"এসো নিজে করি" বিশেষ ক্রিসমাস সপ্তাহ ঘোষণা (DIY Event Week Speial Christmas Announcement) [25 Dec-31 Dec '21]

in আমার বাংলা ব্লগ2 years ago

English DIY শব্দটি হলো একটি abbreviation, এটির পূর্ণ রূপ হলো Do It Yourself. আমাদের কমিউনিটিতে আমরা এটিকেই "এসো নিজে করি" হিসাবে উল্লেখ করে থাকি ।

DIY এমন একটি event যেটি আমাদের প্রত্যেকের মধ্যকার সৃষ্টিশীলতাকে (creativity) পরিপূর্ণরূপে বিকশিত করতে সাহায্য করে । তাই স্বভাবতই, এটার প্রতি আমার একটা বাড়তি টান আছে । "আমার বাংলা ব্লগ" এ এখন ২০০+ ব্লগার অলটাইম এক্টিভ থাকেন, তাই, প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহব্যাপী DIY বা "এসো নিজে করি" ইভেন্টটি চালু করা হয়েছে ।

তবে আজকের এই DIY Event সপ্তাহটি হলো ক্রিসমাস উপলক্ষে আয়োজন করা বিশেষ DIY Event সপ্তাহ

নিম্নে ক্রিসমাসের বিশেষ DIY Event Week এর বিস্তারিত নিয়ম কানুনগুলো তুলে ধরা হলো --

ইভেন্টের নাম :

DIY Event Speial Christmas Week ("এসো নিজে করি" বিশেষ ক্রিসমাস সপ্তাহ)

ইভেন্টে অংশগ্রহণের সময়কাল :

ডিসেম্বর মাসের শেষ সপ্তাহব্যাপী । সেই নিয়মানুযায়ী ডিসেম্বর মাসের ২৫ তারিখ শনিবার থেকে ৩১ তারিখ শুক্রবার রাত ১২ টা অব্দি এই ইভেন্টের ব্যাপ্তিকাল ।

ইভেন্টে অংশগ্রহণের যোগ্যতা :

"আমার বাংলা ব্লগ" এর সকল "verified member"-এর প্রত্যেকেই এই ইভেন্টে অংশ নিতে পারবেন ।

গ্রহণযোগ্য DIY ইভেন্ট :

১. যে কোনো টাইপের craft building এই DIY ইভেন্টে eligible হিসাবে গণ্য করা হবে ।
২. Abstract আর্ট বাদে যেকোন ধরণের ফাইন আর্ট ও স্কেচ এই DIY ইভেন্টে যোগ্য বলে বিবেচিত হবে ।
৩. নিজে তৈরী করা যে কোনো ধরণের ভাস্কর্য (sculpture) ও শিল্পকর্ম এই DIY ইভেন্টে যোগ্য বলে বিবেচিত হবে ।
৪. আপনি সম্পূর্ণ নিজে যদি কোনো জিনিস রিপেয়ার করার প্রসেস স্টেপ বাই স্টেপ শেয়ার করেন তবে সেটিকেও DIY ইভেন্টে ভ্যালিড এন্ট্রি হিসাবে গণ্য করা হবে ।
৫. নিজের লেখা ও নিজের সুরারোপিত বাংলা গান নিজের গলায় গাইলে সেটিকেও DIY ইভেন্টে ভ্যালিড এন্ট্রি হিসাবে গণ্য করা হবে ।
৬. সম্পূর্ণ ইউনিক ও ক্রিয়েটিভ যে কোনো ধরণের "কুকিং রেসিপি"-কে এই DIY ইভেন্টে যোগ্য বলে বিবেচিত হবে ।

অগ্রহণযোগ্য DIY ইভেন্ট :

১. অন্যের তৈরী করা যে কোনো ধরণের ক্র্যাফট, আর্ট, স্ক্যাল্পচার এই DIY ইভেন্টে ভ্যালিড হিসাবে গণ্য হবে না ।
২. Abstract আর্টও এই DIY ইভেন্টে ভ্যালিড হিসাবে গণ্য করা হবে না ।
৩. যে কোন ধরণের ফোটোগ্রাফি এই DIY ইভেন্টে ভ্যালিড হিসাবে গণ্য হবে না ।
৪. কোনো ধরণের ক্রিয়েটিভ রাইটিংও এই DIY ইভেন্টে বৈধ বলে গণ্য করা হবে না ।
৫. নিজের লেখা ও সুর করা গান ব্যাতিত অন্য কোনও গান গাইলে সেটিকেও DIY ইভেন্টে ভ্যালিড হিসাবে গণ্য হবে না ।

