শাই ফক্স সপ্তাহ সপ্তাহ (Shy-Fox Week Announcement)
This "Shy-Fox Logo" was originally created by our community member @bountyking5
Thanks to him for giving us permission to use this logo.
আপনারা সবাই জানেন গতকাল একটি বিশেষ দিন ছিলো । গতকাল আমাদের সকলের প্রিয় লাজুক খ্যাঁকের পঁচিশ লক্ষ পাওয়ার পূর্ণ করার উদ্দেশ্যে আমি একটি পোস্ট করি । অনেকেই পোস্টটি পড়েছেন । তবে কমিউনিটির সিংহভাগ ব্যবহারকারী পোস্টটি এড়িয়ে গিয়েছেন । এমনকি অতি দুঃখের কথা অ্যাডমিন এবং মডারেটরদের মধ্যেও কেউ কেউ কোনোরকম রেসপন্স করেননি ।
অতীতেও এমনটাই দেখা গেছে । আমি মনে করি কমিউনিটির অন্ততঃ সব অ্যাডমিন এবং মডারেটরের কখনোই ফাউন্ডারের কোনোধরনের পোস্ট বা এনাউন্সমেন্ট এড়িয়ে যাওয়া কখনোই উচিত নয় । কিন্তু, আমাদের কমিউনিটিতে হরহামেশাই সেটা ঘটতে দেখা গিয়েছে ।
আমি গতকালের পোস্টে একটা ডিসকোর্ড চ্যানেলের লিংক দিয়ে বলেছিলাম যে সেখানে wish করতে । যাঁরা যাঁরা উইশ করেছেন তাঁদেরকে আজ থেকে আমার সুনজরে রাখা হলো । আর যাঁরা করেননি তাঁদেরকে ভবিষ্যতে আরো কয়েকটি সুযোগ দেব ।
যাঁরা যাঁরা শাই ফক্সকে wish করেছেন আগামী শুক্রবার থেকে পরের বৃস্পতিবার পর্যন্ত টানা শাই ফক্স থেকে আপভোট দেয়া হবে (১০০% গ্যারান্টেড )। যাঁরা করেননি তাঁদেরকে ওই এক সপ্তাহ কোনোধরনের শাই ফক্স সাপোর্ট দেয়া হবে না ।
যাঁরা যাঁরা wish করেননি কিন্তু, পোস্টে কমেন্ট করেছেন তাঁদেরকে কিছু সাপোর্ট দেয়া হতে পারে । তবে কোনো গ্যারান্টি নেই ।
নিচের ব্লগাররা শাই ফক্সকে উইশ করেছেন । তাই তাঁদেরকে এলিট গ্ৰুপে রাখা হলো ৩১-ডিসেম্বর-২০২১, শুক্রবার থেকে ০৬-জানুয়ারি-২০২২, বৃহস্পতিবার পর্যন্ত -
https://steemit.com/@emranhasan/posts
https://steemit.com/@rex-sumon/posts
https://steemit.com/@limon88/posts
https://steemit.com/@hseema/posts
https://steemit.com/@biplob25/posts
https://steemit.com/@sagor1233/posts
https://steemit.com/@alsarzilsiam/posts
https://steemit.com/@moh.arif/posts
https://steemit.com/@bristy1/posts
https://steemit.com/@hafizullah/posts
https://steemit.com/@winkles/posts
https://steemit.com/@rupok/posts
https://steemit.com/@tangera/posts
https://steemit.com/@rayhan111/posts
https://steemit.com/@wahidasuma/posts
https://steemit.com/@nusuranur/posts
https://steemit.com/@mahirabdullah/posts
https://steemit.com/@tania69/posts
https://steemit.com/@tauhida/posts
https://steemit.com/@labib2000/posts
https://steemit.com/@narocky71/posts
https://steemit.com/@ebrahim2021/posts
https://steemit.com/@hayat221/posts
https://steemit.com/@sikakon/posts
https://steemit.com/@nurisalm/posts
https://steemit.com/@alamin-islam/posts
https://steemit.com/@farhanshadik/posts
https://steemit.com/@green015/posts
https://steemit.com/@haideremtiaz/posts
https://steemit.com/@ashik333/posts
https://steemit.com/@pro12/posts
https://steemit.com/@shuvo2021/posts
https://steemit.com/@selinasathi1/posts
https://steemit.com/@shahin05/posts
https://steemit.com/@razuan12/posts
https://steemit.com/@steem-for-future/posts
https://steemit.com/@monira999/posts
https://steemit.com/@shopon700/posts
https://steemit.com/@akash09/posts
https://steemit.com/@alomgirkabir50/posts
https://steemit.com/@abidatasnimora/posts
https://steemit.com/@emon42/posts
https://steemit.com/@sahadathossen/posts
https://steemit.com/@saymaakter/posts
https://steemit.com/@ayrinbd/posts
https://steemit.com/@brishti/posts
https://steemit.com/@pasha302/posts
নিচের ব্লগাররা শাই ফক্সকে উইশ করেননি কিন্তু পোস্টে কমেন্ট করেছেন । তাই তাঁদেরকে নন-এলিট গ্ৰুপে রাখা হলো ৩১-ডিসেম্বর-২০২১, শুক্রবার থেকে ০৬-জানুয়ারি-২০২২, বৃহস্পতিবার পর্যন্ত -
https://steemit.com/@ruzmaira/posts
https://steemit.com/@sangram5/posts
https://steemit.com/@shuvo35/posts
https://steemit.com/@md-ashik/posts
https://steemit.com/@bidyut01/posts
https://steemit.com/@emonv/posts
