আলোকচিত্র - জীবন ও জীবিকা (Photography on life and livelihood)
বিপন্ন শৈশব । যে বয়সে শিশুদের বিদ্যালয়ে যাওয়ার কথা, মাঠে দুরন্তপনা করার কথা, সেই সোনালী শৈশব দারিদ্র্যের নিষ্ঠুর কষাঘাতে আজ অভিশপ্ত । ভোর না হতেই রেলস্টেশনে শাক সবজি নিয়ে বসে আছে বিক্রির জন্য, এক মুঠো গরম ভাতের স্বপ্নে বিভোর হয়ে ।
আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ২৬শে জুন ২০১৬, দুপুর ৩ টা বেজে ৪৭ মিনিট
স্থান : কলকাতা , পশ্চিমবঙ্গ, ভারত ।
সুন্দরবনের মানুষদের জীবন হলো সংগ্রামমুখর, নারী পুরুষ সবারই উদয়াস্ত পরিশ্রম করতে হয় দু'বেলা দু'মুঠো পেটের ভাত জোগাতে ।সুন্দরবনের একটা গ্রাম নামখানা, সেখানকার একটা নদীতে এই গৃহবধূ মাছ ধরায় ব্যস্ত ।
আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ০৭ই জুলাই ২০১৬, দুপুর ১ টা বেজে ০২ মিনিট
স্থান : সুন্দরবন, পশ্চিমবঙ্গ, ভারত ।
মাঠ থেকে ঘাস কেটে ফিরছে এক প্রৌঢ়া রমণী । চল্লিশোর্ধ এই বয়সেও তাকে কঠোর পরিশ্রম করে খেতে হয় । আসলে সুন্দরবনের এই বাদা অঞ্চলে সবাইকে কঠোর পরিশ্রম করতে হয় - নারী থেকে বৃদ্ধ , সবাইকেই ।
আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ৩১শে জুলাই ২০১৬, দুপুর ২ টা বেজে ০৬ মিনিট
স্থান : সুন্দরবন, পশ্চিমবঙ্গ, ভারত ।
এ ছবিটিও সুন্দরবনের একটি গ্রাম বকখালি থেকে তোলা । সারাদিন শেষে এক রমণী তার ছাগলের পাল নিয়ে চলেছে নিজ ঘরপানে । এক কাঁখে আবার একটি ছাগশিশু ।
আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ৩১শে জুলাই ২০১৬, সন্ধ্যা ৫ টা বেজে ৩৩ মিনিট
স্থান : সুন্দরবন, পশ্চিমবঙ্গ, ভারত ।
এই আর এক শিশু, সারাদিন মাঠে গরু চরিয়ে এখন বিকেলবেলা ঘরে ফিরছে । আসলে এখন তার স্কুল থেকে ঘরে ফেরার সময়, অথচ দারিদ্রতার কারণে মাঠে গরু চরাতে হচ্ছে ।
আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ৩১শে জুলাই ২০১৬, বিকাল ৪ টা বেজে ৪৪ মিনিট
স্থান : সুন্দরবন, পশ্চিমবঙ্গ, ভারত ।
হেমন্তের শেষ । মাঠে কৃষক ব্যস্ত তার সোনালী ধান ঘরে তুলতে ।
আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ০৬ই অক্টোবর ২০১৬, দুপুর ১২ টা বেজে ৪৬ মিনিট
স্থান : বারাসাত, পশ্চিমবঙ্গ, ভারত ।
স্টেশনে দাঁড়িয়ে লোকাল ট্রেন । একটু যেন জিরিয়ে দম নিচ্ছে, পরমুহূর্তে আবার ছুটবে । ট্রেনের কামরায় এক রমণী, কোলে শিশু ।
আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ০৭ই জুলাই ২০১৬, সকাল ১১ টা বেজে ২২ মিনিট
