লেভেল ০১ হতে আমার অর্জন by @robinsiddiqui...১০% প্রিয় লাজুক খ্যাঁকের জন্য...তারিখ-২৭-০১-২০২২

আসসালামু আলাইকুম❤️

দীর্ঘদিন পর আজকে ফিরে আসলাম। আসলে মাঝখানে আমার আগের ফোনটি হারিয়ে যাওয়ার কারণে এই দীর্ঘ সময় স্টিমিট থেকে বিছিন্ন ছিলাম। এর কারণে অনেকটা পিছিয়ে গেছি।আশা করি আমার পরিস্থিতি টা সবাই বুঝে আমাকে সাপোর্ট দিবেন।

1643306169697-01.jpeg

Level -1 এর ক্লাস আমি ডিসকর্ড চ্যানেলের @abbschool এর মাধ্যমে করি। সেখানে সাইফুল ভাই এবং অন্যান্য মডারেটর ভাই আপুরা খুব সুন্দরভাবে সবকিছু উপস্থাপন করেছেন।তাছাড়া লেকচার শিট এর মাধ্যমে আরো খু্ঁটিনাটি অনেক কিছু শিখতে পেরেছি।এইসব কিছু আমার নিজের ভাষায় এখানে পরীক্ষা দিচ্ছি। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি রবিন সিদ্দিকী।আমার বাসা টাঙ্গাইল জেলায়। জাতীয়তা বাংলাদেশী।বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের অর্থনীতি বিভাগে। পড়াশোনার পাশাপাশি টুকটাক লেখালেখি করতে ভালোবাসি।

স্টিমিট কি?


স্টিমিট হলো এমন একটি প্লাটফর্ম যেখানে কাজ করলে কাজের বিনিময়ে রিওয়ার্ড পাওয়া যায়।

স্টিমিটের সাথে অন্য প্লাটফর্মের পার্থক্যঃ


ফেসবুক,টুইটার এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে সময় ব্যায় করার ফলে সেইসব প্লাটফর্মগুলো শুধু জনপ্রিয়তা লাভ করছে। মাঝখান থেকে আমাদের কোনো আর্থিক লাভ হচ্ছে না।অথচ স্টিমিট এমন একটা প্লাটফর্ম যেখানে সময় ব্যায় করলে আমাদের প্রতিটা পোস্ট,আপভোট,কমেন্ট এগুলার জন্য আমাদের একটা রিওয়ার্ড দেওয়া হয়।এতে করে এই প্লাটফর্মটি যেমন জনপ্রিয়তা পাচ্ছে তেমনি আমরাও আমাদের সময়ের বিনিময়ে একটা স্মার্ট ইনকাম এখান থেকে লাভ করছি।এটাই হলো অন্যান্য প্লাটফর্ম থেকে আমার প্লাটফর্মের সবচেয়ে বড় পার্থক্য।

ব্লকচেইন কী


ব্লকচেইন বর্তমান সময়ে খুব জনপ্রিয় একটি প্রযুক্তি। স্টিমিটে আমরা যে লাইক,কমেন্ট করি সেগুলা কোনো ব্যক্তির নিকট কেন্দ্রীভূত থাকে না।এটা বিকেন্দ্রীকরণ ভাবে আছে। এখানে সব ডাটা বা তথ্যগুলো ব্লক আকারে বিন্যস্তভাবে জমা হয়।প্রতি ৩ সেকেন্ড পরপর এটা তৈরি হয়।এভাবে নতুন ব্লকগুলো তার আগের ব্লকের সাথে যুক্ত হয়ে একটা চেইন তৈরি করে,সেটাই হচ্ছে ব্লকচেইন।

