এসো নিজে করি "ড্রয়িং" ( স্কুল চিত্র ) // 10% Beneficiary To @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

  • আসসালামু আলাইকুম
  • IMG_20211119_183141.jpg

    হ্যালো বন্ধুরা,

    আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি প্রথম বারের মতো আমার বাংলা ব্লগ কমিউনিটিতে একটি "স্কুলের চিত্র অংক "করে আপনাদের দেখাবো। আশা করি আপনাদের ভাল লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।

    প্রয়জনীয় উপকরণঃ

    ১. কাগজ
    ২. রাবার
    ৩. পেন্সিল
    ৪. স্কেল
    ৫. রুল তারা মেশিন

    IMG_20211119_171907.jpg

    ধাপ-১

    IMG_20211119_141222.jpg

    প্রথমে একটি সাদা কাগজ নিলাম

    ধাপ-২

    IMG_20211119_171929.jpg

    তারপর পেন্সিল দিয়ে একটা লম্বা লাইন টান লাম

    ধাপ-৩

    IMG_20211119_172018.jpg

    ওই লাইনের উপর ৬ পিলার ঠান লাম

    ধাপ-৪

    IMG_20211119_172135.jpg

    পিলার এর উপরে ত্রিভূজ আকৃতি তৈরী করি

    ধাপ-৫

    IMG_20211119_172247.jpg

    তারপর ছাদ তৈরী করি

    ধাপ-৬

    IMG_20211119_180809.jpg

    সব রুম গুলোকে ভাগ করি

    ধাপ-৭

    IMG_20211119_181103.jpg

    তারপর দরজা ও সিরি তৈরী করি

    ধাপ-৮

    IMG_20211119_181444.jpg

    ঘড়ি ও নাম লিখলাম

    ধাপ-৯

    IMG_20211119_181843.jpg

    জানালা ও পতকা তৈরী করি

    ধাপ-১০

    IMG_20211119_183141.jpg

    সর্বশেষ ছাদ, জানালা ও দরজা কালার করি।

    IMG_20211119_172609.jpg

    আমার পোষ্টটি কোন রকম ভুল-ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও নিজের প্রতি খেয়াল রাখবেন।

    ধন্যবাদ জানাই "আমার বাংলা ব্লগ" সকল সদস্যদের।

    Sort:  
     3 years ago 

    আপনার স্কুলে চিত্র অংকটি দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। আপনি খুবই সুন্দরভাবেটি অঙ্কন করেছেন। আপনার ধাপ গুলো আমার অনেক পছন্দ হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

     3 years ago 

    আপনাকে ধন্যবাদ ভাইয়া

     3 years ago 

    আপনি স্কুলের সুন্দর চিত্র অংকন করেছেন। কীভাবে অংকন করেছেন সেই ধাপ গুলো তুলে ধরেছেন।সব মিলিয়ে অসাধারণ একটি পোস্ট করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ।

     3 years ago 

    আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার পোস্টটি পড়ার জন্য।

     3 years ago 

    এটি একটি খুব সুন্দর পেইন্টিং, আমার বন্ধু, কাজ চালিয়ে যান।

     3 years ago 

    আপনার কয়েকটি বানান ভুল হয়েছে। সেগুলো সংশোধন করে নিন। ছবিটা সুন্দর এঁকেছ। পরবর্তীতে চেষ্টা করবেন আরো ভালো কিছু আকার ।ধন্যবাদ আপনাকে।

     3 years ago 

    আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া,,,

     3 years ago 

    আপনার স্কুলের চিত্র টি খুবই সুন্দর হয়েছে।স্কুল গুলো দেখতে অনেকটা এমনই হয়।ধাপে ধাপে খুব সুন্দর করে দেখিয়েছেন।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আপনার আর্ট টি শেয়ার করার জন্য।আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

     3 years ago (edited)

    ধন্যবাদ আপু

    আপনার স্কুলের চিত্র অংকন টি অনেক সুন্দর হয়েছে ভাই। আপনার চিত্র অংকন টি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি এত সুন্দর চিত্র আট করতে পারেন আগে তো জানতাম না। এখন দেখে পুরাই অবাক হয়ে গেলাম।

    অনেক সুন্দর ভাবে আট করে ধাপে ধাপে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি স্কুলের ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

     3 years ago 

    ধন্যবাদ ভাইয়া আমার জন্য দোয়া করিয়েন যাতে করে আর নতুন কোন ড্রয়িং নিয়ে আপনাদের কাছে উপস্থাপন করতে পারি

    ভাইয়া আপনি খুব সুন্দর করে একটি স্কুলের ছবি একেছেন প্রতিটি ধাপ খুন সুন্দর করে একেছেন, খুব সুন্দর উপাস্থপনা ছিলো

    আপনার জন্য ভালোবাসা রইলো।

     3 years ago 

    আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

    Coin Marketplace

    STEEM 0.16
    TRX 0.13
    JST 0.026
    BTC 57213.13
    ETH 2415.72
    USDT 1.00
    SBD 2.40