স্থান : ক্যানিং, পশ্চিমবঙ্গ, ভারত ।
বকখালি সমুদ্র সৈকত । পড়ন্ত বিকেলে পর্যটক দল চলেছে সমুদ্রের পানে ।
আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ০৭ই জুলাই ২০১৬, বিকাল ৪ টা বেজে ০০ মিনিট
স্থান : সুন্দরবন, পশ্চিমবঙ্গ, ভারত ।
গ্রামের এক যুবক খালে মাছ ধরছে খ্যাপলা জাল দিয়ে ।
আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ০৪ঠা আগস্ট ২০১৬, দুপুর ৩ টা বেজে ১৭ মিনিট
স্থান : সুন্দরবন, পশ্চিমবঙ্গ, ভারত ।
নদীর জলে ডিগবাজি খাচ্ছে এক দুরন্ত কিশোর ।
আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ৩১শে জুলাই ২০১৬, সন্ধ্যা ৪ টা বেজে ৩৯ মিনিট
স্থান : সুন্দরবন, পশ্চিমবঙ্গ, ভারত ।
মুষলধারে বৃষ্টির পর মাঠে জল জমে গিয়েছে । সেই জমা জলের মধ্যেই ফুটবল খেলায় মেতে উঠেছে গ্রামের একদল দস্যি কিশোর ।
আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ০৪ঠা আগস্ট ২০১৬, সন্ধ্যা ২ টা বেজে ১৬ মিনিট
স্থান : সুন্দরবন, পশ্চিমবঙ্গ, ভারত ।
ক্যামেরা পরিচিতি : Canon
ক্যামেরা মডেল : Canon EOS 1200D
ফোকাল লেংথ : ৫৩ মিমিঃ
প্রতিটি ছবি চরম বাস্তবতার ছবি। ছবিগুলোতে অসম সামাজিকতার আর দারিদ্র্যতা কড়াল গ্রাসের ছবি স্পষ্ট। এ চিত্র প্রাগৈতিহাসিক সময় থেকে চলছে এবং একুশ শতকেও বহমান। এটি চলবে ততদিন যতদিন না সামাজিক বৈষম্য দূর না হবে।
বাস্তব দুনিয়া সত্যি খুব নিষ্ঠুর :(
জি সত্যিই তাই। কিন্তু নিষ্ঠা আর একাগ্রতার সাথে কাজ করতে থাকলে মন্দ ভাগ্য একদিন হাল ছেড়ে দিয়ে বলে, এগিয়ে যা আমি আর পারলাম না।
অনেক সুন্দর ছবি তুলেছেন ভাইয়া
সুন্দর কিন্তু ছবিগুলি চরম দারিদ্রতার প্রতিমূর্তি
me gusta mucho ese reportaje.
অসাধারণ ন্যাচারাল ছবি তুলেছেন ভাই। দেখে মুগ্ধ হলাম।
অনেক ধন্যবাদ আপনাকে :)
মানুষের জীবন যাত্রার বাস্তব চিত্র তুলে ধরার জন্য ধন্যবাদ ।অনেক সুন্দর হয়েছে ছবিগুলো।
সুন্দর কিন্তু বিষাদমাখা ছবি গুলি :(
এটিকেই বলা হয় জীবনের চাকা যা কখনও কখনও আমরা নীচে থাকি কিন্তু পরের দিন আমরা আরও উচ্চতর হতে পারি এটি অসম্ভব নয়
ঠিকই বলেছেন আপনি , আপনাকে অনেক অনেক ধন্যবাদ :)
আপনাকে স্বাগতম
ছবিগুলো এককথায় অনবদ্য এবং দুর্দান্ত।
অনেক ধন্যবাদ তোমাকে :)
Luar biasa
ন্যাচারাল ছবি তুলেছেন ভাইয়া
ধন্যবাদ আপনাকে :)
সবগুলো ছবিই অনেক সুন্দর হয়েছে। আর তার সাথে ছবি নিয়ে লিখা কথাগুলো ছবিগুলোকে ফুটিয়ে তুলেছে।
এককথায় অনবদ্য।💖
ছবির নিচের ক্যাপশনগুলি পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।