"লাজুক খ্যাঁকের (Shy Fox)" পঁচিশ লক্ষ স্টিম পাওয়ার পূর্ণ হলো আজ

in আমার বাংলা ব্লগlast year (edited)

Fox.png
This "Shy-Fox Logo" was originally created by our community member @bountyking5
Thanks to him for giving us permission to use this logo.


মাত্র চার মাস লাগে জন্ম হয়েছিল "লাজুক খ্যাঁকের" (@shy-fox) । এক মিলিয়ন স্টিম পাওয়ার নিয়ে যাত্রা শুরু হয়েছিলো তার । আজকে সেই লাজুক খ্যাঁক পঁচিশ লক্ষ স্টিম পাওয়ার পূর্ণ করলো । চার মাস ধরে প্রতিদিন লাজুক খ্যাঁক প্রায় ৪০-৪৫ টির মতো পোস্ট কিউরেট করে আসছে। সেই হিসাবে মোট প্রায় সাড়ে পাঁচ হাজার পোস্ট কিউরেট করেছে এই পর্যন্ত আমাদের সকলের ভালোবাসার লাজুক খ্যাঁক ।

pic01.png

লাজুক খ্যাঁক কিন্তু এখন বেবি থেকে জাস্ট কিশোর বয়েসে পদার্পণ করলো । যত পাওয়ার বাড়বে সে তত ম্যাচিউর হবে । নিচে লাজুক খ্যাঁকের গ্রোথ চার্টটা দেওয়া হলো -

বয়স-সীমাস্টিম পাওয়ার রেঞ্জ
০-২৫,০০,০০০শিশু
২৫,০০,০০০-৪০,০০,০০০কিশোর
৪০,০০,০০০-৬০,০০,০০০তরুণ
৬০,০০,০০০-১,০০,০০,০০০যুবক

তাই, বলা যায় আজ থেকে আমাদের লাজুক খ্যাঁক শিশু থেকে কৈশোরে উত্তীর্ন হলো । আজকের এই বিশেষ দিনে যদি কেউ লাজুক খ্যাঁককে wish করতে চান তো নিম্নের এই ডিস্কোর্ড চ্যানেলে wish করতে পারেন -

wish-shy-fox-🐺

pic-02.png


"লাজুক খ্যাঁক" কোন পদ্ধতিতে "আমার বাংলা ব্লগ"-এ curate করবে ?

  • প্রতি ২৪ ঘন্টায় মোট ৪০টি পোস্ট কিউরেশনের জন্য মনোনীত করা হবে ।
  • প্রত্যেকটা পোস্টের টোটাল ভোট ভ্যালু (কমিউনিটির কিউরেশন সহ) মিনিমাম $১০+ নিশ্চিত করা হবে । সেই ক্যালকুলেশনে "লাজুক খ্যাঁক" ভোটিং weight ঠিক করবে ।
  • একই অথরের প্রতি ২৪ ঘন্টায় একটি মাত্র পোস্ট "লাজুক খ্যাঁক"-এর কিউরেশনের জন্য মনোনীত করা হবে ।
  • inactive অথরদের পোস্ট কিউরেশনের জন্য সম্পূর্ণরূপে উপেক্ষা করা হবে ।
  • ২৫০ শব্দের নিচের কোনো পোস্ট কিউরেশন করা হবে না ।
  • কমিউনিটির সম্পূর্ণ গাইডলাইনস ফলো করে করা পোস্টগুলিই শুধুমাত্র কিউরেশনের যোগ্য বলে বিবেচিত হবে । দেখুন:- "আমার বাংলা ব্লগ" এর নিয়মাবলীর সর্বশেষ আপডেট
  • স্পোর্টস, নিউজ, শর্ট ফোটোগ্রাফি পোস্ট, কবিতা এগুলি "লাজুক খ্যাঁক" দ্বারা কিউরেশনের জন্য বিবেচিত হবে না, কিন্তু কমিউনিটির রুলস অনুযায়ী এগুলি কমিউনিটির কিউরেটর দ্বারা কিউরেশনের জন্য বিবেচিত হবে ।

কি ভাবে আপনি "আমার বাংলা ব্লগ"-এর একজন এক্টিভ অথর হতে পারবেন

  • নিয়মিত পোস্ট করা । প্রতিদিন করা সম্ভব না হলে সপ্তাহে অন্তত তিনদিন পোস্ট করবেন ।
  • নিজের পোস্টে অন্য ব্লগারদের করা কমেন্টে ৩-৪ দিনের মধ্যে reply দেবেন ।
  • নিয়মিত অন্যদের পোস্ট পড়বেন যতগুলি সম্ভব ।
  • কারো পোস্ট ভালো লাগলে এড়িয়ে যাবেন না, তাকে আপভোট দিয়ে সাপোর্ট করবেন । আপনার ক্ষুদ্র একটি সাপোর্ট যে কোন অথরের কাছে সেটা বিশাল ।
  • অন্য অথরদের পোস্টে গঠনমূলক সমালোচনা বা আপনার ভালো লাগা-মন্দ লাগা কমেন্টের মাধ্যমে প্রকাশ করবেন ।
  • মাঝে মাঝে উপকারী পোস্টগুলি বা ভালো মানের পোস্টগুলি re-steem বা re-blog করবেন ।
  • আমাদের কম্যুনিটির সম্মানিত অ্যাডমিন বা মডারেটর প্যানেলের সাথে সহযোগিতামূলক আচরণ করবেন ।
  • আমাদের কমিউনিটির discord সার্ভারে একটিভ থাকার সর্বোচ্চ চেষ্টা করবেন ।