https://steemit.com/@saifulraju/posts
https://steemit.com/@tanjima/posts
https://steemit.com/@mahfuzur888/posts
https://steemit.com/@mohamad786/posts
https://steemit.com/@ridoyhasan420/posts
https://steemit.com/@alif111/posts/
https://steemit.com/@khan55/posts/
https://steemit.com/@svshuvo/posts
https://steemit.com/@mostafezur001/posts
https://steemit.com/@naimuu/posts
সত্যি এটা অনেক দুঃখজনক একটি বিষয়। আমি সকলের কাছ থেকে আপনার কাছে ক্ষমাপ্রার্থী দাদা।। আসলে @shy-fox আস্তে আস্তে বড় হচ্ছে এটা আমাদের সবার জন্য অনেক সুখকর একটি বিষয়। @shy-fox এবং আমার বাংলা ব্লগের জন্য অফুরন্ত ভালোবাসা এবং শুভকামনা রইল।
এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার দাদা। সবার হয়ে আমি আপনার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি। 🥲 একজন ফাউন্ডার এর পোস্ট এড়িয়ে যাওয়া কখনই উচিত নয় এবং কারো কাছেও কাম্য নয়। 👏👏
সত্যিই দাদা আমাদের সবারই উচিত ছিল @shy-fox কে wish করা এবং আমরা পরবর্তী সময়ে যেন কোন নিয়ম ও গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট এড়িয়ে না যাই সেদিকে কঠোর খেয়াল রাখব।
আসলে ভাগ্য জিনিসটি নিজের চেষ্টার উপরই র্নিভর করে।ভাগ্য নিজেকে গড়ে নিতে হয়।জীবনের প্রতিটি জায়গায় সামান্য ত্রুটির কারনে পিছিয়ে যাই।সফলতার চাওয়া অচিরেই ভুলে গিয়েছি।সকল ভাগ্যবতীর জন্য রইল শুভেচ্ছা ও অভিনন্দন। 😍😍😪😇
দাদা অনেকেই অনেক ভাবে দুঃখ প্রকাশ করেছে। তাই আমি বলবো, আমাদের এবারের মত-দুঃখের দিকে না তাকিয়ে, ভালোবাসার ছোঁয়ায় ক্ষমা করবেন। আর আমাদের প্রত্যেকেরই উচিত ছিল shy-fox কে উইশ করা। এক এক করে নয়-আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে সামনের দিকে অগ্রসর হই।
আপনার কাছে অনেক ক্ষমাপ্রার্থী দাদা। যদিও আমি আপনার পোস্টটি পড়েছি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমি উইশ কিংবা কমেন্ট কোনোটাই করিনি। এরপর থেকে এরকম আর কখনো হবেনা।
প্রথমেই শুভেচ্ছা প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য। লাজুক খ্যাঁক 🦊 আমাদের প্রত্যেকের ভালোবাসা। সত্যিই দুঃখজনক ঘটনা। আমি যখনি শুনেছি যে লাজুক খ্যাঁক 🦊 কিশোরে পরিনত হয়েছে। আমার ভালোবাসা আরো দিগুন বেরে গেছে। আমি চেষ্টা করেছি সাধ্যমতো লাজুক খ্যাঁক কে উইশ করার। দোয়া রইলো এভাবেই প্রিয় লাজুক খ্যাঁক বড় হোক। আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্য শুভকামনা রইলো।
আসলে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। যে shy-fox আমাদের প্রতি দিন ভালোবেসে যাচ্ছে। সেই shy-fox যখন শিশু থেকে কৈশোরে পা দিলো তখন আমরা তাকে সামান্য পরিমাণে উৎসাহিত করলাম না। এটা আমাদের জন্য আসলেই খুবই দুঃখজনক। আমরা এর জন্য অনেক লজ্জিত।
সত্যি দাদা অনেক দুঃখ সাথে দুঃখপ্রকাশ করছি যে পোস্টে কমেন্ট করা সত্ত্বেও কেন জানিনা shy-fox কেউ উইশ করা হয়নি। সাইফ আমাদের জন্য একটা বিরাট বড় পাওয়া অসম্ভব কারণ ওর জন্যই আমরা টিকে আছি। দাদা কখন না হয়ে এবারে লাস্ট বারের মত সবাইকে ক্ষমার চোখে দেখবেন এবং আমাকে😓। ভুল অজান্তেই হয়ে গেছে আমাদের। ধন্যবাদ shy-fox জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন থাকলো ❤️
shy-fox কে wish করটা আমাদের নৈতিক দায়িত্ব। shy-fox আমাদের জন্য যে অবদান রাখছে তা সত্যিই প্রশংসনীয়। অন্য কোনো কমিউনিটিতে এমন সাপোর্ট দেওয়া হয় না, যা আমাদের shy-fox দিয়ে থাকে। ভালোবাসি 'আমার বাংলা ব্লগ' কে। ভালোবাসি shy-fox কে।
আমি সচরাচর কোন নোটিফিকেশন এড়িয়ে যাই না কিন্তু ওই সময়টাতে ডাক্তার দেখানোর জন্য বাসার বাইরে থাকার কারণে নোটিফিকেশন চেক করা হয়নি। আশা করছি ভবিষ্যতে সবাই এ ব্যাপারে আরো বেশি যত্নবান হবে। সাইফক্স যা অর্জন করেছে সেটি আমাদের সবার জন্য একটি মাইলফলক।
যারা এলিট গ্রুপে নির্বাচিত হয়েছেন সবার জন্য শুভকামনা রইল এবং যারা নির্বাচিত হতে পারেননি তারা ভবিষ্যতে আরো বেশি সতর্কতার সাথে কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি।
ধন্যবাদ ও শুভকামনা।
যারা আমাদের প্রিয় লাজুক ফক্সকে সুন্দর সুন্দর উইশ করেছেন তাদেরকে আমি আমার থেকে ধন্যবাদ জানাচ্ছি।
