"সুস্বাদু ডিমের ভুনা রেসিপি"|| (১০% প্রিয় লাজুক খ্যাঁক কে)
১৯-০৩-২০২২
৫ই চৈত্র, ১৪২৮ বঙ্গাব্দ
প্রসঙ্গঃ"সুস্বাদু ডিমের ভুনা রেসিপি"
হ্যালো বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন এপার ওপার দুই বাংলার মানুষ। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজ আমি আমার বাংলা ব্লগ কমিউনিটি বরাবরের মতো আজকে ও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি আপনাদের কে সুস্বাদু ডিমের ভুনা রেসিপি তৈরি করে দেখাবো। জানিনা আপনাদের কেমন লাগবে কিন্তু আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আমার রেসিপিটি । আপনারা সবাই হইতো জানেন ডিম একটি পুষ্টিকর ফল। ডিমে প্রচুর পরিমানে ভিটামিন আছে। ডিম খাওয়া আমাদের স্বাস্থ্য জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি ডিমের ভুনা বেশ সুস্বাদু মজাদার একটি রেসিপি। তাহলে বন্ধুরা দেরী না করে আমাদের সিপিটি সম্পর্কে জেনে নেওয়া যাক।
উপকরণ | পরিমাপ |
---|---|
ডিম | ৩ পিচ |
পিঁয়াজের কুচি | পরিমান মতো |
আদা ও রসুন বাটি | পরিমান মতো |
হলুদের গুঁড়ো | হাফ চামচ |
মসলার গুঁড়ো | ১ চামচ |
মরিচের গুঁড়ো | ১ চামচ |
লবণ | স্বাদ মতো |
তেল | পরিমান মতো |
প্রথমে আমি ডিম টা সিদ্ধ করার জন্য একটা পাতিলে পরিমান মতো পানি দিয়ে ডিম তিন টা দিয়ে দিলাম। তারপর চুলায় বসায় দিলাম সিদ্ধ হওয়ার জন্য। ঠিক মতো সিদ্ধ হয়ে গেলে তারপর ডিমের খোসা গুলো চিলে নিয়ে একটা বাটি ডিম গুলো রাখলাম।
তারপর কড়াই টা চুলায় বসায় দিলাম। কড়াইটি সম্পূর্ণভাবে গরম হয়ে আসলে সেখানে পরিমান মতো তেল ঢেলে দিলাম।
তেলটি সম্পূর্ণ ভাবে গরমে আসলে সেখানে ডিম গুলো ছেড়ে দিলাম এবং হাতা দিয়ে নাড়তে থাকলাম।
ডিম গুলো লাল লাল করে ভেজে নিলাম। তারপর একটা বাটিতে তুলে নিলাম।
একই কড়াইতে পরিমান মতো তেল দিয়ে পিঁয়াজের কুচি, রসুন ও আদার বাটি গুলো ঢেলে দিলাম।তারপর হাতা দিয়ে নাড়তে থাকলাম। তারপির সেখানে মরিচের গুঁড়ো, মসলার গুঁড়ো, হলুদের গুঁড়ো ও লবণ দিয়ে দিলাম।
তারপর হাতা দিয়ে সবগুলো মিক্সার করে নিলাম।
পরিমান মতো পানি দিয়ে ডিম গুলো দিয়ে দিলাম।
একটু পিঁয়াজ টা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা টি খুলে একটু হাতা দিয়ে নেড়ে দিলম।
প্রায় হয়ে গেছে ডিমের ভুনা। তারপর একটা বাটিতে ঢেলে নিলাম। অবেশেষে তৈরি হয়ে গেল সুস্বাদু ডিমের ভুনা।
আমার তৈরি করা রেসিপিটির সাথে নিজের একটি ছবি আপনাদের মাঝে শেয়ার করলাম।
এতোক্ষন আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভালো লাগবে আমার রেসিপির পোষ্টটি পড়ে। কোন রকম ভুল-ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও নিজের প্রতি খেয়াল রাখবেন।
ডিমের রেসিপি দেখলেতো লোভ সামলে রাখা অসম্ভব হয়ে পড়ে।আপনার আজকের ডিম ভুনা রেসিপি সত্যি খুবই লোভনীয় লাগছে। খুবই সুন্দর একটা কালার আসছে যে কারণে দেখেই বুঝতে পেরেছি যে এটা খেতে কতটা মজা হয়েছিল। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
গঠনমূলক একটি মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। 🤗🤗🤗