@shy-fox, @amarbanglablog & @abb-school -এর থেকে আপনার পোস্টে কিউরেশন পেতে আপনার অবশ্য করণীয় :-

  • "আমার বাংলা ব্লগ"-এর একজন এক্টিভ অথর হওয়া ।
  • "আমার বাংলা ব্লগ"-এর সকল নিয়ন কানুন মেনে পোস্ট করা ।
  • আপনার পোস্টটি অবশ্যই কোয়ালিটি পোস্ট হতে হবে কিউরেশন পাওয়ার জন্য ।
  • আপনার পোস্টের benificiary মিনিমাম ১০% @shy-fox কে দিতে হবে । এতে @shy-fox এর পাওয়ার বিল্ড আপে আপনি সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সকলকার জন্য ।
Sort:  
 last year 

আমি এই সম্প্রদায়ের অন্তর্গত হতে পেরে খুবই আনন্দিত এবং আমি দেখতে পেরে খুশি যে @shy-fox অ্যাকাউন্টটি প্রতিদিন সম্প্রদায়ের সাথে একত্রে বৃদ্ধি পাচ্ছে এবং সম্প্রদায়টিকে ভাসিয়ে রাখার জন্য আপনি যে দুর্দান্ত প্রচেষ্টা করছেন।

অভিনন্দন @shy-fox আপনার কিশোর বয়সে পৌঁছানোর জন্য।

 last year 

লাজুক খ্যাকের দ্রুত বৃদ্ধি অর্থাৎ শিশু থেকে কৈশোরে পদার্পণ সত্যিই আমাদের জন্য খুশির খবর।এভাবে লাজুক খ্যাক একদিন মানুষের চোখে তাক লাগিয়ে অনেক বড়ো হবে এবং আমাদের কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাবে সফলতার শীর্ষে।অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো কমিউনিটির জন্য ও প্রিয় লাজুক খ্যাকের প্রতি।💝💝💝অসংখ্য ধন্যবাদ দাদা,আপনার জন্যও অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও শুভকামনা রইলো।

 last year 

আমি নিশ্চিত, এই ফক্স আরও পরিণত হবে এবং কমিউনিটি "আমারবাংলা ব্লগ" আরও উন্নত হবে। আমি এই মহান সম্প্রদায়ের একটি অংশ হতে পেরে গর্বিত। আমি কৃতজ্ঞতায় একটি প্রাপ্তবয়স্ক শিয়ালকে আঁকার চেষ্টা করব🙏🏻🙏🏻 @rme

 last year 

শিশু থেকে যেমন কিশোরী উপনীত হয়েছে, ঠিক তেমনি ভাবে কিশোর থেকে যৌবনে খুব দ্রুত পদার্পণ করেন এটাই কামনা করি। আর যাই হোক আর যে সকল ধরনের নিয়মকানুন এর কথা বলা হয়েছে, আমরা যেন সকলেই যথাযথভাবে পালন করি। ধন্যবাদ দাদা এরকম পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year (edited)

অবশেষে আমাদের লাজুক কিশোর বয়সে পদার্পণ করলো।

লাজুক খ্যাঁক "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একটা জ্বলন্ত প্রদীপ , যে বাংলা ব্লগকে আলোকিত করে। এভাবেই আলো ছড়িয়ে যাক সারাটি জীবন ।

 last year 

আহা কি আনন্দ আকাশে বাতাসে 🥰🥰☺❤🙏 ।।
ভালোবাসা অবিরাম । ।

 last year 
সেই প্রথম সপ্তাহ থেকেই আর আজ পর্যন্ত লাজুক খ্যাক এর ভালবাসা প্রতিনিয়ত পেয়েই যাচ্ছি। স্বার্থহীনভাবে লাজুক খ্যাক সবাইকে সমানভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে। দিন যত যাচ্ছে লাজুক খ্যাকের প্রতি সম্মান শ্রদ্ধা ও ভালোবাসা প্রতিনিয়ত বেড়েই চলেছে। দোয়া করি লাজুক খ্যাক যেন দ্রুতই বড় হয়ে যায় 🥰🥰
 last year 
❤️শুভকামনা কিশোর লাজুক খ্যাঁক❤️

man-5536487_640.jpg

সংগ্রহশালা

অনেক অনেক অনেক শুভকামনা তোমায় কিশোর লাজুক খ্যাঁক ❤️। তোমার জন্ম হতে বড় হওয়া সব চোখের সামনে দিয়ে হলো। সত্যিই অনেক আবেগ আর ভালোবাসা জড়িয়ে রয়েছে তোমাকে ঘিরে, কি বলবো। প্রতিটি দিন সত্যিই ঘুমুতে যাবার আগে মনে একটা স্বপ্ন নিয়ে ঘুমাই সকালে চোখ মেলে তোমার নরম ছোঁয়া পেয়ে ধন্য হবো ☺️ আর মাঝে মাঝেই মন খারাপ হয় যখন কয়েকদিন তোমার দেখা না পাই 🥺। তার পরেও কি নিরন্তন প্রচেষ্টা চালিয়ে যাই তোমার দেখা পেতে☺️। সবথেকে বড় কথা তুমিও আমায় ভালোবাসো না হলে কি প্রতিনিয়ত তোমার ছোঁয়ায় ধন্য করো আমায় 😍
♥️ তুমি অনেক বড় হও ❤️

💚ভালোবাসা অবিরাম 💚

 last year 

আমাদের জন্য অনেক ভালো খবর যতদিন যাবে ততো আরো বেশি শক্তিশালী হবে লাজুক খ্যাক এই কামনায় করছি লাজুক খ্যাক ও দাদা কে আমার তরফ থেকে শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 last year (edited)

