"সুস্বাদু ডিমের ভুনা রেসিপি"|| (১০% প্রিয় লাজুক খ্যাঁক কে)

in আমার বাংলা ব্লগ3 years ago

  • আসসালামু আলাইকুম


  • ১৯-০৩-২০২২

    ৫ই চৈত্র, ১৪২৮ বঙ্গাব্দ


    প্রসঙ্গঃ"সুস্বাদু ডিমের ভুনা রেসিপি"



    IMG_20220319_212306.jpg

    হ্যালো বন্ধুরা,

    আশা করি সবাই ভালো আছেন এপার ওপার দুই বাংলার মানুষ। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজ আমি আমার বাংলা ব্লগ কমিউনিটি বরাবরের মতো আজকে ও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি আপনাদের কে সুস্বাদু ডিমের ভুনা রেসিপি তৈরি করে দেখাবো। জানিনা আপনাদের কেমন লাগবে কিন্তু আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আমার রেসিপিটি । আপনারা সবাই হইতো জানেন ডিম একটি পুষ্টিকর ফল। ডিমে প্রচুর পরিমানে ভিটামিন আছে। ডিম খাওয়া আমাদের স্বাস্থ্য জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি ডিমের ভুনা বেশ সুস্বাদু মজাদার একটি রেসিপি। তাহলে বন্ধুরা দেরী না করে আমাদের সিপিটি সম্পর্কে জেনে নেওয়া যাক।

    প্রয়োজনীয় উপকরণঃ-
    উপকরণপরিমাপ
    ডিম৩ পিচ
    পিঁয়াজের কুচিপরিমান মতো
    আদা ও রসুন বাটিপরিমান মতো
    হলুদের গুঁড়োহাফ চামচ
    মসলার গুঁড়ো১ চামচ
    মরিচের গুঁড়ো১ চামচ
    লবণস্বাদ মতো
    তেলপরিমান মতো

    ধাপঃ-১

    IMG_20220319_211033.jpg

    IMG_20220319_211102.jpg


    প্রথমে আমি ডিম টা সিদ্ধ করার জন্য একটা পাতিলে পরিমান মতো পানি দিয়ে ডিম তিন টা দিয়ে দিলাম। তারপর চুলায় বসায় দিলাম সিদ্ধ হওয়ার জন্য। ঠিক মতো সিদ্ধ হয়ে গেলে তারপর ডিমের খোসা গুলো চিলে নিয়ে একটা বাটি ডিম গুলো রাখলাম।

    ধাপঃ-২

    IMG_20220319_211140.jpg

    IMG_20220319_211202.jpg


    তারপর কড়াই টা চুলায় বসায় দিলাম। কড়াইটি সম্পূর্ণভাবে গরম হয়ে আসলে সেখানে পরিমান মতো তেল ঢেলে দিলাম।

    ধাপঃ-৩

    IMG_20220319_211231.jpg

    IMG_20220319_211301.jpg


    তেলটি সম্পূর্ণ ভাবে গরমে আসলে সেখানে ডিম গুলো ছেড়ে দিলাম এবং হাতা দিয়ে নাড়তে থাকলাম।

    ধাপঃ-৪

    IMG_20220319_211338.jpg

    IMG_20220319_211401.jpg


    ডিম গুলো লাল লাল করে ভেজে নিলাম। তারপর একটা বাটিতে তুলে নিলাম।

    ধাপঃ-৫

    IMG_20220319_211459.jpg

    IMG_20220319_211551.jpg


    একই কড়াইতে পরিমান মতো তেল দিয়ে পিঁয়াজের কুচি, রসুন ও আদার বাটি গুলো ঢেলে দিলাম।তারপর হাতা দিয়ে নাড়তে থাকলাম। তারপির সেখানে মরিচের গুঁড়ো, মসলার গুঁড়ো, হলুদের গুঁড়ো ও লবণ দিয়ে দিলাম।

    ধাপঃ-৬

    IMG_20220319_211624.jpg

    IMG_20220319_211651.jpg


    তারপর হাতা দিয়ে সবগুলো মিক্সার করে নিলাম।

    ধাপঃ-৭

    IMG_20220319_211751.jpg

    IMG_20220319_211826.jpg


    পরিমান মতো পানি দিয়ে ডিম গুলো দিয়ে দিলাম।

    ধাপঃ-৮

    IMG_20220319_212148.jpg

    IMG_20220319_212211.jpg


    একটু পিঁয়াজ টা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা টি খুলে একটু হাতা দিয়ে নেড়ে দিলম।

    ধাপঃ-৯

    IMG_20220319_212238.jpg

    IMG_20220319_212306.jpg


    প্রায় হয়ে গেছে ডিমের ভুনা। তারপর একটা বাটিতে ঢেলে নিলাম। অবেশেষে তৈরি হয়ে গেল সুস্বাদু ডিমের ভুনা।

    ধাপঃ-১০

    IMG_20220319_212330.jpg


    আমার তৈরি করা রেসিপিটির সাথে নিজের একটি ছবি আপনাদের মাঝে শেয়ার করলাম।

    এতোক্ষন আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভালো লাগবে আমার রেসিপির পোষ্টটি পড়ে। কোন রকম ভুল-ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও নিজের প্রতি খেয়াল রাখবেন।

