লেভেল 2 হতে আমার অর্জন by @robinsiddiqui...10% for shy-fox

আজ তারিখঃ১৯-০২-২০২২
বারঃ শনিবার

আসসালামু আলাইকুম/আদাব💜


শুভ অপরাহ্ন বন্ধুগণ। আশাকরি সকলে ভালো

আছেন।আমি "আমার বাংলা ব্লগ"-এ আপনাদের নতুন বন্ধু এবং লেভেল 2 এর পরীক্ষার্থী।
গত মঙ্গলবার @abbschool এর লেভেল 2 এর ক্লাস করেছি এবং গতকাল ডিস্কর্ডে উপস্থিত থেকে ভাইভা দিয়ে উত্তীর্ণ হই এবং লিখিত পরীক্ষা দেওয়ার জন্য অনুমতি পাই।এই সবকিছুর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন লেভেল-২ এর সম্মানিত প্রফেসর সুমন ভাই,কিং পরশ ভাই এবং উইংক্লেস ভাই।

তাই আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি লেভেল-২ থেকে যেসব বিষয়ে অবগত হয়েছি তা নিজের ভাষায় এখানে উপস্থাপন করার চেষ্টা করছি। ভুল-ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

1645268705596.jpg

লেভেল-২ তে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আছে যেগুলো আমাদের অবশ্যই অবশ্যই জানা দরকার। টপিক গুলো হলোঃ

১.→কি সিকিউরিটি
২.→পাওয়ার আপ
৩.→ডেলিগেশন
৪.→ওয়ালেট সংক্রান্ত বিষয়


KEY:


কি মূলত দুই প্রকার।

1:public key
2.private key

Public key:এই কি-এর তেমন কোন কাজ নেই এবং এটি সবচেয়ে কম গুরুত্বপূর্ণ।

Private key: এর মধ্যে আবার ৪ টি ভাগ আছে।
1: →Posting key
2.→Active key
3:→Owner key
4:→ Memo Key

Posting key এর কাজঃ

4 টি কী এর মধ্যে পোস্টিং কি এর সেনসেটিভ তুলনামূলক
কম। এটি দিয়ে স্টিমিটের সোশ্যাল একটিভিটিস গুলো করা হয়। এই কি আর কাজগুলো হলোঃ

১→পোস্ট করা এবং কমেন্ট করা।
২→পোস্ট এবং কমেন্ট এডিট করা।
৩→আপভোট ও ডাউনভোট দেওয়া।
৪→ফলো ও আনফলো করা।
৫→কারো পোস্ট রিস্টিম করা।
৬→কাউকে মিউট করা ।

Active key এর কাজঃ

এই কি হচ্ছে ওয়ালেট রিলেটেড কি এবং এটি একটি সেনসিটিভ কি।যেহেতু এই কি এর সাথে ওয়ালেটের সম্পর্ক
আছে তাই এটি ট্রাস্টেড কোন সাইট ছাড়া ব্যবহার করা
একদমই উচিত নয়। এই কি কারো হাতে পড়লে আর
একাউন্টে কোনো লিকুইড স্টিম থাকলে তাহলে তা
অনায়াসেই হ্যাক করে নিয়ে যেতে পারবে। তাই এই কি টি অবশ্যই ভালোভাবে সংরক্ষণ করতে হবে। এই কি এর কাজ গুলোর মধ্যে আছেঃ

১→ট্রান্সফার রিলেটেড কাজ।
২→পাওয়ারআপ ও পাওয়ার ডাউন।
৩→এক্সচেঞ্জে ক্রয়-বিক্রয় করা ইত্যাদি।

Owner key এর কাজঃ

এই কি হচ্ছে কি গুলোর মধ্যে সবচেয়ে সেনসিটিভ কি।কেউ যদি স্টিমিট প্লাটফর্মে কোনো আইডি নিজের বলে দাবি
করতে চায় বা ঐ আইডির মালিক যে সে নিজে তা প্রমাণ করতে চায় তাহলে এই উনার কি প্রয়োজন হবে। এই কি হচ্ছে দলিলের মতো।
কোন জমির মালিকের কাছে যেমন
তার দলিল থাকলে সেটা তার নিজের বলে দাবি করতে পারে ঠিক এই উনার কি যার হাতে পড়বে সে আইডির
মালিক বলে দাবি করতে পারবে।
তাই নাকি এটি অত্যন্ত সতর্কতার সাথে সংরক্ষণ করতে হবে।এই কি এর কাজগুলোর মধ্যে আছেঃ

