"রেসিপিঃ-চিংড়ি মাছের ভাজি"( ১০% প্রিয় লাজুক খ্যাঁক-কে)
০৩-০২-২০২২
২০ই মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ
আমি @robiul02 বাংলাদেশ থেকে 🇧🇩🇧🇩
প্রসঙ্গঃ"চিংড়ি মাছের ভাজি"
সবাইকে স্বাগতম
হ্যালো বন্ধুরা
আশা করি সবাই ভাল আছেন এপার ওপার দুই বাংলার মানুষ। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আমার বাংলা ব্লগে কমিউনিটিতে একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। আজ আমি আপনাদের মাঝে "চিংড়ি মাছের ভাজি" তৈরি করে আপনাদের দেখাবো। আমি মনে করি চিংড়ি মাছ একটি পুষ্টি সমৃদ্ধ মাছ। চিংড়ি মাছ যে কোন রকম সবজি দিয়ে রানা করা হক নাহ কেন, খেতে বেশ ভালোই লাগে। আমি চিংড়ি মাছের ভাজি খেতে খুব ভালোবাসি। আজকে অনেক দিন পর নিজে বাসায় তৈরি করে খেয়ে অনেক মজা পাইলাম। আশা করি আমার তৈরি করা রেসিপিটি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা সময় পাইলে অব্যশই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগবে। তো চলুন বন্ধুরা দেরী না করে রেসিপিটার সম্পর্কে জেনে নেওয়া যাক।
উপকরণ | পরিমাপ |
---|---|
চিংড়ি মাছ | ২৫০ গ্রাম |
পিঁয়াজ | পরিমান মতো |
কাঁচা মরিচ | পরিমান মতো |
আদাও রসুন বাটি | পরিমান মতো |
তেল | পরিমান মতো |
মসলা ও হলুদ এর গুঁড়ো | পরিমান মতো |
লবণ | স্বাদ অনুযায়ী |
আশা করি আপনাদের ভালো লাগবে আমার রেসিপির পোস্টটি দেখে।আমার পোস্টটিতে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তা ক্ষমার চোখে দেখবেন।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও নিজের প্রতি খেয়াল রাখবেন।
ধন্যবাদ জানাই "আমার বাংলা ব্লগ" সকল সদস্যকে।
চিংড়ি মাছ ভাজি ওয়াও ।।
একদম তেলে ভেজে মচমচে করে ফেলেছেন।। খেতে মনে হচ্ছে দারুণ সুস্বাদু হবে।।
তবে এরকম ভাবে কখনো খাওয়া হয়নি তবে চিংড়ি দিয়ে বড়া বানিয়ে খেয়েছি।। দারুন একটি রেসিপি প্রস্তুত করেছেন।। শুভেচ্ছা রইল আপনার জন্য।।
ভাইয়া আপনি যেহেতু একদিনেও খেয়ে দেখেননি। একদিন তৈরি করে খেয়ে দেখবেন ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।
চিংড়ি মাছের ভাজি রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। আপনি খুবই সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করলেন। আপনার উপস্থাপন দেখে আমি শিখতে পারলাম। আপনার জন্য রইল শুভকামনা।
হ্যাঁ ভাইয়া একদিন বাসায় সময় করে তৈরি করবেন। ধন্যবাদ ভাইয়া।
চিংড়ি আমার পছন্দের একটি মাছ। ছোট চিংড়ি মাছের ভাজি আমার খুবই পছন্দ। আর আমার পছন্দের রেসিপিটি আপনি তৈরি করেছেন। অনেক সুন্দর হয়েছে ভাই। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি চিংড়ি মাছের ভাজি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকে ধন্যবাদ ভাইয়া। সুন্দর একটি মন্তব্য করার জন্য।
চিংড়ি মাছ খুবই মজাদার খাবার,আমাদের পছন্দের তালিকার একটা খাবার। আপনি অনেক ভালো রান্না করছেন রেসিপির ছবি দেখেই বুজে গেলাম।আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ
আমার তৈরি করা রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে। এতে আমি অনেক খুশি। শুভকামনা রইল আপনার জন্য।
কি মজার একটি রেসিপি দিয়েছেন। চিংড়ি মাছ এভাবে ভেজে কখনোও খাওয়া হয় নি।তবে আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার রেসিপিটা। ধন্যবাদ আপনাকে।
আপু অনেক মজা হয়েছিল। একদিন এই ভাবে তৈরি করে খেয়ে দেখবেন খুবেই ভালো লাগবে। শুভকামনা রইল আপু আপনার জন্য।
ভাইয়া,আমার খুব খুব খুব প্রিয় এই চিংড়ি মাছ।ছোট চিংড়িগুলোকে এভাবে পেয়াজ মরিচ দিয়ে ভেজে খেতে সেই মজা লাগে।আগে আমরা এভাবে ভাজি করেই খেতাম,তবে এখন তেমন পাওয়া যায় না। খুব ভালো লাগলো আমার পছন্দের মাছের রেসিপিটি দেখে।
ধন্যবাদ আপু আমাকে উৎসাহিত করে আমার পাশে থাকার জন্য।
চিংড়ি মাছের ভাজি রেসিপি টি অসাধারন ছিল আপনার। চিংড়ি মাছ গুলোকে একদম বেস্ট লাল টকটকে দেখাচ্ছিলো ভালোই লোভনীয় হয়েছে দেখে মনে হচ্ছ। শুভকামনা রইল আপনার জন্য ভাল থাকবেন।
ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্য করার জন্য।
আপনি খুবই সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। চিংড়ি মাছের রেসিপি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। প্রতিটি ধাপ আপনি আমাদের মাঝে খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ আপু অনেক সুস্বাদু হয়েছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমার পাশে থাকার জন্য।
ওয়াও চিংড়ি মাছ। নাম শুনলেই যেন মুখে পানি চলে আসছে। তবে কয়েক মাস থেকে চিংড়ি মাছ খাই না কারণ তাতে আমার প্রচুর এলার্জি। আপনার চিংড়ি মাছ দেখে আবার চিংড়ি খাওয়ার লোভ জন্মালো। ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
সুস্থ হলে খাবেন ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।
ওয়াও চিংড়ি মাছের রেসিপি খেতে যে কি মজা লাগে তা বুঝাতে পারবো না। কারণ আমার কাছে সব মাছের থেকে চিংড়ি মাছ সব থেকে প্রিয়। আর এ চিংড়ি খেতে আমি খুবই পছন্দ করি। আমি ছোট থাকতে চিংড়ি মাছ ধরে ধরে প্রতিদিনী খেয়েছি। তাই আমার কাছে চিংড়ি মাছ খুবই পছন্দ। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এতো সুন্দর একটা চিংড়ির রেসিপি করার জন্য।
আপনাকে ধন্যবাদ ভাইয়া।