কিছু random ফোটোগ্রাফি : স্মৃতির পাতা থেকে

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

অনেক অনেক দিন আগের তোলা এসব ফোটো । কোনো কোনোটা ৬-৭ বছরের পুরোনো । এর মধ্যে বেশ কয়েকটি আগে আমার @royalmacro আইডিতে শেয়ার করেছি, তবে বিচ্ছিন্ন ভাবে । আজ পুরোনো দিনের অ্যালবাম ঘাঁটতে গিয়ে পেয়ে গেলাম । কিছুটা স্মৃতিমেদুর হয়ে পড়লাম । তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি । আসলে ফটোগ্রাফির মজাই এই । বন্ধুদের সাথে শেয়ার করা । নইলে আর কিসের আনন্দ বলুন । তবে আমার ফেসবুকের বন্ধুদের সাথে ফোটোগ্রাফি শেয়ার করে কোনো মজা পাই না । তাই ভাবলাম "আমার বাংলা ব্লগ"-এর বন্ধুদের সাথেই শেয়ার করি । সবগুলি ফটো-ই প্রকৃতির নানা দৃশ্যপট । কেমন হয়েছে জানাতে ভুলবেন না যেন ।


গোধূলির আকাশ ।ঘন সিঁদুর রঙা আবিরের রাগে রঞ্জিত পশ্চিমাকাশ ।
আলোকচিত্র তোলার তারিখ : অক্টোবর, ২০১৬
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


দমদম রেলওয়ে জংশন ।
আলোকচিত্র তোলার তারিখ : অগাস্ট , ২০১৬
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


দক্ষিনেশ্বর মন্দিরের পঞ্চবটী । গাছের ডালের উপর একটা হনুমান বসে ।
আলোকচিত্র তোলার তারিখ : ফেব্রুয়ারী , ২০১৬
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


গঙ্গা বক্ষে গোধূলী বেলার মায়াবী আলো । গান্ধী ঘাট, ব্যারাকপুর ।
আলোকচিত্র তোলার তারিখ : ফেব্রুয়ারী , ২০১৬
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


বেগুন ক্ষেত ।
আলোকচিত্র তোলার তারিখ : এপ্রিল , ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি । রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান ।
আলোকচিত্র তোলার তারিখ : ফেব্রুয়ারী , ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


আলিপুর চিড়িয়াখানার কিউরেটরের আবাসনের পিছনের দিক ।
আলোকচিত্র তোলার তারিখ : ফেব্রুয়ারী , ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


ম্যাক্রো শট, ফড়িং (ড্রাগন ফ্লাই)
আলোকচিত্র তোলার তারিখ : জানুয়ারী, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


রথতলার রথযাত্রার মেলা থেকে তোলা জিলেপি ও পান মশলার ফোটো ।
আলোকচিত্র তোলার তারিখ : জুলাই, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


কুল গাছ ।
আলোকচিত্র তোলার তারিখ : জুলাই, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : SONY
ক্যামেরা মডেল :DSC-W710
ফোকাল লেংথ : ৫ মিমিঃ

Sort:  

Thank You for sharing Your insights...

AND Your wonderful story + photos.

 3 years ago 

দাদা আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে ।ফড়িংয়ের ছবিটি খুবই চমৎকার তুলেছেন ।আর জিলেপি ,পান মশলার তো কোন তুলনাই হয় না, দেখেই খেতে মন চাইছে ।একদম টসটসে লাগছে।আপনার পুরোনো স্মৃতি সত্যিই দারুন ছিল।খুবই উপভোগ করেছি।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnL5TdzW1drxxGVA6.jpeg

গঙ্গা বক্ষে গোধূলী বেলার মায়াবী আলো । গান্ধী ঘাট, ব্যারাকপুর

সব গুলো ফটোগ্রাফি দারুন হয়েছে তবে দাদা আমার কাছে সব চেয়ে বেশি ভালো লেগেছে গঙ্গা বক্ষে গোধূলী বেলার মায়াবী আলো। গঙ্গার মধ্যে একজন মাঝি নৌকা নিয়ে বসে আছে আর উপরে সুর্য মামা। অনেক সুন্দর প্রকৃতির সুন্দর্য্য ফুটে উঠেছে। অসংখ্য ধন্যবাদ দাদা আপনার পুরোনো অ্যালবামেরছবি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

দাদা প্রতিটা ছবি অসাধারণ। আপনি তো বেশ ভালো ছবি তুলেন। দাদা ছবি গুলা একদম অর্জিনাল কোন এডিট ছাড়া এটা সেরা ছিল। আমরা নিজেকে খুব বড় প্রমান করার জন্য ছবি এডিট ছারা দেই না বললেই চলে৷ দাদা আমার সব গুনের অধিকারী 🙏🙏🥰🥰🥰🥰🥰🥰👌👌

 3 years ago 

দক্ষিনেশ্বর মন্দিরের পঞ্চবটী । গাছের দলের উপর একটা হনুমান বসে ।

দাদা আপনার এই ক্যাপশন পড়ার পরে এই ক্যাপশনের ছবির দিকে একটু জুম করে ভালো করে খেয়াল করলাম। এরপর দেখলাম আসলেই উপরে একটা হনুমান বসে আছে। আমি এমন ছবি আজকেই দেখলাম প্রথম।

 3 years ago 

বাহ খুবই সুন্দর হয়েছে দাদা ছবি গুলো ।এর মধ্যে আমার এক ,তিন ,পাঁচ নাম্বার ছবি গুলো অমায়িক লেগেছে ।ধন্যবাদ দাদা এতো সুন্দর ছবি উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

সুন্দর হয়েছে দাদা

 3 years ago 

প্রত্যেকটি ফোটোগ্রাফি অসাধারণ দাদা।প্রকৃতির এই অপরূপ লীলায় সাজানো ছবিগুলো দেখলে মন ছুঁয়ে যায়।বিশেষ করে লাল গোধূলি আকাশে হলুদ সূর্যের অস্তমিত আভাস,গাছে বসা হনুমান এবং গোধূলি বেলায় একদল ছেলেদের নদীর পাড়ে হাওয়ায় বসে থাকা আর মাঝ নদীতে ভেসে চলা একটি নৌকা খুবই সুন্দর লাগছে দেখতে।আর ঠাকুর বাড়ি,খাবারের দৃশ্য জাস্ট দুর্দান্ত।
@rmeদাদা আমার মনে হয় শেষের চিত্রটি পেয়ারা গাছের নয় কুল গাছের।
অনেক ধন্যবাদ দাদা,প্রকৃতির অপূর্ব ছবি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি এমন ছবি দেখান যা খুবই অসাধারণ।
কিন্তু হালকা ছবি যা পিং আমার পছন্দ।
ভাগ করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম স্থানের বাড়ির ছবি গুলো অনেক সুন্দর হয়েছে । তাছাড়া সব ফটোগ্রাফি গুলো সুন্দর হয়েছে । শুভেচ্ছা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.029
BTC 59214.68
ETH 2622.69
USDT 1.00
SBD 2.44