"লাজুক খ্যাঁকের (Shy Fox)" পঁচিশ লক্ষ স্টিম পাওয়ার পূর্ণ হলো আজ

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

Fox.png
This "Shy-Fox Logo" was originally created by our community member @bountyking5
Thanks to him for giving us permission to use this logo.


মাত্র চার মাস লাগে জন্ম হয়েছিল "লাজুক খ্যাঁকের" (@shy-fox) । এক মিলিয়ন স্টিম পাওয়ার নিয়ে যাত্রা শুরু হয়েছিলো তার । আজকে সেই লাজুক খ্যাঁক পঁচিশ লক্ষ স্টিম পাওয়ার পূর্ণ করলো । চার মাস ধরে প্রতিদিন লাজুক খ্যাঁক প্রায় ৪০-৪৫ টির মতো পোস্ট কিউরেট করে আসছে। সেই হিসাবে মোট প্রায় সাড়ে পাঁচ হাজার পোস্ট কিউরেট করেছে এই পর্যন্ত আমাদের সকলের ভালোবাসার লাজুক খ্যাঁক ।

pic01.png

লাজুক খ্যাঁক কিন্তু এখন বেবি থেকে জাস্ট কিশোর বয়েসে পদার্পণ করলো । যত পাওয়ার বাড়বে সে তত ম্যাচিউর হবে । নিচে লাজুক খ্যাঁকের গ্রোথ চার্টটা দেওয়া হলো -

বয়স-সীমাস্টিম পাওয়ার রেঞ্জ
০-২৫,০০,০০০শিশু
২৫,০০,০০০-৪০,০০,০০০কিশোর
৪০,০০,০০০-৬০,০০,০০০তরুণ
৬০,০০,০০০-১,০০,০০,০০০যুবক

তাই, বলা যায় আজ থেকে আমাদের লাজুক খ্যাঁক শিশু থেকে কৈশোরে উত্তীর্ন হলো । আজকের এই বিশেষ দিনে যদি কেউ লাজুক খ্যাঁককে wish করতে চান তো নিম্নের এই ডিস্কোর্ড চ্যানেলে wish করতে পারেন -

wish-shy-fox-🐺

pic-02.png


"লাজুক খ্যাঁক" কোন পদ্ধতিতে "আমার বাংলা ব্লগ"-এ curate করবে ?

  • প্রতি ২৪ ঘন্টায় মোট ৪০টি পোস্ট কিউরেশনের জন্য মনোনীত করা হবে ।
  • প্রত্যেকটা পোস্টের টোটাল ভোট ভ্যালু (কমিউনিটির কিউরেশন সহ) মিনিমাম $১০+ নিশ্চিত করা হবে । সেই ক্যালকুলেশনে "লাজুক খ্যাঁক" ভোটিং weight ঠিক করবে ।
  • একই অথরের প্রতি ২৪ ঘন্টায় একটি মাত্র পোস্ট "লাজুক খ্যাঁক"-এর কিউরেশনের জন্য মনোনীত করা হবে ।
  • inactive অথরদের পোস্ট কিউরেশনের জন্য সম্পূর্ণরূপে উপেক্ষা করা হবে ।
  • ২৫০ শব্দের নিচের কোনো পোস্ট কিউরেশন করা হবে না ।
  • কমিউনিটির সম্পূর্ণ গাইডলাইনস ফলো করে করা পোস্টগুলিই শুধুমাত্র কিউরেশনের যোগ্য বলে বিবেচিত হবে । দেখুন:- "আমার বাংলা ব্লগ" এর নিয়মাবলীর সর্বশেষ আপডেট
  • স্পোর্টস, নিউজ, শর্ট ফোটোগ্রাফি পোস্ট, কবিতা এগুলি "লাজুক খ্যাঁক" দ্বারা কিউরেশনের জন্য বিবেচিত হবে না, কিন্তু কমিউনিটির রুলস অনুযায়ী এগুলি কমিউনিটির কিউরেটর দ্বারা কিউরেশনের জন্য বিবেচিত হবে ।

