টিনটিনের জন্মদিন উপলক্ষে আয়োজিত বিশেষ হ্যাংআউট-এর পারফর্মারদের বিশেষ পুরস্কার প্রদান
গত ২৬ শে সেপ্টেম্বর ২০২২ টিনটিনের শুভ জন্মদিন ছিল । এ উদ্দেশ্যে "আমার বাংলা ব্লগ" এর অ্যাডমিন প্যানেল থেকে আমাদের অফিসিয়াল ডিসকোর্ড এ একটি বিশেষ হ্যাংআউট এর আয়োজন করা হয়েছিল । এই স্পেশ্যাল হ্যাং আউটে অনেক ইউজার এন্টারটেইনমেন্ট পর্বে নাম দিয়েছিলেন । তাঁদের মধ্যে থেকে প্রথম ১৪ জনকে বেছে নিয়েছিলেন আমাদের কমিউনিটির অনারেবল মডারেটর রূপক ভাই (@rupok) ।
এই সিলেক্টেড ১৪ জন ইউজার এন্টারটেইনমেন্ট সেগমেন্টে গান, কবিতা আবৃত্তি, কৌতুক এসব পারফর্ম করে সবাইকে পুরো দুটি ঘন্টা ধরে মাতিয়ে রেখেছিলেন । অ্যাডমিন সুমন ভাই টিনটিনের বার্থডে কেক কেটেছিলেন এবং ভিডিও শেয়ার করেছিলেন । সবাই ভীষণ এনজয় করেছিলেন পুরোটা সময় জুড়ে ।
যদিও খুবই দুঃখের বিষয় যে আমি হ্যাংআউট এ জয়েন থাকলেও ঠিক মতো এনজয় করতে পারিনি । বার্থডে অনুষ্ঠানের হৈ হুল্লোড়ে প্রায় কোনো কথাই শুনতে পারিনি এই বিশেষ হ্যাংআউট এর । তারপরেও এনজয় করেছি অনেক । অনুষ্ঠানের শেষে আমি রূপক ভাইয়ের (@rupok) কাছে পার্টিসিপেন্টদের লিস্টটা চেয়েছিলাম ।
ওনার লিস্টের ভিত্তিতে নিম্নলিখিত ইউজারদের প্রত্যেককে এই বিশেষ হ্যাংআউট এর এন্টারটেইনমেন্ট পার্টিসিপেন্ট প্রাইজ ১০০ steem করে প্রদান করা হলো :
নামঃবৃত্ত
স্টিমিট আইডিঃ @shyamshundor
বিষয়ঃগান
নামঃবৃষ্টি চাকী
স্টিমিট আইডিঃ@bristychaki
বিষয়ঃ গান
স্টিমিট আইডিঃ @tuhin002
বিষয়ঃ গান
নামঃ ফেরদৌস আহমেদ
Id: @ferdous3486
বিষয় : কৌতুক
নাম : তাসলিমা আক্তার সোনিয়া
স্টিমেট আইডি : @tasonya
বিষয় : কবিতা
স্টিমেট আইডি : @Nevlu123
বিষয় : কবিতা
নাম : শিফা আক্তার
স্টিমেট আইডি : sshifa
বিষয় : গান
নাম : ছায়মা আক্তার
স্টিমেট আইডি : @ saymaakter
বিষয় : কবিতা
নাম: লিমন হক
স্টিমিট আইডি: @limon88
বিষয়: গান
নাম ঃ মীর আতিক আল ফারুক
স্টিমিট আইডি ঃ @miratek
বিষয় ঃ গান
সেলিনা সাথী
স্টিম আইডি- @selinasathi1
বিষয় - কবিতা।
নাম: ইমরান হাসান
স্টিমিট আইডি: @emranhasan
বিষয়: গান
নাম: রায়হান
স্টিমিট আইডি: @rayhan111
বিষয়: কবিতা
নামঃ শান্তা ইসলাম।
স্টিমমিট আইডিঃ@santa14
বিষয়ঃ গান
ক্রম | এমাউন্ট | পার্টিসিপেন্ট আইডি | মেমো |
---|---|---|---|
01 | 100.000 STEEM | @shyamshundor | Prize sent for participating Tintin's birthday special hangout |
02 | 100.000 STEEM | @bristychaki | Prize sent for participating Tintin's birthday special hangout |
03 | 100.000 STEEM | @tuhin002 | Prize sent for participating Tintin's birthday special hangout |
04 | 100.000 STEEM | @ferdous3486 | Prize sent for participating Tintin's birthday special hangout |
05 | 100.000 STEEM | @tasonya | Prize sent for participating Tintin's birthday special hangout |
06 | 100.000 STEEM | @nevlu123 | Prize sent for participating Tintin's birthday special hangout |
07 | 100.000 STEEM | @sshifa | Prize sent for participating Tintin's birthday special hangout |
08 | 100.000 STEEM | @saymaakter | Prize sent for participating Tintin's birthday special hangout |
09 | 100.000 STEEM | @limon88 | Prize sent for participating Tintin's birthday special hangout |