আমাদের প্রিয় লাজুক ফক্স যেভাবে বেড়ে উঠছে আমরা আশাবাদী ২০২২ সালের মধ্যে আমরা ডাবল গ্রোথ দেখতে পারবো। অনেক অনেক শুভকামনা লাজুক ফক্সের জন্য।
লাজুক শিয়ালের প্রতি আমরা সবসময় কৃতজ্ঞ। আর শায় ফক্স সপ্তাহ হিসেবে তার প্রতি উইশ করা আমাদের একান্ত দায়িত্ব এবং কর্তব্য ছিল। যেটা পালন করতে পেরে সত্যিই আনন্দিত।
তবে আমরা সকলেই আশাবাদী আগামী বছর এর ক্ষমতা দ্বিগুণ হবে। ইনশাল্লাহ।
শুভকামনা সবসময়ই @shy-fox এর প্রতি
এটি অত্যন্ত দুঃখজনক দাদা। shy-fox আমাদের জন্য অনেক বড় একটি অবদান রেখে যাচ্ছে। আমাদেরও উচিত তার প্রতি কিছু অবদান রাখা। কিন্তু যারা উইশ করেনি এটা আসলে দুঃখজনক
আসলে আমি অনেক বেশি কৃতজ্ঞ @shy-fox এর প্রতি। আসলে তার একটু ছোয়ার জন্য দিন রাত ভীষণ পরিশ্রম করে যাচ্ছি। যখন একটু খবর পেলাম আমাদের লাজুক খ্যাঁক বড় হচ্ছে সত্যিই আবেগ ধরে রাখতে পারিনি। চেষ্টা করেছি সাধ্যমত তাকে স্বরণ করার।
দাদা সবকিছুর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি 🙏
দাদা আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি🙏
কমেন্ট করছি কিন্তু উইশ করতে পারেনি দাদা। এইটা অনেক বড় ভুল হয়েছে। এই ভুলের জন্য আমি ক্ষমাপ্রার্থী দাদা। ভবিষ্যতে এরকম আর ভুল হবে না দাদা।
আপনার সকল সিদ্ধান্তকে আমি সম্মান প্রদর্শন করছি।
আমি জানি না কে কি বলবে, তবে আমি আমার কথা বলতে চাই এবং বলতে পছন্দ করি-
আমরা ভালোবাসা নিতে চাই কিন্তু ভালোবাসা দিতে চাই না, আমাদের অভ্যেসগত এই কারনটির জন্য আমরা অনেক কিছুই হারাই। যাইহোক বিষয়টি দুঃখজনক, তথাপিও আমি আশা করবো, পরবর্তীতে সবাই এই বিষয়ে আরো বেশী যত্নশীল হবে। ধন্যবাদ
প্রথমেই শুভেচ্ছা সাই ফক্স অর্থাৎ আমাদের সবার প্রিয় লাজুক খ্যাকের জন্য। আমাদের সবার প্রিয় লাজুক খ্যাক ধীরে ধীরে বড় হচ্ছে। অদূর ভবিষ্যৎ এ আরও বড় হোক এটাই কাম্য। সাই ফক্সের জন্য ভালোবাসা সবসময় ❤️
খুব খারাপ লাগলো এটা ভেবে যে লাজুক খ্যাক যেভাবে আমাদের কে ভালোবাসে আমরা সবাই তাকে সেভাবে ভালো বাসতে পারিনি খুবই দুঃখ জনক ব্যাপার লাজুক খ্যাকের ২৫ লক্ষ পাওয়ার উপলক্ষ্য আমাদের সবার দায়িত্ব ছিল তাকে উইশ করা। কিন্তু সবাই করি নাই সত্যি দুঃখের বিষয় টা😓
আসলেই বিষয়টি দুঃখজনক দাদা। আমাদের সকলেরই উচিৎ আর কারো পোস্ট পড়ি বা না পড়ি আপনার পোস্টটি অন্তত সকলের পড়া উচিৎ। আমি সবসময় চেষ্টা করি দাদা আপনার পোস্টটি পড়ার জন্য এবং কমেন্ট করার জন্য। কিন্তু মাঝে মাঝে ব্যস্ততার কারণে মিস হয়ে যায়। যাই হোক আবারো shy-fox কে অভিনন্দন সাথে আপনাকেও।
পুরো বিষয়টি খুবই দুঃখজনক। লাজুক খ্যাঁকের বিশেষ দিনে আমদের সকলের উচিত ছিল তাকে উইশ করা। কারণ আমরা প্রতিনিয়ত সাপোর্ট পাচ্ছি লাজুক খ্যাঁকের থেকে। আর আমাদের প্রিয় লাজুক খ্যাঁক কিশোর বয়সে পদার্পণ করেছে এটা আমাদের জন্য অনেক বেশি আনন্দের। আমি খুবই আনন্দের সাথে লাজুক খ্যাঁকের এই বিশেষ দিনে উইশ করেছিলাম। তবে যারা আমাদের প্রিয় লাজুক খ্যাঁকের বিশেষ দিনে উইশ করেনি তাদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি দাদা।
দাদা আমি ব্যক্তিগতভাবে খুবই লজ্জিত এবং খুব মর্মাহত। সত্যি দাদা ক্ষমার অযোগ্য অপরাধ করে ফেলেছি তারপরও আমি আপনার নিকট ক্ষমা প্রার্থী। এ ধরনের ভুল আর ভবিষ্যতে হবে না। দাদা দয়া করে আমাকে ক্ষমা করুন।
আমি পূর্ববর্তী প্রকাশনাটি বুঝতে পারিনি, আমি কেবল জানি যে @shy-fox একটি শিশু থেকে কিশোর হয়ে গেছে এবং আমি যে কৃতিত্ব অর্জন করেছি তার জন্য আমি খুশি, @shy-fox একটু একটু করে ত্বরান্বিত হারে বাড়ছে এবং এটি হচ্ছে @shy-fox-এর অ্যাকাউন্ট দেওয়া আপনার ক্রমাগত সাহায্যের জন্য ধন্যবাদ, সেই কারণে আমি আপনাকে এবং shy-fox-এর শুভকামনা জানাই যে এই আসন্ন বছরটি একটি মহান সমৃদ্ধি এবং সৌভাগ্যের হবে।
দ্রষ্টব্য: আমি জানতাম না যে আমাদের একটি ইচ্ছা করা উচিত, কখনও কখনও আপনি যা বলতে চান তা গুগল অনুবাদক খুব ভালভাবে প্রকাশ করে না বা শব্দগুলির ভুল ব্যাখ্যা করে।
