You are viewing a single comment's thread from:

RE: কৃষ্ণগহ্বর কি কেন কিভাবে? @gentleman74

in আমার বাংলা ব্লগ3 years ago

আরেকটু বিস্তারিত লিখলে ভালো হত । আর দুটি জিনিস একটু সংশোধন করে নিন ।
১. আলোর গতিবেগ সেকেন্ডে ৩,৩৬,০০০ কিমি নয় । আলোর গতিবেগ সেকেন্ডে 2,99,792.458 কিমি ।
২. কোনো একটি নক্ষত্রের মৃত্যুর পরে যদি তার ভর অস্বাভাবিক হয় এবং আকারে চুপসে যেতে থাকে তখনি শুধুমাত্র সেই মৃত নক্ষত্রের ব্ল্যাক হোল হওয়ার সম্ভাবনা তৈরী হয় । তবে সব মৃত নক্ষত্ররাই কিন্তু ব্ল্যাক হোলে রূপান্তরিত হয় না । বরং White Dwarf এ রূপান্তরিত হওয়ার সম্ভাবনাই বেশি । আমাদের মহাবিশ্বে ৯৭% নক্ষত্রের ক্ষেত্রেই White Dwarf এ রূপান্তরিত হওয়ার ঘটনা ঘটে ।

Sort:  

১.ভাই। latent hest of fusion এর value দিয়েদিছিলাম ভুলে। গঠনমূলক সমালোচনা করে সংশোধনের সুযোগ তৈরী করার জন্য অশেষ ধন্যবাদ।
২.হা ভাই। ব্লাক হোল পরিণত হওয়ার প্রক্রিয়া ডিফাইনড না। প্রবাবিলিটি ও কম। ধারণা করা হচ্ছে ডার্ক ম্যাটার এর ইন্টারেকশন dwarf এবং ব্লাকহোলের ব্যবধান করে থাকতে পারে। ডার্ক ম্যাটারের পদার্থবিজ্ঞান construction ফেইজে আছে। অনেক অজানা reasonable doubts সমাধান করবে ২১শতকের এই বিজ্ঞান।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 63013.55
ETH 2460.64
USDT 1.00
SBD 2.64