10 | 100.000 STEEM | @miratek | Prize sent for participating Tintin's birthday special hangout |
11 | 100.000 STEEM | @selinasathi1 | Prize sent for participating Tintin's birthday special hangout |
12 | 100.000 STEEM | @emranhasan | Prize sent for participating Tintin's birthday special hangout |
13 | 100.000 STEEM | @rayhan111 | Prize sent for participating Tintin's birthday special hangout |
14 | 100.000 STEEM | @santa14 | Prize sent for participating Tintin's birthday special hangout |
15 | 100.000 STEEM | @shuvo35 | Prize sent for participating Tintin's birthday special hangout |
পরিশিষ্ট
প্রতিদিন ৩৫০ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ৫ম দিন (350 TRX daily for 7 consecutive days :: DAY 05)

সময়সীমা : ২৫ সেপ্টেম্বর ২০২২ থেকে ০১ অক্টোবর ২০২২ পর্যন্ত
তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২২
টাস্ক ৭৫ : ৩৫০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৩৫০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : 63fbbff7f6a44071065a11ba8e1c454c89defe3e90d6810e113c74ec2c660d33
টাস্ক ৭৫ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR

Happy birthday, may God bless him with love. 🎉🎁🎂
The best way is always in his life, making him a compassionate and wise figure.
Success always for him!
Wish you a Tintin :)

This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
দাদা টিনটিনের জন্মদিন উপলক্ষে আয়োজিত বিশেষ হ্যাংআউট-এর পারফর্মারদের বিশেষ পুরস্কার পেয়ে ভীষণ ভালো লাগছে আমাকে।আর মনে হচ্ছে এরকম বিশেষ বিশেষ প্রোগ্রাম প্রতিদিনই হোক।তাহলে তো খুশিতে আত্মহারা হয়ে যেতাম।অনেক অনেক শুভকামনা প্রিয় টিনটিন বাবার জন্য♥♥
Hello friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
দাদা টিনটিনের জন্মদিন উপলক্ষে আপনি আমাদেরকে গিফট দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ। আপনার পুরো পরিবারের জন্য শুভকামনা রইল।
জীবনের বড় একটি ভুল করে ফেলছি মনে হচ্ছে 🙂🙂। আহা! কি প্রাইজ টা মিস করলুম 🤭। যায়হোক, যারা অংশগ্রহণ করে আমাদেরকে বিনোদন দিয়েছিল তাদের প্রতি চির কৃতজ্ঞ। 😍
প্রথমে শুভেচ্ছা টিন টিন বাবুকে। এবার বলতে চাই দাদার মহানুভবতার কথা। দাদা প্রতিটা অকেশনে প্রতিটা সময় তার ব্লগারদের কথা চিন্তা করে। তাইতো দাদা টিন টিন বাবুর জন্মদিনে হ্যাংআউটে অংশগ্রহণকারী প্রত্যেক ব্লগারকে পুরস্কৃত করতে ভুলেননি।
এমন একটি দিন এত আনন্দের সাথে কাটাতে পেরে আমি খুবই আনন্দিত দাদা।সুমন ভাইয়া যখন কেক কাটার ভিডিও দিল তখন তো আরও বেশি ভালো লেগেছিল।পুরো মুহূর্ত খুব ভালোভাবে এনজয় করেছিলাম।সর্বোপরি সবকিছু বেশ মজার ছিল।ছোট্ট টিনটিন বাবার জন্য অনেক ভালোবাসা রইল।
টিনটিন সোনার জন্মদিন উপলক্ষে বিশেষ হ্যাংআউট ছিল অনেক ভালো লাগার একটি মুহুর্ত, সবাই মিলে ভার্চুয়ালি কেক কাটা ছবি আদান-প্রদান উইশ করা সবমিলিয়ে অন্য রকম একটি পরিবেশ তৈরি হয়েছিল যা স্মরণীয় হয়ে থাকবে সবসময়ই। তার মধ্যে দাদা আপনার উপহার দেওয়া, আমি আপনার দেওয়া উপহার পেয়েছি, তার জন্য দাদা আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। টিনটিন সোনাকে কিছুই দিতে পারি নি কিন্তু মন থেকে ওর জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা জানাই। 🧡🧡 মানুষের মতো মানুষ হয়ে উঠুক আপনার আদর্শে বড় হয়ে উঠুক এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। 🙏🙏🙏 ধন্যবাদ দাদা।
