"আমার বাংলা ব্লগ "পাওয়ার আপ কন্টেস্ট-০১ এ আমার অংশগ্রহণ [My participation in Amar Bangla Blog Ongoing Power Up Contest]

in আমার বাংলা ব্লগ3 years ago

thunder-g453f591b5_1920.jpg
image source & credit: copyright & royalty free PIXABAY


প্রথমেই বলে রাখি আমার এই পাওয়ার আপ কন্টেস্টে অংশগ্রহণ শুধুমাত্র ইউজারদের উৎসাহিত করার জন্য । কোনোরকম রিয়ার্ডস পাওয়ার উদ্দেশ্যে নয় । "পাওয়ার" কি ? পাওয়ার মানে শক্তি । তাই, পাওয়ার আপ করার অর্থ হলো নিজের স্টিমিট একাউন্টের পাওয়ার বা শক্তি বৃদ্ধি করা যাতে আপনি গুড কনটেন্ট ক্রিয়েটরদের ভালো মানের পোস্ট কিউরেট করতে পারেন । বস্তুত, স্টিমিট ইকো সিস্টেমে পোস্ট কিউরেশন হলো সব চাইতে ইম্পর্টান্ট কাজ । পোস্ট কিউরেশন করলেই রিওয়ার্ড পুল থেকে স্টিম পাওয়ার অর্থাৎ ভেস্ট এর পরিমাণের উপর নির্ভর করে লিকুইড স্টিম ব্যাকড ডলার বা SBD এবং স্টিম পাওয়ার অর্থাৎ ভেস্ট দেয়া হয়ে থাকে । তাই, আপনার একাউন্টের পাওয়ার যত হবে তত আপনার আপভোটের উপর রিওয়ার্ড ডলারের পরিমাণ বৃদ্ধি পাবে । তবেই বুঝুন পাওয়ার আপ কতটা গুরুত্বপূর্ণ !

তাহলে, পাওয়ার আপ করার কি সুবিধা সেটা তো বোঝাই গেলো । আসলে, এতে দুটি সুবিধা আছে -

  • এক. আপনার পাওয়ার আপের ফলে আপনার ভোটের পোটেনশিয়াল রিওয়ার্ড ভ্যালু বৃদ্ধি পায়, এবং
  • দুই. আপনার স্টিম পোস্ট curation রিওয়ার্ড বৃদ্ধি পায় ।

আসলে, স্টিমিটে এসে সবাই ভাবে শুধু পোস্ট করতে হয় । তাহলে আপনি যদি ভোট না দেন কাউকে তবে আপনাকে লোকজনে ভোট দেবে কেন বলতে পারেন ? আপনি যদি শুধু পোস্ট করেন আর ভোট পেয়ে রিয়ার্ডটা cashout করে নিয়ে যান তবে স্টিমিট কিন্তু মোটেও এগোতে পারবে না । স্টিমিটে আপনার সক্রিয়তা বৃদ্ধি করুন, ওটা খুবই জরুরি । অন্যদের পোস্ট কিউরেশন করাটা খুবই গুরুত্বপূর্ণ স্টিমিট প্ল্যাটফর্মে ।

অনেকেই আছেন যাঁরা শুধুমাত্র এখানে পোস্ট করতে আর earn করতে আসেন । কারো পোস্ট কিউরেট করা তো দূরের কথা পড়ার প্রয়োজনটুকু বোধ করেন না । এই রকম করলে এই চমৎকার ডিসেন্ট্রালাইজেড ব্লগিং প্লাটফর্মটি অদূর ভবিষ্যতে ফেল করবে ।

স্টিমিটে পোস্ট করার পাশাপাশি আপনাকে অবশ্যই অন্যান্য ব্লগারদের পোস্ট কিউরেট করতে হবে । আর তার জন্য চাই পাওয়ার । আর এই পাওয়ার বৃদ্ধি করতে হলে আপনাকে সর্বপ্রথমে একটি ক্রিপ্টো exhange ওয়েবসাইট থেকে steem টোকেন কিনতে হবে, তারপরে সেটাকে আপনার স্টিমিট একাউন্টে ট্রান্সফার করে পাওয়ার আপ করতে হবে । অল্প হোক বেশি হোক প্রতি সপ্তাহে আপনি যদি পাওয়ার আপ করেন তো একটা সময় উপলব্ধি করতে পারবেন যে আপনার মোটামুটি শক্তিশালী একটা একাউন্ট ডেভেলপ করেছে স্টিমিট প্লাটফর্মে । তখন আপনি মনের আনন্দে অন্যদের পোস্ট কিউরেট করতে পারবেন । আর স্টিমিট প্ল্যাটফর্মও আরো বেশি শক্তিশালী হবে ।