ইভেন্টের অবশ্য পালনীয় নিয়মাবলী :

১. আপনার DIY প্রজেক্টের প্রত্যেক main ষ্টেপের ফটোগ্রাফ অথবা ভিডিও শেয়ার করতে হবে
২. আপনার নিজের তৈরী craft এর সাথে একটি সেলফি দেওয়া আবশ্যক । verified member অথবা Level-01 ব্যাজধারী ব্লগারদের অবশ্য এই নিয়মটি মানা বাধ্যতামূলক নয় ।
৩. নিজের পুরোনো DIY প্রজেক্ট শেয়ার করা যাবে না । সম্পূর্ণ নতুন DIY প্রজেক্ট চাই ।
৪. DIY পোস্টটি করার সময় "amarbanglablog-event" এবং "diy" ট্যাগ অবশ্যই use করতে হবে । অন্যথায় রচনাটি এই প্রতিযোগিতায় disqualified হিসাবে গণ্য করা হবে ।
৫. Plagiarism এবং copyright Infringement কঠোরভাবে নিষিদ্ধ ।
৬. DIY ইভেন্ট সপ্তাহে প্রতিদিন ১টি করে মোট ৭টি পোস্ট করা যাবে ।

ইভেন্টের পুরস্কার :

১. প্রত্যেক ভালো মানের DIY ইভেন্ট পোস্টে আপভোট প্রদান করা হবে ।
২. সব চাইতে সেরা পোস্টটি কিছু বাড়তি পুরষ্কার পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে ।

ইভেন্টের বিচারক :

১. @blacks
২. @rex-sumon
৩. @winkles
৪. @moh.arif
৫. @hafizullah
৬. @shuvo35

পুরস্কার ঘোষণা :

DIY ইভেন্ট শেষে আমাদের পরবর্তী discord hangout -এ পুরষ্কার ঘোষণা করা হবে ।

↩ধন্যবাদ↪

Sort:  
 2 years ago 

অসাধারণ একাটি ইভেন্ট। খুব ভালো লাগলো। একটু কনফিউশন ছিল দাদা,

"আমার বাংলা ব্লগ" এর সকল "verified member"-এর প্রত্যেকেই এই ইভেন্টে অংশ নিতে পারবেন ।

↑↑এটা দেখে মনে হচ্ছে যাদের নামের পাশে verified member লেখা শুধু তারাই অংশগ্রহণ করতে পারবে।

২. আপনার নিজের তৈরী craft এর সাথে একটি সেলফি দেওয়া আবশ্যক । verified member অথবা Level-01 ব্যাজধারী ব্লগারদের অবশ্য এই নিয়মটি মানা বাধ্যতামূলক নয় ।

↑↑ এই লেখা দেখে মনে হচ্ছে যারা ১-৪ লেভেল পাইছে তারাও অংশগ্রহণ করতে পারবে।

ধন্যবাদ।

 2 years ago 

বাহ, দাদার ঘোষণাটি শুনে আমার মনটা ভরে গেল 🥳🥳🥳। আমি ব্যক্তিগতভাবে Diy পোস্ট করতে অনেক ভালোবাসি। এবার তাহলে খেলা হবে 😋। হাহাহাহা একটু মজা করলাম, যাইহোক, দাদা আমি আমার সবচেয়ে ভালো টুকু দিয়ে ভালো কাজ করার চেষ্টা করব। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

চমৎকার একটি প্রতিযোগিতা সাড়া সপ্তাহ জুড়ে ভেবেই মনটা কেমন কেমন করছে ওহ।এখনি ট্যালেন্ট দেখানোর সুযোগ ।আর এ সুযোগ করেদিয়েছেন দাদা ।এই সপ্তাহে পুরা অভিক্ষ ব্লোগার বের হয়ে আসবে সামনে ।এমন একটি সুন্দর সুযোগ আমাদর দেওয়ার জন্য দাদাকে বিশেষ ভাবে অন্তরীক ধন্যবাদ জানাই ।

 2 years ago 

নতুন নতুন কিছু দেখার অপেক্ষায় থাকবো, আমিও চেষ্টা করব এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। দাদা,আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই,এই নতুন প্রতিযোগিতাটি নিয়ে আসার জন্য।

প্রতিযোগিতা মানেই নিজেকে ঝালিয়ে নেওয়া। যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তাদের সবার জন্য শুভকামনা থাকবে। নিঃসন্দেহে উদ্যোগটা অনেক ভালো উদ্যোগ দাদা। প্রতিযোগিতার মাধ্যমে অনেকের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে। আমরা যারা নন ভেরিফাইড মেম্বার আছি তারা অনেক ইনজয় করব। ভালোবাসা অবিরাম।

পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। মনের ভেতর খুব খুশি খুশি লাগতেছে। অনেকের অনেক কিছু তৈরি করা দেখবো এবং নিজেই তৈরি করে শেয়ার করব আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা...