টিনটিনের জন্মদিনের হ্যাং আউটটা সত্যিই চমৎকার হয়েছিল । খুব ইনজয় করেছিলাম সেদিন । মনে হচ্ছিল যেন আমরাও টিনটিনের বার্থডে পার্টিতে আছি । দূরত্ব অনেক হলেও মনের দিক থেকে আমরা খুবই কাছে ছিলাম । বেশ ভালো লেগেছিল । অসংখ্য ধন্যবাদ দাদা টিনটিনের জন্মদিনটা আমাদের সঙ্গে পালন করার জন্য ।
সত্যি বলতে কি ভাই, সব কিছু সেদিন যে কিভাবে যে ম্যানেজ করে ছিলাম , তা বলা বেশ কষ্টসাধ্য ছিল । তবে আপনার কথা ভেবে আরও অবাক হয়েছিলাম যে , আপনি আরও বেশি ব্যস্ততার মধ্যে থেকেও আমাদের সঙ্গে যুক্ত থেকে ছিলেন। যা আমাদের অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে ছিল ।
টিনটিনের জন্য অফুরন্ত ভালোবাসা রইল।
টিনটিন বাবুর জন্মদিনে বিশেষ হ্যাংআউট এ কবিতা আবৃত্তি করে বিশেষ পুরস্কারটি পেয়ে ভীষণ ভালো লাগছে।দোয়া করি টিনটিন বাবু যেন মানুষের মতো মানুষ হতে পারে এবং সকল দুঃখ, কষ্ট, বেদনা ও অসুস্থতা তাকে যেন না ছুঁতে পারে।
আমরা কিন্তু টিনটিনের জন্মদিন এবং হ্যাংআউট দুটোই খুব ইনজয় করেছি। হ্যাংআউটে সবাই বিভিন্ন ধরনের গান কৌতুক পরিবেশন করেছে এবং মাঝে মাঝে আপনি আবার জন্মদিনের পার্টির অনুষ্ঠান থেকে সবকিছু আপডেট দিচ্ছিলেম ভালই লেগেছিল দাদা। জন্মদিনে কেকটা কিন্তু অসাধারণ ছিল। সুমন ভাই টিনটিনের হ্যাংআউটে জন্মদিন উপলক্ষে ভার্চুয়াল কেকটা কেটেছিল সেটাও খুবই চমৎকার লেগেছে ।আসলেই পুরো অনুষ্ঠানটা এবং বার্থডে পার্টিটা সবাই মনে হয় অনেক এনজয় করেছে।
টিনটিন বাবুর শুভ জন্মদিন উপলক্ষে হ্যাংআউট পর্বে যারা পার্টিসিপেট করে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করেছেন তাদেরকে অভিনন্দন। খুবই ইনজয় করেছি অনুষ্ঠানটি। আমি অসুস্থতা জনিত কারণে পার্টিসিপেট করতে পারিনি তবে ইনজয় করেছি। সকলের জন্য শুভকামনা রইল। সেই সাথে আমাদের সকলের প্রিয় টিন টিন বাবুর জন্য দীর্ঘায়ু ও শুভকামনা রইল।
khjgjk
দাদা আপনি তিনটিনের জন্মদিনের পার্টিতে থেকে পুরোটা সময় আমাদের সঙ্গে হ্যাংআউটে কাটিয়েছেন। আপনার অনুষ্ঠানের বিভিন্ন ছবি শেয়ার করাতে মনে হচ্ছিল যে আমরাও যেন টিনটিনের বার্থডের অনুষ্ঠানে ছিলাম। খুব ভালো লেগেছিল সেদিনের হ্যাংআউট। টিনটিনের জন্য অনেক ভালোবাসা এবং দোয়া রইল।
জী দাদা ঐদিনের হ্যাং আউটটিতে অনেক মজা হয়েছে। সবাই টিনটিন বাবুকে আশির্বাদ করেছে। আমার বাংলা ব্লগের প্রায় সব মেম্বারই উপস্থিত ছিল। সবাই দুইটি ঘন্টা টিনটিন বাবুর জন্মদিন নিয়ে অনেজ মজা করেছে। ধন্যবাদ দাদা।
অনেক ধন্যবাদ দাদা আপনার উপহার পেয়েছি এবং সাদরে গ্রহণ করেছি। সত্যিই সেদিন ভীষণ আনন্দঘন পরিবেশে আমরা টিনটিন বাবুর জন্মদিন পালন করলাম। এটা আমার কাছে বেশ স্মরনীয় হয়ে থাকবে।
টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে বিশেষ হ্যাংআউটটে আমরা সকলেই ভীষণ আনন্দ উপভোগ করেছি। পুরুষ্কার পেয়ে ভীষণ খুশি হলাম। টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে আমি গান গেয়েছিলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা আপনার পুরো পরিবারের জন্য শুভ কামনা রইলো 🤲
Good!