দুর্ভাগ্য আর কাকে বলে। আপনার প্রায় প্রতিটি পোস্টেই কমবেশি মতামত প্রদান করি অথচ সবচাইতে গুরুত্বপূর্ণ পোস্টটিতেই কমেন্ট না করার কারণে আজ এত বড় একটা সুযোগ হারালাম। অ্যাক্টিভ লিস্টে না এসেই লাজুক শেয়ালের সাপোর্ট পাওয়ার মত একটা সুযোগ তৈরি হয়েছিল। তাও হাত ফসকে গেল। তবে আপনার অ্যানাউন্সমেন্ট শোনার পর ডিসকর্ড এ আড্ডা ঘরের অনুসন্ধান করেছিলাম। খুঁজেই পেলাম না। আমার মত আরো কয়েকজন সদস্যদের দেখেছিলাম আড্ডা ঘরের খোঁজে। কিছুই করার নেই। দুর্ভাগ্য ছাড়া আর কি বলব। যাইহোক আমাদের সবার প্রিয় লাজুক শেয়াল কৈশোর থেকে ধীরে ধীরে যৌবনে পদার্পণ করে পূর্ণ শক্তিতে বলিয়ান হয়ে উঠুক এ প্রত্যাশা সব সময়।
দাদা আমরা সবাই আরেকবার আপনার কাছে ক্ষমাপ্রার্থী। আপনার জায়গা অন্যকেউ হলে হয়তো কখনোই আমাদের এতো সুযোগ দিত না। আমি মনেকরি আমার বাংলা ব্লগের সবাই আপনাকে এবং আমাদের লাজুক খ্যাককে অনেক ভালোবাসে। আপনি এবং লাজুক খ্যাক আমাদের শেষ আশ্রয়স্থল। লাজুক খ্যাক দ্রুতই পূর্ণবয়স্ক হোক সেই শুভকামনা করি।
লাজুক খ্যাঁকের ভালোবাসায়
পেলাম নতুন প্রাণ
চারিদিকে ছড়িয়ে গেছে
বেড়ে ওঠার ঘ্রাণ
ভালোবাসা তোমায় দাদা
কৃতজ্ঞতা অশেষ
দোয়া করি সারা জীবন
সুখে থেকো বেশ♥♥
খুব দুঃখজনক ব্যাপার । আমাদের কমিউনিটির প্রাণের কথা ভুলে গেছিলাম । আমাদের সবাইরে উচিত ছিল shy-fox কে উইশ করা । হয়তো অনেকে খেয়াল করে নি । ভুল হয়ে গেছে । আশা করি দাদা সবাইকে ক্ষমা করে দেবে ।
প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি।কারন আমাদের সবাইকে যে সাহায্য করে আসতেছে তাকেই আমরা উইশ করতে পারি নাই।আমি কথা দিচ্ছি এর পরবর্তীতে এই রকম ভুল নাহ করার চেষ্টা করব।আশা করছি আমাদের সবাইকে ক্ষমার চোখে দেখবেন।
দুখঃজনক ব্যাপার কিছু বলার ভাষা নাই। শুধু বলবো সকল কে সচেতন হতে।
দাদা আমিও উইশ করিনি। এজন্য আমি ভীষণভাবে লজ্জিত।আমরা শাই ফক্স থেকে প্রতিনিয়ত সাপোর্ট পাচ্ছি।অথচ কৃতজ্ঞতা প্রকাশ করছি না। এটা আমাদের অনেক বড় অন্যায় হয়েছে।দুঃখিত দাদা।
সত্যিই লজ্জা পাওয়ার কথা, আমরা যার কাছ থেকে সাপোর্ট পাই তাকে আমদের বাংলা ব্লগের সবার উতিচ ছিল উইশ করা। কিন্তু দুখিঃত আমরা অনেকই করি নায় এটা আমাদের সত্যিই ভুল ছিল অথবা অবহেলা ছিল।
দাদা আপনার সারপ্রাইজ গুলো সবসময় আশ্চর্যজনক হয়।যা দেখেই সবসময় অবাক হয়ে যেতে হয়।অনেক অনেক ধন্যবাদ দাদা।
সাই ফক্স এবং দাদা আপনার জন্যে শুভকামনা রইলো।
সাই ফক্স তোমার জন্য রইলো শুভেচ্ছা।
আমি অত্যন্ত দুঃখের জানাচ্ছি, যে আমি কয়েকদিন থেকে অজ্ঞাত কারনে নেটওয়ার্ক বিপর্যয়ে পড়েছি।যা আমি ডিসকর্ডে বলতে চেষ্টা করেছি।কোন রকম একটা পোস্ট করা ছাড়া কোন প্রকার কিছু করতে পারছিনা। আজকের পোস্টটিও এখনো করতে পারছিনা।।সব বিবেচনা আমাকে নজরে রাখার আবেদন করেছি।আশাকরি বুঝাতে পেরেছি। দুঃখিত।
দাদা আমি অনেক দুঃখিত আমার ভুলের জন্য।ভুল করেছি এজন্য দাদা আমি আপনাদের সবার কাছে ভীষণভাবে লজ্জিত।আমার ভুলের জন্য আমি ক্ষমাপ্রার্থী।আপনাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।দাদা আমাকে আপনার শুভাকাঙ্ক্ষী মনে করে ক্ষমা করে দিবেন।
আমি সত্যিই দুঃখিত দাদা, আমি Wish করতে পারিনি। আমার বাংলা ব্লগের এতো বড়ো Achievement এর দিনে আমি থাকতে পারলাম না তবে আগামীসময়ে নিশ্চিতরূপে থাকার চেষ্টা করবো। 🙏🏾
আমরা বাংলা ব্লগ ও ব্লগের সমস্ত সদস্যকে অভিনন্দন। 🎉🙏🏾
এটা আসলেই আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আমাদের এটা করা উচিত ছিলো সবার। এটা আমাদের জন্য লজ্জা জন্যও বটে আমরা যারা উইশ করিনি।
খুবই দুঃখজনক একটি বিষয় যে শাই ফক্স এর কিউরেশন নিয়ে সবারই এত আগ্রহ থাকা সত্বেও শাই ফক্স এর ব্যাপারে অতি গুরুত্বপূর্ণ একটি পোস্ট কে এভাবে এড়িয়ে চলে গেছে বেশিরভাগ মেম্বারই।
ব্যাপার টি সত্যই দুখঃজনক🙏
shy-fox আমাদের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আমাদের ভালোবেসে তার সর্বোচ্চ দিয়ে আমাদের জন্য কাজ করছে। আর shy-fox শিশু থেকে কৈশোরে পদার্পণ করল আমরা তাকে উইশ করতে না পেরে খুবি লজ্জিত।আমরা ভালোবাসা ঠিক ভাবে নিতে পারি না খুবই দুঃখ প্রকাশ করছি।🙏🙏🙏
সত্যিই ব্যাপারটি অনেক দুঃখজনক।এর আগেও এমনটি হয়েছিল।আপনি শুধু আমাদেরকে দিয়ে গেলেন কিন্তু আমরা পারছি না আপনাকে সন্তুষ্ট করতে। পরবর্তীতে যেন এ ধরনের ভুল না হয় তা আমাদের সকলেরই উচিত খেয়াল রাখা।
দাদা আমি কোন দ্বিমত পোষণ করবো না , তবে আমি ও আমরা এডমিন সবাই চেষ্টা করছি কমবেশি কমিউনিটির ব্যাপারগুলো নজর দারিতে রাখার জন্য । আমি মনেকরি আমার ব্লগ বাসি সবাই নিজ নিজ জায়গা থেকে সবাই সাধ্যমত চেষ্টা করবে প্রতিনিয়ত। আমরা চাই সবাই সবার জায়গা থেকে নিজেদেরকে আরো কমিউনিটির প্রতি নিবেদিত রাখবে । শুভেচ্ছা রইল @shy-fox ও @amarbanglablog কমিউনিটির জন্য এবং আমাদের কমিউনিটির প্রতিষ্ঠাতার জন্য।
