আলোকচিত্র - প্রকৃতি, আকাশ আর শহুরে সভ্যতার ছোঁয়া (Photography of nature, sky & touch of urban civilization)

in আমার বাংলা ব্লগ3 years ago

একাকী এক খেঁজুর গাছ দাঁড়িয়ে , পটভূমিতে পড়ন্ত বিকেলবেলার আকাশ । আকাশে সাদা মেঘের ভেলা ।

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ২৬শে জুন ২০১৬, বিকাল ৫ টা বেজে ১০ মিনিট
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।

টেলিফোন তারের টাওয়ার , পিছনের আকাশে অজস্র সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে ।

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ২৬শে জুন ২০১৬, বিকাল ৫ টা বেজে ১৭ মিনিট
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।

গোধূলি বেলার গঙ্গা । সূর্য্যের শেষ রশ্মি মিলিয়ে গেছে, আকাশ ঘন আবিরের রঙে রাঙানো । আর গঙ্গাবক্ষে দুটি বজরা চলেছে অজানা কোনো উদ্দেশে ।

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ৩০শে জুন ২০১৬, বিকাল ৫ টা বেজে ৫৯ মিনিট
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।

মেঘলা দুপুর । শ্রাবণ মাস । আকাশের মুখ গোমড়া । গোমড়া থমথমে আকাশের বুকে মাথা উঁচিয়ে রয়েছে শহুরে সভ্যতার অভিশাপ টেলিফোন তারের টাওয়ার ।

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ০৭ই জুলাই ২০১৬, দুপুর ১ টা বেজে ৫০ মিনিট
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।

মেঘ কেটে গিয়ে সূর্য্যের সোনালী আলোয় চারিদিক উদ্ভাসিত । পিছনে নীল আকাশের পটভূমিকায় high extension বিদ্যুতের খুঁটিগুলো পরপর দাঁড়িয়ে রয়েছে ।

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ০৭ই জুলাই ২০১৬, দুপুর ৩ টা বেজে ৪৫ মিনিট
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।

শ্রাবনের সন্ধ্যা । মেঘলা আকাশের পটভূমিকায় আমাদের চিরচেনা বিদ্যুতের খুঁটি ।

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ০৯ই জুলাই ২০১৬, সন্ধ্যা ৬ টা বেজে ২৩ মিনিট
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।

বকখালি গ্রামের একটি খালের সূর্যাস্তের ছবি । ঘটে দুটি নৌকা বাঁধা আছে । জেলেরা এই নৌকা নিয়েই সুন্দরবনের ছোট বড় নানা রকমের খালে মাছ ধরতে যায় । বকখালি সুন্দরবনের একটি গ্রামের নাম ।

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ৩১শে জুলাই ২০১৬, সন্ধ্যা ৫ টা বেজে ২৭ মিনিট
স্থান : সুন্দরবন, পশ্চিমবঙ্গ, ভারত ।

ক্যামেরা পরিচিতি : Canon
ক্যামেরা মডেল : Canon EOS 1200D
ফোকাল লেংথ : ৫৩ মিমিঃ

Sort:  
Loading...
 3 years ago 

অসাধারণ প্রকৃতির ছবিগুলি। হৃদয় ছুঁয়ে গেলো

 3 years ago 

প্রকৃতির ছবি আসলেই হৃদয় ছুঁয়ে যায় ।

 3 years ago 

অনেক সুন্দর ছবি দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার ছবিগুলো দেখে আমার হিংসা হচ্ছে। এতো সুন্দর ছবি আমি কেন করতে পারি না। এমন ছবি বানানোর পরামর্শ দিলে ভালো হতো। ভালো থাকবেন।

 3 years ago 

আপনিও চেষ্টা করুন প্রকৃতির এই রকম ছবি তুলতে, সফলতা অবশ্যই পাবেন ।

ছবিগুলো অনেক সুন্দর হয়েছে ভাইয়া।

 3 years ago 

অনেক ধন্যবাদ ।

অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাইয়া

 3 years ago 

শুনে খুবই আনন্দিত হলাম । ধন্যবাদ :)

 3 years ago 

ভৌগলিক ও রাজনৈতিক অবস্থা দিয়ে সীমান্তগুলোকে ভাগ করা হয়েছে কাঁটাতার দিয়ে । কিন্তু ঐ আকাশটা সব জায়গাতেই একই । ভালো তুলেছেন ছবি গুলো। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

একেবারে খাঁটি কথা । আকাশ সবজায়গাতেই একই but আকাশ কিন্তু কখনো পুরোনো হয় না :)

 3 years ago 

Help Help Help

IMG_20210627_224117.jpg

এমন হচ্ছে কেন? কেউ দয়া করে সাহায্য করুন

 3 years ago 

টাইটেলটা অনেক বড় হয়ে গেছে। টাইটেলের সংখ্যাটা কমিয়ে দিলে ঠিক হয়ে যাবে।

ধন্যবাদ

20210628_001142.jpg

 3 years ago 

ধন্যবাদ 🥰

 3 years ago 

বিশেষ করে গোধূলি বেলার ছবিটা আমার কাছে বেশি সুন্দর লেগেছে।

 3 years ago 

হ্যাঁ, গোধূলি বেলাকার ছবি সব সময়ই অতি চমৎকার হয় ।

ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। আমাকে খুব ভালো লাগছে, ধন্যবাদ আমাদের আমাদের মাঝে ছবিগুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

ছবিগুলি আপনাদের ভাল লেগেছে জেনে আমারও খুবই ভালো লাগলো । ধন্যবাদ

ছবিগুলো দেখে প্রাণটা জুড়িয়ে গেল।

 3 years ago 

কথাটি শুনে আমারও খুবই ভালো লাগলো । ধন্যবাদ :)

আসলেই ছবিগুলো অসামান্য সুন্দর হয়েছে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64268.75
ETH 3495.22
USDT 1.00
SBD 2.51