়া যাক।
    প্রয়োজনীয় উপকরণঃ-
    উপকরণপরিমাপ
    আলু৫০০ গ্রাম
    ডিম৩ পিচ
    পিঁয়াজ কুচিপরিমান মতো
    আদা ও রসুনপরিমান মতো
    মরিচের গুঁড়ো১ চামচ
    হলুদের গুঁড়ো১ চামচ
    লবণস্বাদ মতো
    তেলপরিমান মতো
    জিরাপরিমান মতো

    IMG_20220207_175819.jpg


    👉ধাপঃ-১

    IMG_20220207_171235.jpg

    IMG_20220207_171500.jpg


    প্রথমে আমি আলু গুলো সুন্দর করে কেটে নিয়ে ধুয়ে নিলাম। তারপর একটা পাতিলে পরিমান মতো পানি দিয়ে আলু ও ডিম গুলো সিদ্ধ করার জন্য চুলার উপর বসায় দিলাম।
    👉ধাপঃ-২

    IMG_20220207_171541.jpg

    IMG_20220207_171610.jpg


    আলু ও ডিম সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিলাম। তারপর ডিমটি খোসা গুলো সিলিয়ে নিলাম।
    👉ধাপঃ-৩

    IMG_20220207_171643.jpg

    IMG_20220207_171726.jpg


    IMG_20220207_171752.jpg


    তারপর সিদ্ধ আলুটি হাতা দিয়ে পিশিয়ে নিয়ে পরিমান মতো পানি দিয়ে, সেখানে হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো দিয়ে মিক্সার করলাম।
    👉ধাপঃ-৫

    IMG_20220207_171836.jpg

    IMG_20220207_171911.jpg


    চুলে টি চালু করে কড়াই টি বসায় দিলাম। কড়াইটি গরম হয়ে আসলে সেখানে পরিমান মত তেল ঢেলে দিলাম।
    👉ধাপঃ-৬

    IMG_20220207_171953.jpg

    IMG_20220207_172103.jpg


    তেলটি গরম হয়ে আসলে পিঁয়াজের কুচি গুলো ঢেলে দিলাম এবং হাতা দিয়ে নাড়তে থাকলাম।
    👉ধাপঃ-৭

    IMG_20220207_172133.jpg

    IMG_20220207_172212.jpg


    পিঁয়াজের কুচি গুলো একটু লাল হয়ে আসলে আলু ঘন্টো টা ঢেলে দিলাম।
    👉ধাপঃ-৮

    IMG_20220207_172242.jpg

    IMG_20220207_172327.jpg


    তারপর হাতা দিয়ে মিক্সার করে দিলাম এবং মসলার গুঁড়ো ও লবণ দিয়ে দিলাম।


    👉ধাপঃ-৯

    IMG_20220207_172355.jpg

    IMG_20220207_172913.jpg


    সিদ্ধ করার জন্য একটু ঢাকনা দিয়ে বসায় দিলাম। পানটি বুধ বুধ আঁকারে তৈরি হয়ে গেলা ঘুটুনি দিয়ে মিক্সার করতে শুরু করলাম।
    👉ধাপঃ-১০

    IMG_20220207_172938.jpg

    IMG_20220207_173004.jpg


    প্রায় ৫ মিনিট মতো মিক্সার করে নিলাম ।
    👉ধাপঃ-১১

    IMG_20220207_173043.jpg

    IMG_20220207_175634.jpg


    তারপর সিদ্ধ করা ডিম গুলো দয়ে দিলাম।
    👉ধাপঃ-১২

    IMG_20220207_175659.jpg


    তারপর আমি একটা বাটিতে তুলে নিলাম।অবশেষে সম্পূর্ণ ভাবে তৈরি হয়ে গেল আমার ডিম দয়ে আলুর ডাল রেসিপি।
    👉ধাপঃ-১৩

    IMG_20220207_175735.jpg


    রেসিপিটি সাথে আমার একটা ছবি আপনাদের মাঝে শেয়ার করলাম।
    এতোক্ষন আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভালো লাগবে আমার রেসিপির পোষ্টটি পড়ে। কোন রকম ভুল-ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও নিজের প্রতি খেয়াল রাখবেন।

    ধন্যবাদ জানাই "আমার বাংলা ব্লগ" সকল সদস্যদের।

    Sort:  
     3 years ago 

    ডিম দিয়ে আলুর ডাল এর অনেক মজাদার এবং লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। ডাল দিয়ে এইরকম ভাবে ডিম রান্না আমার কাছে খুবই সুন্দর লাগে আপনার এই রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপনাকে এত মজাদার এবং লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে step-by-step শেয়ার করার জন্য।