এটা আসলেই অনেক দুঃখজনক একটি ব্যাপার দাদা। @shy-fox এর কাছে আমাদের সবারই কৃতজ্ঞ থাকা উচিত। আমাদের সকলের উচিত যে কমিউনিটি তে কোন এনাউন্সমেন্ট আসলে সেটা গুরুত্ব সহকারে পড়া। কিন্তু হয়তো ব্যস্ততার কারণে মাঝে মাঝে মিস হয়ে যায় কিন্তু সব সময় পড়ার চেষ্টা করি।
আসলে দাদা ব্যাপারটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং কি এরকম একটা বিষয় আমার নজরে পড়েনি এটা আমার খুবই আফসোস হচ্ছে। এবং কি আমি মানসিকভাবে খুবই চাপের মধ্যে আছি। তার মধ্যে আবার আমার মোবাইলটা হারিয়ে আরো বেশি মানসিক চাপ ভোগ করছি। এরকম একটা বিষয় জন্য প্রস্তুত ছিলাম না দাদা। দাদা এখন আপনার কাছে দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই নেই। আপনি যখন বললেন, আপনি লিঙ্কটা ডিসকোডে দিয়েছেন এটা জানতে পেরে আরো কষ্ট পেলাম। যে আমি ডিসকোডে এত সময় দেই তারপরও আপনার লিংকটা যখন দিয়েছেন সেটি আমার নজরে আসেনি, সরি দাদা। আসলে শাই ফক্সের 25 লক্ষ পাওয়ার উদযাপন উপলক্ষে এই মুহূর্ত মিস করার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত দাদা।
ব্যাপারটা সত্যিই অনেক কষ্টদায়ক। আমাদের সবার প্রিয় shy-fox বড় হচ্ছে তাকে আমাদের সবার উইশ করার দরকার ছিল।তবু ভুল তো মানুষেরই হয়।দাদা সবাইকে ক্ষমা করবেন।
দাদা আপনার প্রতি জানাই অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতা। সাঁই ফক্সের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। সাঁই ফক্সে আছে বলেই আজ আমি পড়াশোনার খরচ চালাতে পারছি। অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ভালোবাসা। দাদা শুভ কামনা রইল আপনার পরিবারের জন্য, শুভ হোক আপনাদের আগামী দিনের পথ চলা। আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন।
আমি কষ্টের সাথে বলছি আমার সবাই দায়িত্বে সাথে কাজ করবো এবং যথাযথ নিয়ম কানুন গুলো মেনে চলবো ।
খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে shy-fox শিশু থেকে কৈশোর হওয়ার এই আনন্দময় মুহূর্ত shy-fox কে wish করতে পারিনি।নিজেকে অনেক ছোট মনে হচ্ছে। আসলেই আমরা ভালোবাসা শুধু নিতে জানি।ভালোবাসা দিতে চাই না।এটার জন্য আমি খুবই লজ্জিত।
আমি দাদা আপনাকে @rme আইডিতে এবং @shy-fox কে আমার পোস্টেই কনগ্রাচুলেশন জানিয়েছি। এক্ষেত্রে কি আমি কোন গ্রুপে থাকতে পারবো ? হ্যাঁ পোস্টের নীচে কমেন্ট করিনি যদিও কিন্তু নিজের পোস্টে উইশ করেছি।
এই ঘটনার জন্য আমরা আন্তরিক ভাবে আপনর কাছে দুঃখিত দাদা।এবং আমরা সকলেই আপনার কাছে ক্ষমা প্রার্থী। 🙏😭
এটা আমাদের সবার জন্য খুবই দুঃখের বিষয়। ব্যক্তিগতভাবে আমি পোস্টটিতে একটা কমেন্ট করেছি এবং উইশ করার জন্য ডিসকর্ড সার্ভারে গিয়েছিলাম কিন্তু আমি নতুন সদস্য হবার কারণে ওই চ্যানেলটিতে আমাকে পারমিশন দেয়া হয়নি। এই কারণে আমি ডিসকর্ড সার্ভারে উইশ করতে পারিনি ব্যাপারটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন দাদা।
আমি নিজে আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি কমেন্ট করেছি এবং রিসিভ করেছি কিন্তু উইশ করতে পারেনি। আমার এই ভুলটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আমাদের প্রিয় @shy-fox কে ভালবাসতে হবে এবং তাহলেই আমরা ভালো থাকবো। আমি প্রথমে ভুল করেছি উইস না করে, ভবিষ্যতে এসব বিষয়ের উপরে আরো নজর দিব দাদা। কিন্তু কমেন্ট করে "নন-এলিট" একটু ভালো লাগছে। তবে সামনে এই ছোট ছোট ভুল গুলো যেন না হয় এই সকল বিষয়ের জন্য চেষ্টা করব। লাজুক খ্যাঁক সামনে অনেক দূর এগিয়ে যাবে এটাই আমাদের সকলের স্বপ্ন।
সত্যিই অনেক দুঃখজনক বিষয়।
যেহেতু লাজুক শিয়াল আমাদের মূল অনুপ্রেরণা সেহেতু এ বিষয়ে আমাদের সকলের সচেতনতা অবলম্বন করতে হবে আগামী দিন থেকে।
শক্তি দাদা অনেক দুঃখজনক। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি যথাসময়ে shy-fox কে উইশ করতে পারিনি। আর আমাদের মোটেও উচিত নয় ফাউন্ডার এর পোস্ট কে এড়িয়ে যাওয়া। পরবর্তী সময়ে এ ধরনের ভুল আর হবে না।
আমি steemit এ একদমই নতুন। তারপরও আমি shy- fox কে wish করেছি।কিন্তু আমার নাম কেন আসলো না বুঝতে পারছি না।