    ধন্যবাদ জানাই "আমার বাংলা ব্লগ" সকল সদস্যদের।
    Sort:  
     3 years ago 

    ডিমের রেসিপি দেখলেতো লোভ সামলে রাখা অসম্ভব হয়ে পড়ে।আপনার আজকের ডিম ভুনা রেসিপি সত্যি খুবই লোভনীয় লাগছে। খুবই সুন্দর একটা কালার আসছে যে কারণে দেখেই বুঝতে পেরেছি যে এটা খেতে কতটা মজা হয়েছিল। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

     3 years ago 

    গঠনমূলক একটি মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। 🤗🤗🤗

     3 years ago 

    খুবই সুন্দর ভাবে ডিমের ভুনা রেসিপি আসবে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা এই রেসিপিটি এতটাই সুন্দর ছিল যা দেখেই বোঝা যাচ্ছিল এটি খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এমন সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

     3 years ago 

    ভাইয়া আমার জন্য দোয়া করিয়েন যেন আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের মাঝে উপহার দিতে পারি। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

     3 years ago 

    পেয়াজ ও মরিচ দিয়ে এরকম ডিম ভুনা রেসিপি অনেকবার খেয়েছি ভাই।খুবই সুস্বাদু হয় এই রেসিপিটি।আপনি খুব সুন্দরভাবে রান্না করার প্রক্রিয়াগুলো তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।শুভকামনা রইল সবসময়।

     3 years ago 

    আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।🤗🤗

     3 years ago 

    আপনার উপস্থাপন করা এই ডিমের ভুনা রেসিপি টা দেখে খিদে যেন অনেক বেড়ে গেল ।আপনি এটা আমাদের মাঝে অনেক সুন্দরভাবে তুলে ধরেছেন বিশেষ করে উপস্থাপনাটা আমার কাছে দারুন লেগেছে । আপনি রেসিপিটা ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

     3 years ago 

    মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া।

     3 years ago 

    নিত্য প্রয়োজনীয় খাবার এর মধ্যে ডিম হলো অন্যতম। আমরা ডিম নানা সময় নানা ভাবে রান্না করে থাকি। আপনার ডিম ভুনার রেসিপি টা দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য

     3 years ago 

    হ্যাঁ ভাইয়া খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ ভাইয়া। 🤗🤗

     3 years ago (edited)
    এর আগে আপনার ডিম ভাজির রেসিপি দেখে ডিম ভাজি করা শিখছি। আজকে আপনার ডিম ভুনা রেসিপি দেখে ডিম ভুনা কিভাবে করতে হয় রিভিশন হয়ে গেলো। যারা ডিম ভুনা করতে জানে না, তাদের জন্য অনেক উপকারি হবে আপনার পোস্টটি। অনেক ভালো লাগলো ভুনা ডিমের ছবি দেখে।
     3 years ago 

    ধন্যবাদ ভাইয়া। 🤗🤗🤗

     3 years ago 

    ভাইয়া আপনার ডিম ভুনা দেখে খুবই লোভনীয় মনে হচ্ছে। আপনার ডিম ভুনার কালার দেখতে দারুন হয়েছে। কালার দেখেয়েই বুঝতে পেরেছি কতটা মজা হয়েছিল। আপনি মনে হয় অনেক মজা করে একা একা খেয়েছেন। ডিম ভুনা এভাবে খেতে আমার অনেক ভালো লাগে। আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার জন্য শুভেচ্ছা রইল।

     3 years ago 

    নাহ আপু আমি একাই খাইনি আমার সাথে আমার রুম মেট দুই জন খেয়েছে। অনেক মজা হয়েছিল। মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

     3 years ago 

    সুস্বাদু ডিমের ভুনা রেসিপি তৈরি করেছেন দারুন হয়েছে। দেখে আমিও শিখে নিলাম। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া

     3 years ago 

    আপনি শিখতে পেরেছেন এতে আমি অনেক খুশি হলাম। হ্যাঁ অবশ্যই একদিন রান্না করবেন। আপনার জন্য শুভকামনা রইল।

     3 years ago 

    আপনি অনেক মজাদার একটি ডিম ভুনার রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন, প্রতিটি উপকরণ সঠিক সময় ব্যবহার করেছেন যার কারণে রেসিপির রং অনেক সুন্দর এসেছে। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে ধাপে ধাপে আমাদের সকলের মাঝে ডিম ভুনার রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

     3 years ago 

    গঠনমূলক একটি মন্তব্য করে আমার পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

     3 years ago 

    ব্যাচেলর লাইফে ব্যাচেলরদের জন্য একমাত্র খুব কম সময়ে প্রস্তুতকৃত রেসিপি হচ্ছে ডিম।
    আপনি খুব লোভনীয় ভাবে রেসিপিটি প্রস্তুত করেছেন খেতে সুস্বাদু হবে এতে কোন সন্দেহ নেই।।

     3 years ago 

    হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন ব্যাচেলরদের জন্য খুব অল্প সময়ে ডিম রেসিপি তৈরি করাই উত্তম। ধন্যবাদ ভাইয়া।

    Coin Marketplace

    STEEM 0.20
    TRX 0.19
    JST 0.034
    BTC 90127.90
    ETH 3069.48
    USDT 1.00
    SBD 2.94