অদূর ভবিষ্যতে shy-fox যেন কিশোর থেকেই যৌবনে খুব দ্রুত পদার্পণ করতে পারে সেই জন্য অনেক শুভকামনা রইল। আর আমার পক্ষ থেকেও চেষ্টা করব,সব সময় কোয়ালিটিফুল পোস্ট করার জন্য।আর খেয়াল রাখব যেন কোন ভুল ত্রুটি না হয়।

 last year 

আমাদের সবার প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য শুভকামনা রইলো। সু খবর শিশু থেকে এখন লাজুক খ্যাঁক কিশোর হয়েছে জেনে অনেক ভালো লাগলো। ঠিক একদিন অনেক বড় হবে আমাদের প্রিয় লাজুক খ্যাঁক। আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্য শুভকামনা রইলো।

 last year 

মিলিয়ন স্টিম পাওয়ার নিয়ে যাত্রা শুরু হয়েছিলো তার । আজকে সেই লাজুক খ্যাঁক পঁচিশ লক্ষ স্টিম পাওয়ার পূর্ণ করলো ।

আমাদের সকলের প্রিয় লাজুক খ্যাঁক সময়ের সাথে সাথে অনেকটা বড় হয়ে যাচ্ছে এটা দেখে আমরা অনেক আনন্দিত। শিশু থেকে কিশোর বয়সে পদার্পণ করার জন্য লাজুক খ্যাঁককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সময়ের সাথে সাথে লাজুক খ্যাঁক আরও বড় হবে এবং ধীরে ধীরে যুবক বয়সে পদার্পণ করবে। আমরা অনেক আনন্দিত কারণ আমাদের প্রিয় লাজুক খ্যাঁক ধীরে ধীরে বড় হচ্ছে। দাদা আপনার এই পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। আপনি অনেক সুন্দর করে প্রতিটি বিষয় উপস্থাপন করেছেন। আমরা সকলে অবশ্যই এই নিয়ম কানুনগুলো মেনে চলবো এবং সেই অনুযায়ী পোস্ট করবো। আমরা সবসময় চেষ্টা করি সকল নিয়ম কানুন মেনে চলার। আবারো ধন্যবাদ জানাতে চাই লাজুক খ্যাঁককে যাকে পেয়ে আমরা আজ ধন্য। দাদা আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইলো।

 last year 

আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।
দাদা আপনার জন্য ভালোবাসা রইলো।আপনার এই ছোট্ট শিশু সাই ফক্স চোখের পলকেই যেনো বেড়ে উঠছে।একদিন আরো অনেক অনেক বড় হবে।সেই সাথে আমাদের কমিউনিটি ও হবে এই প্লাটফর্ম এর এক নাম্বার কমিউনিটি।

ধন্যবাদ সাই ফক্স।আমাদের প্রতিনিয়ত এতো ভালোবাসা আর সাপোর্ট দেওয়ার জন্যে।

অনেক ভালো লাগলো এটা জেনে যে শায় ফক্স এখন বেবি থেকে কিশোরে পরিণত হয়েছে। এভাবেই উন্নতি এবং বড় হতে থাকুক সবসময় এটাই কামনা করি আমরা সবাই। শুভকামনা থাকলো এভাবেই বড় হতে থাকুক সাই ফাকস আর আমাদের প্রতিনিয়ত সাপোর্ট করুক ❤️❤️❤️। আর অনেক অনেক শুভেচ্ছা তার এই সফলতার জন্য।

 last year 

কিশোর অবস্থায় যে পরিমাণ সাপোর্ট দিয়ে যাচ্ছে সাই ফক্স, সে যুবক হলে তখন অবস্থাটা কেমন হবে সেটাই আমি ভাবছি। অসাধারণ একটি কিউরেশন একাউন্ট যা খুব দ্রুত পাওয়ার বৃদ্ধি করে এগিয়ে চলেছে এবং এটি কমিউনিটির সবার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এগিয়ে যাক সাইফক্স এবং আমার বাংলা ব্লগ। উইশ করতে না পারার জন্য দুঃখিত।

 last year 

আমার বাংলা ব্লগের একটি উজ্জ্বল নক্ষত্র হচ্ছে shy-fox. যার অবদান আমরা কেউ অস্বীকার করতে পারবো না। shy-fox ২.৫ মিলিয়নের স্টিম পাওয়ার অর্জন করেছে, এটা আমাদের জন্য গর্বের বিষয়। কারণ say-fox আমাদের শুভাকাঙ্ক্ষী। ভালোবাসা অবিরাম shy-fox এর জন্য। ❣️❣️

 last year 

অনেক ভালো লাগলো এটা জেনে যে শায় ফক্স এখন বেবি থেকে কিশোরে পরিণত হয়েছে।সাই ফক্স যত শক্তিশালী হবে আমরাও ততো শক্তিশালী হব।অনেক অনেক ধন্যবাদ দাদা, আপনি কমিউনিটিতে যে অবদান রেখেছেন তার মূল্য হয়তো আমরা কোনদিনও দিতে পারব না। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। শায় ফক্স এর জন্য শুভেচ্ছা অভিনন্দন ও প্রাণঢালা ভালোবাসা রইলো



