DIY - এসো নিজে করি : কাগজ দিয়ে নৌকা ও প্লেন তৈরী (Origami: creating models of boat & plane)

in আমার বাংলা ব্লগ3 years ago

Untitled-1.png

DIY সাপ্তাহিক ইভেন্টে এটা আমার দ্বিতীয় পোস্ট আজ শেয়ার করছি ।আশা করি আপনাদের ভালো লাগবে ।
কাগজ দিয়ে কি না তৈরী করা যায়, জাপানিরা এ ব্যাপারে সারা পৃথিবীতে সিদ্ধহস্ত ।ওরিগ্যামি (Origami) হলো এমন একটা শিল্প যেখানে এক খন্ড কাগজ না ছিঁড়ে, আঠা না লাগিয়ে শুধুমাত্র নানারকম ভাবে ফোল্ড করে জাগতিক কোনো প্রাণী বা বস্তুর মডেলে রূপ দেওয়া । আমার ওরিগ্যামি বিষয়ে নলেজ বলতে গেলে অতি সামান্য, ছোটবেলায় নৌকা আর প্লেন বানানো শিখেছিলাম । আজ সেটাই আবার বানানোর চেষ্টা করছি । তো চলুন শুরু করা যাক আমাদের আজকের প্রজেক্ট "ওরিগ্যামি - নৌকা ও প্লেন"।

নিচের প্রত্যেকটি ফটোগ্রাফ কোনোরকম ফিল্টার ছাড়া তোলা এবং সামান্যতম কোনো এডিট করা হয়নি । সবগুলি raw ফোটোগ্রাফস ।

পেপার বোট

স্টেপ-০১ :

IMG_20210812_140423.jpg

স্টেপ-০২ :

IMG_20210812_140607.jpg

স্টেপ-০৩ :

IMG_20210812_140930.jpg

স্টেপ-০৪ :

IMG_20210812_141006.jpg

স্টেপ-০৫ :

IMG_20210812_142407.jpg

স্টেপ-০৬ :

IMG_20210812_142455.jpg

স্টেপ-০৭ :

IMG_20210812_142547.jpg

স্টেপ-০৮ :

IMG_20210812_142624.jpg

স্টেপ-০৯ :

IMG_20210812_142702.jpg

স্টেপ-১০ :

IMG_20210812_142734.jpg

স্টেপ-১১ :

IMG_20210812_142800.jpg

স্টেপ-১২ :

IMG_20210812_142851.jpg

স্টেপ-১৩ :

IMG_20210812_142908.jpg

স্টেপ-১৪ : ফাইনাল আউটপুট

IMG_20210812_143106.jpg

IMG_20210812_143157_Bokeh.jpg

IMG_20210812_143216_Bokeh.jpg

পেপার প্লেন

স্টেপ-০১:

IMG_20210812_143835.jpg

স্টেপ-০২:

IMG_20210812_144052.jpg

স্টেপ-০৩:

IMG_20210812_144209.jpg

স্টেপ-০৪:

IMG_20210812_144258.jpg

স্টেপ-০৫:

IMG_20210812_144339.jpg

স্টেপ-০৬:

IMG_20210812_144407.jpg

স্টেপ-০৭:

IMG_20210812_144434.jpg

স্টেপ-০৮: ফাইনাল আউটপুট

IMG_20210812_144508.jpg

IMG_20210812_144519.jpg

IMG_20210812_144545.jpg

▒▒▒ধন্যবাদ ▒▒▒

Sort:  
 3 years ago 

ছোট বেলার কথা মনে পড়ে গেল।বৃষ্টির সময় বানাতাম আর পানির মধ্যে ছেড়ে দিতাম।

 3 years ago 

হুম, আমরাও তাই করতাম আমাদের ছেলেবেলায় :)

 3 years ago 

খুব সুন্দর হয়েছে দাদা।পুনরায় আবার ছোটবেলা ফিরে পেলাম।নৌকা তো বানাতে পারি কিন্তু প্লেন বানানোটা ভুলে গিয়েছিলাম।আবার মনে পড়ে গেল আপনার বানানো দেখে।
[দাদা আপনি আপনার পরিবারকে নিয়ে আপনার বানানো সুন্দর নৌকা এবং প্লেনে চড়ে আমাদের বর্ধমানের বাড়িতে চলে আসুন]।অনেক মজা হবে।
ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