দেখুন দাদা আমি wish করেছি
ওকে, আপনাকে লিস্টে অন্তর্ভুক্ত করা হলো ।
ধন্যবাদ দাদা।আমি অনেক খুশি হয়েছি।আমার মনে একটা সুপ্ত বাসনা ছিল আমার কোন ব্লগ বা কোন পোষ্টে যদি আপনার একটা কমেন্টস পেতাম! আজ আপনি আমার কমেন্টেস এর রিপ্লাই দিয়েছেন এটাই আমার সার্থকতা। তাই আজ আমি অ-নে-ক অ-নে-ক খুশি।
শাই ফক্সের জন্মদিন আমাদের জন্য অত্যন্ত আনন্দের। এটি আমাদের পরিবারের জন্য অনুপ্রেরণার একটি নাম।কিন্তু সেই শাই ফক্সের জন্মদিন আমরা খুব সহজে ভুলে যাই তা আমাদের জন্য অত্যন্ত হতাশজনক বলে আমার মনে হয়। তবে যাইহোক আমাদের আগামীর পথচলা সুন্দর হয় এবং শাই ফক্স আমাদের পাশে বরাবর থাকুক এই প্রত্যাশা করি।
লাজুক খ্যাঁকের পঁচিশ লক্ষ স্টিম পাওয়ার পূর্ণ করায় আমি অনেক আনন্দিত। মাত্র চার মাসে লাজুক খ্যাঁক অনেক দুর এগিয়ে গিয়েছে।লাজুক খ্যাঁকের শুভ সময় লাজুক খ্যাঁককে উইশ করতে পেরে আমি অনেক আনন্দিত।আমাদের লাজুক খ্যাঁকের জন্য সব সময় শুভ কামনা এবং দোয়া থাকবে।♥️🙏
🦊🐺🦊🦊✊✊
দাদা,এই কাজটির জন্য আমি সত্যি খুবই দুঃখিত কারণ shy-fox আমাদের প্রতিনিয়ত ভালোবেসে যাচ্ছে।shy-fox পঁচিশ লক্ষ পাওয়ার পূর্ণ করেছে সেই উপলক্ষে আমি একটা উইশ পর্যন্ত জানাতে পারিনি এর চেয়ে আর কি দুঃখের হতে পারে। দাদা,আমাকে ক্ষমা করবেন😢🙏🙏 আমার বাচ্চা অসুস্থ ছিলো ডাক্তারের কাছে ছিলাম।
দাদা, সামনে এমন ভুল হবে না🙏🙏
এটা খুবই দুঃখজনক ও লজ্জাজনক বিষয় যে ,আমাদের প্রিয় লাজুক খ্যাককে অনেকেই উইস করেন নি।কারণ আমাদের সকলের প্রিয় লাজুক খ্যাক প্রতিনিয়ত আমাদেরকে ভালোবেসে নিঃস্বার্থভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে।এটি আমাদের সকলের অবগত।তাই তার শৈশব থেকে কৈশোরে উত্তীর্ণ অবস্থা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়।যাইহোক লাজুক খ্যাকের প্রতি আমার অবিরাম ভালোবাসা আগে ছিল ,এখনো আছে এবং ভবিষ্যতে ও থাকবে।আমাদের প্রিয় ছোট্ট লাজুক খ্যাক ধীরে ধীরে অনেক বড়ো হোক এই কামনায় করি।আবারো লাজুক খ্যাকের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো মন থেকে🦊🦊💝💝💝💝💝
আসলে এত বড় সৌভাগ্যবান হবো বলে চিন্তা করিনি দাদা। আপনার সুনজর কথাটা শুনতেই অনেক উত্তেজিত হয়ে উঠেছি। আমার কাছে এর চেয়ে বড় চমক আর হতে পারে না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা হঠাৎ করে এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য। দোয়া করি shy-fox যেন দ্রুত বৃদ্ধি পায় এবং আপনিও সুস্থ থাকেন।
Shy fox আমাদের ভালোবাসা আমরা সবসময় shy fox এর ভালোবাসা পেতে চাই ও ভালোবাসা দিতে চাই।আপনার পোস্ট গুলো সবসময় আমাদের কাছে গুরুত্বপূর্ণ এই ভুল আমরা আর কখনো করবোনা।আমাদের প্রিয় shy fox জন্য প্রাণ ভরে ভালোবাসা রইলো।
আসলেই ব্যাপারটা খুবই দুঃখজনক। দাদা আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী । এরপর থেকে এই বিষয়ে আর কোন ভুল হবে না। আমাদের আরও সতর্ক হতে হবে। ধন্যবাদ আপনাকে দাদা।
সত্যি দাদা আমি অনেক লজ্জিত🙏😭।যেই shy- fox আমাদের কে প্রতি নিয়ত সাপোর্ট করে যাচ্ছে।যেই shy-fox এর পঁচিশ লক্ষ পাওয়ার পূর্ণ হয়েছে আমি তাকেই wise করিনি😥😥।দাদা দয়া করে ক্ষমা করে দিবেন 🙏😭।সামনে এমন ভুল আর কখনো করবো না দাদা।
অনেক ভালোবাসি আমার বাংলা ব্লগ ও আমাদের প্রিয় shy- fox কে।
দুঃখিত, দাদা শাই ফক্সকে উইশ করতে পারিনি বলে। আসলে জীবন মানে যুদ্ধ, যুদ্ধ ক্ষেত্রে প্রতিনিয়ত জীবন সংগ্রামের যুদ্ধ চালিয়ে যাচ্ছি, তাই শত ব্যস্ততার মাঝে ও চেষ্টা করি নিজের অ্যাক্টিভিটি বজায় রাখতে, কিন্তু অনেক সময় সেটা হয়ে ওঠে না। তাই হয়তো শাই ফক্সকে উইশ করতে মিস হয়ে গেল। এবারের মতো বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
Shy-fox কে আমরা সবাই খুব ভালবাসি দাদা। কিন্তু দাদা আমার পারিবারিক একটি সমস্যার কারণে কালকে কোন পোস্ট করা হয়নি তেমন একটা কমেন্টস ও করা হয়ে ওঠেনি। তাই shy-fox কে উইশ করা হয়নি আমার। এজন্য আসলে খুবই দুঃখিত দাদা। আশা করি আপনি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি ভবিষ্যতে আর এমনটা হবে না দাদা।🙏🏻🙏🏻😭😭