লাজুক খ্যাক অবশেষে শিশু থেকে কিশোর এ পা রাখলো, লাজুক খ্যাক তার উদ্দম গতিতে এগিয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ লাজুক খ্যাকের জন্য দোয়া রইলো সে যেন, কিশোর থেকে তরুন, তরুন থেকে যুবক হতে পারে। 💗💗🌼🌼🌼
 last year 
  • shy-fox ভালোবাসা পাওয়ার জন্য আমরা সর্বোচ্চ ভালো কাজ করার চেষ্টা করছি। আর এই shy-fox আমাদের ভালোবেসে প্রতিদিন ভোট দিয়ে যাচ্ছে. মাত্র চার মাস বয়সেই shy-fox শিশু থেকে কৈশোরে প্রদর্পন করলো। আর কিছুদিন পরেই আমরা তরুন shy-foxshy-foxকে দেখব তারপরে যুবক। প্রতি দিন শক্তিশালী হচ্ছে তাই shy-fox এর জন্য আন্তরিক ভালবাসা রইল।
 last year 
  • খুবই ভালো লাগছে মাত্র চার মাস বয়সেই সাই-ফক্স শিশু থেকে কৈশোর পদার্পণ করল। আর এই কৈশোরে পদার্পণ করার কারণে সাই ফক্স এর প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা।সাই ফক্স প্রতিনিয়ত আমাদের ভালোবেসে যাচ্ছে। আর সাই ফক্স হোক যত শক্তিশালী হবে আমরা তত লাভবান হব।
 last year 

লাজুক খ্যাঁক দিন দিন বড় হচ্ছে আসলেই বিষয়টা ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। ভবিষ্যতে যারা নিজেদের প্রমাণ করবে তাদের জন্য খুব ভালো সংবাদ। দীর্ঘ সময় কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

 last year (edited)

প্রথমেই আমাদের প্রিয় লাজুক খ্যাঁক কে অভিনন্দন জানাই শিশু থেকে কিশোর বয়সে পদার্পণ করার জন্য। দোয়া রইল যেন আরও অনেক বড় হতে পারে। খুব দ্রুত যেন কিশোর থেকে তরুণে পদার্পণ করতে পারে। আমাদের সকলের ভালোবাসা রইলো লাজুক খ্যাঁকের জন্য। আর তাকেও অভিনন্দন জানাই যার কারণে লাজুক খ্যাঁক শিশু থেকে কিশোর বয়সে পদার্পণ করতে পেরেছে। সে হলো আমাদের সকলের প্রিয় দাদা।

 last year 

লাজুক খ্যাঁকের জন্য অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন।যেনে অনেক ভালো লাগছে যে আমাদের প্রিয় লাজুক খ্যাঁক শিশু থেকে কিশোর হয়ে উঠেছে এবং আমাদের পাশে আছে সবসময়।

 last year 

অনুপ্রেরণার অপর নাম- লাজুক খ্যাঁক
ভালোবাসার অপর নাম- লাজুক খ্যাঁক,
শিশু বা কিশোর, তরুণ বা যুবক হোক
ভালোবাসার সাথে অনুপ্রেরণা হয়ে পাশে থাকুক।

অনেক অনেক শুভেচ্ছা রইল কিশোর লাজুক খ্যাঁকের প্রতি।

 last year 

প্রথমে লাজুক খ্যাককে শুভেচ্ছা ও শুভকামনা রইলো শিশু থেকে কিশোরে পদক্ষেপ দেওয়ার জন্য ।তার জন্য আমরা সাপোর্ট পেয়ে পেয়ে ধন্যহয়ে আছি ।লাজুক খ্যাক আরও বড় হলো এবার আরও সামনে অগ্রসর হয়ে অনেক বড় হবে ।আমরাও সাথে থাকবো তার ।ধন্যবাদ ।

 last year 

সাই -ফক্স প্রতিনিয়ত আমাদের ভালোবেসে যাচ্ছে। আর মাত্র চার মাস বয়সেই শিশু থেকে কৈশোরে পদার্পণ করল। এজন্য সাই -ফক্স এর জন্য আন্তরিক ভালোবাসা রইলো । আপনি খুবই সুন্দর ভাবে সাই -ফক্স ভোট দেওয়ার নিয়ম গুলো এই পোস্টের মাধ্যমে দিয়েছেন। আমি দেখে খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছি।সাই -ফক্স এর জন্য আন্তরিক ভালবাসা রইল। আমরা খুব তাড়াতাড়ি যুবক সাই -ফক্স দেখব এই আশায় রইলাম।

shy-fox এর জন্য অবিরাম ভালোবাসা । অবশেষে শিশু থেকে কিশোর হলো । আশা করি খুব তাড়াতাড়ি যুবক হয়ে যাবে । shy-fox আমার বাংলা ব্লগ কমিউনিটির নক্ষত্র । দাদাকে অনেক ধন্যবাদ ও অবিরাম ভালোবাসা ।

 last year 

দোয়া করি সাঁই ফক্সে দ্রুত বিল্ডআপ করুক এবং আমাদের মাথার উপর শক্ত মজবুত খুঁটি হিসেবে অটুট থাকুক। শুভকামনা রইল সকলের প্রতি।