 2 years ago 

এই আয়োজনে আমরা অনেক ভালো কিছু দেখতে পারব এবং নিজে করব ও শিখতে পারব।তবে আমি এখন শেখাটেকেই বেশী প্রধান্য দিয়ে থাকি।আশা করি আমরা সবাই অনেক ভালো করব

 2 years ago 

শ্রদ্ধেয় দাদা আপনি নতুন একটি উদ্যোগ গ্রহণ করেছেন। আপনি খুবই সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন।ক্রিসমাস উপলক্ষ্যে একটি প্রতিযোগিতার আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। এত সুন্দর প্রতিযোগিতার আয়োজনে উদ্যোগ গ্রহণ করার জন্য আপন প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ।আপনাকে অসংখ্য ধন্যবাদ । দাদা ভালো থাকবেন।

প্রথমেই দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিনিয়ত আমাদেরকে এতো সুযোগ সুবিধা এবং আমাদের জন্য নতুন নতুন বিষয় তুলে ধরার জন্য।
আমার বাংলা ব্লগ মানেই সব সময় নতুন নতুন চমক। সব সময় নতুন কিছু সৃষ্টি করা। আর এটার জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করে যাচ্ছেন আমাদের সবার প্রিয়, দাদা। তার তুলনা হয় না। তিনি আমাদের জন্য সব সময় ভালো কিছু চালু করে থাকেন। এমনিতেই তিনি প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহকে "এসো নিজে করি" সপ্তাহ হিসেবে চলমান রেখেছেন। তারপরও আবার ক্রিসমাস উপলক্ষ্যে তিনি আরও সুন্দর ভাবো "এসো নিজে করি" সপ্তাহের ঘোষণা দিলেন। আশা করও আমরা সবাই এটাতে অংশগ্রহন করতে পারব। আমি নিজেও চেষ্টটা করব যাতে ভালো কিছু করার মাধ্যমে এখানে অংশগ্রহন করার।
আপনাকে আবারও অনেক ধন্যবাদ জানাই দাদা, সব সময় আমাদেরকে এতো সুযোগ করে দেওয়ার জন্য। আপনার জন্য সব সময় শুভেচ্ছা এবং ভালোবাসা।
 2 years ago 

বিশেষ ক্রিসমাস সপ্তাহ ঘোষণা দেখে খুবই আনন্দ পেলাম দাদা। প্রত্যেকে তাদের মেধাকে কাজে লাগিয়ে নতুন কিছু উপহার দিবে আমাদের মাঝে। আশা করছি সবাই নিজেদের মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে নতুন কিছু তৈরি করে আমাদের সকলের মাঝে উপস্থাপন করবে। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা নতুন নতুন ডাই প্রজেক্ট দেখতে পাবো। এই বিশেষ সপ্তাহে সকলে তাদের সেরা সৃষ্টি আমাদের মাঝে শেয়ার করবে। আশা করছি সকলে দক্ষতার সাথে এবং নিপুণভাবে প্রতিটি কাজ করে আমাদের মাঝে উপহার দিবে। নতুন কিছু সৃষ্টির মধ্যে অনেক আনন্দ হয়েছে। অনের আনন্দের মাঝে আমরা সকলে একটি সপ্তাহ কাটাবো। এই বিশেষ সপ্তাহে আমরা আমাদের তৈরি ক্রাফটগুলো ভালোভাবে উপস্থাপন করবো। ক্রিসমাস উপলক্ষ্যে বিশেষ এই প্রজেক্ট আয়োজন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি দাদা। আশা করছি আমার বাংলা ব্লগের প্রত্যেকটি ব্যক্তি তাদের নিজেদের দক্ষতা তুলে ধরবে এবং সকলে অনেক আনন্দের সাথে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। দাদা আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার জন্য শুভকামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.11
JST 0.033
BTC 64271.38
ETH 3157.43
USDT 1.00
SBD 4.25