[ আমার বাংলা ব্লগ ] //"ম্যান্ডেলা আর্ট"// (10% Beneficiary To @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

১৮-০১-২০২২

০৪ মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ


প্রসঙ্গঃ "ম্যান্ডেলা আর্ট"



আমি @robiul02 বাংলাদেশ থেকে 🇧🇩🇧🇩


  • আসসালামু আলাইকুম

  • IMG_20220118_175236.jpg

    হ্যালো বন্ধুরা,

    আশা করি আপনারা সবাই ভাল আছেন, এপার ওপার দুই বাংলার মানুষ। আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আমি আজকে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমি নিজ হাতে দ্বিতীয় বারের মতো একটি "ম্যান্ডেলা আর্ট" করে আপনাদের দেখাবো। আশা করি আপনাদের ভাল লাগবে, তো চলুন দেখে নেয়া যাক।



    👉প্রয়োজনীয় উপকরণঃ

    ★ সাদা পেজ
    ★ রুল পেন্সিল
    ★ মার্কার কলম
    ★ স্কেল

    IMG_20220118_173846.jpg


    👉 ধাপঃ-১

    IMG_20220118_202546.jpg

    IMG_20220118_180400.jpg


    প্রথমে আমি একটা সাদা পেজ নিলাম। তারপর রুল পেন্সিল দিয়ে একটা লাভ তৈরি করলাম।


    👉 ধাপঃ-২

    IMG_20220118_174314.jpg

    IMG_20220118_174349.jpg


    তারপর লাভ টি সাইটে আরো কয়কটি লাভ তৈরি করলাম।


    👉 ধাপঃ-৩

    IMG_20220118_174419.jpg

    IMG_20220118_174441.jpg


    এভাবে একটির উপর আরেকটি লাভ তৈরী করে নিলাম।


    👉 ধাপঃ-৪

    IMG_20220118_174505.jpg


    ঠিক একই ভাবে বারোটি লাভ তৈরি করলাম।


    👉 ধাপঃ-৫

    IMG_20220118_174528.jpg

    IMG_20220118_174554.jpg


    তারপর মার্কার কলম দিয়ে একটু কালার করলাম।

    👉 ধাপঃ-৬

    IMG_20220118_174616.jpg


    তারপর নিচে কয়েকটি দাগ টানলাম। এবং ধরার মতো ঝুটি তৈরি করে দিলাম৷


    👉 ধাপঃ-৭

    IMG_20220118_174705.jpg

    IMG_20220118_174744.jpg


    তারপর লাভ এর উপর নকশা করতে শুরু করলাম।

    👉 ধাপঃ-৮

    IMG_20220118_174942.jpg


    একটি নকশা সম্পন্ন হওয়ার পর আরেকটি নকশা একটু অন্যরকম নকশা করলাম।


    👉 ধাপঃ-৯

    IMG_20220118_174842.jpg


    তারপর অপর একটি লাভের নকশা করলাম।


    👉 ধাপঃ-১০

    IMG_20220118_175010.jpg


    উপরের লাভটি নকশা করলাম।


    👉 ধাপঃ-১১

    IMG_20220118_175134.jpg


    এভাবে একটি পর আরেকটি লাভের নকশা করলাম ভিন্ন ভিন্ন ডিজাইনের।

    👉 ধাপঃ-১২

    IMG_20220118_175236.jpg


    এই ভাবে ১২ টি লাভের লকশা করলাম। ভিন্ন রকমের নকশা করে। অবশেষ সম্পূণভাবে তৈরি হয়ে গেল আমার ভালোবাসার ম্যান্ডেলা আর্ট টি।

    👉 ধাপঃ-১৩

    IMG_20220118_175403.jpg


    আমার তৈরি করা ম্যান্ডেলা আর্ট সাথে আমার একটা ছবি শেয়ার করলাম।

    আশা করি আপনাদের ভালো লাগবে আমার ম্যান্ডেলা আর্ট টি দেখে। আমার পোস্টটিতে কোন রকম ভুল-ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও নিজের প্রতি খেয়াল রাখবেন।


    ধন্যবাদ জানাই "আমার বাংলা ব্লগ" সকল সদস্যদের।

    Sort:  
     3 years ago 

    ➡️ আপনি খুব সুন্দর করে ঘরে ম্যান্ডেলা গুলো অঙ্কন করেছেন। ম্যান্ডেলা অংক করার জন্য ধৈর্য খুব গুরুত্বপূর্ণ। ম্যান্ডেলার টি দেখে বোঝা যাচ্ছে আপনি অনেক সময় দিয়ে মেন্ডেল অঙ্কন করেছেন। ধাপে ধাপে খুব সুন্দর করে বলোনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য। অসাধারণ একটি মেন্ডেলা উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
     3 years ago 

    ধন্যবাদ ভাইয়া আমাকে উৎসাহিত করে আমার পাশে থাকার জন্য। প্রায় ১ ঘন্টা ৩০ মিনিট লাগছে ভাইয়া।

     3 years ago 

    দারুন সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন আপনার ম্যান্ডেলা আর্ট টি সত্যিই অনেক সুন্দর লাগছে। আর এখানে অনেকগুলো লাভ আছে তাই দেখতে আরো বেশি সুন্দর লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য

     3 years ago 

    ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।

     3 years ago 

    বাহ আপনার ম্যান্ডেলা আর্টটি দারুন সুন্দর হয়েছে ।আমার কাছে তো আপনার আর্ট টি খুবই ভালো লেগেছে ।দেখতে অসম্ভব সুন্দর লাগছে ।প্রতিটি ধাপ আপনি চমৎকার ভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। যেটি আপনার পোস্ট কে আরো বেশি সুন্দর করেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

     3 years ago 

    ধন্যবাদ আপু আমাকে উৎসাহিত করার জন্য।

    ওয়াও অসাধারণ হয়েছে আপনার ম্যান্ডেলা আর্ট। বেলুনের মধ্যে ম্যান্ডেলা আর্ট করেছেন দেখে খুবই ভালো এবং সুন্দর লাগলো। আর অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা রইল।

     3 years ago 

    ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত প্রকাশ করার জন্য।

     3 years ago 

    সুন্দর একটি ম্যান্ডেলা তৈরি করেছেন ভাই। অনেক সুন্দর হয়েছে। মনে হচ্ছে সত্যি সত্যি লাভ আকৃতির বেলুন উড়ে যাচ্ছে আকাশে। আশা করি সামনে এমন সুন্দর সুন্দর আরো আর্ট দেখতে পাবো। ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইলো।

     3 years ago 

    আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাকে উৎসাহিত করার জন্য।

    আপনি খুব সুন্দর করে ঘরে ম্যান্ডেলা গুলো অঙ্কন করেছেন।দেখতে অসম্ভব সুন্দর লাগছে।ধন্যবাদ আপনাকে এতো সুন্দর কাজ আমাদের সাথে শেয়ার করার জন্য।

     3 years ago 

    আপনাকে ধন্যবাদ ভাইয়া।

    Coin Marketplace

    STEEM 0.18
    TRX 0.15
    JST 0.031
    BTC 61227.67
    ETH 2682.99
    USDT 1.00
    SBD 2.62