আমাদের লাজুক খ্যাঁক দিন দিন বড় হচ্ছে আর আমাদের মাথা থেকে টেনশন চলে যাচ্ছে। অনেক ভালোবাসে লাজুক খ্যাঁক আমাদের। লাজুক খ্যাঁক অনেক অনেক বড় হক এই কামনায় করি।

 last year 

প্রথমে ধন্যবাদ দিতে চাই দাদা আপনাকে কারণ আপনার পোস্ট সম্পূর্ণ পড়ে আবারো একবার সবকিছু জানলাম। আসলে আমাদের 10% shy-fox বেনিফিশিয়ারি দিলে আমাদের সামনের ভবিষ্যৎ আরো ভালো হবে। ‌ আমি একজন নতুন ইউজার এবং সবসময় চেষ্টা করব কোয়ালিটি সম্পন্ন পোস্ট বজায় রাখার জন্য এবং কমিউনিটির সমস্ত রুলস মানার জন্য। আবারো ধন্যবাদ দাদা আপনাকে আমরা যারা নতুন এভাবে আপডেট দেখলে আমাদেরও ভালো লাগে সামনে কাজ করার জন্য।

 last year (edited)
অভিনন্দন জানাই লাজুক খ্যাককে, শিশু থেকে কৈশোর এ পদার্পণ করার জন্য। খুবই ভালো লাগছে আমাদের লাজুক খ্যাক দিনে দিনে ম্যাচিউর হচ্ছে।
 last year 

লাজুক খ্যাকঁ এখন কৈশরে পা দিল । সে এখন দুরন্ত , ছুটবে , খেলবে, আর তাকে নিয়ে আমাদের আনন্দের শেষ নেই । তুমি বড় হয়ে ওঠো এই কামনা করছি। ধন্যবাদ

লাজুক খ্যাঁকের শিশু থেকে কৈশোরে পদার্পণ দেখে খুবই আনন্দিত হলাম। অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল আমার পক্ষ থেকে প্রিয় লাজুক খ্যাঁকের জন্য।

 last year 

শায় ফক্স মানে আমাদের কাছে সবচেয়ে প্রিয় নাম। আমরা সবাই সাই ফক্স কে ভালবাসি। ‌ আমরা আমাদের প্রিয় সাই ফক্স এর আরো উন্নতি দেখতে চাই। যারা আপনারা মাঝেমধ্যে শায় ফক্স কে বেনিফিসারী দিতে ভুলে যান অবশ্যই তারা এই বিষয়টি ভালোভাবে লক্ষ্য রাখবেন এবং আমাদের সবার প্রিয় শায়‌ ফক্স কে উন্নতির দিকে ধাবিত করবেন।

 last year 

এটা আমাদের প্রত্যেকের জন্য অনেক খুশির সংবাদ দাদা। অবশেষে আমাদের প্রিয় লাজুক খ্যাঁক কিশোর বয়সে পদার্পণ করেছে। আমাদের সবার চেষ্টা থাকবে আমাদের প্রিয় লাজুক খ্যাঁককে যত দ্রুত সম্ভব যুবক বয়সে নিয়ে আসা।

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

 last year 

আজ থেকে আমাদের লাজুক খ্যাঁক শিশু থেকে কৈশোরে উত্তীর্ন হলো ।

লাজুক খ্যাঁকের পঁচিশ লক্ষ স্টিম পাওয়ার পূর্ণ হলো এজন্য আমরা সকলে অনেক আনন্দিত। আমাদের সেই ছোট্ট প্রিয় লাজুক খ্যাঁক বড় হচ্ছে। এখন সে কিশোর হয়েছে। ধীরে ধীরে লাজুক খ্যাঁক যুবক হবে এবং পূর্ণবয়স্ক হবে। লাজুক খ্যাঁকের বেড়ে চলা কে আমরা স্বাগত জানাই। আমরা প্রতিনিয়ত লাজুক খ্যাঁকের সাপোর্ট পেয়ে অনেক খুশি। তার বেড়ে চলা সফল হোক এই কামনাই করি দাদা। আশা করছি আমাদের এই কমিউনিটি আরো বেশি এগিয়ে যাবে এবং সকলে কমিটির সকল নিয়ম কানুন মেনে পোস্ট করবে। লাজুক খ্যাঁকের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো ভালোবাসা রইল।❣️❣️❣️❣️❣️🌹🌹🌹

 last year 

বয়স-সীমা স্টিম পাওয়ার রেঞ্জ
০-২৫,০০,০০০ শিশু
২৫,০০,০০০-৪০,০০,০০০ কিশোর
৪০,০০,০০০-৬০,০০,০০০ তরুণ
৬০,০০,০০০-১,০০,০০,০০০ যুবক

আমাদের সবার ভালোবাসার shy-fox আজ শিশু থেকে কৈশোরে উন্নত হল। তাই shy-fox জন্য রইল আন্তরিক ভালোবাসা। shy-fox এর বয়স সীমা আজকে খুবই সুন্দর ভাবে জানতে পারলাম এবং আমরা খুব তাড়াতাড়ি যুবক shy-foxshy-foxকে আমাদের সামনে দেখবো এই আশায় রইলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা আপনি খুবই সুন্দরভাবে shy-fox এর সকল নিয়ম এই পোস্টের মাধ্যমে তুলে ধরেছেন।

 last year (edited)

আমি লাজুক-খ্যাক এর পাওয়ার বিল্ড আপে সক্রিয় ভাবে অংশ নিতে চাই। আশা করি লাজুক-খ্যাক খুব দ্রুত তরুন হবে ও পরবর্তীতে পরিপূর্ণ যুবক এ পরিনত হবে ।