প্লেন বানানোটা আমিও ভুলেই গেছিলাম খানিকটা, পরে ভাইয়ের কাছ থেকে একটু হেল্প নিয়ে করে ফেললাম ।

আমি ছোট বেলায় স্কুলে খাতার পেজ ছিড়ে এভাবে অনেক নৌকা এবং প্লেন বানিয়ে খেলতাম। বৃষ্টির দিনে প্লেন বানিয়ে পানিতে ভাসাতা।
অনেক সুন্দর হয়েছে দাদা আপনার কাগজের নৌকা এবং প্লেন। আপনে সব সময় নতুন কিছু করার মাধ্যমে আমাদেরকে করার উৎসাতটা বাড়ীয়ে দেন।ধন্যবাদ আপনাকে আমাদেরকে সব সময় সাহায্য করার জন্য।
আপনার জন্য আমার পক্ষ থেকে ভালোবাসা এবং শুভ কামনা রইল। দীর্ঘ জীবি হন দাদা।

 3 years ago 

আমিও same জিনিসটাই করতাম, টিফিন পিরিয়ডে প্লেন বানিয়ে দুই দেশের মধ্যে ফাইটার প্লেন নিয়ে ধুন্ধুমার লড়াই বাধতো ।

তখন কার সময়টা বেশ মজা করে কাটাতাম।
🥰🥰

 3 years ago 

বাহ্ চমৎকার হয়েছে দাদা।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে দিদি ।

 3 years ago 

অনাবিল শুভেচ্ছা আপনাকে দাদা♥

 3 years ago 

আমার ছোটবেলার কথা মনে পড়ে যখন আমি পড়াশোনা করতে চাইতাম তখন আর কাগজের চাদর ছিল না। সবসময় এটা খেলার জন্য প্লেন তৈরি এবং উড়ে 😄😄

 3 years ago 

চমৎকার লিখেছেন আপনি ।

 3 years ago 

অনেক ধন্যবাদ. আপনাকে দেখে ভালো লাগলো

 3 years ago 

দাদা ছোটবেলার কথা মনে করিয়ে দিলেন, ছোটবেলায় যখন বৃষ্টি হত তখন আমরা নৌকা বানিয়ে সেই পানির স্রোতের নৌকা গুলো ভাসিয়ে দিতাম এবং যখন ছোটবেলায় আমরা স্কুলে পড়তাম তখন স্কুল এর তিন চার তালা থেকে প্লেন বানিয়ে আকাশে উড়িয়ে দিতাম কত সুন্দর দিনগুলো ছিল। আপনি চমৎকারভাবে নৌকা এবং প্লেন বানানো দেখেিছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 3 years ago 

বর্ষাকালে কাগজের নৌকো বানিয়ে খেলতো না তখন এমন একটি বাচ্চাও ছিল না আমাদের শৈশবে ।

 3 years ago 

জি ভাই ঠিক বলেছেন।

 3 years ago 

খুবই সুন্দর হয়েছে দাদা।এগুলো দেখে ছোট বেলার কথা মনে পড়ে গেল।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

শৈশব আবার আসুক ফিরে,
বারে বারে স্বপ্নের ঘোরে :)

 3 years ago (edited)

এই দুইটাইতো আমি বানাতে পারি। আগে বৃষ্টি নামলে আমরা এগুলো বানিয়ে পানিতে ভাসাতাম ।এইগুলো বানানো যাবে তাতো বুঝি নাই। ধন্যবাদ দাদা সুন্দর ভাবে প্রতিটি ধাপ দেখিয়েছেন।

 3 years ago 

কাগজ দিয়ে এদুটো ছাড়া আমি আর কিছুই বানাতে পারি না, তাই এইগুলোই বানালাম । হ্যাঁ, "ওরিগ্যামি" DIY প্রজেক্টের মধ্যে পড়ে ।

 3 years ago 

ছোট বেলায় অনেক বানাইতাম । ভালোই বানিয়েছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

মোটামুটি বানিয়েছি, তবে প্লেন টায় আরো কারুকার্য করা যেত, আর নৌকাটাতে একটা পাল খাটানো যেত ।

 3 years ago 

এটা আমার জন্য ভাল।
আপনার পোস্টএকই
খুব ভাল টারখুব ভাল ধন্যবাদ 👍

 3 years ago 

ধন্যবাদ আপনাকে কষ্ট করে বাংলায় কমেন্ট করার জন্য :)

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65128.68
ETH 3442.23
USDT 1.00
SBD 2.52