খুবই সুন্দর ভাবে ডিমের ভুনা রেসিপি আসবে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা এই রেসিপিটি এতটাই সুন্দর ছিল যা দেখেই বোঝা যাচ্ছিল এটি খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এমন সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভাইয়া আমার জন্য দোয়া করিয়েন যেন আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের মাঝে উপহার দিতে পারি। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
পেয়াজ ও মরিচ দিয়ে এরকম ডিম ভুনা রেসিপি অনেকবার খেয়েছি ভাই।খুবই সুস্বাদু হয় এই রেসিপিটি।আপনি খুব সুন্দরভাবে রান্না করার প্রক্রিয়াগুলো তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।শুভকামনা রইল সবসময়।
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।🤗🤗
আপনার উপস্থাপন করা এই ডিমের ভুনা রেসিপি টা দেখে খিদে যেন অনেক বেড়ে গেল ।আপনি এটা আমাদের মাঝে অনেক সুন্দরভাবে তুলে ধরেছেন বিশেষ করে উপস্থাপনাটা আমার কাছে দারুন লেগেছে । আপনি রেসিপিটা ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া।
নিত্য প্রয়োজনীয় খাবার এর মধ্যে ডিম হলো অন্যতম। আমরা ডিম নানা সময় নানা ভাবে রান্না করে থাকি। আপনার ডিম ভুনার রেসিপি টা দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য
হ্যাঁ ভাইয়া খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ ভাইয়া। 🤗🤗
এর আগে আপনার ডিম ভাজির রেসিপি দেখে ডিম ভাজি করা শিখছি। আজকে আপনার ডিম ভুনা রেসিপি দেখে ডিম ভুনা কিভাবে করতে হয় রিভিশন হয়ে গেলো। যারা ডিম ভুনা করতে জানে না, তাদের জন্য অনেক উপকারি হবে আপনার পোস্টটি। অনেক ভালো লাগলো ভুনা ডিমের ছবি দেখে।
ধন্যবাদ ভাইয়া। 🤗🤗🤗
ভাইয়া আপনার ডিম ভুনা দেখে খুবই লোভনীয় মনে হচ্ছে। আপনার ডিম ভুনার কালার দেখতে দারুন হয়েছে। কালার দেখেয়েই বুঝতে পেরেছি কতটা মজা হয়েছিল। আপনি মনে হয় অনেক মজা করে একা একা খেয়েছেন। ডিম ভুনা এভাবে খেতে আমার অনেক ভালো লাগে। আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার জন্য শুভেচ্ছা রইল।
নাহ আপু আমি একাই খাইনি আমার সাথে আমার রুম মেট দুই জন খেয়েছে। অনেক মজা হয়েছিল। মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।
সুস্বাদু ডিমের ভুনা রেসিপি তৈরি করেছেন দারুন হয়েছে। দেখে আমিও শিখে নিলাম। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া
আপনি শিখতে পেরেছেন এতে আমি অনেক খুশি হলাম। হ্যাঁ অবশ্যই একদিন রান্না করবেন। আপনার জন্য শুভকামনা রইল।
আপনি অনেক মজাদার একটি ডিম ভুনার রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন, প্রতিটি উপকরণ সঠিক সময় ব্যবহার করেছেন যার কারণে রেসিপির রং অনেক সুন্দর এসেছে। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে ধাপে ধাপে আমাদের সকলের মাঝে ডিম ভুনার রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
গঠনমূলক একটি মন্তব্য করে আমার পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
ব্যাচেলর লাইফে ব্যাচেলরদের জন্য একমাত্র খুব কম সময়ে প্রস্তুতকৃত রেসিপি হচ্ছে ডিম।
আপনি খুব লোভনীয় ভাবে রেসিপিটি প্রস্তুত করেছেন খেতে সুস্বাদু হবে এতে কোন সন্দেহ নেই।।
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন ব্যাচেলরদের জন্য খুব অল্প সময়ে ডিম রেসিপি তৈরি করাই উত্তম। ধন্যবাদ ভাইয়া।