১→পোস্টিং কি এবং একটিভ কি রিসেট দেওয়া যায়।
২.→আইডি রিকোভার করা যায়।
৩→ভোটের ক্ষমতা প্রত্যাখ্যান করা যায়।

Memo key এর কাজঃ

কাউকে কোন প্রাইভেট কোন মেসেজ পাঠাতে হলে কি ব্যবহার করতে হয়। এর কাজ হলোঃ

১→এনক্রিপটেড মেসেজ পাঠাতে।
২→এনক্রিপটেড মেসেজ দেখতে।

Master Password এর কাজঃ

আমরা স্টিমিট একাউন্ট গঠন করার সময় যে একটি বড় পাসওয়ার্ড দেওয়া হয় সেটিই মূলত মাস্টার পাসওয়ার্ড। স্টিমিটে যে কি গুলো আছে সেগুলো প্রত্যেকটি একটি
নির্দিষ্ট সীমায় লেয়ারিং করা আছে। অর্থাৎ প্রত্যেকটি কি এর কাজ নির্দিষ্ট নির্দিষ্ট সীমায় আবদ্ধ।
কিন্তু এই মাস্টার পাসওয়ার্ডের কোন সীমাবদ্ধতা নেই। এই পাসওয়ার্ডটি দিয়ে সবকিছুই করা যায়। মূলত কী গুলোর জন্মই হয়েছে মাস্টার পাসওয়ার্ড এর মাধ্যমে।
তাই যদি এই মাস্টার পাসওয়ার্ড এবং উনার কি দুইটা একসাথে হারিয়ে যায় তাহলে একাউন্ট আর কোনভাবে পুনরুদ্ধার করা সম্ভব নয়। যেহেতু এই পাসওয়ার্ডের কোন সীমাবদ্ধতা নেই তাই এই পাসওয়ার্ড দিয়ে স্টিমিটের সব কিছুই করা যায়।

Master password নিরাপদে রাখার জন্য আমার প্ল্যানঃ

যেহেতু মাস্টার পাসওয়ার্ড-ই স্টিমিট স্তম্ভের মূল প্রাণ তাই
এই পাসওয়ার্ডটি শুধু ল্যাপটপ বা ফোনের গ্যালারিতে সেভ করে রাখলেই হবে না।
এটা প্রিন্ট আউট করে আমি আমার ফাইলে সংরক্ষণ করতে পারি এবং আলমারিতে আমি এটি ভালোভাবে রেখে দিতে পারি। তাছাড়া আমি আমার গুগোল ড্রাইভে এটি সেভ করে রাখতে পারি। পেনড্রাইভে এনক্রিপটেড করে রাখতে পারলে সবথেকে ভালো হবে।

Power up কেন জরুরিঃ

পাওয়ার আপের মাধ্যমে আমরা আমাদের অ্যাকাউন্টে শক্তি বৃদ্ধি করতে পারি। এটি মূলত স্টিম কে স্টিম পাওয়ারে
রূপান্তর করা।
পাওয়ার আপ করার সবচেয়ে বড় সুবিধা হলো আমাদের একাউন্টের এসপি বৃদ্ধি পাবে যার কারণে আমরা কাউকে ভোট দিলে সেই ভোটের মান বৃদ্ধি পাবে এবং আমরাও কিউরেশন রেওয়ার্ড বেশি করে পাবো। এক কথায় বলতে চাইলে পাওয়ার আপ করার কারণে আমাদের একাউন্ট আরো শক্তিশালী হয়ে যায়।

Power up করার প্রসেসঃ

ধাপ ১ঃ প্রথমে www.steemit.com এ গিয়ে নিজের ছবির উপর ক্লিক করে wallet অপশনে যেতে হবে।

IMG_20220219_195354.jpg

ধাপ ২ঃ Wallet এ গিয়ে আমার active key দিয়ে লগ ইন করে নিতে হবে।

Screenshot_2022-02-19-17-03-24-089_com.android.chrome.jpg

ধাপ ৩ঃ এই ধাপে আমার স্টিম ব্যালান্সের পাশে ড্রপ ডাউন অপশনে ক্লিক করে power up এ ক্লিক করতে হবে।

IMG_20220219_195443.jpg

ধাপ ৪ঃ এখন কত পাওয়ার আপ করতে চাই সেটা লিখে
পাওয়ার আপ অপশনে ক্লিক করতে হবে।তারপর ওকে বাটনে ক্লিক করলেই হয়ে যাবে।

IMG_20220219_195502.jpg

প্রশ্নঃ সেভিংসে থাকা steem withdraw দেওয়ার কত দিন পর ব্যালেন্সে যোগ হয়?