প্রথমেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে আমি কমেন্ট করতে পারিনি। আমি খুবই লজ্জিত দাদা। তবে কথা দিচ্ছি ভবিষ্যতে আর এ ভুল হবে না। মূলত কাল একটু বাইরে ছিলাম বাসে বসে বসে পোস্ট আর কমেন্ট এর রিপ্লাই দিয়েছিলাম। রাতে খুব ক্লান্ত থাকায় আর অনলাইনে ছিলাম না। তাই মিস হয়ে গেছে। তবে সামনে আর হবে না। খেয়াল রাখবো সব সময়।
সত্যি দাদা আমাদের সকলেরই এটা অনেক বড় একটা ভুল হয়েছে। আমরা সকলেই এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি । আশা করছি আপনি আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনি অনেক বড় মনের মানুষ দাদা তার প্রমাণ অনেক বারই দিয়েছেন। আমরা সকলেই আন্তরিক ভাবে দুঃখিত ।
ব্যাপারটি আসলেও দুঃখজনক। যেই লাজুক খ্যাঁক আমাদের এতো সহযোগিতা করছে,তার এই প্রাপ্তির দিনে আমাদের শুভকামনার দরকার ছিল। আমরা কোন কিছুই করতে পারিনি
অনেক অনেক ধন্যবাদ দাদা shy-fox আস্তে আস্তে অনেক বড় এবং অনেক শক্তিশালী হচ্ছে যার কৃতিত্ব শুধুই আপনার। দাদার এলিট গ্রুপে যাদের নাম আছে তাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তার সঙ্গে নিজের নামটি দেখে অনেক ভালো লাগছে।
দাদা সত্যিই খুব দুঃখজনক এই বিষয়টি। শাই ফক্স আমাদের সবাইকে এতটা সাপোর্ট করছে কিন্তু তাও আমরা শাই ফক্স এর এত বড় এচিভমেন্ট এর দিনে উইশ করতে পারলাম না, এটা ভেবে খুবই খারাপ লাগছে। খুবই দুঃখিত দাদা আমি। এ ধরনের ভুল ভবিষ্যতে হবে না।
শাই ফক্স এবং আমার বাংলা ব্লগের জন্য অনেক শুভকামনা রইল।
|
💕143 shy-fox 💕
|সত্যি নিজের কাছে খুব লজ্জা লাগছে আজকের জন্য। এত পাওয়ার পরেও এত বড় ভুল কিভাবে করলাম 🥺🥺। আসলে এখানে কোন ধরনের অজুহাত দেয়া আমি মনে করি একদম বোকামি ছাড়া আর কিছু না । দাদা মাফ করে দিয়েন।
অত্যন্ত বড় ভুল কাজ করে ফেলেছি, ক্ষমা করবেন । এর পর থেকে আর কোন ভুল হবে না, @shy-fox বা আপনার যে কোন পোস্টেই নজর রাখবো।
ভুলের জন্য ক্ষমাপ্রার্থী
আমি সত্যিই দুঃখ প্রকাশ করছি এরকম একটি কাজ হয়ে যাওয়ার জন্য, পরীক্ষা এবং অ্যাসাইনমেন্ট এর কারণে আমি একটু অ্যাকটিভ কম ছিলাম তাই ব্যাপারটি আমার নজরের বাইরে চলে যায়। তবে আগামীতে এরকম ভুল কখনোই হবে না। সত্যিই ব্যাপারটার জন্য আমি লজ্জিত।
এই বিষয়টার জন্য আমরা সবাই লজ্জিত দাদা।
সবাই চেষ্টা করবো পরবর্তীতে কোনো ধরনের পোস্ট এড়িয়ে না যাওয়ার জন্য।
মন্তব্য করেছি,,,শুভ কামনা জানিয়েছি।
দুঃখিত দাদা,আশা করি সবাইকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমিও ক্ষমা প্রার্থী 🥺🥺
সত্যি ব্যপারটা অনেক দুঃখ জনক, @shyshy-fox এর বিশেষ দিনে তাকে wish করতে না পেরে আমরা সবাই অনেক লজ্জিত, আমাদের সবারেই উচিত এনাউন্সমেন্ট গুলো গুরুত্বের সহীদ পরে নেওয়া, দাদ আপনি আপনার ভালোবাসার দিয়ে আমাদের ভুলটি ক্ষমা করে দিয়েন, সত্যি আমরা এই বিষয়টির কারণে অনেক লজ্জিত।
লাজুক শিয়ালের 25 লক্ষ পাওয়ার বৃদ্ধি পাওয়ায় আমি অনেক আনন্দিত এবং খুবই খুশি। সেইসাথে লাজুক শিয়াল কে অভিনন্দন জানাই। সত্যি বলতে দাদা আমাদের সকলের উচিত ছিল লাজুক শিয়ালকে উইশ করা কিন্তু আমরা অনেকেই আপনার কথা মতো কাজ করতে পারিনি। এজন্য আমি সবার পক্ষ থেকে আপনার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। পরবর্তীতে এরকম আর কখনো হবে না বলে কথা দিচ্ছি।
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমরা "লাজুক খ্যাঁক" থেকে যে সুযোগ পাচ্ছি তার জন্য আমরা অনেক বেশি কৃতজ্ঞ। আমাদের সকলের প্রিয় "লাজুক খ্যাঁক" পঁচিশ লক্ষ পাওয়ার পূর্ণ করেছে এজন্য আমরা সকলেই অনেক আনন্দিত। তবে এটা খুবই দুঃখজনক যে "লাজুক খ্যাঁক" প্রতিনিয়ত আমাদেরকে সাপোর্ট দিচ্ছে তার এই খুশির দিনে আমরা যদি তাকে উইশ না করি এটা আমাদের ব্যর্থতা। এটা সত্যি আমাদের জন্য খুবই লজ্জাজনক। তবে যাই হোক আবারো লাজুক খ্যাঁকের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
সত্যি আমার ভুল হয়েছে যে সাই ফক্সকে উইশ করতে পারিনি। সেই জন্য ক্ষমা প্রার্থী । ভবিষত্যে অবশ্যই সব বিষয় খেয়াল রাখবো। অব্যশই লাজুক খ্যাক আমাদের জন্য বড় একটা কাজ করছে, তার জন্য উইশ করা অশব্য কর্ত্বব্য। শুভকামনা লাজুক খ্যাক।
শাই ফক্স সম্পর্কে আমার তেমন কোন ধারণা নেই।কারন আমি এই কমিউনিটিতে নতুন সদস্য।তবে পোষ্টের লেখাগুলো পড়ে আমি কিছুটা হলেও বুঝতে পেরেছি শাই ফক্স সম্পর্কে।শাই ফক্স এর জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।