লাজুক এর জন্য শুভকামনা রইল

 last year 

তুমি অনেক বড় হও আমাদের প্রিয় সাই ফক্স। এইতো সেদিন ছোট্ট ছিলে এবং ছোট থেকে চোখের পলকেই কিশোর হয়ে গেলে। আমি কামনা করে খুব দ্রুত যেন সাই ফক্স অতি দ্রুত যুবকে পরিণত হোক। আমার বাংলা ব্লগ কমিউনিটি জন্য অনেক অনেক শুভকামনা রইল দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমি প্রত্যাশা করি একদিন আমাদের কমিউনিটি হবে স্টিমিট প্ল্যাটফর্মের এক নাম্বার কমিউনিটি।

 last year 

লাজুক খ্যাঁকের জন্য অনেক অনেক শুভকামনা রইল।সত্যিই লাজুক খ্যাঁক আমার বাংলা কমিউনিটি তে অনেক বড় একটি বন্ড হিসেবে কাজ করছে। কমিউনিটির সবাই যেন তার ই অপেক্ষায় থাকে।কিশোর লাজুক খ্যাঁককে দেখে খুবই ভালো লাগলো এখন অপেক্ষায় থাকলাম যুবক লাজুক খ্যাঁকের।

অনেক অনেক ধন্যবাদ দাদা, আপনি কমিউনিটিতে যে অবদান রেখেছেন তার মূল্য হয়তো আমরা কোনদিনও দিতে পারব না।শুভকামনা রইল আপনার জন্য, আপনি যেন আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন।

 last year 

ভালোবাসার আরেক নাম লাজুক খ্যাঁক।গুটি গুটি পায়ে হেঁটে চলা প্রিয় লাজুক খ্যাঁক যেনো দৌড়াতে শিখে গেল।আর এভাবেই আমাদের সকলের ভালোবাসার লাজুক খ্যাঁক একদিন আরো বড় হয়ে যাবে।অবিরাম ভালোবাসা🖤

 last year 

একটু দেরিতে হলেও অভিনন্দন Shy-Fox কে। এখনো একটিভ মেম্বার হতে পারিনি। হলে হয়তো Shy-Fox এর কিরেশন পাবো। কিন্তু প্রতিনিয়ত দেখে যাচ্ছি অনেক সুন্দর সুন্দর পোস্ট Shy-Fox দ্বারা কিউরেট করা হচ্ছে। দেখে অনেক শান্তি লাগে। আমার ও দ্রুত একটিভ লিস্ট এ যেতে মন চায়।

সাই ফক্স দিনে দিনে বড় হচ্ছে। খুব তাড়াতাড়ি মাত্র চার মাস বয়সী শিশু থেকে সাই ফক্স কৈশোরে পদার্পণ করল। আর কিছুদিন পরেই সাই ফক্সকে তরুণের দেখব। তারপরে দেখব যুবককে। সাই ফক্সের এই শক্তিশালী ক্ষমতা যত হবে ততো উন্নত হবে। তাই সাই ফক্স জন্য আন্তরিক ভালবাসা রইল।

 last year 

আমাদের জন্য খুবই দারুন খবর সাই ফক্স শক্তিশালী হওয়া মানে আমাদের ও শক্তি,এভাবেই ছড়িয়ে পরুক আমাদের বাংলা ব্লগের শক্তি।আপনার পোস্ট এর মাধ্যমে আবারো জানতে পারলাম নিয়ম কানুন গুলো।ধন্যবাদ দাদা আপনাকে।

 last year 

আমার পক্ষ থেকে @shy-fox কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। shy-fox যেন আরো সমৃদ্ধশালী হতে পারে সেই কামনাই রইল।

 last year 

অভিনন্দন প্রিয় লাজুক খ্যাক বাচ্চা থেকে কিশরে পদার্পণ এটা আমাদের সবার জন্য আনন্দের বিষয়। তোমার ভালোবাসায় আমরা অনেক খুশি এবং তুমি প্রতিনিয়ত আমাদের কে ভালোবেসে যাচ্ছ।এভাবেই এগিয়ে যাবে প্রিয় লাজুক 😘😍

 last year 

দেরিতে উইশ করলাম বা উইশ করলাম না এর মানে এই নয় যে, আমি শাই ফক্স কে ভালোবাসি না। আমি নিজেকে কখনোই অকৃতজ্ঞদের দলে ফেলিনা। আমি ভালোবাসার বদলে ভালোবাসা দিতে জানি। তবে সব সময়ই যে তা প্রকাশিত হতে হবে এমন নয়। যাই হোক আমাদের লাজুক শেয়ালের কৈশোরে পদার্পণ কে জানাই অভিনন্দন। প্রার্থনা করি আমাদের ভালবাসার শেয়াল মহাশয় যেন খুব দ্রুতই পূর্ণ শক্তিতে বলিয়ান হয়ে যৌবনে পদার্পণ করতে পারে। ভালোবাসি অবিরাম আমাদের প্রিয় লাজুক শেয়াল কে।

 last year 

shy-fox এর জন্য অসংখ্য শুভ কামনা রইল। যেন সে খুব তাড়াতাড়ি কিশোর থেকে তরুনে পদার্পণ করে।

 last year 

দাদা shy-fox শুধু নিজে বড় হচ্ছে না তার সাথে সাথে আমাদের কেউ এক অনন্য উচ্চতায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। আমাদের স্বপ্ন পূরণের সহযোদ্ধা হয়ে পাশে আছে সেই ছোটবেলা থেকেই। তাই আজকের এই পূর্ণতার দিনে মন থেকে অভিনন্দন জানাচ্ছি আমাদের শেয়াল মশাইকে। আরো বড় হোক। আরো পূর্ণতা পাক তার পথচলা। এই শুভ কামনা জানাই।

 last year 

প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি দেরিতে উইশ করার জন্য।
আমি খুশির সাথে আমাদের@shy-fox কে অভিনন্দন জানাচ্ছি।কারন এইটা আমাদের সবার অর্জন। আমাদের সবার প্রিয় লাজুক খ্যাঁক শিশু থেকে কিশোর এ পদার্পণ করলো।আমরা আশা করবো যেন অতি দ্রুত তরুন এ পা রাখতে পারে।

 last year 

অভিনন্দন শাই-ফক্স।এখন তুমি শিশু থেকে কৈশোরে পা দিয়েছো।তুমি আমাদের মতো সাধারণ ইউজার থেকে মডারেটর এবং এডমিন ভাইদেরও প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে চলেছ।তুমি আরো অনেক দূর এগিয়ে যাও।তোমার জন্য শুভকামনা রইলো।

 last year (edited)