টিনটিনের জন্মদিন উপলক্ষে আয়োজিত এই বিশেষ টি সত্যিই অনেক মজাদার হয়েছিল। এই হ্যাংআউটের অংশগ্রহণ করতে না পেরে একটু খারাপ লেগেছিল কিন্তু টিনটিনের জন্য অনেক আশীর্বাদ করেছি যেন সে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে সমাজের বুকে।
টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে খুবই সুন্দর মুহূর্ত উপভোগ করেছিলাম। অনেক ভালো লেগেছে সেই দিনটি অনেক ভালো গিয়েছিল। তাছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের অনেক বড় একটি অ্যামাউন্ট গিফট হিসেবে ঘোষণা দিয়েছিলেন যেটা আজকে সবাইকে পাঠিয়ে দিলেন। আমার পক্ষ থেকে সবারই অভিনন্দন রইল।
এতো বড় একটা পুরুষ্কার পেয়ে আমি খুব আনন্দিত।যার কারনে এই পুরুষ্কার পেয়েছি,মহান সৃষ্টিকর্তা তাকে যেন অনেক বড় মানুষ হিসাবে গড়ে তোলে।
অনেক অনেক অনেক ধন্যবাদ দাদা।আপনাদের জন্য অনেক শুভ কামনা রইল।আর পুজোর নিমন্ত্রণ রইল আপনাদের।
Very good
আনন্দ আর আনন্দ চারপাশে,রিটার্ন গিফট দেখতেও ভালো লাগে।
@poomaj can you upvote me please...
দাদা, আমি এই প্রথমবার কোন হ্যাংআউটে এন্টারটেইনমেন্ট পর্বে নাম দিয়েছিলাম। আসলে কিছু বলতে পারলেও সাহস হয়ে ওঠে না। কিন্তু যখন সবাই হ্যাংআউটের বিশেষ পর্বে অনেক আনন্দ করে তখন বেশ ভালো লাগে। আর যেহেতু এবারের বিশেষ হ্যাংআউট হচ্ছিল আমাদের প্রিয় টিনটিন কে নিয়ে। এজন্য আমি সাহস করে নাম দিয়েছিলাম। আর আপনার কাছ থেকে উপহার পেয়ে আরও বেশি ভালো লাগলো।
টিনটিন বাবুর জন্য অনেক অনেক ভালোবাসা ৷ টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে আয়োজিত বিশেষ হ্যাংআউট-এর অংশগ্রহণ কারী প্রতিযোগিদের জন্য ও অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ৷অনেক ভালো লাগলো দাদা টিনটিন বাবুর জন্মদিনে হ্যাংআউটে উপস্থিত থেকে দারুণ একটি অনুষ্ঠান উপভোগ করতে পেরে ৷
টিনটিন বাবুর বার্থডে উপলক্ষে বিশেষ হাং আউট আমাদের কাছে খুবই স্মরণীয় হয়ে থাকবে। সত্যি বলতে সেদিন আমরা সবাই খুবই উপভোগ করেছিলাম। মানে হচ্ছে যেন আমরা সবাই টিনটিন বাবুর বার্থডে পার্টিতে এটেন্ড করেছি টিনটিন বাবুর জন্য অনেক অনেক শুভকামনা রইল। পুরস্কারটি পেয়ে খুবই ভালো লাগছে দাদা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
টিন টিন বাবুর জন্মদিনের দিন আমরা অনেক ইনজয় করেছি।।
গান কবিতা কৌতুক গল্পে মেতেছিলাম।। সব থেকে বেশি ভালো লেগেছে যখন দাদা ভিডিও এবং ছবি আমাদের সাথে শেয়ার করেছিল।।
সত্যি দিনটি আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।।
দাদা,আমাদের প্রিয় টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে বিশেষ হ্যাংআউটের অনুষ্ঠানটা বেশ উপভোগ করেছি আমি।তবে দাদা,দুঃখের বিষয় ঐদিন বাবার বাড়ি থেকে চট্টগ্রামে আসার কারণে আমি এই বিশেষ হ্যাংআউটের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেনি। এই বিশেষ হ্যাংআউট টা সত্যি অনেক সুন্দর হয়েছে। আর যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তাদেরকে জানাই অভিনন্দন।ধন্যবাদ দাদা 💐
