রেসিপিঃ "কাপ কেক রেসিপি"//10% Beneficiary To @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago


05-12-2021

২০ই অগ্রহায়ন, ১৪২৮ বঙ্গাব্দ

প্রসঙ্গঃ "কাপ কেক রেসিপি"

IMG_20211204_224500.jpg

IMG_20211204_224806.jpg

  • আসসালামু আলাইকুম
  • আমি @robiul02 বাংলাদেশ থেকে 🇧🇩🇧🇩

    হ্যালো বন্ধুরা,

    আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। অনেক দিন ধরে ভাবতেছি একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করবো । কিন্তু ভেবে উঠতে পারতেছি না যে কি রেসিপি তৈরি করবো। অবশেষে একটা রেসিপি তৈরি করলাম। আজকে প্রথম আপনাদের মাঝে "কাপ কেক" একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি, আশা করি সবার ভালো লাগবে।



    রেসিপি তৈরি উপকরণঃ

    উপকরণপরিমাণ
    ১. ময়দা২৫০ গ্রাম
    ২. ডিম২ পিচ
    ৩. ভ্যানিলা এসেন্স১ চামচ
    ৪. বেকিং পাউডার১ চামচ
    ৫. তেল১ কাপ
    ৬. লবণ১ চামচ
    ৭. দুধ১কাপ
    ৮. চিনিকাপ

    IMG_20211204_232124.jpg

    IMG_20211204_232157.jpg

    রেসিপি তৈরি ধাপঃ ১

    IMG_20211205_191525.jpg

    প্রথমে ময়দা গুলো সুন্দর করে চালিয়ে নিলাম

    রেসিপি তৈরি ধাপঃ ২

    IMG_20211205_191604.jpg

    IMG_20211205_191705.jpg

    তারপর একটা বাটিতে ডিম গুলো ভেঙে দিলাম। সেখানে চিনি লবণ ও বেকিং পাউডার দিয়ে মিক্সার করে নিলাম।

    রেসিপি তৈরি ধাপঃ ৩

    IMG_20211205_191738.jpg

    IMG_20211205_191820.jpg

    তারপর তেল ঢেলে দিয়ে মিক্সার করলাম।

    রেসিপি তৈরি ধাপঃ ৪

    IMG_20211205_191850.jpg

    এক কাপ দুধ ঢেলে দিয়ে মিক্সার করে নিলাম।

    রেসিপি তৈরি ধাপঃ ৫

    IMG_20211205_191929.jpg

    এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে মিক্সার করলাম। এটি একটি ফ্লেভার। খাবারটি সুস্বাদু করার জন্য এটা ব্যবহার করলাম।

    রেসিপি তৈরি ধাপঃ ৬

    IMG_20211205_191956.jpg

    তারপর ময়দা গুলো ঢেলে দিলাম।

    রেসিপি তৈরি ধাপঃ ৭

    IMG_20211205_192031.jpg

    ময়দা গুলো সুন্দর করে হ্যান্ড বিটার দিয়ে মিক্সার করে নিলাম।

    রেসিপি তৈরি ধাপঃ ৮

    IMG_20211205_200625.jpg

    কাপগুলো তে একটু করে তেল লাগায় দিলাম।

    রেসিপি তৈরি ধাপঃ ৯

    IMG_20211205_200704.jpg

    IMG_20211205_200738.jpg

    প্রত্যেক কাপ গুলোতে হাপ কাপ করে ঢেলে দিলাম।

    রেসিপি তৈরি ধাপঃ ১০

    IMG_20211205_200828.jpg

    তারপর গ্যাসের চুলা টা চালু করে তাওয়া বসে দিলাম।

    রেসিপি তৈরি ধাপঃ ১১

    IMG_20211205_200915.jpg

    কাপ গুলো সুন্দর করে তাওয়াতে বসায়ে দিলাম তাপ দেওয়ার জন্য।

    রেসিপি তৈরি ধাপঃ ১২

    IMG_20211205_200943.jpg

    তারপর ঢাকনা দিয়ে দিলাম।

    রেসিপি তৈরি ধাপঃ ১৪

    IMG_20211205_201038.jpg

    ২৫ থেকে ৩০ মিনিট পর ডাকনা তুলে নিলাম।

    রেসিপি তৈরি ধাপঃ ১৫

    IMG_20211205_201201.jpg

    অবশেষ তৈরি হলো কাপ কেক। আমি কাপ থেক একটি কেক বাইর করে প্রিজে নিয়ে নিলাম।

    আশা করি আপনাদের ভালো লাগবে আমার পোষ্টটি পড়ে। কোন রকম ভুল-ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও নিজের প্রতি খেয়াল রাখবেন।

    ধন্যবাদ জানাই "আমার বাংলা ব্লগ" সকল সদস্যদের।

    Sort:  
     3 years ago 

    চমৎকার করে আপনি কাপ কেক রেসিপি তৈরি করেছেন ।আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত আমি লক্ষ্য করলাম। আপনার কাছ থেকে নতুন একটি রেসিপি শিখে নিলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