প্রথমেই আমি দুঃখিত দেরিতে উইশ করার জন্য।
তবে যখন পোস্টটি পড়ে জানতে পারলাম আমাদের সকলের প্রিয় লাজুক খ্যাঁক পঁচিশ লক্ষ স্টিম পাওয়ার পূর্ণ করে শিশু থেকে কিশোর জীবনে পদোন্নতি করল এতে সত্যিই আমরা খুশি। আমাদের সকলের প্রাণপ্রিয় লাজুক খ্যাঁক আরো দীর্ঘ আয়ু হোক এবং খুব শীঘ্রই তরুণ এবং তাগড়া যুবক হয়ে আসুক সে প্রার্থনা রইলো।

 last year 

বয়স-সীমা স্টিম পাওয়ার রেঞ্জ
০-২৫,০০,০০০ শিশু
২৫,০০,০০০-৪০,০০,০০০ কিশোর
৪০,০০,০০০-৬০,০০,০০০ তরুণ
৬০,০০,০০০-১,০০,০০,০০০ যুবক

প্রিয় @shy-fox এখন শিশু থেকে কৈশোর হয়েছে, এটি আমাদের জন্য অনেক আনন্দের বিষয়, আমরা সবাই আশা বাদি আমাদের প্রিয় @shy-fox খুব তারাতারি তরুণ হয়ে যাবে, অনেক অনেক শুভকামনা রইল আমার প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য, তুমি নিজেও খুব তারাতারি বড়ো হয়ে উঠো এবং আমাদের কেও বড় করে তোলো, অনেক অনেক ধন্যবাদ প্রিয় লাজুক খ্যাক ( @shy-fox)

 last year 

দাদা আমিও সাই ফক্সকে উইশ করতে পারি নি।মানুষ মাত্রই ভুল করে।আমিও তার ব্যাতিক্রম নই।আপনি সাই-ফক্স এর মাধ্যমে আমাদের পাশে না থাকলে আমরা এত দূর পর্যন্ত আসতে পারতাম না।সাই ফক্স এর শিশু থেকে কৈশোরে আগমন উপলক্ষে উইশ করতে না পারার জন্য ভীষণভাবে লজ্জিত।ক্ষমা করে দিয়েন দাদা।

বয়স-সীমা স্টিম পাওয়ার রেঞ্জ
০-২৫,০০,০০০ শিশু
২৫,০০,০০০-৪০,০০,০০০ কিশোর
৪০,০০,০০০-৬০,০০,০০০ তরুণ
৬০,০০,০০০-১,০০,০০,০০০ যুবক

আমি অত্যন্ত আনন্দের গ্রহণ করছি,আমাদের লাজুক খ্যাঁক যৌবনে পদার্পণ করেছে।

"লাজুক খ্যাঁকের (Shy Fox)" পঁচিশ লক্ষ স্টিম পাওয়ার পূর্ণ হলো আজ

যাহা বাংলা ব্লগ বাসির জন্য, অতীব সুখর। চলমান থাক লাজুক খ্যাঁকের বেড়ে চলা।এই কামনায়...

 last year 

সাই-ফক্স এখন কৌশরে পদার্পণ করেছে। জেনে খুবই ভালো লাগছে। সাই ফক্স যত শক্তিশালী হবে আমরাও ততো শক্তিশালী হব। আজকের এই পোস্টটা সবার পড়া উচিৎ । অনেক অনেক ধন্যবাদ দাদা।

 last year 

অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো আমাদের প্রিয় shy-fox এর জন্য।
আমাদের প্রিয় shy-fox শৈশব থেকে কৈশোরে পা দিয়েছে কিছু দিন পর আরো বড় হয়ে যাবে। অনেক ভালোবাসি ও অনেক দুআ করি আমাদের প্রিয় shy-fox এর জন্য এভাবেই এগিয়ে যাবে অনেক দূর।

 last year 

@shy-fox থেকে সবাইকে প্রতিনিয়ত ভালো ভাবে সাপোর্ট দেওয়ার জন্য এবং shy-fox কে আরও শক্তিশালী ও যত্ন সহকারে বেড়ে তোলার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া। শুভেচ্ছা রইলো সকলের জন্য। 😊

 last year (edited)

শাই ফক্স এভাবেই আরো উন্নতির দিকে এগিয়ে চলুক এবং আমাদের আমার বাংলা ব্লগ পরিবারের প্রাণ কেন্দ্র হয়ে থাকুক । আশা করছি শাই ফক্স দ্রুতই তার পরবর্তী চরণ অর্থাৎ তরুণ ও যুবক এ পরিনত হওয়ার অপেক্ষায় রইলাম । অনেক অনেক শুভকামনা রইলো শাই ফক্স এর জন্য । 💗

 last year 

অনেক বেশি ভালো লাগতেছে আজকের এই পোস্ট পড়ে। মাত্র চার মাসেই এই শিশু লাজুক-খ্যাক এখন কৈশরে পা দিলো। খুব ভালো লাগলো দাদা। আমরা সবাই চাই আমাদের এই প্রিয় কমিউনিটি সর্বোচ্চ চুড়ায় পৌছে যাক। শাই-ফক্স এর জন্ম থেকে তার সর্বোচ্চ পর্যায়ে পৌছাতে আমরা সবসময় এই কমিউনিটির সাথে থাকার প্রত্যাশা রাখছি। অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল লাজুক-খ্যাকের জন্য।

 last year 

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WSFayCtwhzR8p5ww6cvzC5qt9UM85FqFkUemheHo4oevgjKFfiSW2uSKEFLufMsHGtBtAjeidYyWo5fEh69L.png