পোস্ট করার নিয়ম


স্টিমিট ডট কম-এ গিয়ে সেখানে নিজের ছবির পাশে কলম চিহ্নের মতো একটা প্রতীক থাকে। সেখানে যাওয়ার পর পোস্ট করার জন্য ৩ টি বক্স পাওয়া যায়।সেগুলো একটি টাইটেলের জন্য,আরেকটি বডি বা বিস্তারিত লেখার জন্য এবং শেষেরটি ট্যাগ ব্যাবহার করার জন্য। টাইটেলে সর্বোচ্চ ২৫৫ ক্যারেকটার ব্যাবহার করা যাবে।ক্যারেকটার বলতে অক্ষর,কমা,স্পেস প্রতিটি একটা করে ক্যারেকটার। বডিতে সর্বোচ্চ ৬৫৫৩৬ ক্যারেকটার ব্যাবহার হয়। ১০০ অক্ষরের নিচে কোনো পোস্ট গ্রহণযোগ্য হয় না।পোস্ট সুন্দর করতে সেই প্রাসঙ্গিক ছবি যুক্ত করতে হবে।ছবি যাতে ১০ মেগাবাইটের বেশি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর ট্যাগের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে পোস্ট রিলেটেড ট্যাগ ব্যাবহার করা হয়।নাহলে সেটি স্প্যামিং বলে গণ্য হবে। কমিউনিটিতে সর্বোচ্চ ৭ টি এবং ব্লগের ক্ষেত্রে ৮ টি ট্যাগ ব্যাবহার করা যাবে। ট্যাগের নিচে এডভান্স এ গিয়ে বেনিফিসিয়ারি যুক্ত করতে হবে অন্তত ১০% @shy-fox এর জন্য।

ট্যাগ করার নিয়ম


ট্যাগ হচ্ছে মূলত যে সম্পর্কে পোস্ট করা হয় তাকে সংক্ষেপে খুঁজে পাওয়ার কিওয়ার্ড। মনে করেন,যদি রেসেপি সম্পর্কিত কোন পোস্ট করা হয় তাহলে ট্যাগগুলোও অবশ্যই কুকিং,কারি,ফিস,রেসেপি ইত্যাদি টাইপ হতে হবে।যদি তা না দিয়ে ভ্রমন,ঘুরাঘুরি এসব ট্যাগ ব্যাবহার করে তাহলে তো তার পোস্টের সাথে কোনো সামঞ্জস্যতা থাকলো না।তখন সেটা স্প্যামিং এর আওতায় চলে যাবে।তাই এই বিষয়টা অবশ্যই আমাদের খেয়ালে রাখতে হবে।

তাছাড়া ট্যাগে কখনো সংখ্যা(1,2,3) আগে ব্যাবহার করা যাবে না। যেমনঃ3g ব্যাবহার না করে g3 ব্যাবহার করতে হবে। ট্যাগে সবসময় ইংরেজি ব্যাবহার করতে হবে। প্রথম অক্ষর কখনো বড় হাতের লেখা যাবে না। ট্যাগ বক্সে আলাদা করে (#) দেওয়ার কোন দরকার নেই। তবে বডিতে ট্যাগ ব্যাবহার করতে চাইলে তখন (#) ব্যাবহার করতে হবে। ট্যাগ বক্সে একটা ট্যাগের পর কোনো কমা ব্যাবহার করা যাবে না। একটা শব্দের পর স্পেস দিয়ে আরেকটা লিখতে হবে। পোস্ট করার পর অটোমেটিক ট্যাগ চিহ্ন show হবে। আর এমন কোনো পোস্ট যদি করা হয় যেটা অতীতে কোথাও ব্যাবহার করা হয়নি,সেক্ষেত্রে @steemexclusive ট্যাগটি ব্যাবহার করতে হবে। @nsfw ট্যাগটি ব্যাবহার করতে হবে যদি অশ্লীল কোনো ছবি,ভিডিও,নগ্ন ছবি,ধর্ম ও রাজনৈতিক কোনো এফিলিয়েশন,নির্যাতন,পশু পাখি হত্যা,এক্সিডেন্ট ইত্যাদি টাইপ কোনো পোস্ট করলে।তবে 'আমার বাংলা ব্লগ' কমিউনিটিতে এসব পোস্ট না করাই সবচেয়ে উত্তম।

