দক্ষিণ কোরিয়া ভ্রমণের কয়েকটি ছবি (South Korea Tour Photography)

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ থেকে চার বছর আগে এক অক্টোবর-নভেম্বর মাসে দক্ষিণ কোরিয়া ভ্রমণের সুযোগ হয়েছিল । ট্রাভেল প্লেস ছিল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল । চমৎকার জায়গা । চোখ ধাঁধানো আলোকসজ্জা রাতের বেলা, দিনের বেলা ছিমছাম সাজানো গোছানো একেবারে যাকে বলে টিপটপ শহর । খাবার নিয়ে শুধু আমার একটু আপত্তি ছিলো । অনেক উদ্ভট খাবার খায় এখানকার মানুষ । যাই হোক মোটের উপরে দারুন একটি দেশ ও তার সংস্কৃতি ও ঐতহ্য । আমাকে মুগ্ধ করেছিল ।

আরো বেশ কয়েকটি দেশে ভ্রমণের সুযোগ হয়েছে এই পর্যন্ত । শ্রীলংকা, নেপাল, ভুটান, চীন, ভিয়েতনাম, হং কং, কোরিয়া, মালয়েশিয়া, জাপান, জার্মানি প্রভৃতি । ভাবছি প্রতিদিন কিছু কিছু ফটোগ্রাফ শেয়ার করবো আমার পার্সোনাল অ্যালবাম থেকে । আজকে সময় বড়োই অল্প, মনটাও ভালো নেই । তাই বেশি কিছু লিখছি না । পরে ডিটেইলে ভ্রমণ কাহিনী লিখবো । আজকে জাস্ট কয়েকটি ট্রাভেল ফটোগ্রাফি শেয়ার করলাম এখানে ।

নিচের প্রত্যেকটি ফটোগ্রাফ আমার পার্সোনাল পারিবারিক ফোটো অ্যালবাম থেকে নিয়ে শেয়ার করা ।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল (Seoul) থেকে তোলা প্রতিটা ফটোগ্রাফ । মোবাইল দিয়ে তোলা তাই রেসল্যুশন কিছু কিছু ক্ষেত্রে খুব একটা ভালো আসেনি ।

যাই হোক আশা করছি ভালোই লাগবে আপনাদের ।


20171030_193811.jpg


সিউলের রাতের রাস্তা
আলোকচিত্র তোলার তারিখ : ৩০ অক্টোবর, ২০১৭
স্থান : Nonhyeon-ro 105-gil, Yeoksam-dong, Gangnam-gu, Seoul, 06121, South Korea


20171105_095847.jpg


হোটেলের জানালা দিয়ে বাইরের দৃশ্য অবলোকন
আলোকচিত্র তোলার তারিখ : ০৫ নভেম্বর, ২০১৭
স্থান : Eonju-ro, Yeoksam-dong, Gangnam-gu, Seoul, 06152, South Korea


20171105_134656.jpg


আমার মিটিং ছিলো যে বিল্ডিং এর অফিসটিতে সেই বিল্ডিঙের বহির্দৃশ্য
আলোকচিত্র তোলার তারিখ : ০৫ নভেম্বর, ২০১৭
স্থান : Hoehyeon-dong, Jung-gu, Seoul, 04637, South Korea


20171105_150559.jpg


নামসেন পার্ক ফায়ার স্টেশন । সিউল নামসেন দুর্গের বহির্বিভাগ
আলোকচিত্র তোলার তারিখ : ০৫ নভেম্বর, ২০১৭
স্থান : Namsan Park Namsan Beacon Fire Station, Fortress Wall of Seoul Trail Namsan Course, Pil-dong, Jung-gu, Seoul, 04340, South Korea


20171105_151122.jpg


নামসেন দুর্গের টাওয়ারের জানালা দিয়ে বাইরের দৃশ্য অবলোকন
আলোকচিত্র তোলার তারিখ : ০৫ নভেম্বর, ২০১৭
স্থান : Namsan Seoultower, 105, Namsangongwon-gil, Yongsan 2(i)-ga-dong, Yongsan-gu, Seoul, 04340, South Korea


20171105_151134.jpg


নামসেন দুর্গের টাওয়ারের
আলোকচিত্র তোলার তারিখ : ০৫ নভেম্বর, ২০১৭
স্থান : Namsan Seoultower, 105, Namsangongwon-gil, Yongsan 2(i)-ga-dong, Yongsan-gu, Seoul, 04340, South Korea


