আলোকচিত্র : কলকাতার একটি হনুমান মন্দিরে কিছু অসাধারণ ভাস্কর্য পরিদর্শন (Photography post : Incredible Scluptures)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

গত মার্চ মাসের শেষের দিকে আমরা সবাই মিলে কলকাতার একটা হনুমান মন্দিরে বেড়াতে গিয়েছিলাম । সেখানকার সব চাইতে বড় আকর্ষণ হলো পাথরের তৈরী বিশাল হনুমানের একটি দন্ডায়মান মূর্তি । মূর্তিটি বহুদূর থেকে চোখে পড়ে । উচ্চতা প্রায় আশি ফুট । সন্ধ্যার দিকে আমরা গিয়েছিলাম মন্দিরটি দেখতে । মন্দিরের প্রধান তোরণ দারুন কারুকার্য্যময় । অপূর্ব দেখতে । ভিতর অসংখ্য মূর্তি, ভাস্কর্য, অলংকরণ ।

গেটে ঢোকার আগে আমরা মোবাইল জমা না দিতে চাইলে আমাদের সাবধান করে দেয়া হয় যে আমরা যেন কোনো কিছুরই ছবি না তুলি । তা সে কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করিনি । মন্দির চত্বরে বেশ কয়েকটি ছবি তুলি । কিন্তু, মূল মন্দিরের ভিতরে সিকিউরিটি বিশাল কড়াকড়ি তাই ছবি তুলতে পারিনি ।

বিশাল আকারের একটা সাপের মুখ দিয়ে মূল মন্দিরে ঢুকতে হয় । মন্দিরটি আসলে সাপের পেটের ভিতরে । আর সেই মন্দিরের বর্ণনা করা এক কথায় অসম্ভব । অপূর্ব বললেও কম বলা হবে । অপরূপ কারুকার্য্য পুরো মন্দিরের দেয়ালে । ভিতরটা শীতাতপ নিয়ন্ত্রিত । মন্দিরের ভিতরে আছে একটা রুপা ও পেতলে নির্মিত বিশাল একটা রথ । সেই রথের উপরে স্বর্ণ নির্মিত লর্ড শ্রীকৃষ্ণ । অপূর্ব দেখতে ভগবান কৃষ্ণের বিগ্রহটি । মন্দিরের বিগ্রহ যেখানে রাখা সেখানটায় চারিদিক সোনায় মোড়া, অর্থাৎ মন্দিরের গর্ভগৃহে ।

মন্দির থেকে বেরিয়ে এসে একবার ওই মন্দির ট্রাস্টিদের গোশালা দেখতে গেলাম । বিশাল আকারের ১০-১২ টা গরু শুয়ে আছে শ্বেত পাথর নির্মিত বিশাল সুন্দর একটা গোশালায় । উপরে ফ্যান ঘুরছে । রাতে মশারি টাঙিয়ে দেয়া হয় । মশারির ভেতরে স্ট্যান্ড ফ্যান ফিট করা হয় । না হলে উপরে সিলিং ফ্যানের হাওয়া মশারির মধ্যে ঠিকমত ঢোকে না । গরুদের ওখানে গরু বলা নিষেধ, বলতে হয় গোমাতা । এক এক জন গোমাতার সেবার জন্য এক জন করে সেবায়েত রয়েছে । গোমাতাদের যত্ন দেখে তো আমার চক্ষু ছানাবড়া । মনে হচ্ছিলো পরের জন্মে গোমাতা হয়ে যেন জন্মাই ।

IMG_20210324_174526.jpg

IMG_20210324_174539.jpg
বিশাল হনুমানের মূর্তি । পুরোটাই পাথরের তৈরী । উচ্চতা ৮০ ফিট ।

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ২৪শে মার্চ ২০২১, সন্ধ্যা ৫ টা বেজে ৪৫ মিনিট
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।

IMG_20210324_174734.jpg
হনুমান তোরণ । মন্দিরে প্রবেশের প্রধান তোরণ এটি । অপূর্ব কারুকাজ ।

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ২৪শে মার্চ ২০২১, সন্ধ্যা ৫ টা বেজে ৪৭ মিনিট
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।

IMG_20210324_174756.jpg
মন্দিরে প্রবেশ করেই এই পাথরের তৈরী বিশাল সিংহের মূর্তিটি চোখে পড়ে ।

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ২৪শে মার্চ ২০২১, সন্ধ্যা ৫ টা বেজে ৪৭ মিনিট
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।