কি ভাবে আপনি "আমার বাংলা ব্লগ"-এর একজন এক্টিভ অথর হতে পারবেন

  • নিয়মিত পোস্ট করা । প্রতিদিন করা সম্ভব না হলে সপ্তাহে অন্তত তিনদিন পোস্ট করবেন ।
  • নিজের পোস্টে অন্য ব্লগারদের করা কমেন্টে ৩-৪ দিনের মধ্যে reply দেবেন ।
  • নিয়মিত অন্যদের পোস্ট পড়বেন যতগুলি সম্ভব ।
  • কারো পোস্ট ভালো লাগলে এড়িয়ে যাবেন না, তাকে আপভোট দিয়ে সাপোর্ট করবেন । আপনার ক্ষুদ্র একটি সাপোর্ট যে কোন অথরের কাছে সেটা বিশাল ।
  • অন্য অথরদের পোস্টে গঠনমূলক সমালোচনা বা আপনার ভালো লাগা-মন্দ লাগা কমেন্টের মাধ্যমে প্রকাশ করবেন ।
  • মাঝে মাঝে উপকারী পোস্টগুলি বা ভালো মানের পোস্টগুলি re-steem বা re-blog করবেন ।
  • আমাদের কম্যুনিটির সম্মানিত অ্যাডমিন বা মডারেটর প্যানেলের সাথে সহযোগিতামূলক আচরণ করবেন ।
  • আমাদের কমিউনিটির discord সার্ভারে একটিভ থাকার সর্বোচ্চ চেষ্টা করবেন ।

@shy-fox, @amarbanglablog & @abb-school -এর থেকে আপনার পোস্টে কিউরেশন পেতে আপনার অবশ্য করণীয় :-

  • "আমার বাংলা ব্লগ"-এর একজন এক্টিভ অথর হওয়া ।
  • "আমার বাংলা ব্লগ"-এর সকল নিয়ন কানুন মেনে পোস্ট করা ।
  • আপনার পোস্টটি অবশ্যই কোয়ালিটি পোস্ট হতে হবে কিউরেশন পাওয়ার জন্য ।
  • আপনার পোস্টের benificiary মিনিমাম ১০% @shy-fox কে দিতে হবে । এতে @shy-fox এর পাওয়ার বিল্ড আপে আপনি সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সকলকার জন্য ।
Sort:  
 2 years ago 

আমি এই সম্প্রদায়ের অন্তর্গত হতে পেরে খুবই আনন্দিত এবং আমি দেখতে পেরে খুশি যে @shy-fox অ্যাকাউন্টটি প্রতিদিন সম্প্রদায়ের সাথে একত্রে বৃদ্ধি পাচ্ছে এবং সম্প্রদায়টিকে ভাসিয়ে রাখার জন্য আপনি যে দুর্দান্ত প্রচেষ্টা করছেন।

অভিনন্দন @shy-fox আপনার কিশোর বয়সে পৌঁছানোর জন্য।

 2 years ago 

লাজুক খ্যাকের দ্রুত বৃদ্ধি অর্থাৎ শিশু থেকে কৈশোরে পদার্পণ সত্যিই আমাদের জন্য খুশির খবর।এভাবে লাজুক খ্যাক একদিন মানুষের চোখে তাক লাগিয়ে অনেক বড়ো হবে এবং আমাদের কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাবে সফলতার শীর্ষে।অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো কমিউনিটির জন্য ও প্রিয় লাজুক খ্যাকের প্রতি।💝💝💝অসংখ্য ধন্যবাদ দাদা,আপনার জন্যও অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও শুভকামনা রইলো।

 2 years ago 

আমি নিশ্চিত, এই ফক্স আরও পরিণত হবে এবং কমিউনিটি "আমারবাংলা ব্লগ" আরও উন্নত হবে। আমি এই মহান সম্প্রদায়ের একটি অংশ হতে পেরে গর্বিত। আমি কৃতজ্ঞতায় একটি প্রাপ্তবয়স্ক শিয়ালকে আঁকার চেষ্টা করব🙏🏻🙏🏻 @rme

