একুশে ফেব্রুয়ারি/আন্তর্জাতিক মাতৃভাষা নিয়ে একটি কবিতা by @robinsiddiqui...10% for @shy-fox

আসসালামু আলাইকুম❤️

আজ তারিখঃ১৩ ফেব্রুয়ারি
বারঃ রবিবার

চলছে ফেব্রুয়ারি মাস। ভালোবাসার মাস। সবাই যখন তাদের ভ্যালেন্টাইন্স নিয়ে বিজি তখন এই সময়ের মধ্যে একটু আমাদের মাতৃভাষাকে স্মরণ করে কবিতাটি উপহার দিচ্ছি।আশা করি ভালো লাগবে❤️
1644748625663.jpg
source:pixabay.com

২১ শে ফেব্রুয়ারি

🌺২১শে ফেব্রুয়ারি
হাজারো শহিদের রক্তঝরা এই ২১শে
ফেব্রুয়ারি
যে দিন স্মরণ করিয়ে দেয়
মা,ভাই,আত্মীয়ের আহাজারি
দোষ ছিল একটাই যে আমরা ছিলাম
মাতৃভাষার দাবিদার
শাসকের মুখোশ পড়া সেই শকুনেরা
শোনেনি তো সেই চিৎকার
কে শোনে কার কথা নুরুল সাহেবের ১৪৪
ধারা হলো যে জারি
ভুলে গিয়েছিলো কি আমরা বীরের
অস্তিত্বধারী?
ভঙ্গ করে ১৪৪,নেমে পড়লো তারা
রাজপথে
প্রাণ গেলো সেই রফিক,শফিক,বরকতের
অকপটে
উঠিয়ে দিলো ঘাতক কাঁটা,ফিরিয়ে দিলো আমাদের ভাষা
তাদেরই রক্তদানে পূরণ হলো কোটি
বাঙালির আশা
হে ২১শে ফেব্রুয়ার,২১শে ফেব্রুয়ারি
তোমাকে যে তাই আমরা ভুলতে না পারি🌺

কবিতাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।এই ভালোবাসার মাসে সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে পড়ুক।আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন ❤️

আসসালামু আলাইকুম💙

Sort:  
 2 years ago 

আপনি একুশে ফেব্রুয়ারি নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। তবে আমার কাছে কিছু অসংগতি মনে হল। বিশেষ করে দাড়ি সেমিকোলন এর ব্যবহার সম্বন্ধে। দয়া করে যতি চিহ্ন বিশেষ করে দাড়ি আমার চোখেই পড়েনি।

ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। পরবর্তী সময়ে মাথায় রাখবো আপনার কথাটি।❤️

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মাতৃভাষা দিবস নিয়ে আপনি খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার থেকে আরও সুন্দর সুন্দর কবিতা আমরা শুনতে চাই। ভালো থাকবেন ভাই। মাতৃভাষা দিবস অমর হোক।❤

সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ ✌️

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60340.89
ETH 2615.66
USDT 1.00
SBD 2.56