উত্তরঃ সেভিংসে থাকা steem withdraw দেওয়ার ৩ দিন বা ৭২ ঘন্টার পর ব্যালেন্সে যোগ হয়।

Memo field এর কাজঃ

কোন কিছুর মেসেজ কর, গিফট করা এবং ট্রান্সফারের ক্ষেত্রে এই ফিল্ড ব্যবহার করা হয়।

ডেলিগেশনঃ

ডেলিগেশন বলতে মূলত বোঝায় নিজের পাওয়ার সাময়িকভাবে অন্য কাউকে ব্যবহার করতে দেওয়া। যাতে
করে সে ভালো মানের ভোট প্রদান করতে পারে এবং সে যে
কিউরেশন রেওয়ার্ডটা পাবে সেটা আমাদের মাঝে একটা অংশ ভাগ করে দিতে পারে।
স্টিমিটে অনেক রকমের ডেলিগেশন সার্ভিস চালু আছে। তার মধ্যে @heroism হলো একটি খুবই জনপ্রিয় ডেলিগেশন সার্ভিস।এই @heroism ডেলিগেশনের বোনাস পয়েন্ট হলো কোয়ালিটি সম্পন্ন পোস্টে ভোট প্রদানের পাশাপাশি সপ্তাহ শেষে যে লাভ্যাংশ অংশটা থাকে তার একটি অংশ লিকুইড স্টিম আকারে বিনিয়োগকারীদের মধ্যে ভাগ করে দেয়।
ডেলিগেশন তখনই করা হয় যখন হাতে পর্যাপ্ত সময় থাকেনা কোয়ালিটি সম্পন্ন পোস্ট খুঁজে খুঁজে বের করে তাদের ভোট প্রদানের জন্য, তাছাড়া কম এস পি দিয়ে ভোট দিয়ে তেমন লাভ হয় না বলে ডেলিগেশন করার মাধ্যমে আমরা একটা ভালো রিওয়ার্ড অর্জন করতে পারি।

তাছাড়া একাউন্টে বেশি এসপি থাকলে তার সর্বোচ্চ মুনাফা অর্জনের জন্যও ডেলিগেশন করা হয়। এবং সবশেষে কোনে কিউরেশন আইডি কে আরো পাওয়ারফুল করার জন্য আমাদের ডেলিগেশন করা প্রয়োজন।

প্রশ্নঃ ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এসপি একাউন্টে ফিরে আসে?

উত্তরঃ ডেলিগেশন ক্যানসেল করার ৫ দিন পর উক্ত এসপি একাউন্টে ফিরে আসে।

প্রশ্নঃ ধরুন @heroism এ আপনি ২০০ এসপি

ডেলিগেশন করেছেন,কিছুদিন পর আপনি সেটা বাড়িয়ে ৫০০ করতে চাচ্ছেন তাহলে ডেলিগেশন এমাউন্টে কত লিখতে হবে?

উত্তরঃ তাহলে এমাউন্টে ৫০০ লিখতে হবে।

আসসালামু আলাইকুম❤️

Sort:  

arabesko.ru_13-1.png


আপনার জন্য অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনি অনেক সুন্দর ও সহজ ভাবে লেভেল 2 উত্তীর্ণ হয়েছেন। আশা করি এভাবে নিয়মিত ক্লাস করার মাধ্যমে আপনি খুব শীঘ্রই ভেরিফাই মেম্বার পরিণত হবেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল

qara-xett.png

ধন্যবাদ ভাই এভাবে সাপোর্ট দেওয়ার জন্য

 3 years ago 

আমার বাংলা ব্লগ এর লেভেল 2 পরীক্ষায় আপনি স্টিমিট এর বেসিক সিকিউরিটি সম্পর্কে খুবই সুন্দর ভাবে আলোচনা করেছেন । আপনার পোস্টটা পড়ে বোঝা যাচ্ছে আপনি এই বিষয়ে ভালো রকম ধারণা রাখেন যাইহোক এভাবে এগিয়ে যান ভাইয়া দোয়া করি আপনি দ্রুত একজন ভেরিফাইড মেম্বার হয়ে যাবেন।

ভাই ধন্যবাদ সময় নিয়ে পোস্ট টা পড়ার জন্য এবং সুন্দর মতামতের জন্য

 3 years ago 

লেভেল-২ থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন তা পোস্ট দেখে আন্দাজ করতে পারছি। আশা করছি পরের লেভেলগুলোও সুন্দর ভাবে কভার করবেন এর সাথে কমিউনিটির নিয়ম মেনে নিয়মিত ব্লগিং করে যাবেন। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো ❤

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60165.60
ETH 2421.15
USDT 1.00
SBD 2.44