এসো নিজে করি//"3D ড্রয়িং সুড়ঙ্গ পথ"// (10% Beneficiary To @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago

২১-০১-২০২২

০৭ই মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ


আমি @robiul02 বাংলাদেশ থেকে 🇧🇩🇧🇩


  • আসসালামু আলাইকুম

  • IMG_20220121_173433.jpg


    হ্যালো বন্ধুরা,

    আশা করি সবাই ভালো আছেন এপার ওপার দুই বাংলার মানুষ। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রথম বারের মতো একটি "3D ড্রয়িং সুড়ঙ্গ পথ" তৈরি করে আপনাদের দেখাবো। আমি তেমন একটা ভালো আকঁতে পারি না। কিন্তু আমি ভালো করার চেষ্টা করি। আশা করি আপনাদের ভাল লাগবে আমার অঙ্কনটি। চলুন তাহলে শুরু করা যাক।

    অঙ্কনটি করতে প্রয়োজনীয় উপকরণঃ

    ★ সাদা পেজ
    ★ মার্কার কলম
    ★ হার্ট বোর্ড
    ★ স্কেল
    ★ রুল পেন্সিল


    IMG_20220121_172051.jpg


    ধাপঃ-১

    IMG_20220121_172124.jpg


    প্রথমে আমি একটা সাদা পেজ নিয়ে হার্ট বোর্ড এর উপর বসায়ে দিলাম।


    ধাপঃ-২

    IMG_20220121_172142.jpg

    IMG_20220121_172209.jpg


    তারপর ৭ সেন্টিমিটার একটু বেশি একটা দাগ টানলাম এবং ওই দাগের মাঝখানে একটা লম্বালম্বি দাগ দিলাম।

    ধাপঃ-৩

    IMG_20220121_172237.jpg

    IMG_20220121_172321.jpg


    উপরের দিকে তিন টা দাগ বাঁকা ভাবে টেনে দিলাম এবং নিচের দিকে ও সমান ভাবে দাগ দিয়ে দিলাম।

    ধাপঃ-৪

    IMG_20220121_172421.jpg

    IMG_20220121_172522.jpg


    তারপর অপর পাশে তিনটা দাগ বাঁকাভাবে টেনে দিয়ে উপরের দিকে দাগ টানতে শুরু করলাম।

    ধাপঃ-৫

    IMG_20220121_172552.jpg

    IMG_20220121_172636.jpg


    উপরের দিকে ৯ টা দাগ বাঁকা ভাবে টেনে দিলাম। তারপর স্কেল দিয়ে এক সাইটে ছক আঁকারে তৈরী করে নিলাম। ছক টি এমন ভাবে তৈরি করতে হবে যেন নিচের দিকে ঘর গুলো একটু ছোট্ট উপরের দিকে ঘর গুলো যেন একটু বড় থাকে।

    ধাপঃ-৬

    IMG_20220121_172729.jpg

    IMG_20220121_172808.jpg


    একইভাবে অপর দুই পাশে দাগ দিয়ে ছক তৈরী করে নিলাম।

    ধাপঃ-৭

    IMG_20220121_172840.jpg

    IMG_20220121_172907.jpg


    তারপর মার্কার কলম দিয়ে ঘর গুলো একটির পর আরেকটি কালার করতে শুরু করি।

    ধাপঃ-৮

    IMG_20220121_172945.jpg


    এভাবে পর্যায়ক্রমে একটি ফাঁকা রেখে আরেকটি কালার করে এক সাইট সম্পূর্ণ কালার করে নিলাম।

    ধাপঃ-৯

    IMG_20220121_173027.jpg

    IMG_20220121_173109.jpg


    একইভাবে অপর সাইট টি ও কালার করে নিলাম।

    ধাপঃ-১০

    IMG_20220121_173200.jpg


    পর্যায়ক্রমে উপরের দিকটা ও কালার করে নিলাম।

    ধাপঃ-১১

    IMG_20220121_173236.jpg

    IMG_20220121_173330.jpg


    তারপর ফাঁকা স্থানটার মাঝখানে দাগ দিয়ে দুই ভাগ করে দিলাম এবং রুল পেন্সিল দিয়ে কালার করে দিলাম।

