"এসো নিজে করি" সপ্তাহ ঘোষণা (DIY Events Week Announcement)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো বন্ধুরা,
গত সপ্তাহের ডিসকর্ড হ্যাংআউট-এ আমি ঘোষণা করেছিলাম প্রতি মাসের যেকোন ১ সপ্তাহ ব্যাপী "এসো নিজে করি" কর্মসূচি পালিত হবে । সেটাই একটু সংশোধিত আকারে ও বিস্তারিত আকারে আজ ঘোষণা করছি ।

ইংরেজিতে DIY শব্দটি একটি abbreviation, এর পূর্ণ রূপ হলো Do It Yourself. সেটাকেই আমি "এসো নিজে করি" হিসাবে উল্লেখ করেছি । DIY এমন একটি event যেটি আমাদের প্রত্যেকের মধ্যকার সৃষ্টিশীলতাকে (creativity) পরিপূর্ণরূপে বিকশিত করতে সাহায্য করে । সো, এটার প্রতি আমার একটা বাড়তি টান আছে । "আমার বাংলা ব্লগ" এ এখন ১০০+ ব্লগার অলটাইম এক্টিভ থাকেন, তাই, আমি ভাবলাম প্রতি মাসের যেকোন এক সপ্তাহব্যাপী একটি DIY বা "এসো নিজে করি" ইভেন্ট চালু করলে কেমন হয় ?

এখন নিচে DIY Events Week এর বিস্তারিত তুলে ধরা হলো --

ইভেন্ট নাম :

DIY Events Week ("এসো নিজে করি" সপ্তাহ)

অংশগ্রহণের সময়কাল :

প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহব্যাপী

অংশগ্রহণের যোগ্যতা :

"আমার বাংলা ব্লগ" এর সকল "member" ব্যাজধারী প্রত্যেকে এই ইভেন্টে অংশ নিতে পারবেন

ইভেন্টের নিয়মাবলী :

১. যে কোনো ধরণের craft এই DIY ইভেন্টে eligible
২. আপনি নিজে নিজে কোনো জিনিস যদি রিপেয়ার করেন তবে সেটিকেও DIY ইভেন্টে হিসাবে গণ্য করা হবে
৩. Abstract আর্ট বাদে যেকোন ধরণের ফাইন আর্ট এই DIY ইভেন্টে যোগ্য বলে বিবেচিত হবে
৪. যে কোন ধরণের ফোটোগ্রাফি এই DIY ইভেন্টে গণ্য হবে না
৫. কোনো ধরণের ক্রিয়েটিভ রাইটিংও এই DIY ইভেন্টে গণ্য করা হবে না
৬. আপনার DIY ইভেন্টের প্রত্যেক main ষ্টেপের ফটোগ্রাফ অথবা ভিডিও শেয়ার করতে হবে
৭. আপনার নিজের তৈরী craft এর সাথে একটি সেলফি দেওয়া আবশ্যক । verified member অথবা Level-01 ব্যাজধারী ব্লগারদের অবশ্য এই নিয়মটি মানা বাধ্যতামূলক নয় ।
৮. নিজের পুরোনো DIY ইভেন্ট শেয়ার করা যাবে না । সম্পূর্ণ নতুন DIY ইভেন্টে চাই ।
৯. DIY ইভেন্ট পোস্টটি করার সময় "diy" এবং "amarbanglablog-event" ট্যাগ অবশ্যই use করতে হবে । অন্যথায় রচনাটি এই প্রতিযোগিতায় disqualified হিসাবে গণ্য করা হবে ।
১০. Plagiarism এবং copyright Infringement কঠোরভাবে নিষিদ্ধ ।
১১. DIY ইভেন্ট সপ্তাহে প্রতিদিন ১টি করে মোট ৭টি পোস্ট করা যাবে ।

ইভেন্টের পুরস্কার :

১. প্রত্যেক ভালো মানের DIY ইভেন্ট পোস্টে আপভোট প্রদান করা হবে
২. সব চাইতে সেরা পোস্টটি ১০০% আপভোট পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে

ইভেন্টের বিচারক :

১. @blacks
২. @rex-sumon
৩. @winkles
৪. @moh.arif
৫. @hafizullah
৬. @shuvo35

পুরস্কার ঘোষণা :

DIY ইভেন্ট শেষে আমাদের discord hangout -এ

↩ধন্যবাদ সকলকে↪

Sort:  
 3 years ago 

অসাধারণ একটি ইভেন্ট আমি অবশ্যই এখানে পার্টিসিপেন্ট করব। এই ইভেন্টের মাধ্যমে মানুষের ক্রিয়েটিভিটি ফুটে উঠবে এবং মানুষ যেগুলো করবে তা থেকে আমরা বিভিন্ন ভাবে শিক্ষা গ্রহণ করতে পারি। আমরা অনেকেই আছি অনেক কিছু পারি কিন্তু উদ্যোগের অভাবে এবং সুযোগের অভাবে অনেক কিছু করে উঠতে পারি না এই সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

1626436398157.webp

 3 years ago 

আপনি অংশগ্রহণ করেছেন দেখতে পাচ্ছি, আপনার সৃষ্টিশীলতা সবার সামনে মেলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ :)