সত্যি বলতে গেলে সেই স্পেশাল হ্যাংআউটে আমরা সকলেই অনেক ইনজয় করেছিলাম। তারপরও আপনি মাঝে মাঝে আমাদেরকে ছবি দিচ্ছিলেন, সেটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া ছিল। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং বরাবরই টিনটিন বাবুর জন্য অনেক অনেক শুভকামনা রইল। স্পেশাল হ্যাংআউটে যারা পার্টিসিপেন্ট করেছিল সবাই পুরস্কার পেয়েছে তাদের কে অভিনন্দন জানাচ্ছি।
এই হ্যাংআউটে অনেক মজা হয়েছিল, আমরা সবাই বেশ ইনজয় করেছি। যারা যারা পার্টিসিপেট করেছিল তারাও বেশ খুশি, টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে পার্টিসিপেন্ট কারী সকলেই উপহার পেয়েছেন, বেশ আনন্দের সাথেই কেটে ছিল বেশ কিছু সময়।
Happy birthday to your son 🎁🎂 Wish him more good life in good health and unlimited blessings ❤️
টিনটিন বাবুর বার্থডে উপলক্ষে বড় ধরনের গিফট পেয়েছে দেখছি অনেকেই। আমি টিনটিন বাবুর বার্থডে অনুষ্ঠানে উপস্থিত ছিলাম তাই জন্য আর কোনো কিছু করতে পারিনি। যারা যারা পারফর্ম করেছিল তাদেরকে অনেক অনেক ওয়েলকাম এত বড় পুরস্কার অর্জন করার জন্য। টিনটিন বাবুর বার্থডে উপলক্ষে দাদা মুক্ত হস্তে সবাইকে পুরস্কার প্রদান করেছেন।
Even though my birthday has passed a few days ago, I can still pray today. Hopefully Tintin will always be healthy and become the pride of parents, all parents want the best for their child. Once again happy birthday Tintin.
Happy birthday handsome boy Tintin, may you be a pious child and always be happy. Best wishes for you and your fourth year, may all your dreams come true and stay healthy. May God always take care of you.
যদিও আমি কমিউনিটি থেকে দুই মাসের ছুটি নিয়েছিলাম কিনতু বিশেষ দিনের বিশেষ হ্যাংআউট এ উপস্থিত না থাকলে কি হয়! টিনটিন বাবুর মত আমার নিজেরও একটি ছেলে আছে ও টিনটিন বাবুর চাইতে মাত্র চার মাসের ছোট। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি টিনটিন বাবা যেন একজন সফল এবং সত্যিকারের মানুষের মত মানুষ হতে পারে। আর পুরস্কার পেয়ে অনেক ভালো লাগছে। ধন্যবাদ দাদা।
টিনটিনের জন্মদিন পুরো বাংলা ব্লগ এর কাছে আনন্দময় একটি মূহুর্ত। আমার বাংলা ব্লগ যেটা করে দেখিয়েছে পুরষ্কার এর ক্ষেএে সেটা আর যাইহোক অন্য কোনো কমিউনিটি করে দেখাতে পারবে না। আমার বাংলা ব্লগ মানেই হাসি আনন্দ শিক্ষা বিনোদন সম্পর্ক সবকিছু।। যারা পুরষ্কার পেয়েছে তাদের অভিনন্দন।।
Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community