আমার প্রথম পাওয়ার আপ ২৬ স্টিম @robinsiddiqui...10% for shy fox

আজ তারিখঃ ২৬-০২-২০২২
বারঃ শনিবার

আসসালামু আলাইকুম❤️

আজ আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি। সেটা হলো পাওয়ার আপ। স্টিমিটে নিজের আইডি কে শক্তিশালী বা পাওয়ারফুল করতে এই পাওয়ার আপের কোনো জুরি নেই। তার মধ্যে আজ আমি প্রথমবারের মতো পাওয়ার আপ করতে যাচ্ছি। তাই কৌতূহলটা অনেক বেশি কাজ করছে। তো চলেন পাওয়ার আপ করার ধাপ বা প্রসেস গুলো সম্পর্কে ধারণা নেওয়া যাক।

PicsArt_02-26-08.55.57.jpg

ধাপ→১ঃ

প্রথমে নিজের ওয়ালেটে যাব। এখানে,

আমার লিকুইড স্টিম দেখাচ্ছে = ২৬.১৮০ স্টিম
এবং স্টিম পাওয়ার দেখাচ্ছে = ৮.২২০ স্টিম

IMG_20220226_211613.jpg

ধাপ→ ২ঃ

এখন নিজের এক্টিভ কি দিয়ে সাইন ইন করে নিতে হবে।

IMG_20220226_214631.jpg

ধাপ→৩ঃ
এবার স্টিম ব্যালেন্সের পাশে ড্রপ ডাউন বারে ক্লিক করে পাওয়ার আপ অপশনে ক্লিক করতে হবে।

IMG_20220226_211436.jpg

ধাপ→৪ঃ
এখন যত স্টিম পাওয়ার আপ করতে চাচ্ছি সেটা এমাউন্টের ঘরে বসিয়ে দিতে হবে।যেহেতু আমি ২৬ স্টিম পাওয়ার আপ করবো তাই ২৬ বসিয়ে পাওয়ার আপ অপশনে ক্লিক করতে হবে।

IMG_20220226_211330.jpg

ধাপ→৫ঃ

OK বাটনে ক্লিক করতে হবে।

IMG_20220226_211311.jpg

ধাপ→৬ঃ

এখন আমার লিকুইড স্টিম হয়ে গেছে = ০.১৮০ স্টিম
এবং পাওয়ার আপ-এ দেখাচ্ছে = ৩৪.২২০ স্টিম।

IMG_20220226_211241.jpg

ধাপ→৭ঃ

সতর্কতার জন্য একবার হিস্টোরি চেক করে নিতে হবে।

IMG_20220226_211038.jpg

এটাই আমার প্রথম পাওয়ার আপ জার্নি ছিল। আজকের মতো এই পর্যন্তই। পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

আসসালামু আলাইকুম❤️

Sort:  
 2 years ago 

পাওয়ার বৃদ্ধি মানেই নিজের সক্ষমতা বৃদ্ধি। আপনার পাওয়ার অনেক কম। তাই আপনার নিয়মিত পাওয়ার আপ করা উচিত। এভাবে লেগে থাকুন। পাওয়ার আপ এর জন্য অভিনন্দন। এবং এভাবেই এগিয়ে যান। আপনার জন্য শুভকামনা।।

ইনশাআল্লাহ ভাই। ধন্যবাদ

 2 years ago 

প্রথম পাওয়ার বৃদ্ধি করলেন জেনে খুব ভালো লাগলো। আশা করি আপনি নিয়মিত পাওয়ার বৃদ্ধি করবেন। কারণ পাওয়ার বৃদ্ধি মানে নিজের সক্ষমতাকে বৃদ্ধি করা আমরা সবসময় নিজের সক্ষমতা বৃদ্ধি করে যাব। শুভকামনা রইল আপনার জন্য।

জ্বী ভাই আপনাকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য

 2 years ago 

পাওয়ার আপ মানে নিজের সক্ষমতা বৃদ্ধি এটা আমরা সবাই জানি, এবং এটাও জানি যে নিজের পাওয়ার নিজেরই একটা সময় অনেক উপকারে লাগবে। অনেক ধন্যবাদ আপনাকে পাওয়ার আপ করে সবাইকে উৎসাহ দেওয়ার জন্য। ভাল থাকুন সুস্থ থাকুন।

ধন্যবাদ সুন্দর মতামতের জন্য

 2 years ago 

পাওয়ার আপ মানে নিতে সক্ষমতাকে বৃদ্ধি করা ।আমরা সবাই পাওয়ার আপকে ভালোবাসি ।আপনি আজ অনেকগুলো স্টিম পাওয়ার আপ করেছেন। এভাবেই এগিয়ে যান আপনার লক্ষ্যে পৌঁছাতে বেশি সময় লাগবে না ।শুভকামনা রইল আপনার জন্য।

দোয়া করবেন ভাই ধন্যবাদ

 2 years ago 

একাউন্টঃ @robinsiddiqui
পাওয়ার বৃদ্ধিঃ = 325.000%

 2 years ago 

পাওয়ার আপ করাটা আমরা সবাই ভালবাসি। আর আপনার পাওয়ার আপ করা পোস্টটি দেখে অনেক ভালো লাগলো । দোয়া করি ধীরে ধীরে আরও সামনের দিকে যেন এগিয়ে যেতে পারেন

জ্বী ভাই দোয়া করবেন

 2 years ago 

আপনার প্রথম পাওয়ার আপ করার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। আপনি টারগেট ডিসেম্বরকে সামনে রেখে একটা নিদিষ্ট এমাউন্টের স্টিম পাওয়ার আপ করার জন্য নিরধারন করতে পারেন। এতে করে টারগেট ফুলফিল করার জন্য নিয়মিতভাবে পাওয়ার আপ করতে পারবেন। আর একটি বিষয় হচ্ছে আপনার সেকেন্ড ট্যাগ হিসেবে target-december ব্যাবহার করবেন। ধন্যবাদ আপনাকে

হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ কমেন্টের জন্য

 2 years ago 

আই লাভ পাওয়ার আপ। পাওয়ার আপ কে আমরা সবাই ভালবাসি আপনি ঠিক তেমনই একটি কাজ করেছেন। আপনি আজ অনেকগুলো স্টিম পাওয়ার আপ করেছেন। যা দেখে অনেকেই উৎসাহিত হবে পাওয়ার আপ করার জন্য। এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল।

আই লাভ পাওয়ার আপ অলসো। ধন্যবাদ ভাই

আপনার প্রথম পাওয়ার আপ জেনে অনেক ভালো লাগলো। পাওয়ার আপের মাধ্যমে আপনি আপনার স্টিমেট একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করবেন সেই প্রত‍্যাশাই করি। আপনার পাওয়ার বৃদ্ধি কে সাধুবাদ জানাই। শুভেচ্ছা রইল আপনার জন‍্য

জ্বী ভাই ধন্যবাদ সুন্দর মতামতের জন্য

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58752.84
ETH 3153.55
USDT 1.00
SBD 2.44