 3 years ago 

আমি এটাও ভেবে দেখেছি আজ থেকে ছয় মাস পরে আমার রুমটি ভরে যাবে এই DIY প্রজেক্ট এর প্রজেক্ট গুলো দিয়ে। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিজের ভিতরে যে প্রতিভা গুলো রয়েছে সেগুলো সবার মাঝে প্রকাশ করার একটি অন্যতম প্লাটফ্রম তৈরি করে দেওয়ার জন্য। অফুরন্ত ভালোবাসা রইলো @rme ভাই।

 3 years ago (edited)

অনেক অনেক ধন্যবাদ।দাদা।

 3 years ago 

এখানে কোনো এন্ট্রি কমেন্ট করা লাগবে না, শুধু পোস্ট করার সময় "diy" এবং "amarbanglablog-event" ট্যাগ ব্যবহার করলেই চলবে । ধন্যবাদ :)

 3 years ago 

খুবই ভালো একটি উদ্যোগ দাদা।এখানে অনেকের লুকায়িত প্রতিভা বিকশিত হবে।ধন্যবাদ আপনাকে দাদা।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ বোন , আশা করছি আপনিও অংশগ্রহণ করে আমাদেরকে সম্মানিত করবেন ।

 3 years ago 

খুবই ভালো একটি উদ্দ্যেগ দাদা।অবশেষে মনের মতো একটা কাজ পাইছি।😊

 3 years ago 

ধন্যবাদ, আশা করছি আপনি এই ইভেন্টে অংশগ্রহণ করবেন :)

 3 years ago 

https://steemit.com/hive-129948/@farhantanvir/acmrs

আমার অংশগ্রহণের লিংক।

অনেক সুন্দর একটি প্রতিযোগিতা। মানুষ খুঁজে বের করার অন্যতম পন্থা এটি। দাদা কে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

 3 years ago 

আপনাকেও কিন্তু এই ইভেন্টে এক জন পার্টিসিপেন্ট হিসাবে দেখতে চাই :)

অবশ্যই চেষ্টা করব দাদা পার্টিসিপেট করার জন্য

আহা কি আনন্দ আকাশে বাতাসে। এতো সুন্দর একটা পোষ্ট দেখে মনটা নেচে উঠলো। আমাদের যত দক্ষতা সেটা শেয়ার করার একটা বড় সুযোগ। নিজেদের ক্রিয়েটিভিটিকে বৃদ্ধি করা, জীবনের পেছনে ফেলে আসা সময়টাকে আবার ফিরে দেখার সুযোগ এসেছে। সেই ছোট বেলাকার কত ছোট ছোট মজার অভিঙ্গতাকে আমরা প্রকাশ করতে পারব। ধন্যবাদ দাদা এবং আমার বাংলা ব্লগকে এতো সুন্দর একটা বিষয় নির্ধারণ করার জন্য। আমি চেষ্টটা করব, আমার যতটা সম্ভব এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।
ধন্যবাদ;)

 3 years ago 

খুব সুন্দর গঠনমূলক একটি কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

ধন্যবাদ দাদা। আপনার জন্য শুভ কামনা।❤️🥰

 3 years ago (edited)

খুবই ভালো উদ্যোগ এটি ।মানুষের মধ্যেকার সৃজনশীলতাকে টেনে বের করে মানুষের মাঝে উন্মোচন করার বড়ো সুযোগ এটি।সবাই সবার নিজস্ব সৃজনশীল কাজকে উপস্থাপন করতে পারবে এখানে।আমিও অংশগ্রহণ করবো এই প্রতিযোগীতায়।

[দাদা এখানে কি সাতদিনের মধ্যে একটি diy করে ট্যাগ ব্যবহার করতে হবে।না সপ্তাহের মধ্যে অনেকগুলো পোস্ট করা যাবে diy নিয়ে?]এই প্রশ্নের উত্তর জানতে ইচ্ছে করছে ।অশেষ ধন্যবাদ দাদা দারুণ উদ্যোগ নেওয়ার জন্যে।

 3 years ago 

প্রতিদিন ১ টি করে পারবে diy ইভেন্ট পোস্ট

 3 years ago 

ঠিক আছে দাদা।

খুবই চমৎকার একটি ব্যাপার হতে চলেছে এটি।আমি মুখিয়ে আছি অংশগ্রহণের জন্য।

 3 years ago 

আপনাকে স্বাগত জানাই আমাদের নিউ ইভেন্টে অংশ নেয়ার জন্য :)

 3 years ago 

দারুন, এই সপ্তাহটা হবে সবচেয়ে বেশী জমজমাট। কারন গতানুগতিকের বাহিরে নিজের সৃজনশীলতা প্রকাশের দারুন একটা সুযোগ তৈরী হয়েছে এবং সবাই নিজের কিছু দক্ষতা প্রকাশের সুযোগ পাবেন।

 3 years ago 

দারুন বলেছেন, আমিও আশা করে আছি একটা জমজমাট রঙিন সপ্তাহের জন্য :)

 3 years ago 

দারণ একটি উদ্যোগ। নিজের সৃজনশীলতাকে উপস্থাপনা করা যাবে আমি মনে করি এই প্রতিযোগিতার মাধ্যমে।

 3 years ago 

সেই জন্যই তো এই ইভেন্ট ঘোষণা করা হয়েছে, সবার সৃষ্টিশীলতার উন্মেষ হবে :)

 3 years ago 

জি দাদা।খুব শীঘ্রই অংশগ্রহণ করবো।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.033
BTC 92882.93
ETH 3112.41
USDT 1.00
SBD 3.04