 2 years ago 

শিশু থেকে যেমন কিশোরী উপনীত হয়েছে, ঠিক তেমনি ভাবে কিশোর থেকে যৌবনে খুব দ্রুত পদার্পণ করেন এটাই কামনা করি। আর যাই হোক আর যে সকল ধরনের নিয়মকানুন এর কথা বলা হয়েছে, আমরা যেন সকলেই যথাযথভাবে পালন করি। ধন্যবাদ দাদা এরকম পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago (edited)

অবশেষে আমাদের লাজুক কিশোর বয়সে পদার্পণ করলো।

লাজুক খ্যাঁক "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একটা জ্বলন্ত প্রদীপ , যে বাংলা ব্লগকে আলোকিত করে। এভাবেই আলো ছড়িয়ে যাক সারাটি জীবন ।

 2 years ago 

আহা কি আনন্দ আকাশে বাতাসে 🥰🥰☺❤🙏 ।।
ভালোবাসা অবিরাম । ।

 2 years ago 
সেই প্রথম সপ্তাহ থেকেই আর আজ পর্যন্ত লাজুক খ্যাক এর ভালবাসা প্রতিনিয়ত পেয়েই যাচ্ছি। স্বার্থহীনভাবে লাজুক খ্যাক সবাইকে সমানভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে। দিন যত যাচ্ছে লাজুক খ্যাকের প্রতি সম্মান শ্রদ্ধা ও ভালোবাসা প্রতিনিয়ত বেড়েই চলেছে। দোয়া করি লাজুক খ্যাক যেন দ্রুতই বড় হয়ে যায় 🥰🥰
 2 years ago 
❤️শুভকামনা কিশোর লাজুক খ্যাঁক❤️

man-5536487_640.jpg

সংগ্রহশালা

অনেক অনেক অনেক শুভকামনা তোমায় কিশোর লাজুক খ্যাঁক ❤️। তোমার জন্ম হতে বড় হওয়া সব চোখের সামনে দিয়ে হলো। সত্যিই অনেক আবেগ আর ভালোবাসা জড়িয়ে রয়েছে তোমাকে ঘিরে, কি বলবো। প্রতিটি দিন সত্যিই ঘুমুতে যাবার আগে মনে একটা স্বপ্ন নিয়ে ঘুমাই সকালে চোখ মেলে তোমার নরম ছোঁয়া পেয়ে ধন্য হবো ☺️ আর মাঝে মাঝেই মন খারাপ হয় যখন কয়েকদিন তোমার দেখা না পাই 🥺। তার পরেও কি নিরন্তন প্রচেষ্টা চালিয়ে যাই তোমার দেখা পেতে☺️। সবথেকে বড় কথা তুমিও আমায় ভালোবাসো না হলে কি প্রতিনিয়ত তোমার ছোঁয়ায় ধন্য করো আমায় 😍
♥️ তুমি অনেক বড় হও ❤️

💚ভালোবাসা অবিরাম 💚

 2 years ago 

আমাদের জন্য অনেক ভালো খবর যতদিন যাবে ততো আরো বেশি শক্তিশালী হবে লাজুক খ্যাক এই কামনায় করছি লাজুক খ্যাক ও দাদা কে আমার তরফ থেকে শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago (edited)

অদূর ভবিষ্যতে shy-fox যেন কিশোর থেকেই যৌবনে খুব দ্রুত পদার্পণ করতে পারে সেই জন্য অনেক শুভকামনা রইল। আর আমার পক্ষ থেকেও চেষ্টা করব,সব সময় কোয়ালিটিফুল পোস্ট করার জন্য।আর খেয়াল রাখব যেন কোন ভুল ত্রুটি না হয়।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.11
JST 0.034
BTC 63997.36
ETH 3133.23
USDT 1.00
SBD 4.15