IMG_20210324_174904.jpg

IMG_20210324_174913.jpg
বিশাল আকারের বাসুকি নাগের মুখবিবর । এই মুখের মধ্যে দিয়ে ওই বিশাল সাপের পেটের মধ্যে যেতে হয় । সেখানেই রয়েছে আরো একটি মন্দির । সাপের পেটের মধ্যকার সেই মন্দিরে আমরা গিয়েছিলাম । কিন্তু ভিতরে ফটো তোলার উপর ভীষণ কড়াকড়ি থাকায় কোনো স্ন্যাপশট নিতে পারিনি ।

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ২৪শে মার্চ ২০২১, সন্ধ্যা ৫ টা বেজে ৪৯ মিনিট
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।

IMG_20210324_174924.jpg

IMG_20210324_174940.jpg

IMG_20210324_174958.jpg
মন্দিরের প্রধান চত্বরে আছে দুটি বাঘের ঝাঁপরত পাথরের মূর্তি ।

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ২৪শে মার্চ ২০২১, সন্ধ্যা ৫ টা বেজে ৪৯ মিনিট
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।

IMG_20210324_175025.jpg
মহাভারতে বর্ণিত রথের একটা মডেল ।

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ২৪শে মার্চ ২০২১, সন্ধ্যা ৫ টা বেজে ৫০ মিনিট
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।

IMG_20210324_175055.jpg

রথের সামনে @winkles এর কোলে টিনটিনবাবু ।

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ২৪শে মার্চ ২০২১, সন্ধ্যা ৫ টা বেজে ৫০ মিনিট
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।

IMG_20210324_175116.jpg
মহাকালের ধ্যানরত প্রশান্ত মূর্তি ।

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ২৪শে মার্চ ২০২১, সন্ধ্যা ৫ টা বেজে ৫১ মিনিট
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : HUAWEI
ক্যামেরা মডেল : LLD-AL20
ফোকাল লেংথ : ৩ মিমিঃ

Sort:  

Thank You for sharing Your insights...

AND Your wonderful story + photos !!

 3 years ago 

এত সুন্দর ভাস্কর্য আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার থেকে অনেক কিছু জানতে এবং শিখতে পারলাম। আশা করি আরও এত সুন্দর সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করবেন এবং আমাদের কে দেখার সুযোগ করে দিবেন।

 3 years ago (edited)

দাদা কলকাতার হনুমান মন্দিরের প্রতিমা , ভাস্কর্য ও আপনার তোলা ছবিগুলো চমৎকার হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের সঙ্গে হনুমান মন্দিরে তোলা ছবিগুলো শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

 3 years ago 

দারুন তো!! কলকাতায় ৮০ ফুটের হনুমান মন্দির আছে অথচ জানিই না। ঘুরতে যেতে হয় তাহলে।

সব ঠাকুর মিলিয়ে মিশিয়েই মন্দিরটা। বেশ সুন্দর। মন্দিরটার কি নাম গো দাদা?

দাদা কলকাতার হনুমান মন্দিরের প্রতিমা সহ অনন্য দেব দেবীর গুলোর তোলা ছবিগুলো অসাধারণ হয়েছে।দাদা অনেক অনেক ধন্যবাদ এতে সুন্দর প্রতিমা ছবি শেয়ার করার জন্য ।

 3 years ago 

দাদা মন্দিরটি দেখে মনে হচ্ছে অনেক পুরনো দিনের। সবচেয়ে বড় প্রতিমা হনুমান ওখান দাদা।ধন্যবাদ দাদা।

 3 years ago 
  • তা সে কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করিনি । মন্দির চত্বরে বেশ কয়েকটি ছবি তুলি

দাদা এই লাইন পরে আমি হাসতে হাসতে শেষ। আমি ভাবতাম এই কাজ শুধু আমিই করি! এখন দেখি আপনিও। 😜

  • মহাভারতে বর্ণিত রথের একটা মডেল ।

এই রথটা আমার কাছে খুব সুন্দর লেগেছে। মাঝেমধ্যে আমি ভাবি এগুলো যারা তৈরি করে তাদের হাতে সৃষ্টিকর্তা কেমন জাদু টাই না দিলেন!!

 3 years ago 

অনেকের মুখে শুনেছিলাম কলকাতায় অনেক সুন্দর সুন্দর মন্দির রয়েছে কিন্তু আজ সেটির প্রমানন পেলাম। অতীব দক্ষতার সাথে আপনি প্রত্যেকটি ছবি ধারণ করেছেন এবং অবাক লাগছে এই মূর্তির দৈর্ঘ্য ৪০ ফিট কিভাবে হয়!! সত্যি অবাক হয়ে গেছি!!

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 57726.29
ETH 2446.50
USDT 1.00
SBD 2.39