লাজুক খ্যাঁককে শুভেচ্ছা জানাই। তবে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক ঘটনা। এরজন্য আমরা আন্তরিক ভাবে ক্ষমা চাচ্ছি। পরের বার এমনটা হবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ দাদা আমাদের এতো সাপোর্ট করার জন্য। চিরকৃতজ্ঞ @shy-fox 🥰🥰
অনেক ভালো লাগলো দাদা, আসলে আপনার এই চমকটা দেখে আমি অবাক হয়ে গেলাম,আসলে দাদা আপনিই পারেন সব সাধারণ ব্যাপারকে অসাধারণ করে তুলেন৷ খুব ভালো লাগলো দাদা।অনেক অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত্ত বড় একটি সারফ্রাইজ দেয়ার জন্য।
প্রথমে আমি ক্ষমা চাইতেছি দাদা ।বড় ভুলহয়েগেছে ।এই ভুল আর হবেনা ।অবশ্যই shy-fox এর জন্য সব সময় হাজার হাজার শুভেচ্ছা ও দোয়া থাকবে যাতে অনেক বড় হয়ে আমাদের পাশে থাকে ।ধন্যবাদ ।🙏🙏
সত্যিই দাদা আমি এবং আমরা সকলেই অনেক দুঃখিত এই ব্যাপারটার জন্য। আসলে নিজের কাছ থেকেও এমন টা আশা করিনি। আশা করছি এই ব্যাপারটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন দাদা ভাই। লাজুক খ্যাককে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমার পক্ষ থেকে। সত্যিই এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। এবং আমার বাংলা ব্লগের জন্য অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ দাদা আমাদের এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য।এতো বড় পুরষ্কার পাবো এটা জীবনেও কল্পনা করিনাই।যাকে উইশ করলাম সে ই উপহার দিচ্ছে আমাদের।সব আপনার জন্যই পাওয়া দাদা।
নিজের কাছে নিজেরই অনেক খারাপ লাগছে। আমি খুব বেশি দুঃক্ষিত। আসলে গ্রামের বাড়িতে আসার কারণে ২/৩ দিন নেট থেকে বলতে গেলে পুরোই বিচ্ছিন্ন। যার কারণে আমি আসলে জানতাম না। খুবই খারাপ লাগছে। আন্তরিক ভাবে আমি দুঃক্ষিত।
তবে উইস হয়তো করতে পারি নি। কিন্তু শ্যায় ফক্স এর জন্য ভালোবাসা সবসময় অনেক বেশি।❤️।
আসলে কি বলব দাদা দুঃখ প্রকাশ করার মতো সেই ভাষা ও নেই। এ বিষয়টা নিয়ে আমি এতটাই লজ্জিত দাদা আসলে কি বলব। সবচেয়ে বড় কথা হচ্ছে এখন কিছু বলতে চাই সেটা অজুহাত হিসেবে দাঁড়িয়ে যাবে। আমি অজুহাত দিতে পছন্দ করি না। তাই সত্যি কথা বলতে সম্পূর্ণ আমার ব্যর্থতার কারণেই বা বলতে পারেন ভুলের কারণেই আমি যথা সময়ে সাই ফক্সকে উইশ করতে পারিনি। এজন্যই দাদা আমি খুবই দুঃখিত ও লজ্জিত। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক যারা এই লিস্টে আসতে পেরেছেন শাই ফক্সকে উইশ করতে পেরেছেন তাদেরকেও আমার পক্ষ থেকে অভিনন্দন।
আমি ভীষণ ভাবে দুঃখ প্রকাশ করছি। সেই সাথে Shy-fox এর শৈশব থেকে কৈশোরে পদার্পণ করার দিনে ওইশ করতে না পেরে আমি সত্যিই ভীষণ ভাবে লজ্জিত।দাদা আশা করি এইবারের মতো মাফ করে করে দিবেন।
@shy-fox এর বিষয়টির জন্য আমি লজ্জিত । চেষ্টা করবো এবার থেকে কোনো ধরনের পোস্ট এড়িয়ে না যাওয়ার জন্য। আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
প্রথমেই শুভেচ্ছা রইল @shy-fox ও @amarbanglablog কমিউনিটির জন্য। সত্যি এটা আমাদের জন্য খুবই দুঃখজনক । যে shy-fox আমাদের কে এত ভালোবাসা দিয়েছেন এত সমর্থন করেছেন তার এত বড় এচিভমেন্ট এর দিনে আমরা ওনাকে একটুখানি অভিনন্দন করতে পারি নি। আমি এই জন্য খুব দুঃখিত। আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী দাদা । এরপর থেকে এই ধরনের ভুল আর ভবিষ্যতে হবে না। ধন্যবাদ আপনাকে দাদা।🙏
২০২২ সাল হবে
২০২১ সাল যে লাজুক খ্যাঁকের ভালোবাসার মাধ্যদিয়ে যাবে কখনোই ভাবতে পারিনি। আমাদের প্রিয় লাজুক খ্যাঁকের ২৫ লক্ষ পাওয়ার এবং শৈশব কেটে ওঠাতে আমারা সবাই অনেক অনেক খুসি দাদা। সেই সাথে আপনাকে যানায় আন্তরিক ধন্যবাদ ব্যতিক্রম পরিকল্পনা। অনেক কিছু শেখার আছে আপনার থেকে দাদা।
আপনার কাছে অনেক ক্ষমাপ্রার্থী দাদা। যদিও আমি আপনার পোস্টটি পড়েছি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমি উইশ কিংবা কমেন্ট কোনোটাই করিনি। এরপর থেকে এরকম আর হবেনা।
এমন একটি বিষয়ের জন্য সত্যিই আমি অনেক লজ্জিত। তাই দাদা আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী।
আমরা তেমন কিছুই বুজি না,,আমিতো উইশ করি নাই। দুঃখিত দাদা,, এবারের মত ক্ষমা করবেন,,এবারের মত একটা সুযোগ দিবেন,,সামনে থেকে আর হবে না।