স্প্যামিং


স্প্যামিং বলতে কোনো একটা কাজ বারবার বিভিন্ন ভাবে উপস্থাপন করা। কাউকে কারণ ছাড়া বিভিন্ন পোস্ট,কমেন্ট এ মেনশন দেওয়া।স্প্যামিং এর বিষয়ে জিরো টলারেন্স নীতি চালু আছে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে। একটা টপিক রিলেটেড পোস্ট করে যদি ট্যাগ হিসাবে অন্য কোনো টপিকের ট্যাগ ব্যাবহার করে তাহলে সেটাও স্প্যামিং এর আওতায় পড়ে। কমেন্টের মাধ্যমেও স্প্যামিং করা যায়। যদি ছোট ছোট করে কমেন্ট করা হয়,যার মাধ্যমে সে যে পোস্টটি ভালোভাবে পড়ে নাই তা প্রকাশ পায় তাহলে তা স্প্যামিং বলে গণ্য হবে।

কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট


যেহেতু স্টিমিট আমেরিকান একটি প্লাটফর্ম তাই কপিরাইট খুব মারাত্মক একটি অপরাধ হিসাবে গণ্য হয়।কারো কোনো লেখা বা আর্টিকেল যদি তাকে না জানিয়ে নিজের কোনো কাজে ব্যাবহার করা হয় তাহলে সেটি কপিরাইটের আওতাভুক্ত।আর্থিক কোনো লাভ ছাড়া অন্য কোনো ক্ষেত্রে মালিকের অনুমতি নিয়ে তার লেখা নিজের কাজে ব্যাবহার করা যায়।কিন্তু স্টিমিট এ যেহেতু আর্থিকভাবে লাভবান হওয়া যায় তাই এখানে কোনো অবস্থাতেই এটা গ্রহণযোগ্য নয়।

প্লাগিয়ারিজম


অন্য কারো লেখা হুবহু কপি করে বা মূল অংশটুকু অনুকরণ করে লেখার চেষ্টা করাকেই প্লাগিয়ারিজম বলে।যদি কারো পোস্ট দেখে অনুপ্রেরণা পেয়ে নিজে লেখার ইচ্ছা থাকে তাহলে নিজের মতো করে ৭০-৭৫% লিখতে হবে এবং বাকি ২০-২৫% অন্যের লেখা থেকে লেখা যাবে।তবু যথেষ্ট নিয়ম মেনে এবং সঠিক সোর্স উল্লেখ করে।

অ্যাবিউজ


যেহেতু প্লাগিয়ারিজম সফটওয়্যারের মাধ্যমে ধরা যায় তাই বিশেষ কৌশল অবলম্বন করে অন্যের লেখাকে আংশিক পরিবর্তন করে চালিয়ে দেওয়াকেই অ্যাবিউজ বলে। এটা মূলত ভালো পথের রূপ দেখিয়ে গোপনে খারাপ পথ বেছে নেওয়া।এসব স্প্যামিং,প্লাগিয়ারিজম,অ্যাবিউজ করলে সাথে সাথে মিউট করা হয় এবং বারবার করলে তাকে কমিউনিটি থেকে ব্যান করা হয়।

re-write


যদি আমরা এমন কোনো বিষয়ে লেখতে চাই যা ইতিমধ্যে আগে থেকেই আছে, তাহলে আমাদের সঠিক তথ্য এবং বিস্তারিত খুঁটিনাটি তথ্যের জন্য কোন ওয়েবসাইট ফলো করতে হবে। যেমনঃ মহাকাশ সম্পর্কে লেখার জন্য এর দূরত্ব সহ আরো কিছু তথ্য আমাদের দরকার পড়ে।তবে খেয়াল রাখতে হবে যাতে ৭০-৭৫% আমাদের ইউনিক লেখা থাকে বাকিটা সঠিক সোর্স সহ উল্লেখ করতে হবে।

২৪ ঘন্টায় সর্বোচ্চ কয়বার পোস্ট করা যায়?