    ধাপঃ-১২

    IMG_20220121_173433.jpg


    সর্বশেষ দুই সাইডে দুইটা করে দাগ দিয়ে ছক আঁকারে করে দিলাম। অবশেষে তৈরি হয়ে গেলো আমার 3D ড্রয়িং সুরঙ্গ পথটি।

    ধাপঃ-১৩

    IMG_20220121_173556.jpg


    আমার ড্রয়িং টির সাথে নিজের একটা ছবি আপনাদের মাঝে শেয়ার করলাম।

    আশা করি আপনাদের ভালো লাগবে আমার 3D অঙ্কন টি দেখে। আমার পোস্টটিতে কোন রকম ভুল-ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও নিজের প্রতি খেয়াল রাখবেন।

    ধন্যবাদ জানাই"আমার বাংলা ব্লগ"সকল সদস্যদের।


    Sort:  
     3 years ago 

    অনেক অসাধারণ ভাবে 3d অংকন করেছেন। 3d অংকন গুলো দেখতে নিতে অনেক ভালো লাগে। আপনার রং কোনটি দেখে মনে হচ্ছে সত্যি কারের কোন সুরঙ্গ পথ। আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আমাদের মাঝে এত সুন্দর একটি অংকন নিয়ে আসার জন্য ধন্যবাদ।

     3 years ago 

    আমার অঙ্কন টি আপনার কাছে ভালো লাগছে এতে আমি অনেক খুশি৷ ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

     3 years ago 

    বাহ আপনার 3D ড্রয়িংটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। আপনি দক্ষতা সহকারে ড্রয়িংটি আর্ট করেছেন। তাছাড়া ধাপগুলোও অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো,,

     3 years ago 

    ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।

     3 years ago 

    আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে 3D ড্রয়িং সুড়ঙ্গ পথ এঁকে দেখিয়েছেন।আমিও সেই দিন 3D রুবিক্স এঁকেছিলাম। ভালো লাগে এগুলা আঁকতে।

     3 years ago 

    ধন্যবাদ আপু।

     3 years ago 

    আপনার ড্রয়িং সুড়ঙ্গ পথ দেখে আমি অভিভূত হলাম খুবই চমৎকার করে আপনি ড্রয়িং করেছেন মনে হচ্ছে নিপুন হাতের কারুকাজ আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন।♥♥

     3 years ago 

    ধন্যবাদ আপু আমাকে উৎসাহিত করে আমার পাশে থাকার জন্য।

     3 years ago 

    সুরঙ্গ পথ এর খুব সুন্দর থ্রিডি চিত্র অঙ্কন করেছেন আপনি একদম চোখ ধাঁধানো কালারটা দারুণ ভাবে ফুটেছে আমার কাছে বেশ ভালো লেগেছে শুভেচ্ছা রইল ভাই।

     3 years ago 

    ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

     3 years ago 

    3D সুরঙ্গ পথ টা দেখতে একেবারে সত্তিকারের মনে হচ্ছে। আমি দেখে প্রথমে মনে করেছিলাম সত্যিকারে সুরঙ্গ পথ। আপনি অনেক সুন্দর ভাবে ড্রইং টি করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

     3 years ago 

    আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

     3 years ago 

    থ্রিডি আসলে অনেক কষ্টকর ও অনেক বুদ্ধিমত্তার কাজ, যা অনেক চিন্তা করে করতে হয়। আপনার থ্রিডি চিত্রাঙ্কন দেখে মুগ্ধ হলাম।শুভকামনা রইল

     3 years ago 

    ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।

     3 years ago 

    ম্যাজিক্যাল একটি অংকন ছিল ভাই এটি।৩ডি মানেই ম্যাজিকের মতো লাগে আমার কাছে।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো।

     3 years ago 

    আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    থ্রিডি মানে হলো চোখে ফাঁকি দেওয়া। অবাস্তব জিনিস কে বাস্তব করে ফুটিয়ে তোলা। আপনি অনেক সুন্দর করে 3d আর্ট টি তৈরি করেছেন। একদম বাস্তব লাগতেছে। অপেক্ষায় রইলাম এর থেকে ভালো কিছু পাওয়ার। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

     3 years ago 

    ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্য করার জন্য।

    Coin Marketplace

    STEEM 0.15
    TRX 0.12
    JST 0.025
    BTC 56691.97
    ETH 2499.18
    USDT 1.00
    SBD 2.23