আমার একটি ক্ষুদ্র পাওয়ার আপ


=> desired এমাউন্ট : 320193.476 স্টিম পাওয়ার আপ করা


pic-01.png


=> আমার পাওয়ার আপ করার পূর্বে আছে 4414026.785 STEEM


pic-02.png


=> পাওয়ার আপ করার মুহূর্তের স্ক্রিনশট


pic-03.png


pic-04.png


=> পাওয়ার আপ করার অন্তিম মুহূর্তের স্ক্রিনশট


pic-05.png


=> পাওয়ার আপ করার পরে ওয়ালেটের স্টিম পাওয়ার এর স্ক্রিনশট | আমার পাওয়ার আপ করার পরে আছে 4734331.547 STEEM


pic-06.png


steemit.png

"আমার বাংলা ব্লগ" এর পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে

steemit.png

Sort:  
 3 years ago 

পাওয়ার আপ সম্বন্ধে খুব বেশি ধারণা ছিল না। শুধু জানতাম স্টিমিট এ কাজ করতে হলে পাওয়ার আপ করা জরুরি। এতে নিজের সক্ষমতা বৃদ্ধি পায়। কিন্তু এত বিস্তারিত জানতাম না। আজকে দাদা আপনার পোষ্টটি পড়ে একদম পরিষ্কার হয়ে গেল কেন পাওয়ার করতে হবে। ধন্যবাদ দাদা আপনাকে সুন্দর ভাবে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য।

 3 years ago 

পাওয়ার আপ কনটেস্টে আপনাকে অংশগ্রহণ করতে দেখে অনেক ভালো লাগলো দাদা। আপনার এই পোষ্টের মাধ্যমে সকলের মাঝেই পাওয়ার বৃদ্ধির উৎসাহ তৈরি হবে। আমি আশা করছি সকলে এই কনটেস্টে অংশগ্রহণ করবে। আমি অবশ্যই পাওয়ার আপ কনটেস্টে অংশগ্রহণ করব। কারণ এই প্লাটফর্মে পাওয়ার আপ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ দাদা পাওয়ার আপ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

 3 years ago 

এই প্রতিযোগিতায় আপনার অংশগ্রহণ দেখে খুবই ভালো লাগলো দাদা।আপনি পাওয়ার আপের বিষয় টি খুবই ভালো ভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন।যা দেখে সবাই উৎসাহিত হবে আশা করছি।দাদা আমিও আজকে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছি কিছু পাওয়ার আপের মাধ্যমে।আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা।

 3 years ago 

দাদা আপনার পাওয়ার আপ দেখে মন চাইতেছে এখনি পাওয়ার আপ করি ।কিন্ত আমার এখন 25 টিও নেই ।তাই আসায় থাকলাম স্টিম বাড়লেই পাওয়ার আপ করবো ।নিজের শক্তি বাড়াবো ।যাতে এই সাইটে দীর্ঘদিন কাজ করতে পারি দাদার মতো মানুষের সাথে থেকে ।ধন্যবাদ দাদা ।

 3 years ago 

দাদা আপনার পোস্ট টি পড়ে খুব ভাল লাগলো অনেক..পাওয়ার আপ করার উৎসাহ আরো বেড়ে গেলো

খুব বই উৎসাহিত হলাম আপনার পাওয়ার অফ প্রতিযোগিতা দেখে। সকল দিক দিয়ে আপনি আমাদের সাহায্য করে যাচ্ছেন। আমাদের এই সুযোগ কাজে লাগাতে হবে। ইনশাআল্লাহ দাদা আমি আমার পাড়ার মিশন চালু করে দিয়েছি। চলবে আমার পাড়ার আমার জন্য দোয়া রাখবেন।

 3 years ago 

আপনার পোস্টটি মনোযোগ দিয়ে পড়লাম, যা থেকে বুঝতে পারলাম একজন ব্লগার এর ক্ষেত্রে পাওয়ার টা কতটা গুরুত্বপূর্ণ। আপনি ঠিক কথা বলেছেন আমরা যদি প্রতি সপ্তাহে কিছু পরিমাণ বা লিকুইড মানির 50 পরিমাণ পাওয়ার বৃদ্ধি করি তাহলে একটা সময় পরে আমাদের একটি শক্তিশালী স্টিমিট আইডি তৈরি হবে যেখান থেকে আমরা অন্য অন্যদের পোস্ট মনের আনন্দে কিউরেশন করতে পারব। আর এই স্টিমিট প্ল্যাটফর্ম টি একটি মজার প্ল্যাটফর্ম কেননা আপনি যদি অন্য কারোর পোস্ট কিউরেশন করেন তাহলে সেখান থেকে আপনি বেনিফিট পাবেন। অনেক মূল্যবান কথা শেয়ার করেছেন দাদা। ধন্যবাদ এত সুন্দর করে গুছিয়ে আমাদের পোস্ট টি আমাদের মাঝে উপহারদেওয়ার জন্য।

 3 years ago 

খুবই চমৎকার অশংগ্রহন দাদা, আপনার এই পাওয়ার আপের পোষ্টটি অবশ্যই এই প্রতিযোগিতার গুরুত্ব আরো বাড়িয়ে দিবে। ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67768.16
ETH 3769.63
USDT 1.00
SBD 3.48