     3 years ago 

    ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামতের জন্য। আমি যতটুকু পারি আপনাদের মাঝে শেয়ার করছি আপু।

     3 years ago 

    খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন। এই ভাবে হোমমেড কেক তৈরি করে খেলে খুবই মজা হয় এবং এটা স্বাস্থ্যসম্মত হয়। আমরা সাধারণত বাহির থেকে খেয়ে থাকি সেটা স্বাস্থ্যসম্মতভাবে তৈরি হয় কিনা সেটা আসলে আমরা জানিনা তাই আমাদের উচিত এভাবে হোমমেড ভাবে বাসায় তৈরি করে খাওয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে এভাবে মজার একটি কেক রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

     3 years ago 

    ধন্যবাদ ভাইয়া। আপনি একদিন বাসায় রেসিপি টা তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে ভাইয়া। আশা করি অনেক ভালো লাগবে।

     3 years ago 

    এভাবে যে চায়ের কাপে কাপ কেক বানানো বানানো যায় তা তো আমার জানা ছিল না আজ প্রথম দেখলাম।এভাবে কাপগুলো গরম তাওয়ার উপরে দিলে ফেটে যায় না ভাইয়া? খুবই চমৎকার হয়েছে আপনার কাপ কেক বানানোর আইডিয়াটা। আমার কাছে অনেক ভালো লেগেছে আমি একদিন ট্রাই করবো এ রকম কাপে দিয়ে।ধন্যবাদ আপনাকে কাপ কেক বানানোর নতুন একটি আইডিয়া শেয়ার করার জন্য।

     3 years ago 

    ধন্যবাদ আপু। আপু আপনি একদিন বাসায় ট্রাই করে দেখবেন কাপ ফেটে যাবে না। আশা করি আপু আপনি তৈরি করতে পারবেন।

    দারুণ দেখাচ্ছে কিন্তু ভাইয়া আপনার তৈরি কাপ কেকগুলো।এভাবে কাপ দিয়ে কেক তৈরির প্রক্রিয়াটি আমার কাছে সম্পূর্ণ নতুন।এর আগে প্রেসার কুকার দিয়ে কেক তৈরি করা দেখেছি কিন্তু এটি সম্পূর্ণই ইউনিক একটি পদ্ধতি।আপনার ধাপে ধাপে বর্ণনাসহ কেক তৈরির প্রক্রিয়াটি চমৎকার লাগলো।সুযোগ পেলে একদিন বাসায় ট্রাই করে দেখবো কেমন লাগে।সুন্দর একটি মুখরোচক রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

     3 years ago 

    আসলে আমিও এটা নতুন ভাবে তৈরি করছি। আমাকে বেশ ভালোই লাগছে ভাইয়া। এক দিন বাসায় ট্রাই করে দেখিয়েন ভাইয়া।

     3 years ago 

    ওয়াও ভাইয়া বাসার তৈরি কাপ কেক দেখে খুব ভালো লাগলো আমার। কারন হচ্ছে যে সবাই তা তৈরি করতে পারে না। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

     3 years ago 

    ধন্যবাদ ভাইয়। আপনার জন্য শুভকামনা রইল।

     3 years ago 

    কাপ কেক রেসিপি দেখে খেতে খুব ইচ্ছা করছে। আপনি খুবই সুন্দর ভাবে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা দেখে আমি শিখতে পেরেছি। আপনার জন্য শুভকামনা রইল।

     3 years ago 

    ধন্যবাদ ভাইয়া।

    কাপ কেক গুলো দেখতে খুবই ভালো লাগছে ভাইয়া, দেখেই বোঝা যাচ্ছে অনেক সফট হয়েছে। খুবই দারুন একটি রেসিপি শেয়ার করেছেন আমাদের সাথে। কাপ কেক সাধারণত কিনেই খাওয়া হয়, বাসায় কখনো তৈরি করা হয়নি। আজকে আপনার রেসিপিটির মাধ্যমে জানতে পারলাম কিভাবে বাসায় তৈরি করা যায়। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করবার জন্য। শুভকামনা রইল।

     3 years ago 

    ধন্যবাদ ভাইয়া। বাসায় একবার চেষ্টা করে দেখবেন ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।

     3 years ago 

    অসাধারণ সুন্দর ভাবে কাপ কেক তৈরি করেছেন। কাপ কেক তৈরীর রেসিপি টা পরে আমার অনেক ভালো লেগেছে। প্রতিটি ধাপ খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

     3 years ago 

    ধন্যবাদ ভাইয়া

    Coin Marketplace

    STEEM 0.18
    TRX 0.14
    JST 0.030
    BTC 58679.35
    ETH 3155.04
    USDT 1.00
    SBD 2.44