     3 years ago 

    ধন্যবাদ ভাইয়া আমাকে উৎসাহিত করে আমার পাশে থাকার জন্য।

     3 years ago 
    ডিম দিয়ে আলুর ডালের রেসিপি আমার খুবই পছন্দের একটি খাবার। ছোটবেলা থেকেই আবার আলু আর ডিম খুবই পছন্দ। আর আলুর ডাল হলে তো কোন কথাই নেই! খুব সুন্দর করে আপনি আলু ডাল এর এই রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাইয়া।
     3 years ago 

    ভাইয়া আপনার নিজের মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

     3 years ago 

    ডিম দিয়ে আলুর ডাল খুব সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন। যে দেখতে সত্যিই খুব অসাধারণ হয়েছে খেতেও মনে হয় খুব মাজাদার হয়েছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

     3 years ago 

    হ্যাঁ আপু অনেক মজাদার হয়েছিল। ধন্যবাদ আপনাকে আপু।

     3 years ago 

    EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

    ডিমের রেসিপি আমার সব সময় ভালো লাগে। আমি ডিম ভুনা অনেক পছন্দ করি। আপনার করা ডিম দিয়ে আলুর ডাল দেখে জিভে জল চলে আসলো। আপনি খুব সুন্দর ভাবে রেসিপিটি উপস্থাপন করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

    EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

     3 years ago 

    ভাইয়া আপনার সুস্বাস্থ্য মনের ভাব প্রকাশের জন্য আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

     3 years ago 

    ডিম দিয়ে আলুর ডাল খেতে আমার খুবই ভালো লাগে। আমি মাঝে মাঝেই ডিম দিয়ে আলুর ডাল তৈরি করি। এটি আমার খুবই প্রিয় একটি রেসিপি। আপনি দারুন ভাবে আপনার রেসিপি তৈরির প্রসেস উপস্থাপন করেছেন। অনেক মজার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য।

     3 years ago 

    সুন্দর একটি কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

    image.png

    বর্তমান বাঙ্গালীদের সবচাইতে প্রিয় খাবার ডিম এবং আলুর ডাল। আমার কাছে অনেক ভাল লাগে এই ভাবে ডিম এবং আলুর ডাল খেতে। সত্যি খুবই সুন্দর একটা রেসিপি শেয়ার করেছেন ভাই। আপনার জন্য সুভ কামনা রইল ভাইয়া।

    Daco_123427.png

     3 years ago 

    ধন্যবাদ ভাইয়া আমাকে উৎসাহিত করার জন্য।

     3 years ago 

    ডিম দিয়ে আলুর রেসিপি খেয়েছি কিন্তু আলু এভাবে পিশে মিহি করে রান্না করে খাওয়া হয়নি। তবে রেসিপি টা যে অনেক লোভনীয় তাতে কোন সন্দেহ নেই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।

     3 years ago 

    সুন্দর একটি কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

     3 years ago 

    আপনাকে স্বাগতম ভাইজান 💚

    ডিম দিয়ে আলুর রেসিপি সব সময় অনেক মজাদার হয়। রেসিপিটি অসাধারণ হয়েছে ভাই।রেসিপি তৈরির সবগুলো ধাপ খুব ভালোভাবে তুলে ধরেছেন। শুভকামনা আপনার জন্য

     3 years ago 

    ধন্যবাদ ভাইয়া।

    ডিম দিয়ে আলুর ডাল বেশ একটি রেসিপিটি সত‍্যি অনেক মজাদার। ডিম আমরা সচরাচর সবাই কম বেশি পছন্দ করে থাকে ব্যাচেলার জীবনে ডিম আমাদের নিত্যসঙ্গী আপনি ডিম এবং ডাল দিয়ে খুব সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন খুব লোভনীয় লাগছে দেখতে রেসিপিটি সম্পর্কে সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করা আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা রইল আপনার জন্য

     3 years ago 

    আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।

     3 years ago 

    কি একটি সুস্বাদু থালা, আপনি খাবার পরিবেশন করেছেন যা দেখে আমি ক্ষুধার্ত হয়ে উঠেছি, শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

    Coin Marketplace

    STEEM 0.18
    TRX 0.16
    JST 0.030
    BTC 62848.40
    ETH 2467.65
    USDT 1.00
    SBD 2.63