প্রথমে অভিনন্দন জানায় লাজুক খ্যাঁক 25 লক্ষ স্টিম পাওয়ার পূর্ণ হল। আসলে সেই ছোট থেকে আমরা দেখে আসছি আমাদের অনেক ভালোবাসা দিয়ে আসছে। সত্যিই কেবল 4 মাস হল চার মাসেই আমাদের এত অর্জন ইনশাল্লাহ ভালো কিছু হবে।লাজুক খ্যাঁক শিশু থেকে কৈশোর পদার্পণ করল

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WSFayCtwhzR8p5ww6cvzC5qt9UM85FqFkUemheHo4oevgjKFfiSW2uSKEFLufMsHGtBtAjeidYyWo5fEh69L.png

 last year (edited)

"লাজুক খ্যাঁকের (Shy Fox)" পঁচিশ লক্ষ স্টিম পাওয়ার পূর্ণ হলো আজ

ওয়াও! আমাদের লাজুক খ্যাক শিশু থেকে কৈশোরে পদার্পণ করায়, আমার পক্ষ থেকে লাজুক খ্যাককের প্রতি রইলো শুভেচ্ছা ও অভিনন্দন। এটা খুবই আনন্দের সংবাদ আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলের জন্য যে আমাদের প্রাণ প্রিয় লাজুক সে এখন শিশু থেকে কৈশোরে পদার্পণ করেছে, আমরা এতে খুবই গর্বিত ও আনন্দিত। আর এই জন্যই আমার পক্ষ থেকে সব রকম সাপোর্ট দিয়ে শিশু থেকে কৈশোর পর্যন্ত লালন-পালন করে আনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 last year 

ওয়াও খুবই আনন্দের সংবাদ যে আমাদের সবার প্রিয় লাজুক খ্যাক শিশু থেকে কৈশোর পদার্পণ করেছে। এই জন্য লাজুক খ্যাকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি এভাবেই লাজুক খ্যাক দিন দিন আরো বড় হয়ে উঠবে এবং আমাদের কমিউনিটি আমার বাংলা ব্লগকে সফলতার শীর্ষে পৌঁছে নিয়ে যাবে। আবারো আমাদের সবার প্রিয় লাজুক খ্যাকের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল আর দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা যে আপনি দিন দিন আমাদের প্রিয় লাজুক খ্যাকে বড় করে তুলছেন।

 last year 

শাই ফক্স শিশু থেকে কৈশোরে পদার্পণ করায় আমি খুবই আনন্দিত, কারণ এই শাই ফক্স আমাদেরকে সবসময় সাপোর্ট দেওয়ার মাধ্যমে সহযোগিতা করে আসছে আর এইজন্যেই শাই ফক্সকে আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আর সেই সাথে দাদাকেও আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও সেই সাথে শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 last year 

অনেক অনেক খুশির সংবাদ মে লাজুক খ্যাক শিশু ‌‌‌‌‌থেকে কিশোরে পা দিয়েছে। সত্যিই খারাপ লাগছে যে লাজুক খ্যাক কে উইশ করতে দেরি করে ফেলেছি,যে কিনা আমাদের এত এত সাপোর্ট করে। আচ্ছা ভুল করেছি আর তো কিছু করার নেই। তবু ও ভালোবাসি লাজুক খ্যাক কে মন থেকে এবং ভালো কাজ করে যাবো। মন থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল লাজুক খ্যাক এবং দাদা ভাই আপনার জন্য ও এভাবে আমার বাংলা ব্লগ কমিউনিটি এবং লাজুক খ্যাককে বৃদ্ধি করার জন্য।

 last year 

লাজুক খ্যাঁকের জন্য অভিনন্দন রইল। আশা করি খুব শীঘ্রই লাজুক খ্যাঁক তার কিশোর বয়স পার করবে।
শিশু যেমন ছোট থেকে বড় হয়ে উঠলে তার পরিবারের আনন্দ উদযাপিত হয় ঠিক তেমি ভাবে বাংলা ব্লগ পরিবার এর সকলে লাজুক খ্যাঁকের কিশোর হয়ে উঠার দিনটি উদযাপন করবে। অভিনন্দন ও শুভেচ্ছা রইল লাজুক খ্যাঁককে কিশোর হয়ে ওঠার জন্য।

 last year 

প্রিয় লাজুক খ্যাঁক এর কিশোরে পদার্পণ হওয়ায় অনেক অনেক শুভকামনা। আশা করি লাজুক খ্যাঁক খুব তাড়াতাড়ি তরুণেও পদার্পণ অগ্রিম অভিনন্দন রইল।

 last year 

লাজুক খ্যাঁক এর এই প্রাপ্তি আমাদের সকলের। চোখের সামনে একটু একটু করে বেড়ে উঠেছে আমাদের সবার প্রিয় লাজুক খ্যাঁক। অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানাচ্ছি প্রিয় শেয়াল মশাইকে 🥰🙏❤️।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Coin Marketplace

STEEM 0.21
TRX 0.06
JST 0.026
BTC 27408.01
ETH 1751.17
USDT 1.00
SBD 2.83