ক্যামেরা পরিচিতি : samsung
ক্যামেরা মডেল : SM-G935S
ফোকাল লেংথ : ৪ মিমিঃ


Sort:  
 3 years ago 

দক্ষিণ কোরিয়া জায়গাটাতে আমার ভীষণ যাওয়ার ইচ্ছে কিন্তু কখনো সুযোগ হবে কিনা জানিনা,যদি কখনো সুযোগ হয় অবশ্যই আমি সেখানে যাব। দাদা আপনার কত জায়গায় ঘোরার অভিজ্ঞতা রয়েছে সত্যিই ভালো লাগলো শুনে। জায়গাগুলো আমাদের কাছে সত্যিই স্বপ্নের মত।আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই সুন্দর বিশেষ করে সিউলের রাতের রাস্তা, রাস্তাগুলো সত্যি কত পরিষ্কার পরিচ্ছন্ন, জানলার বাইরের দৃশ্য যে হলুদ পাতাগুলো রয়েছে দারুণ লাগছে, দুর্গের টাওয়ার সব মিলিয়ে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনি আমাদের সাথে শেয়ার করলেন। দাদা আপনার প্রত্যেকটা ভ্রমণের ফটোগ্রাফি পাওয়ার অপেক্ষায় রইলাম।অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ওয়াও দাদা, আপনি অসাধারণ সুন্দর একটি শহরে ভ্রমণ করেছেন। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শহরের আরো অনেক চোখ ধাঁধানো ফটোগ্রাফি দেখতে চাই দাদা। দাদা আপনার ফটোগ্রাফির গুলোর মধ্যে আপনার মিটিং করা বিল্ডিং এর ফটোগ্রাফি এবং নামসেন টাওয়ারটি দেখতে খুবই ভালো লেগেছে আমার। দাদা আপনার দক্ষিণ কোরিয়া ভ্রমণের পরবর্তী পোষ্টের অপেক্ষায় রইলাম। দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

সত্যি দাদা এ যেন এক অপরূপ সুন্দর দৃশ্য , আমাদের মতো লোকেদের কাছে এটি পুরো একটি ভিন্ন জগৎ।।
এখানের প্রতিটি ছবি আমার মন কেরেছে । এত সুন্দর ভ্রমণের দৃশ্য আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।।।

 3 years ago 

আপনার ট্রিপ সত্যিই আশ্চর্যজনক ছিল, আসলে আমি দক্ষিণ কোরিয়ার একটি শহরের পরিবেশ কখনও দেখিনি এবং এই খুশির রাতে আমি আপনার শেয়ার করা ছবিগুলিতে খুব স্পষ্ট দেখতে পাচ্ছি এবং আপনি কিছু ছবি শেয়ার করেছেন যেগুলি শহরের উপর থেকে খুব সুন্দর। শহর পরিষ্কারভাবে দেখুন।

ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ 🥰🥰

 3 years ago 

দাদা আপনার দেশ ভ্রমণ এর তালিকা পড়তে পড়তে তো নিজেই টায়ার্ড হয়ে গেলাম।তবে আমি সত্যিই খুব খুশি হয়েছি পড়ে কারণ এমন একটি মানুষের ছায়ায় আমরা আছি যার অনেক কিছু নিয়ে জ্ঞান আছে।আপনার আজকের ছবির মধ্যে হোটেলের জানলা দিয়ে বাইরের দৃশ্যের ছবিটি জাস্ট অসাধারণ হয়েছে।

 3 years ago 

চমৎকার একটি শহরে এই সিউল। এই শহর সম্বন্ধে জানার খুব একটা সুযোগ কখনো হয়নি। তবে আপনার ছবিগুলো খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে দ্বিতীয় ছবিটা এবং শেষ ছবিটার আগের ছবিটা। আপনার ভ্রমণ কাহিনীর জন্য অপেক্ষা করে থাকলাম দাদা।

বাহ ভাইয়া আপনার তো অনেকগুলো দেশ ভ্রমণের সুযোগ হয়েছে এ পর্যন্ত। প্রতিটি ভ্রমণই নিশ্চয়ই অনেক রোমাঞ্চকর হয়েছে। যখনই দেশের বাইরের কোন ফটোগ্রাফ দেখি তখন প্রথমেই আমার মাথায় আসে, ইস যদি আমাদের দেশটাও এমন পরিষ্কার-পরিচ্ছন্ন হত। প্রতিটি জায়গায় খুবই চমৎকার লাগছে দেখতে ভাইয়া। ধন্যবাদ আপনার পার্সোনাল এইসব মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

দাদা আপনার দক্ষিণ কোরিয়ার ভ্রমণের ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ হয়েছে জাস্ট অসাধারণ। প্রত্যেকটা ছবি খুব সুন্দর দেখে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। আপনার জন্য আমাদেরও দেখা হল দক্ষিণ কোরিয়ার দেশের কিছু কিছু অংশ। আমার কাছে প্রত্যেকটা ছবি খুব ভালো লেগেছে। আসলে দেশটা খুবই সুন্দর। তবে সবচেয়ে বেশী ভালো লেগেছে হোটেলের জানালা দিয়ে বাহিরের দৃশ্যটি। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল দাদা।

 3 years ago 

কোরিয়া দেখেই বুকটা ছ্যাঁৎ করে উঠলো। কিম জং উনের দেশ থেকে সশরীরে ফিরতে পারলে! তারপর আরেকবার নামটা পড়লাম, ধড়ে প্রাণ এলো।

সুন্দর সুন্দর শহরের ছবি তো পেলাম তবে খাবারের ছবি পেলে আরো ভালো হতো। খিক খিক। 😁

দাদা ছবি গুলো আসলেই অনেক সুন্দর। হয়তোবা কখনো এই দেশগুলোতে যাওয়া হবেনা। সব কিছু কল্পনা আর ছবির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। দক্ষিণ কোরিয়ার বিভিন্ন জায়গার এত সুন্দর সুন্দর ছবি আপনি আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আর সব থেকে বড় কথা হল আপনার ব্যক্তিগত অ্যালবাম থেকে এর ছবি গুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।
আপনার প্রতি শুভকামনা রইল। নিজের খেয়াল রাখবেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 69264.29
ETH 3316.64
USDT 1.00
SBD 2.66