২৪ ঘন্টায় সর্বোচ্চ ৩ বার পোস্ট করা যায়।একটি পোস্টের ৫ মিনিট পর আরেকটি পোস্ট করা যায় এবং ৩ সেকেন্ড পরপর কমেন্ট করা যায়।

ম্যাক্রো পোস্ট


কোনো পোস্ট যদি ১০০ অক্ষরের নিচে হয় এবং একটিমাত্র ছবি দিয়ে যদি কোনো পোস্ট করা হয় তাহলে সেটি ম্যাক্রো পোস্ট বলে গণ্য হবে। আর বারবার ম্যাক্রো পোস্ট করলে তাকে spammer বলে ধরা হবে এবং ব্যান করা হবে।

৩ টি কপিরাইট মুক্ত ছবি সংগ্রহ করার জন্য ওয়েবসাইট


https://www.freeimages.com
https://unsplash.com
https://pixabay.com

কী কী পোস্ট করা যাবে এবং কী কী যাবে না?


পোস্ট করা যাবেঃ
১. ভ্রমণ
২.রেসিপি
৩.ফটোগ্রাফি
৪.আর্ট
৫.রিভিও(বই,মুভি ইত্যাদি)
৬.অডিও,ভিডিও গান
৭.বিভিন্ন গল্প ইত্যাদি...

পোস্ট করা যাবে নাঃ
১.অশ্লীল কোনো ছবি,ভিডিও বা লেখা
২.পর্ণগ্রাফী কোনোকিছু
৩.ধর্ম ও রাজনৈতিক এফিলিয়েশন
৪.পশু পাখি হত্যার ছবি
৫.এক্সিডেন্টের কোনো ছবি
৬.নারী বিদ্বেষীমূলক কোনোকিছু
৭.পূর্বে কোথাও প্রকাশিত কোনো লেখা বা ছবি
৮.বারবার অশুদ্ধ বানান পরিহার করতে হবে
৯.কারো সম্মান বা কাউকে কটু করে কোন উক্তি
১০.nsfw ট্যাগ ব্যাবহার না করে কোনো যৌনতা বিষয়ক ছবি বা ভিডিও।

লাজুক খ্যাঁক


লাজুক খ্যাঁকের থেকে কিউরেশন পেতে হলে আমাদের 'আমার বাংলা ব্লগ' কমিউনিটিতে নিয়মিত সক্রিয় থাকতে হবে এবং কোয়ালিটি সম্পন্ন পোস্ট করতে হবে।সপ্তাহে অন্তত ৩ টি পোস্ট করতে হবে এবং ১০% মিনিমাম বেনিফিসারি হিসাবে লাজুক খ্যাঁক-কে দিতে হবে।

পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ❤️

Sort:  
 3 years ago 

আপনি খুব সুন্দরভাবে লেভেল ১ এর বিষয়গুলো উপস্থাপন করেছেন। আশা করছি যে সব বিষয় সম্পর্কে জেনেছেন তা সবসময় মাথায় রাখবেন এবং আমাদের কমিউনিটি তে রিগুলার একটি করে পোস্ট করে কমিউনিটির অগ্রযাত্রায় ভূমিকা রাখবেন। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো 😍

ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য।

 3 years ago 

আপনি লেভেল ওয়ানের খুব সুন্দর করে প্রশ্নের উত্তর দিয়েছেন।আশা করি সব নিয়ম কানুন মেনে আমার বাংলা ব্লগের সাথেই থাকবেন।আপনার জন্য শুভেচ্ছা এবং শুভ কামনা রইল।

দোয়া করবেন। ধন্যবাদ❤️

 3 years ago 

লেভেল ওয়ানে আপনি যা যা শিখলেন অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করলেন আমাদের মাঝে। মনে হয় আপনি অনেক কিছুই লেভেল ওয়ান থেকে শিখতে পেরেছেন। আমরাও লেবেলগুলো করে অনেক কিছু শিখতে পেরেছি। আশা করব পরবর্তী ক্লাসগুলো করে আরো অনেক কিছু শিখতে পারবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ধন্যবাদ আপু❣️

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60497.39
ETH 2637.52
USDT 1.00
SBD 2.56